সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন তৃতীয় সেমিস্টার : সেট - ০৩ ইতিহাস প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। তৃতীয় সেমিস্টার সেট - ৩ বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০ প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও। ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৮  = ৮ ১)  ভারতে এসেছিলেন এমন একজন আরবীয় পর্যটকের নাম হল — ১/১ A) ইবন বতুতাকে, B) মার্কো পোলো  C) আল বিরুনি D) বার্নিয়ে। ২)  বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়— ২/১ A) কলকাতাকে, B) বীরভূমকে C)  নবদ্বীপকে , D) কোচবিহারকে ৩) সুফিরা ‘হঠযোগ’ লিখেছিল —? ২/২ A) সুফিদের কাছে, B) চিশতিদের কাছে, C) নাথপন্থীদের কাছে , D) বৈষ্ণবদের কাছে। ৪) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল—? ৩/১ A) ১৩৩৬ সালে , B) ১৩৪৬ সালে, C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে। ৫) বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন —৩/২ A) ফিরোজ শাহ, B) মহম্মদ শাহ C) আদিল শাহ, D) নাদির শাহ ৬) ইংরেজি ‘ইম্পেরিয়ালিজম’ শব্দের অর্থ হল— ৪/১ A) উপনিবেশবাদ, B) সাম্রাজ্যবাদ C) পুঁজিবাদ, D) ফ্যাসিবাদ। ৭) ‘অবাধ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন -- ৪/২ A) কোলবার্ট B) অ্যাডাম স্মিথ C) চতুর্দশ লুই D) ডিসরেলি।...

দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার। সেট - ২

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার সেট - ২ ইতিহাস প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। তৃতীয় সেমিস্টার সেট - ২ [ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬ ১) ইবন বতুতা রচিত বিখ্যাত গ্রন্থটি হল — A) রিহলা , B) গুলদস্তা C) তহকিক-ই-হিন্দ, D) তারিখ ই হিন্দ ২) ১৬৬৫ খ্রিস্টাব্দে বার্নিয়ে যে বাদশাহের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন, তিনি হলেন — A) জাহাঙ্গীর, B) শাহজাহান C) ঔরঙ্গজেব , D) শাহ আলম ৩) বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় — A) কলকাতাকে, B) বীরভূমকে C) নবদ্বীপকে , D) কোচবিহারকে ৪) ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন — A) বাহাউদ্দিন জাকারিয়া, B) মইনুদ্দিন চিশতী C) নানক দেব, D) কবীর  ৫) রামানন্দের শিষ্য হলেন — A) কবীর , B) রবি দাস C) সেলিম চিশতী, D) সাধন ৬) বাহমনি রাজ্যের প্রদেশগুলিকে বলা হত — A) রাজ্য, B) মন্ডল C) তরফ , D) জেলা ৭) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন — A)   কৃষ্ণদেব রায় ,  B) দ্বিতীয় দেবরায় C) হরিহর, D) দ্বিতীয় হরিহর। ৮) ইলিয়াস শাহি ও হোসেন শাহি আমলে নির্মিত বাংলার স্থাপত্যগুলির মধ্যে কোনটি বেমানান? A)  আদিনা মসজিদ, B) বড়ো সোনা মসজিদ C) দাখিল দরওয়...

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । সেট - ১

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার।সেট - ১ দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল [ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬ ১) আল বিরুনি ভারতে ছিলেন — A) দশ বছর, B) ১২ বছর  C) ১৩ বছর , D) ১৭ বছর  ২) সুলতান মাহমুদের সেনাবাহিনীতে আল বিরুনী যে সৈন্যদের উল্লেখ করেছেন — A) কন্নড় সৈন্য , B) রাজপুত সৈন্য  C) মারাঠি সৈন্য, D) বিহারী সৈন্য ৩) আব্দুর রাজ্জাকের মতে, বিজয়নগর রাজ্য বন্দর ছিল — A) ২০০ টি, B) ২৫০ টি C) ৩০০ টি , D) ৪০০ টি ৪) দোঁহা রচনা করেন — A) আকবর, B) কবীর C) মীরাবাঈ, D) রামানন্দ ৫) সূফী সাধকের আশ্রমকে বলা হত — A) খানকাহ , B) মাদ্রাসা  C) মক্তব, D) মসজিদ  ৬) বাহমনিদের সময়ে বেমানান স্থাপত্যটি হল — A) গোয়ালিয়ার দুর্গ, B) নিবগুলা দুর্গ  C) গুলবর্গা প্রাসাদ, D) আদিনা মসজিদ ৭) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় — A)  ১৩৩৬ সালে,  B) ১৩৪৬ সালে  C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে  ৮) হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন — A) শামসুদ্দিন ইলিয়াস শাহ, B) নাসির উদ্দিন মাহমুদ শাহ  C) শামসুদ্দিন ই...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার। নমুনা সেট - ১

 উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র (দ্বিতীয় সেট) Higher Secondary History Third Semester Sample Question Paper Higher-Secondary-History-Third-Semester-Sample-Question-Paper নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর। (প্রতিটি প্রশ্নের মান - ১) ১) মুতফিলি বন্দর অবস্থিত ছিল — a) গুজরাটে b) মালাবারে  c) সিংহলে d) বরঙ্গলে ২) ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন — a) সুলতান মাহমুদ, b) মোহাম্মদ ঘোরি  c) ইলতুৎমিস d) কুতুবউদ্দিন আইবক  ৩) সাগ্গি ভারতের যে রাজ্যের স্বর্নমুদ্রা ছিল — a) প্রতিহার b) পান্ড্য  c) রাষ্ট্রকুট d) কেরালা ৪) সিন্দাবুর যে বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল — a) কেরালা b) বিজয়নগর  c) বাহমনি d) গোয়া ৫) ‘গরিব নওয়াজ’ বলা হত — a) আবু ইসাক স্বামী b) বখতিয়ার কাকি c) মইনউদ্দিন চিস্তি d) নিজামউদ্দিন আউলিয়া ৬) শঙ্করদেব রচিত বরগীত-এর অপর নাম ‘হাজারী ঘোষা’, কারণ —  a) এতে রয়েছে হাজার কাহিনি b) এতে রয়েছে বিভিন্ন দেবদেবীর হাজার নাম c) এতে রয়েছে হাজারটি গান d) এতে রয়েছে হাজার জন শিষ্যের নাম ৭) ‘দাতা গঞ্জ বক্স’ নামে...

উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্নপত্র ২০২৫

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র ২০২৫ (প্রথম সেট) উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্নপত্র ২০২৫ উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র ২০২৫ নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : ১) দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন? ক) ইতালি খ) পারস্য  গ) জাপান ঘ) পর্তুগাল   ২) পারস্যের পর্যটকের নাম হল — ক) পায়েজ খ) নুনিজ গ) আব্দুর রাজ্জাক ঘ) নিকোলো কন্টি ৩) নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন? ক) জাপান খ) ইতালি  গ) পারস্য ঘ) পোর্তুগাল ৪) মানচিত্রে চিহ্নিত জায়গাটির নাম হল — ক) বিজয়নগর খ) বাহমনি গ) দ্বার সমুদ্র ঘ) দিল্লি  ৫) বাহমনী রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত — ক) বাঙালি খ) ভোজপুরি  গ) দক্ষিণী মুসলমান ঘ) গুজরাটি  ৬) বানিহাটির যুদ্ধে (১৫৬৫) একটা পক্ষের নাম — ক) ইতালি খ) পোর্তুগাল গ) বঙ্গদেশ ঘ) বিজয়নগর   ৭) কবীর শিষ্য ছিলেন — ক) নানক দেবের খ) চৈতন্যদেবের  গ) মীরাবাঈয়ের ঘ) রামানন্দের   ৮) দোঁহা রচনা করেন — ক) কবীর খ) আকবর  গ) মীরাবাঈ ঘ) রা...
---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------