বিভাগ ক
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :
বিভাগ খ
২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১
বিভাগ গ
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২
[প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে]
উত্তর সূত্র :
১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য
২)সরকারের একপেশে মনোভাব
৩) অতিরঞ্জিত বর্ণনা।
২)সরকারের একপেশে মনোভাব
৩) অতিরঞ্জিত বর্ণনা।
উত্তর সূত্র:
১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য
২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ।
১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা।
২) ইতিহাস রচনার সহায়ক উপাদান।
৩) উদাহরণ।
উত্তর সূত্র :
১) শিক্ষা প্রসারের আড়ালে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার,
২) ইংরেজি শিক্ষার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা
৩) উইলিয়াম কেরি, ডাফ প্রমুখদের উদ্যোগ।
৩.৪) নববিধান কী?
উত্তর সূত্র :
১) কেশবচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত
২) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার
৩) নতুন বিধান রূপায়ণ।
উত্তর সূত্র :
১) এই বিদ্রোহ জমিদার ও কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম
২) ব্রিটিশবিরোধী মানসিকতার প্রতিফলন
৩) নিম্ন শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ
৪) পাইকদের নিষ্কর জমি ফেরত ও তাদের পুলিশের কাজে নিয়োগ
৫) দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন।
উত্তর সূত্র :
১) ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু
২) অচিরেই আন্দোলন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে
৩) অনুগামীদের জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শই রাজনৈতিক রূপটিকে স্পষ্ট করে।
১) ১৮৩৮ সালে রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রমুখদের উদ্যোগে প্রতিষ্ঠিত
২) জমিদারদের স্বার্থরক্ষায় একমাত্র উদ্দেশ্য
৩) চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার
উত্তর সূত্র:
১) স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগী সন্ন্যাসীদের বিবরণ
২) ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের উন্মাদনা জাগানোর প্রয়াস
৩) মাতৃ বন্দনা ও আত্মত্যাগের মহান আদর্শ প্রচার
৪) দেশপ্রেমের আদর্শ ও দেশপ্রেমিকদের নীতিবোধ তুলে ধরা
৩.৯) বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ২০২০,২০২৩
উত্তর সূত্র :
১) পাঠ্যবই ও নানা বিষয়ের বইয়ের প্রকাশ ও প্রসার
২) সংবাদপত্র সাময়িক পত্রের প্রকাশ
৩) উপন্যাসের প্রচলন
৪) আধুনিক গদ্যের প্রচলন
৫) ভাষার উন্নতি
৬) যা বাংলার নবজাগরণের সহায়তা করে
উত্তর সূত্র :
১) অত্যধিক ইংরেজি শিক্ষায় গুরুত্ব আরোপ
২) ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা
৩) বিজ্ঞান শিক্ষায় অবহেলা
৪) নারী শিক্ষায় অবহেলা
৫) দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুরুত্বহীন করে তোলা
৩.১১) মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কী ছিল?
উত্তর সূত্র :
১) অত্যধিক খাজনা ধার্য
২) হিন্দু জমিদারদের শোষণ
৩) খলিফা মর্যাদা প্রতিষ্ঠায় ধর্মীয় উন্মাদনা ও অসহযোগ আন্দোলনের ঢেউ
৪) মোপলা নেতা ইয়াকুব হাসানের গ্রেপ্তার
৩.১২) কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর সূত্র :
১) এই দলের লক্ষ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা
২) ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন
৩) উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর
৪) দেশীয় রাজা ও জমিদারদের বিলুপ্তি করন
৫) কৃষিঋণ মকুব
৩.১৩) ১৯০৫ সালে ১৬ ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?
উত্তর সূত্র :
১) ১৬ ই অক্টোবর সরকারি আইন বলে বাংলাদেশ দু'টুকরো হয়ে যায়
২) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রস্তাব প্রতিবাদস্বরূপ অরন্ধন পালন
৩) বাংলার নারীদের সক্রিয় সমর্থন
৩.১৪) ননীবালা দেবী স্মরণীয় কেন?
উত্তর সূত্র :
১) বিপ্লবীদের পিসিমা হাওড়ার ননীবালা দেবী
২) বিপ্লবীদের আশ্রয়দান ও অস্ত্র আনায় সাহায্য
৩) ১৮১৮ সালে ৩ নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী
৩.১৫) সর্দার প্যাটেল কে ভারতের লৌহ মানব বলা হয় কেন?
উত্তর সূত্র :
১) দেশীয় রাজ্যগুলি কে ভারত ভুক্ত করার জন্য প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্ব
২) অনমনীয় মনোভাব ও চারিত্রিক দৃঢ়তা
৩.১৬) কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) গঠিত হয়েছিল?
উত্তর সূত্র :
১) পৃথক অন্ধপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন এর দাবি
২) বিষয়টিকে সামনে রেখে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন।
বিভাগ ঘ
[ প্রতিটি উত্তরেই চারটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে]
৪) সাত বা আট বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ : ঘ.১
৪.১) উডের নির্দেশ নামা (১৮৫৪) কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন?
উত্তর সূত্র :
১) ১৮৫৪ সালে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ
২) সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি ভাগের নির্দেশ
৩) দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সুপারিশ
৩) তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন
৪) পৃথক শিক্ষা দপ্তর প্রতিষ্ঠিত
৫) শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার ও স্ত্রী শিক্ষার প্রসারের সুপারিশ
৬) নির্দেশনামার উপর ভিত্তি করেই ভারতে পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা গঠন
৪.২) শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো।
উত্তর সূত্র :
১) সকল মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান
২) জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা প্রচার
৩) সকল ধর্মই সত্য
৪) যত মত তত পথ এই আদর্শ প্রচার
৫) সাধনার সব পথেই সত্য ও সঠিক
৬) বৈষ্ণব হিন্দু মুসলিম খৃষ্টান প্রভৃতি সব ধর্মের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা সম্ভব
৭) আন্তরিক ভক্তির দ্বারা ঈশ্বর লাভ সম্ভব
উপবিভাগ : ঘ.২
৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
উত্তর সূত্র :
১) শিক্ষিত বাঙ্গালীদের একটি অংশ বিদ্রোহ কে সমর্থন করেনি
২) ব্রিটিশ শাসনের উপর তাদের বিশ্বাস স্থাপন
৩) খ্যাতনামা বাঙ্গালীদের বিদ্রোহ বিরোধী অভিমত ও নিন্দা
৪) ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজদের প্রতি প্রশ্নাতীত আনুগত্য
৫) সমসাময়িক পত্রপত্রিকায় বিদ্রোহী সিপাহিদের প্রতি তাচ্ছিল্য ও বিদ্বেষ পোষণ
৪.৪) ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর সূত্র :
১) ইন্ডিয়ান লীগের একনায়কত্বের অভিযোগ তুলে দল ছেড়ে বেরিয়ে এসে ভারত সভা গঠন
২) ইতালির ম্যাৎসিনি ও ক্যাভুরের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ
৩) রাজনৈতিক আন্দোলন কে জনসাধারণের সঙ্গে যুক্ত করা
৩) দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে জনমত গঠন
৪) কলকাতার বাইরে মিরাট লাহোর লখনৌ প্রভৃতি অঞ্চলে ভারতসভার শাখা প্রতিষ্ঠা
৫) ভারত সভার আদর্শকে জনপ্রিয় করার জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ
৬) কংগ্রেস প্রতিষ্ঠায় প্রেরণা
উপবিভাগ : ঘ.৩
৪.৫) বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?
উত্তর সূত্র :
১) ১৯২৬ সালে বারদৌলি তালুকে ৩০% রাজস্ব বৃদ্ধি হলে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ
২) তথ্য অনুসন্ধান কমিটি নিয়োগ
৩) ইয়ং ইন্ডিয়া ও নবজীবন পত্রিকা সমালোচনা
৪) বল্লভ ভাই প্যাটেল এর নেতৃত্ব গ্রহণ
৫) আন্দোলনের সূচনা
৪.৬) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
উত্তর সূত্র :
১) বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিভিন্ন কলকারখানায় শ্রমিক ও মজুরদের প্রতিবাদ মিছিল ও জমায়েত
২) বিদেশি দ্রব্য বয়কট
৩) রেল ধর্মঘট, চটকল ধর্মঘট, ট্রাম কোম্পানির ও ছাপাখানায় ধর্মঘট
৪) কলকাতা পুরসভার কুলি ও মেথরদে'র ধর্মঘট।
উপবিভাগ : ঘ.৪
৪.৭) জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতমুক্ত হয়?
উত্তর সূত্র :
১) জুনাগড়ের নবাব মুসলিম কিন্তু ৮০ পার্সেন্ট প্রজা হিন্দু
২) নবাবের পাকিস্থানে যোগদানের সিদ্ধান্ত রাজ্যে গণবিক্ষোভ
৩) ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা
৪) নবাবের করাচি পলায়ন
৫) ভারতীয় সৈন্যের জুনা ঘরে প্রবেশ
৬) ১৯৪৮ সালের গণভোট গ্রহণ ও ভারতে যোগদানের পক্ষে মতদান
৭) ১৯৪৯ সালে জুনাগড় ভারতভুক্ত
৪.৮) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
উত্তর সূত্র :
১) আশ্রয়দান ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা
২) পাঞ্জাব ও বাংলার পরিস্থিতির মোকাবেলা।
বিভাগ ঙ
৫) পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১) ঊনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করেন?
উত্তর সূত্র :
■ ১) শাস্ত্রসম্মত হলেও সব মানুষ এই প্রথা কে মেনে নেয়নি
২) শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারীদের এই প্রথার বিরোধিতা
৩) ফরাসিরা তাদের অধিকৃত অঞ্চলে এই প্রথা নিষিদ্ধ করেছিল
৪) লন্ডনের পরিচালক সাভার উদ্যোগ
[ তিনটি তথ্য সঠিক লিখলে পূর্ণমান পাবে]
■■ ১) ১৮১৮ সাল থেকে রামমোহনের এই প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু
২) সতীদাহের সমালোচনা বিরোধিতা করে ইংরেজি ও বাংলা পত্রিকা এবং পুস্তক প্রকাশ
৩) শিক্ষিত মানুষের দৃষ্টি আকর্ষণ
৪) ১৮২৯ সালে সহমরণ বিষয়ক পুস্তিকা প্রকাশ
৫) বড়লাট বেন্টিংয়ের কাছে বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র প্রেরণ
৬) বড়লাট বেন্টিঙ্ক কর্তৃক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা ও আইন পাস।
[ যেকোনো পাঁচটি লিখলে পূর্ণমান পাবে]
৫.২) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর সূত্র :
■ ১) উপনিবেশিক শিক্ষার সমালোচনা
২) স্বাধীন শিক্ষা চিন্তা
৩) সৃজনশীলতার ওপর গুরুত্ব
৪) প্রকৃতি ও পরিবেশের সান্নিধ্যে শিক্ষালাভ
৫) মানবিক মূল্যবোধের জাগরণ
[ যে কোন তিনটি লিখলে পূর্ণমান পাবে]
■■ ১) শিক্ষা চিন্তার প্রাথমিক প্রাতিষ্ঠানিক রূপ হল শান্তিনিকেতন
২) শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত ও তার বর্ণনা
৫.৩) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর সূত্র :
১) আন্দোলনের কারণ হিসাবে সামাজিক অমর্যাদা, দারিদ্র ও অর্থনৈতিক শোষণ
২) হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর প্রমুখদের আন্দোলন
৩) মতুয়া ধর্মের প্রসার
৪) নমঃশূদ্র সংগঠন তৈরি
৫) রাজনৈতিক দাবি-দাওয়া পেশ
[ সবগুলো তথ্য থাকলে পূর্ণমান পাবে]
-------------এক্স----------------
📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ ( তুমি এখন এখানে )
ঢ়তডলঢ
উত্তরমুছুন