দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার।সেট - ১ দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল [ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬ ১) আল বিরুনি ভারতে ছিলেন — A) দশ বছর, B) ১২ বছর C) ১৩ বছর , D) ১৭ বছর ২) সুলতান মাহমুদের সেনাবাহিনীতে আল বিরুনী যে সৈন্যদের উল্লেখ করেছেন — A) কন্নড় সৈন্য , B) রাজপুত সৈন্য C) মারাঠি সৈন্য, D) বিহারী সৈন্য ৩) আব্দুর রাজ্জাকের মতে, বিজয়নগর রাজ্য বন্দর ছিল — A) ২০০ টি, B) ২৫০ টি C) ৩০০ টি , D) ৪০০ টি ৪) দোঁহা রচনা করেন — A) আকবর, B) কবীর C) মীরাবাঈ, D) রামানন্দ ৫) সূফী সাধকের আশ্রমকে বলা হত — A) খানকাহ , B) মাদ্রাসা C) মক্তব, D) মসজিদ ৬) বাহমনিদের সময়ে বেমানান স্থাপত্যটি হল — A) গোয়ালিয়ার দুর্গ, B) নিবগুলা দুর্গ C) গুলবর্গা প্রাসাদ, D) আদিনা মসজিদ ৭) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় — A) ১৩৩৬ সালে, B) ১৩৪৬ সালে C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে ৮) হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন — A) শামসুদ্দিন ইলিয়াস শাহ, B) নাসির উদ্দিন মাহমুদ শাহ C) শামসুদ্দিন ই...
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি