নবম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০২০ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০ বিভাগ -ক ১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০ ১.১ ‘আমার পরেই আসবে প্লাবন’ - একথা বলতেন - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই , ঘ) ষোড়শ লুই। ১.২) ফ্রান্সে শ্রমকরকে কী বলা হত - ক) করভি , খ) তেরাজ, গ) টাইদ, ঘ) গ্যাবেলা। ১.৩) ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর - বলেছেন - ক) মন্তেস্কু, খ) ভলতেয়ার, গ) অ্যাডাম স্মিথ , ঘ) কুয়েসনে। ১.৪) "আমি যা ইচ্ছা করি তা-ই আইন" কার উক্তি - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই । ১.৫) ফ্রান্সে ভাগচাষিদের বলা হত- ক) পিজ্যান্ট, খ) সার্ফ, গ) মেতায়ের , ঘ) ভ্যাসল। ১.৬) ‘ফরাসি সমাজের বাইবেল' নামে পরিচিত ছিলেন - ক) শার্লামেন, খ) মেটারনিক, গ) নেপোলিয়ান, ঘ) চার্লস মৰ্টেল । ১.৭) 'কোর্ড নেপোলিয়ন'-এ কয়টি ভাগ আছে - ক) ৬, খ) ৭, গ) ৮, ঘ) ৩ । ১.৮) ফরাসি বিপ্লব হয়েছিল - ক) ১৬৭৯, খ) ১৮৭৯ গ) ১৭৮৯ , ঘ) ১৯৮৯ সালে। ১.৯) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে। ১.১০) 'ইউরোপের মুক...
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি