দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৫
![]() |
দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৫ |
বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল
ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২৫
পূর্ণমান - ৪০
১. সঠিক উত্তর নির্বাচন করো। ১ x ১০ = ১০
১.১. ‘বাংলার প্রথম মুকুটহীন রাজা’ —ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) বীর সভারকার
গ) কালীপ্রসন্ন সিংহ ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১.২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরেছিলেন?
গ) কালীপ্রসন্ন সিংহ ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১.২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরেছিলেন?
ক) আনন্দমঠ খ) দুর্গেশনন্দিনী
গ) দেবী চৌধুরানী ঘ) কপালকুণ্ডলা
১.৩. ‘আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক —
গ) দেবী চৌধুরানী ঘ) কপালকুণ্ডলা
১.৩. ‘আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক —
ক) চন্ডী লাহিড়ী খ) যতীন্দ্রনাথ সেন
গ) গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ) দেবাশীষ দেব
১.৪. ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয় কাকে? -
গ) গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ) দেবাশীষ দেব
১.৪. ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয় কাকে? -
ক) ইয়োহানেস গুটেনবার্গ খ) চার্লস উইলকিনস
গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ) পঞ্চানন কর্মকার
১.৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী হল —
গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ) পঞ্চানন কর্মকার
১.৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী হল —
ক) আলালের ঘরের দুলাল খ) আমার জীবন
গ) জীবনের ঝরা পাতা, ঘ) জীবনস্মৃতি
১.৬. কার সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক রয়েছে?
১.৬. কার সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক রয়েছে?
ক) টুনটুনির বই খ) তত্ত্ববোধিনী পত্রিকা
গ) বঙ্গদর্শন। ঘ) বসু বিজ্ঞান মন্দির
১.৭. আমেরিকা ও ইউরোপ ভ্রমণের পর রবীন্দ্রনাথ লিখেছিলেন —
১.৮. ‘তিন কাঠিয়া প্রথা’ কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত —
গ) বঙ্গদর্শন। ঘ) বসু বিজ্ঞান মন্দির
১.৭. আমেরিকা ও ইউরোপ ভ্রমণের পর রবীন্দ্রনাথ লিখেছিলেন —
ক) শিক্ষার মিলন খ) শিক্ষা সমস্যা
গ) অরণ্য দেবতা ঘ) শিক্ষার হেরফের
গ) অরণ্য দেবতা ঘ) শিক্ষার হেরফের
১.৮. ‘তিন কাঠিয়া প্রথা’ কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত —
ক) চম্পারন সত্যাগ্রহ, খ) খেদা কৃষক আন্দোলন
গ) বারদৌলি সত্যাগ্রহ, ঘ) একা আন্দোলন
১.৯. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে একজন শ্রমিক নেতা হলেন?
ক) মুজাফফর আহমেদ খ) ফজলুল হক
গ) লিয়াকাত হোসেন ঘ) এস এ ডাঙ্গে
১.১০. বামপন্থী আন্দোলন কাদের স্বার্থে পরিচালিত হয়—
গ) লিয়াকাত হোসেন ঘ) এস এ ডাঙ্গে
১.১০. বামপন্থী আন্দোলন কাদের স্বার্থে পরিচালিত হয়—
ক) জমিদারদের খ) শিল্পপতিদের
গ) কৃষি ও শিল্প শ্রমিকদের ঘ) ইংরেজদের
গ) কৃষি ও শিল্প শ্রমিকদের ঘ) ইংরেজদের
খ বিভাগ
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬
উপবিভাগ - ২.১
২.১. একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘এনফিল্ড রাইফেল’ কোন্ ঘটনার সঙ্গে যুক্ত?
২.১.২. ‘ইলবার্ট বিল’ কী?
২.১.২. ‘ইলবার্ট বিল’ কী?
উপবিভাগ - ২.২
২.২ সত্য মিথ্যা নির্নয় করো :
২.২.১. ‘বর্ণপরিচয়’ রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২.২.২. ‘মাতৃমঙ্গল সমিতি’ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২.২.২. ‘মাতৃমঙ্গল সমিতি’ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উপবিভাগ - ২.৩
২.৩. নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৩.১ মালাবার উপকূলে মোপলারা বিদ্রোহ করেছিল - কারণ,
ব্যাখ্যা - ১ : উচ্চবর্ণের নাম্বুদ্রি ও নায়ার ব্রাহ্মণ জমিদাররা জাতিগত কারণে মালাবারের দরিদ্র মুসলিম কৃষকদের উপর শোষণ-পীড়ন চালাতো।
ব্যাখ্যা - ২ : মোপলারা হিন্দু বিরোধী সাম্প্রদায়িক মুসলিম ছিল।
ব্যাখ্যা - ৩ : মোগলারা গান্ধীজীর ডাকে অসহযোগ আন্দোলনে অংশ নিতে চেয়েছিল।
২.৩.২ বিবৃৃতি : ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থীরা যোগ না দেওয়ার কারণ,
ব্যাখ্যা - ১ : দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি ও ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী হওয়ার সম্ভাবনার কারণে।
ব্যাখ্যা - ২ : বামপন্থীরা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন।
ব্যাখ্যা - ৩ : গান্ধীজীর সঙ্গে বামপন্থীদের মতাদর্শ গত বিরোধ ছিল।
ব্যাখ্যা - ১ : উচ্চবর্ণের নাম্বুদ্রি ও নায়ার ব্রাহ্মণ জমিদাররা জাতিগত কারণে মালাবারের দরিদ্র মুসলিম কৃষকদের উপর শোষণ-পীড়ন চালাতো।
ব্যাখ্যা - ২ : মোপলারা হিন্দু বিরোধী সাম্প্রদায়িক মুসলিম ছিল।
ব্যাখ্যা - ৩ : মোগলারা গান্ধীজীর ডাকে অসহযোগ আন্দোলনে অংশ নিতে চেয়েছিল।
২.৩.২ বিবৃৃতি : ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থীরা যোগ না দেওয়ার কারণ,
ব্যাখ্যা - ১ : দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি ও ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী হওয়ার সম্ভাবনার কারণে।
ব্যাখ্যা - ২ : বামপন্থীরা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন।
ব্যাখ্যা - ৩ : গান্ধীজীর সঙ্গে বামপন্থীদের মতাদর্শ গত বিরোধ ছিল।
গ বিভাগ
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ( ৪ টি) ২ x ৪ = ৮
৩.১. ‘ মহারানীর ঘোষণাপত্রের চারটি প্রতিশ্রুতি উল্লেখ কর?
৩.২. ব্রিটিশরা প্রথমদিকে বাংলায় বিজ্ঞান চর্চায় উৎসাহিত করেনি কেন?
৩.৩. কে, কেন ‘বসু বিজ্ঞান মন্দির’ গড়ে তুলেছিলেন?
৩.৪. মোপলা বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।
৩.৫. কাকে, কেন ‘ভারতে বামপন্থী আন্দোলনের পথিকৃৎ’ বলা হয়?
৩.২. ব্রিটিশরা প্রথমদিকে বাংলায় বিজ্ঞান চর্চায় উৎসাহিত করেনি কেন?
৩.৩. কে, কেন ‘বসু বিজ্ঞান মন্দির’ গড়ে তুলেছিলেন?
৩.৪. মোপলা বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।
৩.৫. কাকে, কেন ‘ভারতে বামপন্থী আন্দোলনের পথিকৃৎ’ বলা হয়?
ঘ বিভাগ
৪. সাত-আট বাক্যে উত্তর দাও : ( ২ টি) ৪ x ২ = ৮
৪.১. বাঙালি মধ্যবিত্ত শ্রেণি কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি?
৪.২. জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?
৪.৩. কে কত সালে ‘কৃষক প্রজা পার্টি’ গড়ে তোলেন? এই দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?।
৪.২. জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?
৪.৩. কে কত সালে ‘কৃষক প্রজা পার্টি’ গড়ে তোলেন? এই দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?।
ঙ বিভাগ
৫. পনের ষোল বাক্যে উত্তর দাও : ( ১ টি) ৮ x ১ = ৮
৫.১. ভারতীয় জাতীয়তাবাদের স্বরূপ ও তার বিবর্তন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মাধ্যমে কীভাবে বিকাশিত হয়েছে ব্যাখ্যা করো।
৫.২. রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছিলেন কেন?
৫.৩. ভারতের স্বাধীনতা আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা রকম ছিল? ভারতছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে বিষয়টি ব্যাখ্যা করো।
৫.২. রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছিলেন কেন?
৫.৩. ভারতের স্বাধীনতা আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা রকম ছিল? ভারতছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে বিষয়টি ব্যাখ্যা করো।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন