সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নবম শ্রেণি। ইতিহাস। তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষা। ২০২২

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল ( উচ্চমাধ্যমিক ) তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষা- ২০২২ নবম শ্রেণি। ইতিহাস। পূর্ণমান - ৯০। সময় - ৩ ঘন্টা ১৫ মি: ১) সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ x ৫ = ৫ i) ‘আমিই রাষ্ট্র’ - কে বলেছেন?- ক) ত্রয়োদশ লুই খ) চতুর্দশ লুই গ) পঞ্চদশ লুই ঘ) ষোড়শ লুই । ii) 'কোড নেপোলিয়ন'-এ কতগুলি ধারা লিপিবদ্ধ হয়?- ক) ২৪৮০ টি খ) ১৪৭৭ টি গ) ২২৮৭ টি ঘ) ২৫৮৭ টি। iii) ভিয়েনা সম্মেলন কত সালে হয়? ক) ১৮১৫ খ) ১৮৪৮ গ) ১৮৩০ ঘ) ১৮৬২। iv) 'শিল্পবিপ্লব' কথাটির অর্থ কী - ক) শিল্পের  উৎপাদন ক্ষেত্রে আমুল পরিবর্তন খ) আমুল পরিবর্তন গ) পরিবর্তন ঘ) শিল্পের পরিবর্তন। v) কাকে রাশিয়ার 'মুক্তিদাতা জার' বলা হয় - ক) চতুর্থ আইভানকে খ) মিরকে গ) পিটার দ্য গ্রেটকে ঘ) দ্বিতীয় আলেকজান্ডারকে । ২) সত্য / মিথ্যা নির্নয় কর। ১ x ৫ = ৫ i) 'ইল দুচে' হিটলারের উপাধি। ii) রাশিয়ায় ১৯১৭ সালে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন মেনশেভিক দল। iii) বিসমার্ক জার্মানির মানুষ ছিলেন।  iv) 'ডি ডে' হল ১৯৪৪ সালের ৫ই জুন।  v) সুয়েজ খাল খনন করা হয়েছিল ভূমধ্যসাগর ও লোহিতসাগরের মধ্যে যোগাযোগ করার জন্য।  ৩) একটি

দশম শ্রেণি / ইতিহাস / দ্বিতীয় অভিক্ষা / ২০২২

বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২২ পূর্ণমান - ৪০ ক বিভাগ ১. সঠিক উত্তর নির্বাচন করো।                                                    ১ x ১০ = ১০ ১.১. 'এনফিল্ড রাইফেল' কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? ক) মহাবিদ্রোহ খ) কোল বিদ্রোহ গ) সাঁওতাল বিদ্রোহ ঘ) নীল বিদ্রোহ   ১.২. 'ভারতসভা' কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৬৭                খ) ১৮৭২                গ) ১৮৭৫                ঘ) ১৮৭৬   ১.৩. 'ভাারতীয় জাতীয়তাবাদের জনক' বলা হয় - ক) স্বামী বিবেকানন্দকে খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে   ১.৪. ছাপাখানার জনক বলা হয় - ক) জেমস অগাস্টাস হিকি খ) চার্লস উইলকিনস গ) জোহানেস গুটেনবার্গ ঘ) পঞ্চানন কর্মকার   ১.৫. পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন - ক) চন্দ্রশেখর ভেঙ্কট রমণ খ) মেঘনাথ সাহা গ) জগদীশচন্দ্র বসু ঘ) সত্যেন্দ্রনাথা বসু   ১.৬. 'প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার' বলা হয় - ক) শিবচন্দ্র নন্দি খ) গোলকচন্দ্র গ) তারকনাথ পালিত ঘ) মহেন্দ্রলাল সরকার   ১.৭. 'হিতৈষী তহবিল'

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২২

দশম শ্রেণি। ইতিহাস। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২ সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০ ১.১ রামচন্দ্র গুহ কীজন্য খ্যাতিলাভ করেছেন? - ক) খেলার ইতিহাসের জন্য খ) খাদ্যাভ্যাসের ইতিহাসের জন্য গ) শিল্পচর্চার ইতিহাসের জন্য ঘ) নারী ইতিহাসের জন্য। ১.২) কাওয়ালির জনক হলেন - ক) আমির খসরু , খ) মিঞা গোলাম নবি, গ) রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ) হরিশ ভিমানি। ১.৩) হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন - ক) হরিশচন্দ্র বন্দোপাধ্যায়, খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, গ) হরিশচন্দ্র গঙ্গপাধ্যায়, ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় । ১.৪) 'চুঁইয়ে পড়া নীতি'র প্রবর্তক - ক) এইচ টি প্রিন্সেপ, খ) কোলব্রুক, গ) টমাস ব্যাবিংটন মেকলে , ঘ) উইলসন ১.৫) নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা হলেন - ক) রামমোহন, খ) ডিরজিও , গ) বিদ্যাসাগর, ঘ) রামতনু লাহিড়ী। ১.৬) ‘যত মত তত পথ’ কথাটি বলেছেন - ক) লালন ফকির, খ) শ্রীরামকৃষ্ণ , গ) স্বামী বিবেকানন্দ, ঘ) বসন্তকুমার পাল ১.৭) বিপ্লব কথার অর্থ হল - ক) বিদ্রোহ, খ) অভ্যুত্থান, গ) আমূল পরিবর্তন , ঘ) বিশৃঙ্খলা। ১.৮) ভারতে ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাত