ইতিহাস বই QUESTION BANK সম্পর্কে কিছু কথা
Read in Bengali : Read in English
ইতিহাস বই QUESTION BANK - একটি অনলাইন ইতিহাস প্রশ্ন সংকলন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে QUESTION BANK ব্যবহারের সুযোগ দেওয়াই এই সংকলন তৈরির প্রধান উদ্দেশ্য। এই সংকলনে থাকছে বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকামন্ডলীর দ্বারা তৈরি করা উচ্চমানের গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন সম্ভার। থাকছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বছরের প্রশ্নগুচ্ছ।
ইতিহাস বই QUESTION BANK এর মাধ্যমে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ-এর পাঠক্রম অনুসরণকারী ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে দেওয়া হয়। প্রশ্ন তৈরির সময় নবম থেকে দ্বাদশ শ্রেণির ইতিহাসের নতুন সিলেবাস (পাঠ্যক্রমের) পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করার বিষয়টি সবিশেষ নজর রাখা হয়েছে।
এই বইতে নতুন পাঠক্রমের বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রত্যেক শ্রেণির প্রত্যেক অধ্যায়ের জন্য মকটেস্ট দেওয়ার অনলাইন ব্যবস্থা তৈরি রেখেছি। ছাত্রছাত্রীরা ইতিহাস বইয়ের প্রত্যেকটি অধ্যায় খুঁটিয়ে ও বুঝে বুঝে পড়ার পর তাদের সামর্থ বুঝে নেওয়ার জন্য এই মকটেস্ট দিতে পারবে। এইটি একটি স্বয়ংক্রিয় মকটেস্ট ব্যবস্থা। ছাত্রছাত্রী টেস্ট দেওয়ার সাথে সাথে তার ফলাফল জানতে পারে। কত নম্বর সে পেল, কটা প্রশ্নের উত্তর ভুল দিল, তার সঠিক উত্তরটি কী হবে, তা তারা তখনই জেনে যেতে পারে। এর জন্য কোন গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না।
এছাড়া আমরা তোমাদের জন্য রাখছি বিভিন্ন বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও উত্তরের অনলাইন সংকলন যা ইতিহাস বই নামে পরিচিত। এই বইয়ে পাওয়া যাবে নবম, দশম, একাদশ, ও দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। পরীক্ষার প্রস্তুতিতে এই বইগুলো বিশেষভাবে উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।
আমাদের এই কাজে অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা, এবং অধ্যাপক বিনা পরিশ্রমিকে সাধ্যমত পরামর্শ ও শিক্ষণ সামগ্রী তৈরি করে সহযোগিতা করে থাকেন। এই কাজে ছাত্রছাত্রীরাও সক্রিয় অংশ গ্রহণ করে থাকে। আমার তাদের কাছে কৃতজ্ঞ।
১) প্রধান সম্পাদক :
ইতিহাস বই (নবম-দ্বাদশ)
২) সহ-শিক্ষক,
বোড়াল, রক্ষিতের মোড়,
কলকাতা - ৭০০১৫৪
৩) আজীবন সদস্য,
সদস্য সংখ্যা : এল. এম. ৫৩৫
১, উডবার্ন পার্ক, কলকাতা - ৭০০০২০
-------------------------
স্বত্বাধিকারী :
কামারুন নেহার মণ্ডল
2002, সম্প্রীতি এপার্টমেন্ট,
ব্রহ্মপুর, বাদামতলা,
কলকাতা - 700096
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন