দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার সেট - ২
![]() |
ইতিহাস প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। তৃতীয় সেমিস্টার সেট - ২ |
[ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬
১) ইবন বতুতা রচিত বিখ্যাত গ্রন্থটি হল —
A) রিহলা, B) গুলদস্তা
C) তহকিক-ই-হিন্দ, D) তারিখ ই হিন্দ
২) ১৬৬৫ খ্রিস্টাব্দে বার্নিয়ে যে বাদশাহের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন, তিনি হলেন —
A) জাহাঙ্গীর, B) শাহজাহান
C) ঔরঙ্গজেব, D) শাহ আলম
৩) বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় —
A) কলকাতাকে, B) বীরভূমকে
C) নবদ্বীপকে, D) কোচবিহারকে
৪) ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন —
A) বাহাউদ্দিন জাকারিয়া, B) মইনুদ্দিন চিশতী
C) নানক দেব, D) কবীর
৫) রামানন্দের শিষ্য হলেন —
A) কবীর, B) রবি দাস
C) সেলিম চিশতী, D) সাধন
৬) বাহমনি রাজ্যের প্রদেশগুলিকে বলা হত —
A) রাজ্য, B) মন্ডল
C) তরফ, D) জেলা
৭) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন —
A) কৃষ্ণদেব রায়, B) দ্বিতীয় দেবরায়
C) হরিহর, D) দ্বিতীয় হরিহর।
৮) ইলিয়াস শাহি ও হোসেন শাহি আমলে নির্মিত বাংলার স্থাপত্যগুলির মধ্যে কোনটি বেমানান?
A) আদিনা মসজিদ, B) বড়ো সোনা মসজিদ
C) দাখিল দরওয়াজা, D) দশরথ গুহা
৯) পর্তুগাল ও স্পেন এর মধ্যে বিরোধের মীমাংসা করেছিলেন —
A) পোপ, B) পর্তুগালের রাজা
C) স্পেনের রাজা, D) খলিফা
১০) ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি ব্যবহার করেন—
A) অ্যাডাম স্মিথ, B) লেনিন
C) হবসন, D) ডেভিড থমসন
১১) ‘ফিন্যান্স ক্যাপিটাল’ নামক গ্রন্থটির রচয়িতা —
A) অ্যাডাম স্মিথ, B) হবসন
C) রুডলফ হিলফারডিং, D) জেমস জোল
১২) ‘ইম্পেরিয়ালিজম : এ স্টাডি’ গ্রন্থটির লেখক —
A) জে এ হবসন, B) অ্যাডাম স্মিথ
C) লেনিন, D) নক্রুমা
১৩) ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত —
A) আফ্রিকা, B) ইউরোপ
C) আমেরিকা, D) এশিয়া
১৪) ‘দস্তক’ কথাটির অর্থ —
A) রাজ্য, B) রাজস্ব
C) সাম্রাজ্য, D) বাণিজ্যিক ছাড়পত্র
১৫) ‘দশসালা বন্দোবস্ত’ প্রবর্তন করেন—
A) লর্ড রিপন, B) লাউড কর্নওয়ালিস
C) লড হেস্টিংস, D) লর্ড ময়রা
১৬) ডালহৌসি সম্পর্কে বেমানান তথ্যটি হল —
A) উডেড ডেসপ্যাচ প্রকাশিত হয়
B) গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর মিরাটে নিয়ে যাওয়া হয়
C) তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল,
D) তিনি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন।
[খ] শূন্যস্থান পূরণ করো : ১×৮ = ৮
১৭) কিতাব উল হিন্দ ________ভাষায় লেখা।
A) উর্দু B) হিন্দি
C) আরবি, D) ফার্সি
১৮) মার্কো পোলো ছিলেন ______অধিবাসী।
A) ইতালির, B) জার্মানির
C) স্পেনের, D) ফ্রান্সের
১৯) মীরাবাঈ ছিলেন __________ভক্ত।
A) শিবের, B) বিষ্ণুর
C) কালির, D) কৃষ্ণের
২০) বাবরের আত্মজীবনী থেকে বাংলার সুলতান__________নাম জানা যায়।
A) আলাউদ্দিন হুসেন শাহ, B) নুসরাত শাহ
C) ফিরোজ শাহ, D) এদের কেউ নন
২১) ‘সপ্তবর্ষব্যাপী যুদ্ধ’ হয়েছিল ইংল্যান্ড ও_________এর মধ্যে।
A) ফ্রান্স, B) স্পেন
C) জার্মানি, D) রাশিয়া
২২) সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল_______খ্রিস্টাব্দে।
A) ১৮১৪, B) ১৮১৬
C) ১৮১৮, D) ১৮২০
২৩) __________ছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক।
A) লড ডালহৌসি, B) লড হেস্টিংস
C) লর্ড কর্নওয়ালিস, D) লর্ড ক্যানিং
২৪) পাঞ্জাব ব্রিটিশ ভুক্ত হয়_______সালে।
A) ১৮৩৫, B) ১৮৪৮
C) ১৮৪৯, D) ১৮৫৩
[গ] ঠিক ভুল নির্ণয় করো : ১×৪ = ৪
২৫) ইন্দো চীনর কয়েকটি প্রদেশ হলো—
i) লাওস, ii) বেজিং
iii) টংকিং, iv) আন্নাম
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল
D) ii,iii,iv ঠিক i ভুল
২৬) ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্য গুলি সঠিক?
i) তিনি ছিলেন একজন চিকিৎসক দার্শনিক এবং ঐতিহাসিক।
ii) তিনি ভাগ্যানেশনে মুঘল সাম্রাজ্যে আসেন।
iii) যুবরাজ দারাশুকোহ-র চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।
iv) বার্নিয়ের সাহিত্যকর্মগুলি স্নেনে প্রকাশিত হয়েছিল।
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল
D) ii, iii, iv ঠিক i ভুল
২৭) ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযান কারী দেশ হল—
i) স্পেন, ii) পোর্তুগাল
iii) ফ্রান্স, iv) ইংল্যান্ড
বিকল্পসমূহ :
A) i, ii ঠিক iii, iv ভুল
B) i, ii, iv ঠিক iii ভুল
C) i, iii, iv ঠিক ii ভুল
D) ii, iii, iv ঠিক i ভুল
২৮) ইংল্যান্ডের বাণিজ্য কুঠি ছিল—
i) কলকাতা, ii) মাদ্রাজ
iii) কাশিমবাজার, iv) ব্রোচ
বিকল্পসমূহ :
A) i, ii ঠিক iii, iv ভুল
B) i, ii, iv ঠিক iii ভুল
C) i, iii, iv ঠিক ii ভুল
D) ii, iii, iv ঠিক i ভুল
[ঘ] ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ১×২ = ২
২৯) ক স্তম্ভ — খ স্তম্ভ
i) সঙ্গম বংশ — a) তিরুমল পেনুগোন্ডা
ii) সালুভ — b) বীর নরসিংহ
iii) তুলুভ বংশ — c) নরসিংহ
iv) আরবিডু বংশ d) হরিহর ও বুক্কা
বিকল্পসমূহ :
A) i-b, ii-a, iii-d, iv- c
B) i-c, iii-d, iii-a, iv-b
C) i-d, ii-c, iii-b, iv-a
D) i-b, ii-d, iii-a, iv-c
৩০) ক স্তম্ভ — খ স্তম্ভ
i) মেক্সিকো — a) ইংল্যান্ড
ii) নিউ জার্সি — b) স্পেন
iii) ব্রাজিল — c) হল্যান্ড
iv) ক্যারিবিয়ান অঞ্চল — d) পোর্তুগাল
বিকল্পসমূহ :
A) i—b, ii—a, iii—d, iv—c
B) i—c, ii—d, iii—a, iv—b
C) i—d, ii—c, iii—b, iv—a
D) i—b, ii—d, iii—a, iv—c
[ঙ] ঘটনাক্রম অনুযায়ী সাজাও : ১×৩ = ৩
৩১) i) দ্বিতীয় দেবরায়, ii) বুক্কা, iii) কৃষ্ণদেব রায়, iv) দ্বিতীয় হরিহর।
বিকল্পসমূহ :
A) ii, —iv, —i, —iii
B) iii,—i,—iv,—ii
C) iv,—iii,—i,—ii
D) iv,—i,—iii,—ii
৩২) নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও।
a) দক্ষিণ ক্যারোলিনা b) ভার্জিনিয়া
c) জর্জিয়া d) মেরিল্যান্ড
বিকল্পসমূহ :
A) d—c—a—b
B) a—b—c—d
C) a—c—b—d
D) d—c—b—a
৩৩) নিচে দেওয়া শিখ গুরুদের নাম কালামুক্রমে সাজাও।
A) গুরু গোবিন্দ সিং—গুরু অর্জুন দেব—গুরু হরকিষাণ দেব—গুরু নানক দেব।
B) গুরু নানক দেব—গুরু অর্জুন দেব—গুরু হরকিষাণ দেব—গুরু গোবিন্দ সিং।
C) গুরু অর্জুন দেব—গুরু নানক দেব—গুরু গোবিন্দ সিং—গুরু হরকিষাণ দেব।
D) গুরু নানক দেব—গুরু গোবিন্দ সিং—গুরু হরকিষাণ দেব—গুরু অর্জুন দেব।
[চ] নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : ১×২ = ২
৩৪) ডায়াগ্রামে প্রদত্ত ফাঁকা স্থানটি (?) পূরণ করো :‘সুফি’ শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা
বিকল্পসমূহ :A) আত্মসমর্পণ, B) প্রেম ও ভক্তি,
C) মোটা পশমের বস্ত্র পরিধানকারী, D) নির্বাণ
৩৫) মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম হল :
![]() |
মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম লেখো : |
A) মাদ্রাজ, B) সুরাট, C) আগ্রা, D) মুম্বাই।
[ছ] নিচের বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১×২ = ২
৩৬) বিবৃতি (A) : চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা ধার্য রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছিলেন।
কারণ (R) : সূর্যাস্ত আইন অনুসারে, নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কোন জমিদারের ধার্য খাজনা যদি প্রধান না করা যেত তবে সেই জমিদারের জমিদারি নিলামে তুলে অন্য কোন জমিদারকে বন্দোবস্ত দেওয়া হতো।
বিকল্পসমূহ :
A) (A) ও (R) দুটিই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা।
B) A ঠিক কিন্তু R ভুল।
C) A ভুল কিন্তু R ঠিক।
D) (A) ও (R) দুটোই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা নয়।
৩৭) বিবৃতি : সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহি বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সূচনা হয়েছিল।
ব্যাখ্যা - A : এই সময় স্পেনের বহির্বাণিজ্যে নতুন গতি এসেছিল।ব্যাখ্যা - B : ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল।
ব্যাখ্যা - C) : বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল।
ব্যাখ্যা - D) : ডুপ্লে, কাউন্ট লালির মতো উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
ব্যাখ্যা - D) : ডুপ্লে, কাউন্ট লালির মতো উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
[জ] নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও : ১×৩ = ৩
৩৮) জাগৃতি পর্বের মুক্ত মনন ও স্বচ্ছ চিন্তা মানুষকে অজানাকে জানার ব্যাপারে আগ্রহী করে তোলে। এছাড়া সম্পদ আহরণ বাণিজ্যিক অগ্রগতি তাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল। তাদের সমুদ্র যাত্রার পশ্চাতে এম এবং এম নামক উদ্দেশ্যও কাজ করেছিল। এখানে M যদি খ্রিস্টধর্মের প্রচার হয়, তাহলে N হল—
A) বৌদ্ধ ধর্মের প্রচার, B) সাংস্কৃতিক কর্মকান্ড
C) দাস সংগ্রহ, D) কুসংস্কার আচ্ছন্ন মনন দূর করা
৩৯) E নামক এই সুতিসাধক মুলতানি জন্মগ্রহণ করেন। পাক-পাঞ্জাব বা অযোধনে আর খানকা রয়েছে। এই সাধক সম্পর্কে মঈন উদ্দিন চিশতী বলেছিলেন যে,E এমন একটি প্রদীপ যা চিশতী সিলসিলাকে আলো দেবে। E সাধকের প্রচেষ্টায় চিশতি সিলসিলা একটি সর্বভারতীয় সম্প্রদায়ে পরিণত হয়েছিল। তাঁর উপাধি ছিল F। তিনি প্রার্থিব বস্তুর সঙ্গে সম্পর্ক ত্যাগের নির্দেশ দেন। এখানে E এবং F হল—
A) বাবা ফরিদ E, গঞ্জ-ই-শকর F
B) নাগরী E, তারিকিন F
C) বখতিয়ার কাকি E, ভাগ্য বন্ধু F
D) আলাউদ্দিন সাবির E, জালালী F
৪০) এই চুক্তিটি ১৮৪৪ সালে ফ্রান্স ও চিনের মধ্যে হয়। এর দ্বারা ফ্রান্স চীনের কাছ থেকে বাণিজ্যিক সুযোগ-সুবিধা আদায় করে নেয়।
বিকল্পসমূহ :
A) ওয়াংশিয়ার চুক্তি, B) হোয়ামপোয়ার চুক্তি
C) পিকিং কনভেনশন D) কানাগাওয়ার চুক্তি
------------xx-----------
প্রশ্নের উত্তর মিলিয়ে নাও।
প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উত্তর | A | C | C | B | A | C | B | D | A | D |
প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
উত্তর | C | A | A | D | B | C | C | A | D | B |
প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উত্তর | A | B | C | C | C | A | A | B | C | A |
প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
উত্তর | A | C | B | C | B | A | B | C | A | B |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন