বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
দ্বিতীয় অভিক্ষা ২০১৭
ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তর
নির্বাচন করঃ
১ x ১০ = ১০
১.১ ল্যাটিন
ভাষায় Nation কথার অর্থ কী – অ) জাতি, আ) ভূমি, ই) ধর্ম, ই) পৃথিবী
১.২ ‘ভিয়েনা
সম্মেলন’এর সূচনা কত সালে – অ) ১৮০৫, আ) ১৮১০, ই) ১৮১৫, ই) ১৮২০
১.৩ ‘ভিয়েনা
চুক্তির’ একটি অন্যতম নীতি হল ‘ন্যায্য অধিকার নীতি’ – সত্য না মিথ্যা লেখ।
১.৪ ‘শিল্পবিল্পব’
কথাটি প্রথম ব্যবহার করেন ..................অগাস্তে ব্লাংকি/ক্রম্পটন/আর্নল্ড
টয়েনবি। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ কর)
১.৫ সর্বপ্রথম
শিল্পবিপ্লব হয়েছিল - অ) ইংল্যান্ড, আ) ফ্রান্সে, ই) জার্মানিতে, ঈ) রাশিয়ায় ।
১.৬
শিল্পবিপ্লবের ফলে সমাজে যে দুটি শ্রেণির উদ্ভব ঘটে তারা হল শ্রমিক শ্রেণি ও মালিক
শ্রেণি – সত্য না মিথ্যা লেখ।
১.৭ ‘কমিউনিস্ট
ম্যানিফেস্টো’ প্রকাশ করেন – অ) কার্ল মার্কস, আ) ফ্রেডারিক এঙ্গেলস, ই) এরা
দু’জনেই, ঈ) এদের কেউওই নয়।
১.৮ রাশিয়ার
সম্রাটকে বলা হয় ................................ শূন্যস্থান পূরণ কর।
১.৯ রাশিয়ায়
১৯১৭ সালে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় । অ) বলশেভিক দল, আ) মেনশেভিক দল, ই) নাৎসি দল,
ঈ) ইয়ং ইতালি দল। সঠিক উত্তর নির্বাচন কর।
১.১০ আন্তর্জাতিক
শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য উড্রো উইলসন যে নীতি ঘোষণা করেন তা হল
‘চোদ্দদফা’/ পঞ্চশীল/ দশদফা/ ষোলদফা ... সঠিক উত্তরটি খুঁজে লেখ।
২. অতি
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও।
১ x ৬ = ৬
২.১ কোন
সময়কালকে ‘মেটারনিকের যুগ’ বলা হয়? ২.২ ভিয়েনা সম্মেলনের মাধ্যমে কোন দেশকে
‘ভৌগোলিক সংজ্ঞা’য় পরিনত করা হয়েছিল? ২.৩ ‘প্যারি কমিউন’ কী? ২.৪ ত্রিশক্তি মৈত্রী
কারা গঠন করে? ২. ৫ সোভিয়েত পার্লামেন্টের নাম কী ? ২.৬ বলশেভিক বিপ্লব এর অপর নাম কী?
৩. সংক্ষিপ্ত
প্রশ্নগুলির উত্তর দাও।
২ x ৪ = ৮
৩.১ ভিয়েনা
সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? অথবা, ‘ইয়ং ইতালি’ দলের মূল লক্ষ্য কী ছিল? ৩.২ কাকে
কেন ‘ইউরোপের রুগ্ন মানুষ’ বলা হত? অথবা, আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন’ দেশ বলা হয়
কেন? ৩.৩ টীকা : জার দ্বিতীয় আলেকজান্ডার অথবা, ‘ঘেটো’ বলতে
কী বোঝ? ৩.৪ ‘ভাইমার প্রজাতন্ত্র’ কী?
৪.
বিশ্লেষণদ্গর্মী প্রশ্নগুলির উত্তর দাও।
৪ x ২ = ৮
৪.১ ‘মেটারনিক
পদ্ধতি’ কী? এর উদ্দেশ্য কী ছিল? অথবা, ‘কার্বোনারি সমিতি’ কী এর উদ্দেশ্য কী ছিল?
৪.২ ইংল্যান্ডে
শিল্পবিপ্লবের কারণ বিশ্লেষণ কর। অথবা, ‘হুভার
মরাটোরিয়াম’ সম্পর্কে টীকা লেখ।
৫.
ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। (১ টি)
৮ x ১ = ৮
৫.১ রাশিয়ায় ভূমিদাস
প্রথার অবসান কীভাবে হয়?
৫.২ শিল্পবিপ্লব
কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল সংক্ষেপে লেখ।
৫.৩ ইতালিতে কীভাবে ফ্যাসিবাদের উথান হয় ব্যাখ্যা
কর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন