বোড়াল
স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ
মাধ্যমিক)
প্রথম অভিক্ষা
২০১৮
ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০
১.১ নবজজাগরণ কথার অর্থ – অ) পুনর্জন্ম, আ) পুনরুত্থান, ই) নতুন
জীবনদর্শন, ই) নতুন করে জেগে ওঠা।
১.২ ‘মোনালিসা’ কার আঁকা ছবি – অ) লিওনার্দো দ্য ভিঞ্চি, আ)
রাফায়েল, ই) ব্রামোন্টো, ই) মাইকেল এঞ্জেলো
১.৩ ফরাসি চার্চকে দেয় করকে বলা হত – অ) করভি, আ) সেন্স, ই)
টাইথ, ঈ) ক্যাপিটেশন।
১.৪ কত সালে বাস্তিল দুর্গের পতন হয় – অ) ১৬১৪, আ) ১৬১৫, ই)
১৭১৬, ঈ) ১৭৮৯।
১.৫ ‘আমিই রাষ্ট্র’ – এ কথা কে বলেছেন – অ) চতুর্দশ লুই, আ)
পঞ্চদশ লুই, ই) ষোড়শ লুই, ঈ) সপ্তদশ লুই।
১.৬ নেপোলিয়ন কত সালে মারা যান – অ) ১৯৯৯ সালে, আ)
১৭৯৯সালে, ই) ১৮০৮ সালে, ঈ) ১৮২১ সালে।
১.৭ কোন দেশে প্রথম বারুদের আবিষ্কার হয় – অ) ফ্রান্সে, আ)
চিনে, ই) ইংল্যান্ডে, ঈ) রাশিয়ায়
১.৮ আধুনিক বিজ্ঞান চর্চার সূচনা করেছিলেন – অ) কেপলার, আ)
গ্যালিলিও, ই) কোপারনিকাস, ঈ) নিউটন
১.৯ কোন যুদ্ধকে ‘জাতিসমুহের যুদ্ধ’ হিসাবে উল্লেখ করা হয় –
অ) স্যাডোয়ার যুদ্ধ, আ) সেডানের যুদ্ধ, ই) ফ্রিডল্যান্ডের যুদ্ধ, ঈ) লাইপজিগের
যুদ্ধ।
১.১০ কে ‘লিজিয়ান অব অনার ‘ প্রদান করেন – অ) নেপোলিয়ান
বোনাপার্ট, আ) ভিক্টর ইমানুয়েল, ই) প্রিন্স মেটারনিক, ঈ) ষোড়শ লুই।
২. অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬
২.১ মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? ২.২ একজন
মানবতাবাদী বিজ্ঞানীর নাম লেখ? ২.৩ কোন ঘটনার মাধ্যমে ফ্রান্সে সন্ত্রাসের
রাজত্বের অবসান ঘটে? ২.৪ কত সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমন করেন?২. ৫ ‘ধর্মমীমাংসা
চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ২.৬ মেরিনাস কম্পাস প্রথম কোন দেশে আবিষ্কার হয়?
৩. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ২ x ৪ = ৮
৩.১ ‘মানবতাবাদ’ বলতে কী বোঝ? অথবা, ‘সেপ্টেম্বর হত্যাকান্ড
কী? ৩.২ ‘কোর্ড নেপোলিয়ান’ কী? অথবা, ‘রাইন কনফেডারেশন’ কী? ৩.৩ টীকা লেখঃ মুদ্রণ
যন্ত্রের গুরুত্ব। অথবা, ‘অডার্স-ইন-কাউন্সিল’ কী? ৩.৪ ‘টেনিস কোর্টের শপথ’ কী?
৪. বিশ্লেষণদ্গর্মী প্রশ্নগুলির উত্তর দাও। ৪ x ২ = ৮
৪.১ ফরাসি বিপ্লবের পিছনে অভিজাতদের ভূমিকা কী ছিল? অথবা, ফরাসি
বিপ্লবে নারীদের ভূমিকা কেমন ছিল?
৪.২ মানবতাবাদীদের লক্ষ্য ও গুরুত্ব ব্যাখ্যা কর। অথবা,
নেপোলিয়ানের পতনের কারণগুলি লেখ।
৫. ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। (১ টি) ৮ x ১ = ৮
৫.১ যুক্তিবাদ কী? যুক্তিবাদ কিভাবে মানুষের গুরুত্ব ও
মর্যাদা বৃদ্ধি করে এবং মানবকেন্দ্রিক বিশ্বধারণা গড়ে তোলে?
৫.২ ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা কর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন