বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০২২
একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০
বিভাগ ‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২
১.১ 'ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান - তার কিছুমাত্র বেশি বা কম নয়' - বলেছেন
ক) বিউরি খ) ই এইচ কার গ) র্যাঙ্কে ঘ) হেনরি পিরেন।
১.২ চিনের পৌরাণিক কাহিনি অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হলেন -
ক) সুইজেন খ) ফু সি গ) পান-কু ঘ) শেন নুং।
১.৩ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন –
ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়।
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল
২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল
৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল।
১.৪ পৃথিবীর গঠনগত চরিত্র ও প্রাণের বিকাশ লক্ষ্য করে পৃথিবীর সময়কালকে কয়ভাগে ভাগ করা হয়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে।
১.৫ কৃষিকাজের কৌশল আবিষ্কার হয় –
ক) নব্য প্রস্তর যুগে খ) মধ্য প্রস্তর যুগে গ) প্রাচীন প্রস্তর যুগে ঘ) তাম্র-প্রস্তর যুগে।
১.৬) কোন বিষয়কে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করা হয়?
ক) মৃৎশিল্পের অগ্রগতিকে খ) পশুপালনের গুরুত্ব বেড়ে যাওয়াকে গ) কৃষি পদ্ধতির আবিস্কারকে ঘ) বয়ন শিল্পের বিকাশকে।
১.৭) গ্রিক শব্দ 'পলিস'-এর অর্থ হল -
ক) জনপদ খ) মহাজনপদ গ) সাম্রাজ্য ঘ) সিটি স্টেট।
১.৮) প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল –
ক) থিবস খ) মগধ গ) পাটলিপুত্র ঘ) কোশল।
১.৯) ইউরোপের রোমান সাম্রাজ্যের প্রায় সমসাময়িক ভারতীয় সাম্রাজ্যের নাম হল -
ক) মৌর্য সাম্রাজ্য খ) গুপ্ত সাম্রাজ্য গ) সুলতানি সাম্রাজ্য ঘ) মুঘল সাম্রাজ্য।
১.১০) অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন –
ক) প্লেটো খ) সক্রেটিস গ) এরিষ্টটল ঘ) কৌটিল্য।
১.১১) সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী বলেননি এমন একজন ঐতিহাসিকের নাম হল -
ক) ড. সতীশচন্দ্র খ) ড. এ এল শ্রীবাস্তব গ) ড. রমেশ্চন্দ্র মজুমদার ঘ) ড. রামশরণ শর্মা।
১.১২) জন্মসুত্রে ক্রীতদাস হওয়া মানুষদের রোমে বলা হত –
ক) ভার্নি খ) প্যাট্রিসিয়ান গ) প্লেবিয়ান ঘ) হেলট।
খ বিভাগ
২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ X ৮ = ৮
২.১) প্রায়-ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ? উদাহরণ দাও। অথবা প্রায়-ঐতিহাসিক যুগ- এর বৈশিষ্ঠ লেখো।
২.২) জীবাশ্ম কী? উদাহরণ দাও।
২.৩) প্লেইস্টোসিন যুগের সময়কাল লেখো। এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
২.৪) 'টোটেম' কী?২.৫) জনপদ কী? উদাহরণ দাও।
২.৬) জনপদ ও মহাজনপদ -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
২.৭) ম্যান্ডারিন কাদের বলা হয়?
২.৮) 'ইক্তাপ্রথা' কী?
গ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ X ৪ = ২০
৩.১) হোমো স্যাপিয়েন্স কাদের বলা হয়? হোমো স্যাপিয়েন্স-এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।।
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
অথবা, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ঠ্যগুলি লেখো?
৩.২) সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।অথবা, গুপ্ত এবং রোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামুলক আলোচনা কর।
৩.৩) জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য দেখাও। অথবা, মোঘল ও অটোমান শাসনব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।
৩.৪) আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবস-এর রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। তাঁকে কেন 'উপযোগিতাবাদের অগ্রদূত' বলা হয়?
----------------------//-----------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন