মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩
Madhyamik Examination History - Question - 2023 |
Time - 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only )
Full Marks - 90 For Regular Candidates
Full Marks - 100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।]
(“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)
বিভাগ 'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১×২০ = ২০
১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন -
(ক) আঞ্চলিক ইতিহাসে (খ) নারীর ইতিহাসে
(গ) পরিবেশের ইতিহাসে (ঘ) শহরের ইতিহাসে
১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনা করেছিলেন
(ক) তিন বছর (খ) চার বছর
(গ) দশ বছর (ঘ) বারো বছর
১.৩ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন
(ক) ১৮২১ খ্রিঃ (খ) ১৮২৩ খ্রিঃ
(গ) ১৮১৫ খ্রিঃ (ঘ) ১৮২৬ খ্রিঃ
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) বিদ্যাসাগর
(গ) আনন্দমোহন বসু (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
১.৫ ‘রেনেসাঁস' শব্দটি হল, একটি
(ক) ইংরেজি শব্দ (খ) ফরাসি শব্দ
(গ) ইতালিয় শব্দ (ঘ) ল্যাটিন শব্দ
১.৬ ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে (খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে (ঘ) মুণ্ডা বিদ্রোহের পরে
১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন
(ক) জোহান ক্রুগার (খ) এলিয়াস ফিসার
(গ) ডিয়েট্রিস ব্রান্ডিস (ঘ) ফ্রেডারিক হফম্যান
১.৮ মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক ‘সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন
(ক) চার্লস রেইকস্ (খ) নর্টন
(গ) ম্যালেসন (ঘ) ডিজরেলি
১.৯ চৈত্রমেলা, ‘হিন্দুমেলা' রূপে পরিচিত হয়
(ক) ১৮৬৭ খ্রিঃ থেকে (খ) ১৮৭০ খ্রিঃ থেকে
(গ) ১৮৭২ খ্রিঃ থেকে (ঘ) ১৮৭৫ খ্রিঃ থেকে
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১ বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন
(ক) উইলিয়াম কেরি (খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১২ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়
(ক) ১৭৭৮ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ
(গ) ১৯২৫ খ্রিঃ (ঘ) ১৯৩৫ খ্রিঃ
১.১৩ ‘দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন
(ক) অশ্বিনীকুমার দত্ত (খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল
(ক) গিরনি কামগার ইউনিয়ন (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(গ) ইন্ডিয়ান মিলহ্যান্ডস্ ইউনিয়ন (ঘ) সর্বভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস
১.১৫ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন
(ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) প্রফুল্লচন্দ্র সেন
(গ) বাবা রামচন্দ্র (ঘ) ফজলুল হক
৪.২ ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
৪.৪ বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
৪.৬ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো।
৪.৮ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?
৫.২ বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৫.৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন
কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল ?
৬.১.১ ‘নীলদর্পণ' নাটকটির রচয়িতা কে ?
৬.১.২ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৩ ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?
৬.১.৪ একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো ৷
৬.১.৫ কে বর্ণপরিচয় রচনা করেন ?
৬.১.৬ কে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন ?
৬.২ দু'টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :
৬.২.১ ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?
৬.২.২ ভারতসভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৬.২.৪ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন ?
৬.২.৫ ‘রসিদ আলি দিবস' কেন পালিত হয়েছিল ?
📘অন্যান্য বছরের প্রশ্ন :
১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন -
(ক) আঞ্চলিক ইতিহাসে (খ) নারীর ইতিহাসে
(গ) পরিবেশের ইতিহাসে (ঘ) শহরের ইতিহাসে
১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনা করেছিলেন
(ক) তিন বছর (খ) চার বছর
(গ) দশ বছর (ঘ) বারো বছর
১.৩ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন
(ক) ১৮২১ খ্রিঃ (খ) ১৮২৩ খ্রিঃ
(গ) ১৮১৫ খ্রিঃ (ঘ) ১৮২৬ খ্রিঃ
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) বিদ্যাসাগর
(গ) আনন্দমোহন বসু (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
১.৫ ‘রেনেসাঁস' শব্দটি হল, একটি
(ক) ইংরেজি শব্দ (খ) ফরাসি শব্দ
(গ) ইতালিয় শব্দ (ঘ) ল্যাটিন শব্দ
১.৬ ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে (খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে (ঘ) মুণ্ডা বিদ্রোহের পরে
১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন
(ক) জোহান ক্রুগার (খ) এলিয়াস ফিসার
(গ) ডিয়েট্রিস ব্রান্ডিস (ঘ) ফ্রেডারিক হফম্যান
১.৮ মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক ‘সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন
(ক) চার্লস রেইকস্ (খ) নর্টন
(গ) ম্যালেসন (ঘ) ডিজরেলি
১.৯ চৈত্রমেলা, ‘হিন্দুমেলা' রূপে পরিচিত হয়
(ক) ১৮৬৭ খ্রিঃ থেকে (খ) ১৮৭০ খ্রিঃ থেকে
(গ) ১৮৭২ খ্রিঃ থেকে (ঘ) ১৮৭৫ খ্রিঃ থেকে
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১ বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন
(ক) উইলিয়াম কেরি (খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১২ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়
(ক) ১৭৭৮ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ
(গ) ১৯২৫ খ্রিঃ (ঘ) ১৯৩৫ খ্রিঃ
১.১৩ ‘দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন
(ক) অশ্বিনীকুমার দত্ত (খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল
(ক) গিরনি কামগার ইউনিয়ন (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(গ) ইন্ডিয়ান মিলহ্যান্ডস্ ইউনিয়ন (ঘ) সর্বভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস
১.১৫ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন
(ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) প্রফুল্লচন্দ্র সেন
(গ) বাবা রামচন্দ্র (ঘ) ফজলুল হক
১.১৬ ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রজনীকান্ত সেন (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন
(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানি (ঘ) সুনীতি দেবী
১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন
(ক) রামস্বামী নাইকার (খ) ত্যাগরাজা চেট্টি
(গ) নারায়ন গুরু (ঘ) ভীমরাও আম্বেদকর
১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল
(ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ
(গ) ১৯৫৩ খ্রিঃ (ঘ) ১৯৫৬ খ্রিঃ
১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়
(ক) ১৯৫০ খ্রিঃ (খ) ১৯৫২ খ্রিঃ
(গ) ১৯৫৬ খ্রিঃ (ঘ) ১৯৬০ খ্রিঃ
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রজনীকান্ত সেন (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন
(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানি (ঘ) সুনীতি দেবী
১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন
(ক) রামস্বামী নাইকার (খ) ত্যাগরাজা চেট্টি
(গ) নারায়ন গুরু (ঘ) ভীমরাও আম্বেদকর
১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল
(ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ
(গ) ১৯৫৩ খ্রিঃ (ঘ) ১৯৫৬ খ্রিঃ
১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়
(ক) ১৯৫০ খ্রিঃ (খ) ১৯৫২ খ্রিঃ
(গ) ১৯৫৬ খ্রিঃ (ঘ) ১৯৬০ খ্রিঃ
বিভাগ 'খ
'২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ১×১৬=১৬
২.১.১) ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় ?
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও : ১x৪=৪২.১.১) ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় ?
উত্তর : ভারতে ১৮৫৩ সালে রেলপথ প্রবর্তিত হয়।
২.১.২) গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত ?
২.১.২) গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত ?
উত্তর : গ্রামবার্তা পত্রিকাটি কুষ্টিয়া থেকে প্রকাশিত হত।
২.১.৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
২.১.৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর : বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথ নাথ বসু।
২.১.৪) ‘গান্ধিবুড়ি' নামে কে পরিচিত ছিলেন ?
২.১.৪) ‘গান্ধিবুড়ি' নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : গান্ধিবুড়ি' নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা।
(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’ ।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো : ১x৪=৪(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’ ।
উত্তর : ঠিক।
(২.২.২) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত ।
(২.২.২) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত ।
উত্তর : ভুল।
(২.২.৩) ড. অনিল শীল আঠারো শতককে ‘সভাসামতির যুগ’ বলে অভিহিত করেছেন।
(২.২.৩) ড. অনিল শীল আঠারো শতককে ‘সভাসামতির যুগ’ বলে অভিহিত করেছেন।
উত্তর : ভুল।
(২.২.৪) গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ।
(২.২.৪) গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ।
উত্তর : ভুল।
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(২.৩.১) সি. ভি. রমণ (১)সিন্ধুপ্রদেশ
(২.৩.২) বাবা রামচন্দ্র (২) বোম্বাই
(২.৩.৩) উষাবেন মেহতা (৩) কলকাতা
(২.৩.৪) হেমু কালানি (৪) উত্তরপ্রদেশ
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও : ১x৪=৪'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(২.৩.১) সি. ভি. রমণ (১)সিন্ধুপ্রদেশ
(২.৩.২) বাবা রামচন্দ্র (২) বোম্বাই
(২.৩.৩) উষাবেন মেহতা (৩) কলকাতা
(২.৩.৪) হেমু কালানি (৪) উত্তরপ্রদেশ
উত্তর :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(২.৩.১) সি. ভি. রমণ (৩) কলকাতা
(২.৩.২) বাবা রামচন্দ্র (৪) উত্তরপ্রদেশ
(২.৩.৩) উষাবেন মেহতা (২) বোম্বাই
(২.৩.৪) হেমু কালানি (১)সিন্ধুপ্রদেশ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো : ১x৪=৪(২.৪.১) মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – মীরাট ।
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫)।
(২.৪.৩) বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত ।
(২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫)।
(২.৪.৩) বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত ।
(২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।
উত্তর :
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো :
২.৪.১) ‘মাস্টারদা' নামে পরিচিত ছিলেন ______________।
২.৪.১) ‘মাস্টারদা' নামে পরিচিত ছিলেন ______________।
উত্তর : বিপ্লবী সূর্যসেন।
২.৪.২) ওয়াহাবি বলতে বোঝায় _______________।
২.৪.২) ওয়াহাবি বলতে বোঝায় _______________।
উত্তর : নবজাগরণ / পুনর্জাগরণ।
২.৪.৩) ‘বর্তমান ভারত' গ্রন্থটির লেখক ছিলেন ____________।
২.৪.৩) ‘বর্তমান ভারত' গ্রন্থটির লেখক ছিলেন ____________।
উত্তর : স্বামী বিবেকানন্দ।
২.৪.৪) হরি সিং ছিলেন _________________ এর রাজা
২.৪.৪) হরি সিং ছিলেন _________________ এর রাজা
উত্তর : দেশীয় রাজ্য কাশ্মীর।
(২.৫.১) বিবৃতি : দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন এবং এটি ব্রাত্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।
ব্যাখ্যা ১ : তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাত্মধর্মপ্রচার করেছিলেন ।
ব্যাখ্যা ২ : তিনি খ্রিষ্টধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন ।
ব্যাখ্যা ৩ : তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন।
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : ১x8=8 (২.৫.১) বিবৃতি : দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন এবং এটি ব্রাত্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।
ব্যাখ্যা ১ : তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাত্মধর্মপ্রচার করেছিলেন ।
ব্যাখ্যা ২ : তিনি খ্রিষ্টধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন ।
ব্যাখ্যা ৩ : তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন।
(২.৫.২) বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন ।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা ।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা ।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।
(২.৫.৩) বিবৃতি : গান্ধিজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি ।
ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন মিল-মালিকশ্রেণির প্রতিনিধি ।
ব্যাখ্যা ২ : গান্ধিজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন ।
ব্যাখ্যা ৩ : গান্ধিজি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন ।
(২.৫.৪) বিবৃতি : ১৯২১ খ্রিষ্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয় ।
ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন ।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল শিল্প-শ্রমিকদের একটি অভ্যুত্থান ।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা ।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা ।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।
(২.৫.৩) বিবৃতি : গান্ধিজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি ।
ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন মিল-মালিকশ্রেণির প্রতিনিধি ।
ব্যাখ্যা ২ : গান্ধিজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন ।
ব্যাখ্যা ৩ : গান্ধিজি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন ।
(২.৫.৪) বিবৃতি : ১৯২১ খ্রিষ্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয় ।
ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন ।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল শিল্প-শ্রমিকদের একটি অভ্যুত্থান ।
বিভাগ ‘গ’
৩। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি) : ২x১১ = ২২
৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.২ ‘সরকারি নথিপত্র' বলতে কী বোঝায়?
৩.৩ কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
৩.৪ কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝায়?
৩.৫ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী কেন গড়ে তোলা হয়েছিল?
৩.৬ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী?
৩.৭ মহারানির ঘোষনাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
৩.৮ জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩.৯ ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ?
৩.১০ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
৩.১১ আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন ?
৩.১২ ‘মীরাট ষড়যন্ত্র মামলা'টি কী ?
৩.১৩ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৪ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ?
৩.১৫ ১৯৪৭ খ্রিষ্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য
করেছিলেন কেন ?
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?
৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.২ ‘সরকারি নথিপত্র' বলতে কী বোঝায়?
৩.৩ কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
৩.৪ কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝায়?
৩.৫ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী কেন গড়ে তোলা হয়েছিল?
৩.৬ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী?
৩.৭ মহারানির ঘোষনাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
৩.৮ জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩.৯ ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ?
৩.১০ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
৩.১১ আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন ?
৩.১২ ‘মীরাট ষড়যন্ত্র মামলা'টি কী ?
৩.১৩ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৪ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ?
৩.১৫ ১৯৪৭ খ্রিষ্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য
করেছিলেন কেন ?
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?
এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর 👉 উত্তর আছে এখানে ।
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে যে কোনো ছ'টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে প্রশ্নের উত্তর দাও) : ৪×৬=২৪
(প্রশ্নগুলোর উত্তর পেতে প্রশ্নের ওপর ক্লিক করো )
উপবিভাগ : ঘ. ১
৪.১ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।৪.২ ধর্মসংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
উপবিভাগ : ঘ.২
৪.৩ 'বিদ্রোহ', 'অভ্যুত্থান' ও 'বিপ্লব' এর ধারণাটি ব্যাখ্যা করো।৪.৪ বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.৩
৪.৫ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো ।৪.৬ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো।
উপবিভাগ : ঘ.৪
৪.৭ স্বাধীনতালাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল ?৪.৮ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?
বিভাগ ‘ঙ’
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮ x১ = ৮(প্রশ্নগুলোর উত্তর পেতে প্রশ্নের ওপর ক্লিক করো )
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ?৫.২ বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৫.৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন
কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল ?
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )
বিভাগ ‘চ’
৬। ৬.১ একটি সম্পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) :৬.১.১ ‘নীলদর্পণ' নাটকটির রচয়িতা কে ?
৬.১.২ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৩ ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?
৬.১.৪ একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো ৷
৬.১.৫ কে বর্ণপরিচয় রচনা করেন ?
৬.১.৬ কে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন ?
৬.২ দু'টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :
৬.২.১ ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?
৬.২.২ ভারতসভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৬.২.৪ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন ?
৬.২.৫ ‘রসিদ আলি দিবস' কেন পালিত হয়েছিল ?
---------- x --------
RSG-HIST(B&E)📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন