সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

HS-Examination-History-Question-2023

( New Syllabus )
Total Time: 3 Hours 15 minutes ]
[ Total Marks : 80
⭐ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
⭐ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
⚫ এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 28.
⚫ এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
⚫ প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়
⚫ এই প্রশ্নপুস্তিকার ২ নং পৃষ্ঠায় প্রদত্ত হিন্দী এবং ইংরাজী নির্দেশাবলী পড়ো।

⚫ READ THE INSTRUCTIONS IN HINDI & ENGLISH AT PAGE NO. 2 OF THIS QUESTION BOOKLET.
⚫ This Question Booklet consists of 28 pages.
⚫ This Question Booklet is in three versions Bengali, English and Hindi. In case of any doubt or confusion, English version will prevail.
⚫ Attempt the questions as per the instructions given there in. Write the answers only in the Main Answer Script, nowhere else.

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE -এ লিখতে হবে।
( বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো : 1 x 24 = 24.
(i) ‘হাজার দুয়ারী জাদুঘর' হল একটি
(a) প্রাকৃতিক জাদুঘর (b) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(c) জীবন্ত জাদুঘর (d) ঐতিহাসিক জাদুঘর।

(ii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম
(a) ‘একাত্তরের ডায়েরী' (b) ‘আমি নেতাজীকে দেখেছি'
(c) ‘জীবনের ঝরাপাতা' (d) ‘সেদিনের কথা' ।

(iii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন
(a) ম্যাগেলান (b) ভাস্কো-ডা-গামা
(c) কলম্বাস (d) বার্থোলোমিউ ডিয়াজ।
 
(iv) ‘দ্য ওয়েলথ অব নেশনস্' গ্রন্থের লেখক
(a) অ্যাডাম স্মিথ (b) হবসন
(c) লেনিন (d) অমর্ত্য সেন।

(v) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন
(a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ওয়েলেসলি (d) উইলিয়াম বেন্টিঙ্ক ।

(vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১                                                 স্তম্ভ-২

(i) রেগুলেটিং অ্যাক্ট                                 (A) 1765 সাল
(ii) ফারুকশিয়ারের ফরমান                     (B) 1773 সাল
(iii) বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ     (C) 1784 সাল
(iv) পিটের ভারত শাসন আইন                 (D) 1717 সাল।

বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)
(b) (i) - (C), (ii) - (B), (iii)- (D), (iv) - (A)
(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(d) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C).

(vii) 1843 সালে চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) পিকিং সন্ধি (b) নানকিং সন্ধি
(c) বোগের সন্ধি (d) তিয়েনসিনের সন্ধি ।

(viii) ‘গুলামগিরি' গ্রন্থটির রচয়িতা হলেন
(a) জ্যোতিবা ফুলে (b) শ্রীনারায়ণ গুরু
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী (d) আত্মারাম পাণ্ডুরঙ্গ ।

(ix) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন
(a) উইলিয়াম হান্টার (b) থিওডোর বেক
(c) স্যার সৈয়দ আহমেদ খান (d) লর্ড হেস্টিংস ।

(x) সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন
(a) সান উয়ান-পেই (b) কোয়াংসু
(c) কাং ইউ-ওয়ে (d) চেন-তু-সিউ।

(xi) রাওলাট কমিশনের অপর নাম হল
(a) সিডিশন কমিশন (b) হুইটলি কমিশন
(c) সাইমন কমিশন (d) ওয়াটসন কমিশন ।

(xii) কত সালের 16 আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা' ঘোষিত হয় ?
(a) 1930 সাল (b) 1931 সাল
(c) 1932 সাল (d) 1933 সাল ।

(xiii) ক্রীপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক
বলেছিলেন
(a) বল্লভভাই প্যাটেল (b) মহাত্মা গান্ধী
(c) জওহরলাল নেহেরু (d) মহম্মদ আলি জিন্না ।

(xiv) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ' নাম দেন কোন্ দুটি দ্বীপপুঞ্জের ?
(a) লাক্ষা ও মিনিকয় (b) ফরমোজা ও লুসাকা
(c) গ্রেট বেরিয়ার ও হাওয়াই (d) আন্দামান ও নিকোবর ।

(xv) হিদেকি তোজো কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?
(a) চীন (b) জাপান
(c) কোরিয়া (d) ইন্দোনেশিয়া।


(xvi) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন
(a) হো-চি-মিন (b) সুহার্ত
(c) সুকর্ণ (d) মহম্মদ হাত্তা।

(xvii) স্তম্ভ - ১- এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ - ১                                                     স্তম্ভ-২

(i) ট্রুম্যান নীতি                                             (A) 1946
(ii) বার্লিন অবরোধ                                     (B) 1947
(iii) আনজুস চুক্তি                                     (C) 1948
(iv) ফুলটন বক্তৃতা                                 (D) 1951.

বিকল্প সমূহ :

(a) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D)
(b) (i) - (B), (ii) - (C), (iii) - (D), (iv) - (A)
(c) (i) - (A), (ii) - (D), (iii) - (C), (iv) - (B)
(d) (i)-(C), (ii)-(A), (iii)-(B), (iv)-(D).

(xviii) COMECON গড়ে ওঠে
(a) আমেরিকায় (b) এশিয়ায়
(c) পূর্ব ইউরোপে (d) পশ্চিম ইউরোপে ।

(xix) আরব লীগের অধীন ছিল না
(a) মিশর (b) লেবানন
(c) ইরাক (d) ইজরায়েল।

( xx) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে ?
(a) সানইয়াৎ সেন (b) মাও সে তুং
(c) চিয়াং কাই শেক (d) চৌ-এন লাই ।

(xxi) “বি-উপনিবেশিকরণ' (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন
(a) ওয়াল্টার লিপম্যান (b) মরিস. ডি. মরিস
(c) ফ্রানজ ফ্যানন (d) মরিজ জুলিয়াস বন ।

(xxii) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়
(a) 1947 সালে (b) 1948 সালে
(c) 1949 সালে (d) 1950 সালে ।

(xxiii) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন
(a) শহিদুল্লা (b) জিয়াউল হক
(c) শেখ মুজিবর রহমান (d) সুরাবর্দি ।

(xxiv) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) বিশ্বনাথ প্রতাপ সিং (b) চরণ সিং
(c) মোরারজি দেশাই (d) জয়প্রকাশ নারায়ণ ।

( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী )

নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16

(i) কোন্ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ' নামে বিখ্যাত ছিল ?
(ii) ‘নতুন বিশ্ব' বলতে কী বোঝায় ?
অথবা
‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা' – এই ধারণাটি কে প্রচার করেন ?
(iii) কোন্ মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?
অথবা
লগ্নি পুঁজি কী ?
(iv) দস্তক কী ?
(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
অথবা
কাওটাও প্রথা কী ?
(vi) ‘নব্যবঙ্গ' নামে কারা পরিচিত ?
(vii) ‘দিকু’ কাদের বলা হত ?
অথবা
কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' নামে পরিচিত ?
(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি পেশ করেছিল ?
(ix) ‘মাহাদ মার্চ’ কী ?
অথবা
মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ?

(x) ‘টিসকো' কবে প্রতিষ্ঠিত হয় ?...
(xi) ‘সি.আর.ফর্মুলা' কী ?
(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি' প্রতিষ্ঠা করেন ?
অথবা
‘তানাকা মেমোরিয়াল' কী ?
(xiii) 'বার্লিন অবরোধ' কী ?
(xiv) বুলগানিন কে ছিলেন ?
( xv) “ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি' কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
(xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে ?

( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )
যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর
আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40
খণ্ড – ক
(i) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে
পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ? 3+5
অথবা
‘মিথ' বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4 + 4
(ii) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো ।
(iii) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4 + 4
(iv) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন
করো ।
খণ্ড - খ
(v) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের ( 1919 ) সমালোচনামূলক বিশ্লেষণ
করো ।
অথবা
বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল ? 4 + 4
(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু'র অবদান পর্যালোচনা করো ।
(vii) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। 4+4
(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী
ছিল ? 5+3

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র : ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র: ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল ? উত্তর সূত্র : ১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট ধর্মের প

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। অথবা, কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচনা কর। ৮ (৮

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন - (ক) আঞ্চলিক ইতিহাসে (খ) নারীর ইতিহাসে (গ) পরিবেশের ইতিহাসে (ঘ) শহরের ইতিহাসে ১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শ

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৮

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৮ ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট               পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । (  প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )  ৫ x ৮ = ৪০ (১) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ।  ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী ছিল? উপনিবেশগুলির ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা কর। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধের পটভূমি উল্লেখ করে ভারতের ইতিহাসে এর গুরুত্ব ব্যাখ্যা কর। ৮ অথবা, চিনের উপর অসম চুক্তির পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ : (৫) মিরাট ষড়যন্ত্র মামলা কী? এই মামলার পটভূমি, ফলাফল ও গুরুত্ব ব্যাখ্যা কর। ২+৩+৩ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। অথবা, কোরীয় সংকটের কারণ ও ফলাফল আলোচন

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়–