বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)
অর্ধ-বার্ষিক পরীক্ষা – ২০১৭
একাদশ শ্রেণি, বিষয়ঃ ইতিহাস, পূর্নমান - ৪০
বিভাগ ‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন কর। ১ X ১২ = ১২
১.১ কোন্ যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়?
ক) প্রাচীন প্রস্তর যুগে খ) মধ্য প্রস্তর যুগে গ) নব্য প্রস্তর যুগে ঘ) তাম্র প্রস্তর যুগে।
১.২ রাজতরঙ্গিণী থেকে জানা যায় –
ক) গুজরাতের ইতিহাস খ) কাশ্মীরের ইতিহাস গ) রাজস্থানের ইতিহাস ঘ) মগধের ইতিহাস।
১.৩ নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন –
ক) রমেশচন্দ্র মজুমদার খ) গৌতম ভদ্র গ) রণজিৎ গুহ ঘ) পার্থ চট্টোপাধ্যায়।
বিকল্প সমূহঃ
১) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল ২) ক,খ,গ সঠিক এবং ঘ ভুল
৩) খ,গ,ঘ সঠিক এবং ক ভুল ৪) ক,ঘ সঠিক এবং খ,গ ভুল।
১.৪ হোমোইরেক্টাস কথার অর্থ হল –
ক) দণ্ডায়মান মানুষ খ) দক্ষ মানুষ গ) বুদ্ধিমান মানুষ ঘ) বনমানুষ।
১.৫ পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে –
ক) হরপ্পা সভ্যতায় খ) মেহেরগড় সভুতায় গ) সুমেরীয় সভ্যতায় ঘ) মিশরীয় সভ্যতায়।
১.৬ সুমেরীয়দের আকাশের দেবতা হলেন –
ক) এনসিল খ) এনকি গ) আন বা আনু ঘ) নাম্মা।
১.৭ প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল –
ক) থিবস খ) মগধ গ) পাটলিপুত্র ঘ) কোশল।
১.৮ এথেন্সের ম্যাজিস্ট্রেট্রা যে নামে পরিচিত ছিল তা হল –
ক) গেরুসিয়া খ) একজেলিয়া গ) ইফার ঘ) আরকন।
১.৯ ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় –
ক) ১৬৩৪ সালে খ) ১৬৫৯ সালে গ) ১৬৬৮ সালে ঘ) ১৬৮৮ সালে।
১.১০ দ্যা প্রিন্স গ্রন্থটির রচয়িতা হলেন –
ক) হবস খ) লক গ) ট্মাস ক্রমওয়েল ঘ) মেকিয়াভেলি।
১.১১ পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত –
ক) ম্যানুমিসিও খ) গ্লাডিয়েটর গ) ভার্নি ঘ) প্যাট্রিসিয়ান।
১.১২ মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত –
ক) জা ফ্রাঁসোয়া জারিজ খ) রমেশচন্দ্র মজুমদার গ) ভিনসেন্ট স্মিথ ঘ) যদুনাথ সরকার
খ বিভাগ
২. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ X ৮ = ৮
২.১) ‘প্রাগৈতিহাসিক যুগ’ কাকে বলে? অথবা কোন লিপিকে ভারতের প্রাচীনতম লিপি বলা হয়? ২.২) ইউরোপের ইতিহাসে মধ্যযুগ বলে কোন সময়কে চিহ্নিত করা হয়? ২.৩) মমি কী? ২.৪) প্যাপিরাস কী? ২.৫) পলিস বলতে কী বোঝ? ২.৬) মহাজনপদ বলতে কী বোঝ? ২.৭) ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝ? ২.৮) সিসেরো কে ছিলেন?
গ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৫ X ৪ = ২০
৩.১) মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য লেখ।
অথবা, নদীমাতৃক সভ্যতা কেন গড়ে উঠেছিল?
অথবা, নদীমাতৃক সভ্যতা কেন গড়ে উঠেছিল?
৩.২) প্রাচীন গ্রিসে পলিসগুলি কেন গড়ে উঠেছিল? এগুলির চারটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, সাম্রাজ্য কী? মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামুলক আলোচনা কর।
অথবা, সাম্রাজ্য কী? মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামুলক আলোচনা কর।
৩.৩) মোঘল ও অটোমান শাসনব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।
অথবা, ট্রুবাদুর কাদের বলা হত? মধ্যযুগে ইউরোপের সামন্ত ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল?
অথবা, ট্রুবাদুর কাদের বলা হত? মধ্যযুগে ইউরোপের সামন্ত ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল?
৩.৪) বৈদিক সমাজে চতুর্বর্ণ প্রথার ও তাদের কর্মবিভাজনের পরিচয় দাও। সমাজে কেন এই প্রথার উদ্ভব ঘটেছিল? অথবা, প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো।
----------------------//-----------------------
পলিস কথার অর্থ কি
উত্তরমুছুন