বিভাগ গ
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ( যেকোনো ১১টি) : ২×১১ = ২২
৩.১) আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
৩.২) সরকারি নথিপত্র বলতে কি বোঝায়?
৩.৩) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?
৩.৪) মধুসূদন গুপ্ত কে ছিলেন?
৩.৫) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন?
৩.৬) নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কীরূপ ছিল?
৩.৭) জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ?
৩.৮) উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষ ভারতমাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল?
৩.৯) চার্লস উইলকিনস কে ছিলেন?
৩.১০) বাংলা লাইনোটাইপ প্রবর্তন-এর গুরুত্ব কী?
৩.১১) কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?
৩.১২) মাদারি পাসি কে ছিলেন?
৩.১৩) মাতঙ্গিনি হাজরা স্মরণীয় কেন?
৩.১৪) 'দলিত' কাদের বলা হয়?
৩.১৫) ' দার কমিশন' (১৯৪৮) কেন গঠিত হয়েছিল?
৩.১৬) পত্তি শ্রীরামালু কে ছিলেন?
বিভাগ ঘ
৪) সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
■ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪×৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
৪.১) নীলদর্পণ নাটক থেকে হাজার উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?
৪.২) উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
উপবিভাগ : ঘ.২
৪.৩) হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৪.৪) ' বঙ্গভাষা প্রকাশিকা সভা'কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ : ঘ.৩
৪.৫) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬) বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের অবদান ছিল?
উপবিভাগ : ঘ.৪
৪.৭) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
৪.৮) কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
বিভাগ ঙ
৫) পনেরো-ষোলটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮×১ = ৮
৫.১) বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? ৫+৩ = ৮
৫.২) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.৩) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? ৫+৩ = ৮
------------এক্স-----------
📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০১৯ ( তুমি এখন এখানে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন