বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল ( উচ্চমাধ্যমিক )
তৃতীয় পর্যায়ক্রমিক অভীক্ষা- ২০২২
নবম শ্রেণি। ইতিহাস।
পূর্ণমান - ৯০। সময় - ৩ ঘন্টা ১৫ মি:
১) সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ x ৫ = ৫
i) ‘আমিই রাষ্ট্র’ - কে বলেছেন?- ক) ত্রয়োদশ লুই খ) চতুর্দশ লুই গ) পঞ্চদশ লুই ঘ) ষোড়শ লুই।
ii) 'কোড নেপোলিয়ন'-এ কতগুলি ধারা লিপিবদ্ধ হয়?- ক) ২৪৮০ টি খ) ১৪৭৭ টি গ) ২২৮৭ টি ঘ) ২৫৮৭ টি।
iii) ভিয়েনা সম্মেলন কত সালে হয়? ক) ১৮১৫ খ) ১৮৪৮ গ) ১৮৩০ ঘ) ১৮৬২।
iv) 'শিল্পবিপ্লব' কথাটির অর্থ কী - ক) শিল্পের উৎপাদন ক্ষেত্রে আমুল পরিবর্তন খ) আমুল পরিবর্তন গ) পরিবর্তন ঘ) শিল্পের পরিবর্তন।
v) কাকে রাশিয়ার 'মুক্তিদাতা জার' বলা হয় - ক) চতুর্থ আইভানকে খ) মিরকে গ) পিটার দ্য গ্রেটকে ঘ) দ্বিতীয় আলেকজান্ডারকে।
২) সত্য / মিথ্যা নির্নয় কর। ১ x ৫ = ৫
i) 'ইল দুচে' হিটলারের উপাধি।
ii) রাশিয়ায় ১৯১৭ সালে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন মেনশেভিক দল।
iii) বিসমার্ক জার্মানির মানুষ ছিলেন।
iv) 'ডি ডে' হল ১৯৪৪ সালের ৫ই জুন।
v) সুয়েজ খাল খনন করা হয়েছিল ভূমধ্যসাগর ও লোহিতসাগরের মধ্যে যোগাযোগ করার জন্য।
৩) একটি বাক্যে উত্তর দাও। ১ x ৫ = ৫
i) 'সম্মিলিত জাতিপুঞ্জের’ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
ii) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল?
iii) 'এপ্রিল থিসিস' কী?
iv) 'ভার্সাই চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?
v) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
৪) শূন্যস্থান পূরণ কর। ১ x ৫ = ৫
i) 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলা হত_____________।
ii) ১৮১৫ সালে সংঘটিত প্যারিসের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়________________মধ্যে।
iii) কার্বনারি দল গঠন করেন ____________।
iv) শিল্পবিপ্লবের ফলে সমাজে _______________ নামে একটি নতুন শ্রেণির জন্ম হয়।
v) ১৯১৭ সালের রুশ বিপ্লব ________________ নামে পরিচিত।
৫) দুই-তিন বাক্যে উত্তর দাও। ২ x ১১ = ২২
i) 'শিল্প বিপ্লব' বলতে কী বোঝ ?
ii) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো?
iii) 'দাস ক্যাপিটাল' কী?
iv) 'জাতিসমূহের যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের তাৎপর্য উল্লেখ কর।
v) ‘মেটারনিক ব্যবস্থা’ বলতে কী বোঝ?
vi) ক্যাভুর কে ছিলেন।
vii) 'নিউ ইকোনমিক পলিসি' কে কী উদ্দেশ্যে ঘোষণা করেন?
viii) 'রক্তাত্ত রবিবার' কী?
ix) 'ব্ল্যাক শার্টস' বলতে কী বোঝো?
x) ‘নভেম্বর বিপ্লব’কে 'বলশেভিক বিপ্লব' বলা হয় কেন?
xi) 'তৃতীয় বিশ্ব' বলতে কী বোঝ?
৬) সাত-আট বাক্যে উত্তর লেখো। ৪ x ১০ = ৪০
i) ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল?
ii) ‘টেনিস কোর্টের শপথ’ ও তার গুরুত্ব লেখো।
iii) প্রথম বিশ্ব যুদ্ধের পটভূমি লেখো।
iv) শিল্পবিপ্লব-এর ফলাফল ব্যাখ্যা করো?
v) 'চোদ্দো দফা নীতি' কী?
vi) সম্মিলিত জাতিপুঞ্জ-এর প্রতিষ্ঠার পটভূমি লেখো?
vii) অক্ষচুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির শর্ত ও ফলাফল লেখো।
viii) রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে লেখো।
ix) সমকালীন বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল?
x) জাতিসঙ্ঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের তুলনা করো।
৭) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ( ১৫ / ১৬ টি বাক্যে ) : ৮ x ১ = ৮
i) ফরাসি বিপ্লবের ফলাফল বিশ্লেষণ করো।
ii) কে কীভাবে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান?
iii) জার্মানিতে কীভাবে নাৎসিবাদের উত্থান ঘটে?
-----------------//----------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন