মাধ্যমিক ইতিহাস নির্বাচনী পরীক্ষা - ২০২৬
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা.)
বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান - ৯০
(First 15 minutes for reading the question paper only)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for the spelling mistakes, untidiness and bad handwriting.
[Groups ‘A’ to ‘E’ are common for both Regular and External Candidates.
Group ‘F’ is meant only for External Candidates.]
(All questions of Group ‘A’ are compulsory. Candidates should follow the alternative questions as per directive in Group ‘B’. Others will attempt map pointing.)
বিভাগ - ক
১) সঠিক উত্তরটি বেছে নাও। ১ x ২০ = ২০
১.১) নারী দিবস হিসেবে পালিত হয় -
ক) ৫ মার্চ খ) ৫ জুলাই
গ) ৮ মার্চ ঘ) ৪ জুলাই
১.২) ‘ সরকারি নথিপত্র সংরক্ষিত হয় -
ক ) সংগ্রহশালায়, খ) জাতীয় গ্রন্থাগারে
গ) জাতীয় মহাফেজখানায়, ঘ) জাদুঘরে
গ) জাতীয় মহাফেজখানায়, ঘ) জাদুঘরে
১.৩) ‘বামাবোধিনী পত্রিকার’ সম্পাদক কে?
ক) উমেশচন্দ্র দত্ত, খ) শিশিরকুমার ঘোষ,
গ) সন্তোষ কুমার দত্ত, ঘ) কাঙাল হরিনাথ
গ) সন্তোষ কুমার দত্ত, ঘ) কাঙাল হরিনাথ
১.৪) ‘সতীদাহ প্রথা’র অবসান ঘটে—
ক) ১৮২০ সালে, খ) ১৮২২ সালে,
গ) ১৮২৪ সালে, ঘ) ১৮২৯ সালে।
১.৫) উনিশ শতকের বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন—
ক) বিনয় ঘোষ, খ) যদুনাথ সরকার,
গ) অনিল শীল, ঘ) অনিরুদ্ধ রায়।
১.৬) ‘উলগুলান’ শব্দটি নির্দেশ করে—
ক) কোল বিদ্রোহকে খ) সাঁওতাল বিদ্রোহকে,
গ) মুন্ডা বিদ্রোহকে, ঘ) পাগলাপন্থী বিদ্রোহকে।
১.৭) ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ ছিলেন—
ক) কৃষক, খ) শ্রমিক,
গ) দলিত, ঘ) আদিবাসী।
১.৮) ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন—
ক) ডিসরেলি খ) চার্লস রেকস,
গ) কার্ল মার্ক্স, ঘ) বিনায়ক দামোদর সাভারকার।
১.৯) ‘Eighteen Fifty Seven’ গ্রন্থটি রচনা করেন—
ক) ডক্টর রমেশচন্দ্র মজুমদার, খ) ডক্টর সুরেন্দ্রনাথ সেন,
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঘ) ডক্টর শশীভূষণ চৌধুরী
১.১০) ‘ভারতের মৃত্তিকা আমার স্বর্গ’ কথাটি কোন গ্রন্থের অন্তর্গত -
ক) ‘বর্তমান ভারত’ খ) ‘অনন্দমঠ’গ) ‘গোরা’ ঘ) ‘বিরূপ বস্ত্র’
১.১১) ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়—
ক) ১৮৪৫ সালে, খ) ১৮৫০ সালে,গ) ১৮৫৫ সালে, ঘ) ১৮৬০ সালে।
১.১২) ‘ক্রেসকোগ্রাফ যন্ত্র’ নির্মাণ করেন—
ক) প্রফুল্লচন্দ্র রায়, খ) জগদীশচন্দ্র বসু,গ) মেঘনাথ সাহা, ঘ) সত্যেন্দ্রনাথ বোস
১.১৩) ‘লাঙ্গল যার জমি তার’ স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল?
ক) নীল বিদ্রোহের সঙ্গে, খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সঙ্গে,গ) তেভাগা আন্দোলনের সঙ্গে, ঘ) ওয়াহাবি আন্দোলনের সঙ্গে।
১.১৪) মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল—
ক) মালাবার উপকূলে, খ) করমন্ডল উপকূলে,গ) উত্তর সরকার উপকূলে, ঘ) কঙ্কন উপকূলে।
১.১৫) ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয়—
গ) ১৯২০ সালে, খ) ১৯২১ সালে,গ) ১৯২২ সালে, ঘ) ১৯২৩ সালে।
১.১৬) ‘ভারতীয় মহিলা সমিতি’ গঠন করেন—
ক) প্রীতিলতা ওয়াদ্দেদার খ) সরোজিনী নাইডুগ) লীলা নাগ ঘ) কনকলতা বড়ুয়া
১.১৭) প্রীতিলতা ওয়াদ্দেদার কোন্ বিপ্লবী দলের সদস্য ছিলেন?
ক) হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন খ) যুগান্তর দলগ) অনুশীলন সমিতি ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
১.১৮ কার্লাইল সার্কুলারের উদ্দেশ্য কী ছিল?
ক) স্বদেশী পণ্য বিক্রি করা, খ) প্রাচ্যবাদী শিক্ষার প্রসার ঘটানো,গ) পাশ্চাত্যবাদী শিক্ষার প্রসার ঘটানো, ঘ) ছাত্র আন্দোলন দমন করা।
১.১৯) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যে হল—
ক) তামিলনাড়ু, খ) অন্ধ্রপ্রদেশ,গ) জুনাগড়, ঘ) কাশ্মীর।
১.২০) ‘নেহেরু লিয়াকাত চুক্তি’ স্বাক্ষরিত হয়—
ক) কাশ্মীর সমস্যা সমাধানের জন্য,খ) শরণার্থী সমস্যা সমাধানের জন্য,
গ) জুনাগড়কে ভারতভুক্ত করার জন্য,
ঘ) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন-এর জন্য।
২.১.২) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
২.১.৩) তিতুমীর স্মরণীয় কেন?
২.১৪) কোন ঘটনার প্রেক্ষাপটে ভারত মাতা ছবিটি আঁকা হয়েছিল?
২.২.২) যিনি হরিনাথ মজুমদার, তিনিই কাঙাল হরিনাম।
২.২.৩) ‘দার উল ইসলাম’ কথার অর্থ হল বিধর্মীদের দেশ।
২.২.৪) মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পান্ডে।
ব্যাখ্যা - ২ : তার উদ্যোগে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল।
ব্যাখ্যা - ৩ : তিনি নারীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে নজর দিয়েছিলেন।
ব্যাখ্যা - ২ : কবি মধুসূদন দত্ত এই নাটকটি আঙ্কেল টার্ম কেবিনের অনুকরণে অনুবাদ করেছিলেন।
ব্যাখ্যা - ৩ : আঙ্কেল টমস কেবিনের মত নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে।
ব্যাখ্যা - ২ : সংকীর্ণ মানসিকতা ত্যাগ করে ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে।
ব্যাখ্যা - ৩ : ভারতবাসীকে দেশের অতীত গৌরব সম্পর্কে সচেতন করতে।
ব্যাখ্যা - ২ : তাঁর হাত ধরেই ভারতে রসায়ন বিজ্ঞানের উন্নতি হয়।
ব্যাখ্যা - ৩ : তিনি মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন।
২.৪.২ একা আন্দোলন - সরোজিনী নাইডু
২.৪.৩ হাফটোন পদ্ধতি - আজাদ হিন্দ বাহিনী
২.৪.৪ ভারতের বুলবুল -: সীতাপুর
২.৫.২) কৃষক আন্দোলন — বারদৌলি।
২.৫.৩) ভারতছাড়ো আন্দোলন — তাম্রলিপ্ত শহর।
২.৫.৪) দেশীয় রাজ্য জুনাগর।
৩.২) ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের ভূমিকা কতটা?
৩.৩) কাকে কেন ভারতের ‘উচ্চশিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়?
৩.৪) ‘বামাবোধিনী’ কেন একটি ব্যতিক্রমী পত্রিকা বলে বিবেচিত হয়?
৩.৫) চুয়াড় বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো?
৩.৬) ‘খুৎকাঠি প্রথা’ কী?
৩.৭) ‘সভা সমিতির যুগ’বলতে কী বোঝো?
৩.৮) ব্যঙ্গচিত্র আঁকার উদ্দেশ্য কী?
৩.৯) ‘বসু বিজ্ঞান মন্দির’ কেন গড়ে তোলা হয়?
৩.১০) উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি কী ছিল?
৩.১১) মোপলা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.১২) ‘ত্রিপুরী সংকট’ বলতে কী বোঝো?
৩.১৩) ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪) কাকে কেন ‘গোলদিঘির গোলামখানা’ বলা হয়?
৩.১৫) সিরিল র্যাডক্লিফ কে ছিলেন?
৩.১৬) কাকে ‘ভারতের বিসমার্ক’ বলা হয়?
৪.২) নারী শিক্ষার প্রসারে রাজার রাধাকান্ত দেবের ভূমিকা মূল্যায়ন করো।
৪.৪) মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?
৪.৬) ‘ভারতছাড়ো’ আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
৪.৮) দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?
৫.২) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো।
৫.৩) বিশ শতকে ভারতে জাতীয় আন্দোলনের ছাত্র সমাজের অবদান বিশ্লেষণ করো।
খ - বিভাগ
২) যেকোন ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে) : ১ x ১৬ = ১৬
উপবিভাগ - ২.১
১) একটি বাক্যে উত্তর দাও :
২.১.১) ভারতে প্রদর্শিত প্রথম সবাক সিনেমার নাম কী?২.১.২) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
২.১.৩) তিতুমীর স্মরণীয় কেন?
২.১৪) কোন ঘটনার প্রেক্ষাপটে ভারত মাতা ছবিটি আঁকা হয়েছিল?
উপবিভাগ - ২.২
২) ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১) অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।২.২.২) যিনি হরিনাথ মজুমদার, তিনিই কাঙাল হরিনাম।
২.২.৩) ‘দার উল ইসলাম’ কথার অর্থ হল বিধর্মীদের দেশ।
২.২.৪) মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পান্ডে।
উপবিভাগ - ২.৩
৩) বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৩.১) বিবৃতি : বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় - কারণ :
ব্যাখ্যা - ১ : তিনি নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন।ব্যাখ্যা - ২ : তার উদ্যোগে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল।
ব্যাখ্যা - ৩ : তিনি নারীদের সর্বাঙ্গীণ উন্নতির দিকে নজর দিয়েছিলেন।
২.৩.২) বিবৃতি : নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের Uncle Tom’s Cabin.
ব্যাখ্যা - ১ : নীলদর্পণ লিখিত হয় আঙ্কেল টমস কেবিন উপন্যাসের অনুকরণে।ব্যাখ্যা - ২ : কবি মধুসূদন দত্ত এই নাটকটি আঙ্কেল টার্ম কেবিনের অনুকরণে অনুবাদ করেছিলেন।
ব্যাখ্যা - ৩ : আঙ্কেল টমস কেবিনের মত নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে।
২.৩.৩) বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন। - কারণ,
ব্যাখ্যা - ১ : ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরতে।ব্যাখ্যা - ২ : সংকীর্ণ মানসিকতা ত্যাগ করে ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে।
ব্যাখ্যা - ৩ : ভারতবাসীকে দেশের অতীত গৌরব সম্পর্কে সচেতন করতে।
২.৩.৪) বিবৃতি : আধুনিক ‘ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক’ বলা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে।
ব্যাখ্যা - ১ : তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন।ব্যাখ্যা - ২ : তাঁর হাত ধরেই ভারতে রসায়ন বিজ্ঞানের উন্নতি হয়।
ব্যাখ্যা - ৩ : তিনি মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন।
উপবিভাগ - ২.৪
২.৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
দাগ নং ক বিভাগ খ বিভাগ
২.৪.১ রশিদ আলী - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী২.৪.২ একা আন্দোলন - সরোজিনী নাইডু
২.৪.৩ হাফটোন পদ্ধতি - আজাদ হিন্দ বাহিনী
২.৪.৪ ভারতের বুলবুল -: সীতাপুর
উপবিভাগ - ২.৫
২.৫. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো :
২.৫.১) মোপলা বিদ্রোহ — মালাবার উপকূল।২.৫.২) কৃষক আন্দোলন — বারদৌলি।
২.৫.৩) ভারতছাড়ো আন্দোলন — তাম্রলিপ্ত শহর।
২.৫.৪) দেশীয় রাজ্য জুনাগর।
গ - বিভাগ
৩) দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও : (যে-কোন ১১ টি) ২ x ১১ = ২২
৩.১) স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী?৩.২) ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের ভূমিকা কতটা?
৩.৩) কাকে কেন ভারতের ‘উচ্চশিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়?
৩.৪) ‘বামাবোধিনী’ কেন একটি ব্যতিক্রমী পত্রিকা বলে বিবেচিত হয়?
৩.৫) চুয়াড় বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো?
৩.৬) ‘খুৎকাঠি প্রথা’ কী?
৩.৭) ‘সভা সমিতির যুগ’বলতে কী বোঝো?
৩.৮) ব্যঙ্গচিত্র আঁকার উদ্দেশ্য কী?
৩.৯) ‘বসু বিজ্ঞান মন্দির’ কেন গড়ে তোলা হয়?
৩.১০) উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি কী ছিল?
৩.১১) মোপলা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.১২) ‘ত্রিপুরী সংকট’ বলতে কী বোঝো?
৩.১৩) ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪) কাকে কেন ‘গোলদিঘির গোলামখানা’ বলা হয়?
৩.১৫) সিরিল র্যাডক্লিফ কে ছিলেন?
৩.১৬) কাকে ‘ভারতের বিসমার্ক’ বলা হয়?
বিভাগ - ঘ
৪) সাত-আটটি বাক্যে যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ৬ = ২৪
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে)উপবিভাগ - ঘ. ১
৪.১) নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।৪.২) নারী শিক্ষার প্রসারে রাজার রাধাকান্ত দেবের ভূমিকা মূল্যায়ন করো।
উপবিভাগ - ঘ. ২
৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণ সংক্ষেপে আলোচনা করো।৪.৪) মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?
উপবিভাগ - ঘ. ৩
৪.৫) উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো।৪.৬) ‘ভারতছাড়ো’ আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ - ঘ. ৪
৪.৭) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের কারণ কী ছিল?৪.৮) দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?
বিভাগ - ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮
৫.১) রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন?৫.২) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো।
৫.৩) বিশ শতকে ভারতে জাতীয় আন্দোলনের ছাত্র সমাজের অবদান বিশ্লেষণ করো।
—----------x—---------
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ)-র উত্তর :
| প্রশ্ন -১ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| উত্তর | গ | গ | ক | ঘ | গ | গ | ক | ঘ | খ | ক |
| প্রশ্ন -১ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| উত্তর | গ | খ | গ | ক | ঘ | খ | ঘ | ঘ | খ | খ |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন