সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫ একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০ ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৬ = ৮ ১) ইতিহাসের জনক বলা হয় — ১/১ A) ইবন বতুতাকে, B) থুকিডিডিসকে C) লিওপোল্ড ভন ব্যাঙ্কেকে D) হেরোডোটাস । ২) হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? ২/১ A) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে, B) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে C) ৪২৩  খ্রিস্টপূর্বাব্দে D) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে। ৩) ভারতবর্ষে ‘দাস’ বলতে কাদের বোঝানো হত? ২/২ A) ব্রাহ্মণদের,  B) ক্ষত্রিয়দের, C) বৈশ্যদের,  D) শূদ্রদের ৪) প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটে? ৩/১ (’২০) A) পাকিস্তানে,  B) গ্রিসে , C) রাশিয়ায়,  D)  পারস্যে আজকে। ৫) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে ক-টি গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো —৩/২ (’১৭) A) মগধ,  B) মল্ল। C) গান্ধার,  D) অবন্তী। ৬)  রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হত— ৩/৩ (’১৫) A) প্লেবিয়ান,  B) প্যাট্রিশিয়ান C) ক্রীতদা...

একাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। প্রথম সেমিস্টার - সেট - ৩

 একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার : সেট - ০৩ একাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। প্রথম সেমিস্টার - ২০২৫ বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০ প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও। ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৬ = ৮ ১) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় — ১/১ A) ইবন বতুতাকে, B) থুকিডিডিসকে C) লিওপোল্ড ভন ব্যাঙ্কেকে D) কলহনকে। ২) জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রীক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ২/১ A) স্লাভিক গোষ্ঠী, B) উরালিক গোষ্ঠী C) ইন্দো-ইউরোপীয় গোষ্ঠী D) না-ডেনে গোষ্ঠী। ৩) ‘পেলোপনেসীয় যুদ্ধ’ গ্রন্থটি কার লেখা? ২/১৩ A) অ্যারিস্টোটল,  B) থুকিডিডিস , C) নিরো,  D) প্লেটো ৪) ‘হেলেনীয় সভ্যতা’ বলা হয় কোন সভ্যতাকে? ৩/১ A) মিশরীয় সভ্যতাকে,  B) সুমেরীয় সভ্যতাকে, C) গ্রিক সভ্যতাকে ,  D) মেসোপটেমিয়া সভ্যতাকে। ৫) ‘জনপদ’ বলতে বোঝায় —৩/২ A) কোন উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা । B) ছোট ছোট জায়গায় থাকা অনেক জনতা। C) অনেক পরিবার একসাথে যখন থাকে। D) জনসংখ্যা যেখানে অনেক বেশি হয়। ৬) মহাভারতে কতগুলি জনপদের...

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪ একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০ প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও। A) সঠিক উত্তর বেছে নাও : ১ x ৪ = ৪ ১) ইতিহাসের জনক বলা হয়- A) হেরোডেটাস B) এরিস্টটল C) থুকিডিডিস D) হেনরি পিরেন। ২) আসিরীয় সাম্রাজ্যের সূচনা হয়েছিল - A) আফ্রিকায় B) এশিয়ায় C) উত্তর আমেরিকায় D) ইউরোপে ৩) ইসলামীয় সাম্রাজ্যের প্রধান ধর্মের নাম ছিল - A) পেগান ধর্ম B) খ্রিষ্টান ধর্ম C) ইসলাম ধর্ম D) বৌদ্ধ ধর্ম ৪) গ্রিসে যে রাজনৈতিক সংগঠনকে 'নগররাষ্ট্র' বলা হত, ভারতে তাকে কী নামে অবিহিত করা হত - A) জনপদ B) মহাজনপদ C) রাজ্য D) সাম্রাজ্য B) শূন্যস্থান পূরণ কর : ১ x ৪ = ৪ ৫) প্রাগৈতিহাসিক সংস্কৃতির শেষ পর্যায়কে বলা হয় -----------. A) নব্য প্রস্তর যুগ, B) মধ্যে প্রস্তর যুগ, C) তাম্র প্রস্তর যুগ D) আম্র ব্রঞ্জ যুগ। ৬) জুলিয়াস সিজারের স্বর্ণমুদ্রার নাম ছিল __________ A) আস B) দিনারি C) অরি D) দিনারিয়া। ৭) খ্রিষ্টপূর্ব...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২ সংসদ নমুনা প্রশ্নপত্র Class XI sample question paper given by WBCHSE, সংসদের নমুনা প্রশ্নগুলোর উত্তর পেতে 👉 এখানে দেখো Full Marks-40 📕 নীচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান - ১ ১) হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন- (a) রোলিনসন (b) শাঁ পোলিয়েঁ  (c) কানিংহাম (d) পিয়ারসন ২) হেরোডোটাসকে বলা হয় 'ইতিহাসচর্চার জনক', কারণ-  (a) তিনিই প্রথম যথার্থ ইতিহাসচর্চা শুরু করেছিলেন  (b) হেরোডোটাসের পরবর্তী সময়ে ইতিহাসচর্চার কোনো ইঙ্গিত পাওয়া যায় না (c) তিনিই প্রথম আধুনিক পদ্ধতিতে ইতিহাসচর্চা শুরু করেছিলেন। (d) (a) ও (b) দুটিই ঠিক ৩) পোতিন ছিল সাতবাহন রাজাদের মুদ্রা। এই মুদ্রাটি যে ধাতুর মিশ্রণে তৈরি হত তা হল-  (a) সোনা ও রুপো (b) রূপো ও তামা  (c) সিসা ও ব্রোঞ্জ (d) সিসা ও তামা ৪) রোজেটা প্রস্তর আবিষ্কৃত হয়-  (a) ১৭৯৯ খ্রিস্টাব্দে (b) ১৮৯৯ খ্রিস্টাব্দে  (c) ১৭৮৮ খ্রিস্টাব্দে (d) ১৭৯০ খ্রিস্টাব্দে ৫. আলতামিরা গুহার দেয়ালে এ...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্নপত্র - ১

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্নপত্র  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্নপত্র - ১ History Sample Question Paper of West Bengal Council of Higher Secondary Education 👉  প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এখানে অধ্যায় অধ্যায়ের নাম নম্বর ১) ইতিহাস চেতনা ১০ x ১ = ১০ ২) সাম্রাজ্য ১৫ x ১ = ১ ৫ ৩ ) তুলনামূলক পাঠ ১৫ x ১ = ১৫ 📘নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।      প্রতিটি প্রশ্নের মান - ১ ১) সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস" - কথাটি বলেছেন, a) ঐতিহাসিক র্যাংকে b) ঐতিহাসিক ক্রোচে  c) ঐতিহাসিক ই এইস কার d) ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ ২) প্রদত্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান জানান দেয় যে, মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল - a) কার্পাস বস্ত্র b) তামার পুঁতি  c) লোহার চুল্লি d)  সবগুলিই ঠিক ৩) প্রদত্ত যে গ্রন্থটি সমগোত্রীয় নয় - a) রামায়ণ b)  মহাভারত  c)  গিলগামেশ d) ওল্ড টেসটামেন্ট ৪) লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমু...
---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------