সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার। টেস্ট - ২০২৫

দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল

[ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬

১) আল বিরুনি ভারতে ছিলেন —

A) দশ বছর, B) ১২ বছর 
C) ১৩ বছর, D) ১৭ বছর 

২) সুলতান মাহমুদের সেনাবাহিনীতে আল বিরুনী যে সৈন্যদের উল্লেখ করেছেন —

A) কন্নড় সৈন্য, B) রাজপুত সৈন্য 
C) মারাঠি সৈন্য, D) বিহারী সৈন্য

৩) আব্দুর রাজ্জাকের মতে, বিজয়নগর রাজ্য বন্দর ছিল —

A) ২০০ টি, B) ২৫০ টি
C) ৩০০ টি, D) ৪০০ টি

৪) দোঁহা রচনা করেন —

A) আকবর, B) কবীর
C) মীরাবাঈ, D) রামানন্দ

৫) সূফী সাধকের আশ্রমকে বলা হত —

A) খানকাহ, B) মাদ্রাসা 
C) মক্তব, D) মসজিদ 

৬) বাহমনিদের সময়ে বেমানান স্থাপত্যটি হল —

A) গোয়ালিয়ার দুর্গ, B) নিবগুলা দুর্গ 
C) গুলবর্গা প্রাসাদ, D) আদিনা মসজিদ

৭) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় —

A) ১৩৩৬ সালে, B) ১৩৪৬ সালে 
C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে 

৮) হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন —

A) শামসুদ্দিন ইলিয়াস শাহ, B) নাসির উদ্দিন মাহমুদ শাহ 
C) শামসুদ্দিন ইউসুফ শাহ, D) গিয়াস উদ্দিন মাহমুদ শাহ 

৯) ইম্পেরিয়াম শব্দটি হল —

A) গ্রিক শব্দ, B) লাতিন শব্দ 
C) ইংরেজি শব্দ, D) পর্তুগিজ শব্দ 

১০) সিংহলে প্রথম চা চাষ শুরু করেছিল —

A) ওলন্দাজরা, B) ফরাসিরা 
C) পর্তুগিজরা, D) ব্রিটিশরা 

১১) নতুন বিশ্ব নামকরণ করেন —

A) ওয়ালটার রেলে, B) কেব্রাল
C) আমেরিগো ভেসপুচি, D) গিলবার্ট

১২) ধনতান্ত্রিক অর্থনীতির আরেক নাম —

A) পুঁজিবাদ, B) যুক্তিবাদ 
C) সাম্রাজ্যবাদ, D) সাম্যবাদ 

১৩) পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের —

A) ৯ ফেব্রুয়ারি, B) ২৩ মার্চ,
C) ২৩ জুন, D) ২ জুলাই 

১৪) দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান —

A) লর্ড লাইভ, B) ডালহৌসি 
C) লর্ড কর্নওয়ালিস, D) ওয়ারেন হেস্টিংস 

১৫) ভারতীয় দণ্ডবিধি সংকলন করেন —

A) লর্ড রিপন, B) লর্ড মেকলে 
C) লড হেস্টিংস, D) লর্ড লিটন 

১৬) আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন —

A) লাউড ক্যানিং, B) লর্ড কর্নওয়ালিস 
C) চার্লস মেটকাফ, D) ওয়ারেন হেস্টিং 

[খ] শূন্যস্থান পূরণ করো : ১×৮ = ৮

১৭) কিতাব উল হিন্দ ________ভাষায় লেখা। 

A) উর্দু B) হিন্দি
C) আরবি, D) ফার্সি 

১৮) মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের ______রাজ্যের নাম পাওয়া যায়। 

A) চোল রাজ্যের, B) পাণ্ড্য রাজ্যের
C) চের রাজ্যের, D) হোয়েসল

১৯) চৈতন্যচরিতামৃত রচনা করেন __________।

A) কৃষ্ণদাস কবিরাজ, B) বৃন্দাবন দাস
C) জয়দেব, D) গুরু নানক

২০) বড় সোনা মসজিদ__________অবস্থিত।

A) পান্ডুয়ায়, B) কর্ণসুবর্ণে
C) তাম্রলিপ্তে, D) গৌড়ে 

২১) পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো_________কে।

A) কয়লাকে, B) লবণ কে
C) গোলমরিচকে, D) দারুচিনিকে

২২) এলিজা ইম্পে ছিলেন_____________।

A) সেনাপতি, B) পুলিশ ইন্সপেক্টর
C) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি, D) সমাজসেবক

২৩) কমোডর ম্যাথো পেরি ছিলেন__________সেনাপতি। 

A) ব্রিটিশ, B) রুশ
C) আমেরিকান, D) ফরাসি

২৪) রেগুলেটিং আইন তৈরি হয়________আমলে। 

A) কর্নওয়ালিশের, B) নর্থব্রুকের
C) ক্যানিংয়ের, D) ওয়ারেন হেস্টিং-এর

[গ] ঠিক ভুল নির্ণয় করো : ১×৪ = ৪

২৫) কয়েকজন বিখ্যাত ভক্তিবাদী সাধক হলেন —

i) কবীর, ii) সেলিম চিশতী
iii) নানক, iv) শ্রীচৈতন্যদেব 
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল 
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল 
D) ii,iii,iv ঠিক i ভুল

২৬) বাংলা থেকে রপ্তানি করা হতো —

i) ধান, ii) গম
iii) চিনি, iv) বস্ত্র
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল 
D) ii, iii, iv ঠিক i ভুল

২৭) _________ছিলেন শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা তত্ত্বের অন্যতম প্রবক্তা। 

A) জেমস হান্ট, B) রুডওয়ার্ড কিপলিং
C) হিলফারডিং, D) জুলি ফেরি 

২৮) ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন _________।

A) লর্ড কর্নওয়ালিস, B) লর্ড হেস্টিংস
C) লর্ড ডালহৌসি, D) লর্ড ক্যানিং

[ঘ] স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ১×২ = ২

২৯) ক স্তম্ভ — খ স্তম্ভ

i) রামানুজ — a) গ্রন্থ সাহেব
ii) কবীর — b) ভজন
iii) নানক — c) বেদান্তসার
iv) মীরাবাঈ d) ছোঁড়া
বিকল্পসমূহ :
A) i-b, ii-a, iii-d, iv- c
B) i-c, iii-d, iii-a, iv-b
C) i-d, ii-c, iii-b, iv-a
D) i-b, ii-d, iii-a, iv-c

৩০) ক স্তম্ভ — খ স্তম্ভ

i) রিয়েলপলিটিক — a) কিপ্লিং
ii) ওয়েন্টপলিটিক — b) হিটলার
iii) হেরেনভক তত্ত্ব — c) দ্বিতীয় উইলিয়াম
iv) হোয়াইট ম্যান্স বার্ডেন — d) বিসমার্ক 
বিকল্পসমূহ :
A) i—b, ii—a, iii—d, iv—c
B) i—c, ii—d, iii—a, iv—b
C) i—d, ii—c, iii—b, iv—a
D) i—b, ii—d, iii—a, iv—c

[ঙ] ঘটনাক্রম অনুযায়ী সাজাও : ১×৩ = ৩

৩১) i) ইবন বতুতা, ii) আল বিরুনি, iii) আব্দুর রাজ্জাক, iv) মার্কো পোলো। 

বিকল্পসমূহ :
A) ii, —iv, —i, —iii
B) iii,—i,—iv,—ii
C) iv,—iii,—i,—ii
D) iv,—i,—iii,—ii

৩২) নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও।

a) লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
b) চার্লস উডের ডেসপ্যাচ শিক্ষা বিস্তারে মেঘনাকার্টা মহাসনদ।
c) পলাশী যুদ্ধের পরবর্তী অধ্যায় বাংলায় সম্পদ লুণ্ঠন শুরু হয়।
d) ফারুকশিয়ারের ফরমান কোম্পানিকে বাণিজ্যিক সুবিধা দিয়েছিল।
বিকল্পসমূহ :
A) d—c—a—b
B) a—b—c—d
C) a—c—d—b
D) d—c—b—a

৩৩) এই ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও। 

১) কানাডার কইবেক ব্রিটিশ সাম্রাজ্য মুক্ত হয়। 
২) ইংল্যান্ড এককভাবে মিশর দখল করে নেয়। 
৩) পর্তুগিজরা কলম্বোতে পদার্পণ করে। 
৪) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। 
বিকল্পসমূহ :
A) ১—২—৩—৪
B) ৩—১—৪—২
C) ২—৪—৩—১
D) ৪—৩—১—২

[চ] নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : ১×২ = ২

৩৪) মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম হল :

এই (🟠) চিহ্নিত স্থানটির নাম লেখো :
A) পান্ডুয়া, B) কলকাতা, C) গৌড়, D) ঢাকা

৩৫) মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম হল :

মানচিত্রে স্থান চিহ্নিতকরণ, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার।
মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম লেখো :
A) মাদ্রাজ, B) সুরাট, C) আগ্রা, D) মুম্বাই। 

[ছ] নিচের বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১×২ = ২

৩৬) বিবৃতি (A) : আল বিরুনির মতে, সংস্কৃত ভাষা শিক্ষা করা খুবই কঠিন।
কারণ (R) : সংস্কৃত ভাষার প্রয়োগ বিভক্তি ও প্রত্যয় বহুধা বিস্তৃত।
বিকল্পসমূহ :
A) (A) ও (R) দুটিই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা।
B) A ঠিক কিন্তু R ভুল।
C) A ভুল কিন্তু R ঠিক।
D) (A) ও (R) দুটোই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা নয়।
৩৭) বিবৃতি (A) : রোগ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন সুলতান হোসেন শাহের ব্যক্তিগত সচিব ও রাজস্ব সচিব। 
কারণ (R) : ধর্ম বিষয়ে হোসেন শাহী সুলতানেরা ছিলেন উদার ও সহিষ্ণু। তারা বহু হিন্দুকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। 
বিকল্পসমূহ :
A) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A) -এর সঠিক ব্যাখ্যা। 
B) বিবৃতি (A) এবং কারণ (R) দুটি সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A) এর সঠিক ব্যাখ্যা নয়। 
C) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ(R) ভুল। 
D) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।

[জ] নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : ১×৩ = ৩

১৭৭২ খ্রিস্টাব্দের ১৪ই মে ওয়ারেন হেস্টিং নিজে এবং তার পরিষদের চারজন সদস্যকে নিয়ে একটি গ্রাম্যমান কমিটি গঠন করেন। এই কমিটির সদস্যগণ জেলায় জেলায় ঘুরে জমি নিলামের মাধ্যমে নিজেরা দেয়ার কাজ শুরু করেন। যে জমিদার নিলামে সর্বাধিক রাজস্ব দেয়ার অঙ্গীকার করত তার কাছে ৫ বছরের জন্য জমি বন্দোবস্ত দেয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা পরিচিত ছিল নিজের ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত নামে। 

৩৮) ভ্রাম্যমান কমিটির সদস্য সংখ্যা ছিল —

A) চারজন, B) পাঁচজন
C) ছয় জন, D) সাতজন

৩৯) ভ্রাম্যমান কমিটির সদস্যরা জেলায় জেলায় ঘুরে__________মাধ্যমে জমি যারা দিতেন। 

A) দানের, B) লটারির
C) বিচারের, D) নিলামের

৪০) পাঁচশালা বন্দোবস্তের অপর নাম ছিল—

A) চিরস্থায়ী বন্দোবস্ত, B) রায়তওয়ারি বন্দোবস্ত
C) ভাইয়াচারী বন্দোবস্ত, D) ইজারাদারি ব্যবস্থা 
------------xx----------- 

প্রশ্নের উত্তর মিলিয়ে নাও। 

প্রশ্ন ৫  ৬  ৭  ৮  ৯  ১০  
উত্তর C  A   C  B A A D B D
প্রশ্ন ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০ 
উত্তর  A   C    D B C B A D
প্রশ্ন ২১  ২২  ২৩  ২৪  ২৫  ২৬  ২৭  ২৮  ২৯  ৩০ 
উত্তর  C  C   D C A B C
প্রশ্ন ৩১  ৩২  ৩৩  ৩৪  ৩৫  ৩৬  ৩৭ ৩৮ ৩৯ ৪০
উত্তর A    B    C B   A B D D

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...