বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
দ্বিতীয় অভিক্ষা ২০১৬
ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তর
নির্বাচন করঃ
১ x ১০ = ১০
১.১ ল্যাটিন
ভাষায় Nation কথার অর্থ কী – অ) জাতি, আ) ভূমি, ই) ধর্ম, ই) পৃথিবী
১.২ ‘ভিয়েনা
সম্মেলনের সূচনা কত সালে – অ) ১৮০৫, আ) ১৮১০, ই) ১৮১৫, ই) ১৮২০
১.৩ অস্ট্রিয়ার
প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক – সত্য না
মিথ্যা লেখ।
১.৪ উড়ন্ত মাকু
আবিষ্কার করেন ..................জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ
দিয়ে শূন্যস্থান পুরণ কর)
১.৫ সর্বপ্রথম
শিল্পবিপ্লব হয়েছিল - অ) ইংল্যান্ড, আ) ফ্রান্সে, ই) জার্মানিতে, ঈ) ।
১.৬
শিল্পবিপ্লবের ফলে নতুন শহর তৈর – সত্য না মিথ্যা লেখ।
১.৭ শিল্পবিপ্লব
শব্দটির সঙ্গে জড়িত দার্শনিক অগাস্টে ব্লাঙ্কুই ছিলেন– অ) ব্রিটিশ, আ) ফরাসি, ই) জার্মানি,
ঈ) রুশ
১.৮ কত বছর
সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশের রাজারা শাসন করেন– অ) ১৫০, আ) ২০০, ই) ২৫০, ঈ) ৩০০
১.৯ রাশিয়ায়
১৯১৭ সালে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় – অ) বলশেভিক দল, আ) মেনশেভিক দল, ই) নাৎসি দল,
ঈ) ইয়ং ইতালি দল।
১.১০ ভার্সাই
সম্মেলন বসে ইটালির রাজধানী প্যারিস শহরে – সত্য না মিথ্যা লেখ।
২. অতি
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও।
১ x ৬ = ৬
২.১ কোন সময়ে ইউরোপে
জাতি-রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল? ২.২ রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে? ২.৩ কে প্রথম রেল
ইঞ্জিন আবিষ্কার করেন? ২.৪ কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন? ২. ৫ সোভিয়েত
পার্লামেন্টের নাম কী ? ২.৬ লেনিনের পুরো
নাম কী?
৩. সংক্ষিপ্ত
প্রশ্নগুলির উত্তর দাও। ২ x ৪ = ৮
৩.১ জাতীয়তাবাদ
বলতে কী বোঝ? অথবা, ‘ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কী ছিল? ৩.২ ‘শিল্পবিপ্লব’ কাকে
বলে? অথবা, আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন’ দেশ বলা হয় কেন? ৩.৩ টীকা : রুশীকরণ
নীতি। অথবা, লেনিনের ‘এপ্রিল থিসিস’ বলতে কী বোঝ? ৩.৪ স্পেনের
গৃহযুদ্ধের অবসান কীভাবে ঘটে?
৪.
বিশ্লেষণদ্গর্মী প্রশ্নগুলির উত্তর দাও।
৪ x ২ = ৮
৪.১ মেটারনিক
পদ্ধতির ব্যর্থতার কারণগুলি কী ছিল? অথবা, জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা কর?
৪.২ ইংল্যান্ডে
শিল্পবিপ্লবের কারণ বিশ্লেষণ কর। অথবা, ভার্সাই
চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ কর।
৫.
ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। (১ টি)
৮ x ১ = ৮
৫.১ মেটারনিক
ব্যবস্থার পরিচয় দাও। শিল্পবিপ্লবের প্রভাব লেখ
৪+৪
৫.২ ১৯১৭ সালে
রুশ বিপ্লবের পটভূমি আলোচনা কর।
৫.৩ ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা কর।
Exam a kon gulo bhalo kore porte hobe sai questions gulo din
উত্তরমুছুন