ইতিহাস বই QUESTIOM BANK ব্যবহারের নিয়মাবলী :
ইতিহাস বই QUESTION BANK - একটি অনলাইন ইতিহাসচর্চা ব্যবস্থা। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের উচ্চমানের ইতিহাস বিষয়ক শিক্ষা সামগ্রী সরবরাহ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।দ্বাদশ শ্রেণির ছাত্র বা ছাত্রীরা এই সাইটের সমস্ত শিক্ষা-সামগ্রি বিনামুল্যে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
১) এখানে থেকে পাওয়া প্রশ্ন ও উত্তর শুধুমাত্র নিজের পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবে।
২) এই প্রশ্ন ও উত্তরের লিঙ্ক অন্যদের শেয়ার করা যাবে। কিন্তু কপি করে অন্যকে দেওয়া যাবে না।
৩) অর্থের বিনিময়ে কাউকে এই সকল নোটস বিক্রি করা যাবে না।
৪) এই সাইটে প্রকাশিত কোন তথ্য (প্রশ্ন বা উত্তর) আমাদের বিনা অনুমতিতে অন্য কোন সাইটে ব্যবহার করা যাবে না।
৫) অনুমতি ছাড়া কোন ব্যবহারকারী নিজের সাইটে ব্যবহার করলে তা অবশ্যই আইনের আওতায় আসবেন।
৬) যেহেতু এই সাইটের সমস্ত শিক্ষাসামগ্রি সম্পূর্ণ বিনামুল্যে প্রদান করা হয়, সেহেতু আপনারা চাইলে আমাদের আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
👩 যে কোন পরিমাণ ( সর্বনিম্ন 10 টাকা / দশ টাকা ) সহায়তা সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে।
অর্থ পাঠানোর একাউন্টসের বিবরণ :
1) Account Holder's Name : K. N. Mondal
2) Bank Name : Bank Of Baroda
3) Account No. 2759-0100-0151-24
4) IFS CODE : BARB0BRAPUR (Fifth Character is ZERO)
অর্থ পাঠালে অবশ্যই ইমেল করে ট্রাঞ্জাকশন আইডি (Transaction ID) পাঠতে ভুলবেন না।
আপনার পাঠানো অর্থের অবশ্যই প্রাপ্তি স্বীকার করা হবে।
আমাদের EMAIL ID : nehacomputeraids@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন