বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...
Sir result show korch na
উত্তরমুছুনযদি সাদা পেজ দেখায় তবে স্ক্রল করে পেজটাকে নিচের দিকে টান। রেজাল্ট দেখার বাটন দেখাবে। ওখানে ক্লিক করলেই রেজাল্ট দেখাবে।
উত্তরমুছুনSir results show kor6e na kano
উত্তরমুছুনSir result show korcha na
উত্তরমুছুনSir result show kor6e na kno
উত্তরমুছুনরেজাল্ট দেখাচ্ছে। সাবমিট করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করো। তারপর স্ক্রল করে একদম উপরের দিকে চলে যাও। যতক্ষন না আমার ছবি নজরে আসবে, ততক্ষণ উপরে স্ক্রল করে উঠতে থাকো।
উত্তরমুছুনএকসময় দেখতে পাবে view score বাটন। এখানে ক্লিক করলে রেজাল্ট দেখাবে।