মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০১৭
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০১৭ |
Madhyamik Examination History Question - 2017
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে-কোনো ১১টি) ২×১১ = ২২
৩.১ সামাজিক ইতিহাস কী?
৩.২ ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
৩.৩ বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
৩.৪) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
৩.৫) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
৩.৬) নীলকররা নীলচাষীদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।
৩.৭) উনিশ শতকের দ্বিতীয়ার্ধেকে ' সভা সমিতির যুগ' বলা হয় কেন?
৩.৮) আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
৩.৯) উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ' ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সাইন্স'-এর ভূমিকা কী ছিল?
৩.১০) 'বিশ্বভারতী' প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১১) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১২) 'ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি' কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১৩) 'রশিদ আলী দিবস' কেন পালিত হয়েছিল?
৩.১৪) 'দলিত' কাদের বলা হয়?
৩.১৫) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?
৩.১৬) ১৯৫০ সালে কেন নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল?
বিভাগ ঘ
৪) সাত বা আটটি নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
■ প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে
উপবিভাগ : ঘ.১
৪.১ নারী ইতিহাসের উপর একটি টীকা লেখো
৪.২) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ : ঘ.২
৪.৩) ১৮৫৫ সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪) ১৮৫৭ সালে মহাবিদ্রোহের প্রতি বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল?
উপবিভাগ : ঘ.৩
৪.৫) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬) কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় ' বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট'-এর কী ভূমিকা ছিল?
উপবিভাগ : ঘ.৪
৪.৭) দলিত আন্দোলন বিষয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।
৪.৮) স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল?
বিভাগ ঙ
৫) পনেরো-ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১) শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী বিতর্ক কী? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৫.২) সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো।
৫.৩) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
--------------------এক্স-------------------
📘অন্যান্য বছরের প্রশ্ন :
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২১
👨 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০১৭ ( তুমি এখন এখানে )
Answer Gulo Dile amader porte anek subidha hto
উত্তরমুছুন