সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Sample OMR SHEET for Class XI

Sample OMR SHEET for Class XI ওরিজিনাল OMR SHEET ডাউনলোড করতে NOTIFICATION এর নিচে👇যান Sample OMR SHEET for Class XI Sample OMR SHEET for Class XI,WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION VIDYASAGAR BHAVAN 9/2, BLOCK-DJ, SECTOR-II, SALTLAKE KOLKATA - 700091 No.: L/PR/302/2024                                                                            Dated: 05/08/2024 NOTIFICATION দৃষ্টি আকর্ষণ করুন: পরিষদের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধানের সাথে "সেমিস্টার সিস্টেমের বাস্তবায়ন" বিষয়ে সংবেদনশীল বৈঠকের আলোচনা অনুসারে, নিম্নস্বাক্ষরকারী ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ব্যবহার করার জন্য OMR-এর নমুনা আপলোড করতে পেরে খুশি। সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদেরকে অনুরোধ করা হচ্ছে, পরীক্ষার্থীরা যাতে পরীক...

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার সেট - ২

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার সেট - ২ Class XI History Questions First Semester - Second Set সেট - ১ , সেট - ২, সেট - ৩, সেট - ৪, সেট - ৫, সেট - ৬, সেট - ৭, সেট - ৮, সেট - ৯, সেট -১০ বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট।                                     পূর্ণমান ৪০ 👉  প্রশ্নগুলোর উত্তর ও তার ব্যাখ্যা দেখো এখানে A) সঠিক উত্তর বেছে নাও : ১ x ৪ = ৪ ১) পিরামিডের দেশ বলা হয়, A) মিশরকে B) ইরাককে C) গ্রিসকে D) লিবিয়া। ২) রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীর নাম - A) বাইজান্টিয়াম B) রোম C) কার্থেজ D) কর্ডোভা ৩) রেশমপথের বিস্তার ছিল সাংহাই থেকে - A) তেহরান পর্যন্ত B) বাগদাদ পর্যন্ত C) কনস্টান্টিনোপল পর্যন্ত D) দিল্লি পর্যন্ত ৪) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষ কী নামে পরিচিত ছিল? A) আর্যাবর্ত B) জম্বুদ্বীপ C) ভারত D) ষোড়শ মহাজনপদ B) শূন্যস্থান পূরণ কর : ১ x ৪ = ৪ ৫) ভারতীয়রা সময়ের ___________ ধারণায় বিশ্বাসী ছিল। A) চক্রাকার, B) রৈখিক, C) চতুর্ভুজ D)  ত্রিভুজ। ৬) বেদুইন নাম...

বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে নরেন্দ্র মোদী

বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে নরেন্দ্র মোদী “বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মর্মাহত। বুদ্ধদেব ছিলেন বলিষ্ঠ ব্যক্তিত্ব, যিনি তার রাজ্যের সেবা করেছিলেন দৃঢ় অঙ্গীকার নিয়ে।”  — নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী তথ্যসূত্র : এই সময় সংবাদপত্র  ৯ই আগস্ট ২০২৪

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) সেট - ১, সেট - ২ , সেট - ৩, সেট - ৪, সেট - ৫, সেট - ৬, সেট - ৭, সেট - ৮, সেট - ৯, সেট -১০ বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট।                                     পূর্ণমান ৪০ 👉  প্রশ্নগুলোর উত্তর ও তার ব্যাখ্যা দেখো এখানে A) সঠিক উত্তর বেছে নাও : ১ x ৪ = ৪ ১) ইতিহাস হল দর্শনের এক শাখা - বলেছেন, A) হেরোডেটাস  B) এরিস্টটল C) থুকিডিডিস D) হেনরি পিরেন। ২) আসিরীয় সাম্রাজ্যের সূচনা হয়েছিল - A) আফ্রিকায় B) এশিয়ায়  C) উত্তর আমেরিকায় D) ইউরোপে ৩) পশ্চিম রোমান সাম্রাজ্যের প্রধান ধর্মের নাম ছিল - A) পেগান ধর্ম  B) খ্রিষ্টান ধর্ম C) ইসলাম ধর্ম D) বৌদ্ধ ধর্ম ৪) গ্রিসে যে রাজনৈতিক সংগঠনকে 'নগররাষ্ট্র' বলা হত, ভারতে তাকে কী নামে অবিহিত করা হত - A) জনপদ  B) মহাজনপদ C) রাজ্য D) সাম্রাজ্য B) শূন্যস্থান পূরণ কর : ১ x ৪ = ৪ ৫) প্রাগৈতিহাসিক সংস্কৃতির শেষ পর্যায়কে বলা হয় -----------. A) ন...

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২৪

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২৪ History Frist Unit Test 2024 সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর:                     ১x১০ = ১০ ১.১ 'হিস্টোরিয়া' কথার অর্থ হল? - ক) অনুসন্ধান                                                        খ) জ্ঞান গ) বিজ্ঞান                                                            ঘ) অতীতের কাহিনি। ১.২) সাধারণ মানুষের কথা জানা যায় - ক) নিম্নবর্গের ইতিহাস থেকে ,                     খ) খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে,  গ) খেলার ইতিহাস থেকে,       ...

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস (নবম শ্রেণি) মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস বিভাগ-ক 1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১ x ১০ = ১০ (i) 'আমিই রাষ্ট্র'-ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উদ্ভিটিতে ফুটে ওঠে- (a) গণতন্ত্রের ধারণা, (b) স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা,  (c) প্রজাতন্ত্রের ধারণা, (d) সামন্ততন্ত্রের ধারণা। (ii) ফ্রান্সকে 'আন্ত অর্থনীতির জাদুঘর' বলে মন্তব্য করেছিলেন  (a) ভলতেয়ার, (b) নেকার,  (c) ষোড়শ লুই, (d) অ্যাডাম স্মিথ। (iii) থার্ড এস্টেটের প্রতিনিধিয়া দাবি করেছিল  (a) সাঁকুলোৎদের ভোটাধিকার, (b) সমস্ত জনগণের ভোটাধিকার, (c) গার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার, (d) নারীদের ভোটাধিকার। (iv) বাজিল দুর্গের পতন হয়েছিল  (a) ১৪ জুলাই, ১৭৮৯, (b) ২০ জুন, ১৭৮৯,  (c) ৫ মে,১৭৮৯, (d) ২৬ জুলাই, ১৭৯৪। (v) ফরাসি চার্চ আদায় করত  (a) গ্যাবেল, (b) টেইলি,  (c) করভি, (d) টাইল। (vi) ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন-  (a) ষোড়শ লুই, (b) রোধসপিয়র,  (c) নেপোলিয়ন বোনাপার্ট, (d) লাফায়েৎ। (vii) ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলে...

একাদশ শ্রেণি। ইতিহাস। বার্ষিক পরীক্ষা - ২০২৪

HIGHER SECONDARY EXAMINATION-2024 বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল একাদশ শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষা - ২০২৪ Time: 3 hours 15 minutes Group-A Full Marks - ৮০ ১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। (i) 'ইন্ডিকার' লেখক হলেন - (a) মেগাস্থিনিস , (b) কৌটিল্য, (c) কালিদাস, (d) সন্ধ্যাকর নন্দী। (ii) 'প্রায় ইতিহাস' শব্দটির অর্থ হল- (a) ইতিহাসের আগের যুগ (b) ইতিহাসের পরের যুগ, (c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, (d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। (iii) আবুল ফজল রচিত গ্রন্থটির নাম হল- (১) তারিখ-ই-ফিরোজশাহি, (b) কিরান-উস-সাদাইন, (c) আকবরনামা , (d) বাদশাহনামা। ( iv) 'অরিজিন অব স্পিসিজ' রচনা করেন (a) কার্ল মার্কস, (b) মর্গান, (c) ডারউইন d) তুর্নাল (v) মিশরের সব থেকে বড়ো পিরামিড হল- (a) খুফুর, (b) নেফরার, (c) মেনকুরার, (d) রামেসিস-এর। (i) প্রাচীন গ্রিসের সমাজ বিভক্ত ছিল (১) দুটি স্তরে, (চ) তিনটি স্তরে, (c) চারটি স্তরে, (d) পাঁচটি স্তরে। (vi) জনপদগুলির উত্থান হয়- (১) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে , (b) খ্রিস্টপূর্ব ষষ্ঠদশ শতকে, (c) খ্রিস্টপূর্ব...
---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------