দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার। টেস্ট - ২০২৫
![]() |
দ্বাদশ শ্রেণি। ইতিহাস। তৃতীয় সেমিস্টার । টেস্ট - ২০২৫ |
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
[ক] সঠিক উত্তরটি বেছে লেখো : ১×১৬ = ১৬
১) আল বিরুনি ভারতে ছিলেন —
A) দশ বছর, B) ১২ বছর
C) ১৩ বছর, D) ১৭ বছর
২) সুলতান মাহমুদের সেনাবাহিনীতে আল বিরুনী যে সৈন্যদের উল্লেখ করেছেন —
A) কন্নড় সৈন্য, B) রাজপুত সৈন্য
C) মারাঠি সৈন্য, D) বিহারী সৈন্য
৩) আব্দুর রাজ্জাকের মতে, বিজয়নগর রাজ্য বন্দর ছিল —
A) ২০০ টি, B) ২৫০ টি
C) ৩০০ টি, D) ৪০০ টি
৪) দোঁহা রচনা করেন —
A) আকবর, B) কবীর
C) মীরাবাঈ, D) রামানন্দ
৫) সূফী সাধকের আশ্রমকে বলা হত —
A) খানকাহ, B) মাদ্রাসা
C) মক্তব, D) মসজিদ
৬) বাহমনিদের সময়ে বেমানান স্থাপত্যটি হল —
A) গোয়ালিয়ার দুর্গ, B) নিবগুলা দুর্গ
C) গুলবর্গা প্রাসাদ, D) আদিনা মসজিদ
৭) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় —
A) ১৩৩৬ সালে, B) ১৩৪৬ সালে
C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে
৮) হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন —
A) শামসুদ্দিন ইলিয়াস শাহ, B) নাসির উদ্দিন মাহমুদ শাহ
C) শামসুদ্দিন ইউসুফ শাহ, D) গিয়াস উদ্দিন মাহমুদ শাহ
৯) ইম্পেরিয়াম শব্দটি হল —
A) গ্রিক শব্দ, B) লাতিন শব্দ
C) ইংরেজি শব্দ, D) পর্তুগিজ শব্দ
১০) সিংহলে প্রথম চা চাষ শুরু করেছিল —
A) ওলন্দাজরা, B) ফরাসিরা
C) পর্তুগিজরা, D) ব্রিটিশরা
১১) নতুন বিশ্ব নামকরণ করেন —
A) ওয়ালটার রেলে, B) কেব্রাল
C) আমেরিগো ভেসপুচি, D) গিলবার্ট
১২) ধনতান্ত্রিক অর্থনীতির আরেক নাম —
A) পুঁজিবাদ, B) যুক্তিবাদ
C) সাম্রাজ্যবাদ, D) সাম্যবাদ
১৩) পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের —
A) ৯ ফেব্রুয়ারি, B) ২৩ মার্চ,
C) ২৩ জুন, D) ২ জুলাই
১৪) দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান —
A) লর্ড লাইভ, B) ডালহৌসি
C) লর্ড কর্নওয়ালিস, D) ওয়ারেন হেস্টিংস
১৫) ভারতীয় দণ্ডবিধি সংকলন করেন —
A) লর্ড রিপন, B) লর্ড মেকলে
C) লড হেস্টিংস, D) লর্ড লিটন
১৬) আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন —
A) লাউড ক্যানিং, B) লর্ড কর্নওয়ালিস
C) চার্লস মেটকাফ, D) ওয়ারেন হেস্টিং
[খ] শূন্যস্থান পূরণ করো : ১×৮ = ৮
১৭) কিতাব উল হিন্দ ________ভাষায় লেখা।
A) উর্দু B) হিন্দি
C) আরবি, D) ফার্সি
১৮) মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের ______রাজ্যের নাম পাওয়া যায়।
A) চোল রাজ্যের, B) পাণ্ড্য রাজ্যের
C) চের রাজ্যের, D) হোয়েসল
১৯) চৈতন্যচরিতামৃত রচনা করেন __________।
A) কৃষ্ণদাস কবিরাজ, B) বৃন্দাবন দাস
C) জয়দেব, D) গুরু নানক
২০) বড় সোনা মসজিদ__________অবস্থিত।
A) পান্ডুয়ায়, B) কর্ণসুবর্ণে
C) তাম্রলিপ্তে, D) গৌড়ে
২১) পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো_________কে।
A) কয়লাকে, B) লবণ কে
C) গোলমরিচকে, D) দারুচিনিকে
২২) এলিজা ইম্পে ছিলেন_____________।
A) সেনাপতি, B) পুলিশ ইন্সপেক্টর
C) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি, D) সমাজসেবক
২৩) কমোডর ম্যাথো পেরি ছিলেন__________সেনাপতি।
A) ব্রিটিশ, B) রুশ
C) আমেরিকান, D) ফরাসি
২৪) রেগুলেটিং আইন তৈরি হয়________আমলে।
A) কর্নওয়ালিশের, B) নর্থব্রুকের
C) ক্যানিংয়ের, D) ওয়ারেন হেস্টিং-এর
[গ] ঠিক ভুল নির্ণয় করো : ১×৪ = ৪
২৫) কয়েকজন বিখ্যাত ভক্তিবাদী সাধক হলেন —
i) কবীর, ii) সেলিম চিশতী
iii) নানক, iv) শ্রীচৈতন্যদেব
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল
D) ii,iii,iv ঠিক i ভুল
২৬) বাংলা থেকে রপ্তানি করা হতো —
i) ধান, ii) গম
iii) চিনি, iv) বস্ত্র
বিকল্পসমূহ :
A) i,ii,iii ঠিক iv ভুল
B) i,ii,iv ঠিক iii ভুল
C) i,iii,iv ঠিক ii ভুল
D) ii, iii, iv ঠিক i ভুল
২৭) _________ছিলেন শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা তত্ত্বের অন্যতম প্রবক্তা।
A) জেমস হান্ট, B) রুডওয়ার্ড কিপলিং
C) হিলফারডিং, D) জুলি ফেরি
২৮) ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন _________।
A) লর্ড কর্নওয়ালিস, B) লর্ড হেস্টিংস
C) লর্ড ডালহৌসি, D) লর্ড ক্যানিং
[ঘ] স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ১×২ = ২
২৯) ক স্তম্ভ — খ স্তম্ভ
i) রামানুজ — a) গ্রন্থ সাহেব
ii) কবীর — b) ভজন
iii) নানক — c) বেদান্তসার
iv) মীরাবাঈ d) ছোঁড়া
বিকল্পসমূহ :
A) i-b, ii-a, iii-d, iv- c
B) i-c, iii-d, iii-a, iv-b
C) i-d, ii-c, iii-b, iv-a
D) i-b, ii-d, iii-a, iv-c
৩০) ক স্তম্ভ — খ স্তম্ভ
i) রিয়েলপলিটিক — a) কিপ্লিং
ii) ওয়েন্টপলিটিক — b) হিটলার
iii) হেরেনভক তত্ত্ব — c) দ্বিতীয় উইলিয়াম
iv) হোয়াইট ম্যান্স বার্ডেন — d) বিসমার্ক
বিকল্পসমূহ :
A) i—b, ii—a, iii—d, iv—c
B) i—c, ii—d, iii—a, iv—b
C) i—d, ii—c, iii—b, iv—a
D) i—b, ii—d, iii—a, iv—c
[ঙ] ঘটনাক্রম অনুযায়ী সাজাও : ১×৩ = ৩
৩১) i) ইবন বতুতা, ii) আল বিরুনি, iii) আব্দুর রাজ্জাক, iv) মার্কো পোলো।
বিকল্পসমূহ :
A) ii, —iv, —i, —iii
B) iii,—i,—iv,—ii
C) iv,—iii,—i,—ii
D) iv,—i,—iii,—ii
৩২) নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও।
a) লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
b) চার্লস উডের ডেসপ্যাচ শিক্ষা বিস্তারে মেঘনাকার্টা মহাসনদ।
c) পলাশী যুদ্ধের পরবর্তী অধ্যায় বাংলায় সম্পদ লুণ্ঠন শুরু হয়।
d) ফারুকশিয়ারের ফরমান কোম্পানিকে বাণিজ্যিক সুবিধা দিয়েছিল।
বিকল্পসমূহ :
A) d—c—a—b
B) a—b—c—d
C) a—c—d—b
D) d—c—b—a
৩৩) এই ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও।
১) কানাডার কইবেক ব্রিটিশ সাম্রাজ্য মুক্ত হয়।
২) ইংল্যান্ড এককভাবে মিশর দখল করে নেয়।
৩) পর্তুগিজরা কলম্বোতে পদার্পণ করে।
৪) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়।
বিকল্পসমূহ :
A) ১—২—৩—৪
B) ৩—১—৪—২
C) ২—৪—৩—১
D) ৪—৩—১—২
[চ] নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : ১×২ = ২
৩৪) মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম হল :
![]() |
এই (🟠) চিহ্নিত স্থানটির নাম লেখো : |
৩৫) মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম হল :
![]() |
মানচিত্রে (🟠) চিহ্নিত স্থানটির নাম লেখো : |
A) মাদ্রাজ, B) সুরাট, C) আগ্রা, D) মুম্বাই।
[ছ] নিচের বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১×২ = ২
৩৬) বিবৃতি (A) : আল বিরুনির মতে, সংস্কৃত ভাষা শিক্ষা করা খুবই কঠিন।
কারণ (R) : সংস্কৃত ভাষার প্রয়োগ বিভক্তি ও প্রত্যয় বহুধা বিস্তৃত।
বিকল্পসমূহ :
A) (A) ও (R) দুটিই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা।
B) A ঠিক কিন্তু R ভুল।
C) A ভুল কিন্তু R ঠিক।
D) (A) ও (R) দুটোই ঠিক এবং R A-এর সঠিক ব্যাখ্যা নয়।
৩৭) বিবৃতি (A) : রোগ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন সুলতান হোসেন শাহের ব্যক্তিগত সচিব ও রাজস্ব সচিব।
কারণ (R) : ধর্ম বিষয়ে হোসেন শাহী সুলতানেরা ছিলেন উদার ও সহিষ্ণু। তারা বহু হিন্দুকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন।
বিকল্পসমূহ :
A) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A) -এর সঠিক ব্যাখ্যা।
B) বিবৃতি (A) এবং কারণ (R) দুটি সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A) এর সঠিক ব্যাখ্যা নয়।
C) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ(R) ভুল।
D) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
[জ] নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : ১×৩ = ৩
১৭৭২ খ্রিস্টাব্দের ১৪ই মে ওয়ারেন হেস্টিং নিজে এবং তার পরিষদের চারজন সদস্যকে নিয়ে একটি গ্রাম্যমান কমিটি গঠন করেন। এই কমিটির সদস্যগণ জেলায় জেলায় ঘুরে জমি নিলামের মাধ্যমে নিজেরা দেয়ার কাজ শুরু করেন। যে জমিদার নিলামে সর্বাধিক রাজস্ব দেয়ার অঙ্গীকার করত তার কাছে ৫ বছরের জন্য জমি বন্দোবস্ত দেয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা পরিচিত ছিল নিজের ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত নামে।
৩৮) ভ্রাম্যমান কমিটির সদস্য সংখ্যা ছিল —
A) চারজন, B) পাঁচজন
C) ছয় জন, D) সাতজন
৩৯) ভ্রাম্যমান কমিটির সদস্যরা জেলায় জেলায় ঘুরে__________মাধ্যমে জমি যারা দিতেন।
A) দানের, B) লটারির
C) বিচারের, D) নিলামের।
৪০) পাঁচশালা বন্দোবস্তের অপর নাম ছিল—
A) চিরস্থায়ী বন্দোবস্ত, B) রায়তওয়ারি বন্দোবস্ত
C) ভাইয়াচারী বন্দোবস্ত, D) ইজারাদারি ব্যবস্থা
------------xx-----------
প্রশ্নের উত্তর মিলিয়ে নাও।
প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উত্তর | C | A | C | B | A | D | A | D | B | D |
প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
উত্তর | C | A | C | D | B | B | C | B | A | D |
প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উত্তর | C | C | C | D | C | C | D | A | B | C |
প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
উত্তর | B | A | B | C | B | A | A | B | D | D |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন