মাধ্যমিক - ২০১৮ সালের ইতিহাস পরীক্ষার প্রশ্ন
মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০১৮
বিভাগ গ
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে-কোনো ১১টি) : ২×১১ = ২২
৩.১) পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
৩.২) স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়?
৩.৩) 'মেকলে মিনিট' কী?
৩.৪) সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?
৩.৫) দুদুমিঞা স্মরণীয় কেন?
৩.৬) নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়-এর ভূমিকা কীরূপ ছিল?
৩.৭) 'মহারানীর ঘোষণাপত্রে'র (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল?
৩.৮) ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
৩.৯) বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার-এর ভূমিকা কী ছিল?
৩.১০) বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
৩.১১) 'একা' আন্দোলন শুরু হয় কেন?
৩.১২) বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?
৩.১৩) অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪) দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৫) কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন?
৩.১৬) রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল?
বিভাগ ঘ
৪) সাত বা আটটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
■ (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৪×৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
৪.১ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
৪.২) এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
উপবিভাগ : ঘ.২
৪.৩) কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
৪.৪) ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কী সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায়?
উপবিভাগ : ঘ.৩
৪.৫) বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
৪.৬) শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
উপবিভাগ : ঘ.৪
৪.৭) সংক্ষিপ্ত টীকা লেখ : দেশ বিভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা।
৪.৮) হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারত ভুক্ত হয়েছিল?
বিভাগ ঙ
৫) পনেরো- ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮×১ = ৮
৫.১) উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
৫.২) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও?
৫.৩) বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০১৮ ( তুমি এখন এখানে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন