Time-3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)
Full Marks 90 For Regular Candidates
Full Marks-100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য।
'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]
('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)
বিভাগ ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন।
(ক) শহরের ইতিহাসে (খ) স্থানীয় ইতিহাসে(গ) শিল্পচর্চার ইতিহাসেঘ ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
১.২ 'নদীয়া কাহিনী' গ্রন্থটি রচনা করেন
(ক) নিখিলনাথ রায় (খ) কুমুদরঞ্জন মল্লিক(গ) সতীশচন্দ্র মিত্র (ঘ) কুমুদনাথ মল্লিক
১.৩ 'কাউন্সিল অফ এডুকেশন' গঠিত হয়
(ক) ১৮১৩ খ্রিঃ (খ) ১৮২৩ খ্রিঃ(গ) ১৮৩৫ খ্রিঃ (ঘ) ১৮৪২ খ্রিঃ
১.৪ গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত 'স্ত্রীশিক্ষা বিধায়ক' পুস্তিকাটি প্রকাশিত হয়
(ক) ১৮১৭ খ্রিঃ (খ) ১৮২২ খ্রিঃ(গ) ১৮২৩ খ্রিঃ (ঘ) ১৮৩৫ খ্রিঃ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-
(ক) স্যার রমেশচন্দ্র মিত্র (খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় (ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল
১.৬ ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল -
(ক) সাঁওতাল হুল (খ) মুণ্ডা বিদ্রোহ(গ) কোল বিদ্রোহ (ঘ) রম্পা বিদ্রোহ
১.৭ নীলবিদ্রোহের দু'জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল
(ক) পাবনা জেলায় (খ) খুলনা জেলায়(গ) নদিয়া জেলায় (ঘ) ফরিদপুর জেলায়
১.৮ ব্রিটিশ পার্লামেন্ট 'উন্নততর ভারতশাসন আইন' পাশ করেছিল
(ক) ১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ (খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ(গ) ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ (ঘ) ৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
(ক) ভারত সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা(গ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি (ঘ) ভারতের জাতীয় কংগ্রেস
১.১০ নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার
(ক) সভাপতি (খ) সহ-সভাপতি(গ) সম্পাদক (ঘ) সহ-সম্পাদক
১.১১ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন।
(ক) গণিত শাস্ত্রের (খ) রসায়ন শাস্ত্রের(গ) পদার্থ বিদ্যার (ঘ) জীববিদ্যার
১.১২ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন।
(ক) উইলিয়ম কেরি (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য (ঘ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
১.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন
(ক) বাবা রামচন্দ্র (খ) এন. জি. রঙ্গ(গ) স্বামী সহজানন্দ (ঘ) ফজলুল হক
১.১৪ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) বিহারে (খ) গুজরাটে(গ) রাজস্থানে (ঘ) যুক্তপ্রদেশে
১.১৫ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল।
(ক) ১৯১৮ খ্রিঃ (খ) ১৯২২ খ্রিঃ(গ) ১৯২৮ খ্রিঃ (ঘ) ১৯৩২ খ্রিঃ
১.১৬ ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন -
(ক) গুজরাটে (খ) পাঞ্জাবে(গ) আসামে (ঘ) উড়িষ্যায়
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন-
(ক) শচীন্দ্র প্রসাদ বসু (খ) কৃষ্ণকুমার মিত্র(গ) চিত্তরঞ্জন দাস (ঘ) আনন্দমোহন বসু
১.১৮ বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন-
(ক) ১৯২৮ খ্রিঃ (খ) ১৯৩০ খ্রিঃ(গ) ১৯৩২ খ্রিঃ (ঘ) ১৯৩৬ খ্রিঃ
১.১৯ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন।
(ক) হৃদয়নাথ কুঞ্জরু (খ) বল্লভ ভাই প্যাটেল(গ) পত্তি শ্রীরামালু (ঘ) পট্টভি সীতারামাইয়া
১.২০ গোয়া ভারতভুক্ত হয়-
(ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫৬ খ্রিঃ(গ) ১৯৬১ খ্রিঃ (ঘ) ১৯৭১ খ্রিঃ
বিভাগ - খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও): ১x১৬=১৬
উপবিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদ্যাপন করা হয়?উত্তর ঃ ৫ই দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদ্যাপন করা হয়।
২.১.২ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?
উত্তর ঃ মহাফেজ খানা / লেখ্যাগার / আর্কাইভে সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয়।
২.১.৩ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?
২.১.৩ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৩০ সালে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।
২.১.৪ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
২.১.৪ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর ঃ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
উপবিভাগ: ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে।উত্তর ঃ ভুল।
২.২.২ নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
২.২.২ নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
উত্তর ঃ ঠিক।
২.২.৩ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা।
২.২.৩ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা।
উত্তর ঃ ভুল।
২.২.৪ 'দি বেঙ্গলী' পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২.২.৪ 'দি বেঙ্গলী' পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর ঃ ঠিক।
২.৩.১ লর্ড রিপন (১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
২.৩.২ নেলী সেনগুপ্ত (২) সাধারণ জনশিক্ষা কমিটি
২.৩.৩ লর্ড আমহার্স্ট (৩) হান্টার কমিশন
২.৩.৪ তারকনাথ পালিত (8) স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট
উপবিভাগ: ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও:
ক স্তম্ভ খ স্তম্ভ২.৩.১ লর্ড রিপন (১) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
২.৩.২ নেলী সেনগুপ্ত (২) সাধারণ জনশিক্ষা কমিটি
২.৩.৩ লর্ড আমহার্স্ট (৩) হান্টার কমিশন
২.৩.৪ তারকনাথ পালিত (8) স্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট
উপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: ১×৪=৪
২.৪.১ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা।
২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র- কানপুর।
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র- দিল্লী।
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য কেরল।
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো: ১×৪=৪
২.৪.১ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন_______।
উত্তর : লর্ড ক্যানিং।
২.৪.২ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়_______ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮৩৫ সালে।
২.৪.৩ 'গোরা' উপন্যাসটি রচনা করেন_________।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
২.৪.৪ হরিসিং ছিলেন কাশ্মীরের__________।
উত্তর : রাজা।
উপবিভাগ: ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো: ১×৪=৪
২.৫.১ বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা।
ব্যাখ্যা ২ : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।
ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য।
২.৫.২ বিবৃতি: বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন।
ব্যাখ্যা ২: এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন।
ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।
২.৫.৩ বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।ব্যাখ্যা ২: তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা।
২.৫.৪ বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।
ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন 'ভারত ছাড়ো' আন্দোলনের জনৈক শহীদ।ব্যাখ্যা ২: রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।
ব্যাখ্যা ৩ঃ রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
বিভাগ গ
৩। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি): ২×১১=২২
৩.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়?৩.২ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী?
৩.৩ আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.৪ ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন?
৩.৫ 'পাইক' কাদের বলা হত?
৩.৬ 'হেদায়তী' নামে কারা পরিচিত ছিল?
৩.৭ 'বর্তমান ভারত' গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল?
৩,৮ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?
৩.৯ 'বিদ্যাসাগর সাট' বলতে কী বোঝায়?
৩.১০ বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?
৩.১২ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
৩.১৩ জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল?
৩.১৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল?
৩.১৫ সর্দার বল্লভভাই প্যাটেলকে 'ভারতের লৌহমানব' কেন বলা হয়?
৩.১৬ উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায়?
৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো।
৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে 'ভারতমাতা' চিত্রটির অবদান কী ছিল?
৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.৯ 'বিদ্যাসাগর সাট' বলতে কী বোঝায়?
৩.১০ বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?
৩.১২ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
৩.১৩ জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল?
৩.১৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল?
৩.১৫ সর্দার বল্লভভাই প্যাটেলকে 'ভারতের লৌহমানব' কেন বলা হয়?
৩.১৬ উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায়?
বিভাগ ঘ
৪। সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও): ৪×৬=২৪
উপবিভাগ: ঘ.১
৪.১ উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে 'বামাবোধিনী পত্রিকা'র ভূমিকা বিশ্লেষণ করো।৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো।
উপবিভাগ: ঘ.২
৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী 'সামন্ততান্ত্রিক বিদ্রোহ' বলা যেতে পারে?৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে 'ভারতমাতা' চিত্রটির অবদান কী ছিল?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও।৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উপবিভাগ: ঘ.৪
৪.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো।
৪.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
৫.২ 'সভা-সমিতির যুগ' বলতে কী বোঝায়? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ৩+৫
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ - ঙ
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৮×১=৮
৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? ৫+৩৫.২ 'সভা-সমিতির যুগ' বলতে কী বোঝায়? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ৩+৫
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
-------------xx------------
📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন