বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
দ্বিতীয় অভিক্ষা ২০১৮
ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তর
নির্বাচন করঃ
১ x ১০ = ১০
১.১ ‘জাতীয়
রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী
১.২ ‘ভিয়েনা
সম্মেলনের সূচনা কত সালে – অ) ১৮০৫, আ) ১৮১০, ই) ১৮১৫, ই) ১৮২০
১.৩ ‘ইউরোপীয়
রক্ষণশীলতার জনক’ ছিলেন মেটারনিক – সত্য না মিথ্যা লেখ।
১.৪ উড়ন্ত মাকু
আবিষ্কার করেন ..................জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ
দিয়ে শূন্যস্থান পুরণ কর)
১.৫ সর্বপ্রথম
শিল্পবিপ্লব হয়েছিল - অ) ইংল্যান্ড, আ) ফ্রান্সে, ই) জার্মানিতে, ঈ) ।
১.৬ রামমোহন
রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না
মিথ্যা লেখ।
১.৭ শিল্পবিপ্লব
শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে
পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন
১.৮ কত সালে
রুশ বিপ্লব হয়– অ) ১৯১৯, আ) ১৯০৫, ই) ১৮১৮, ঈ) ১৯১৭
১.৯ রাশিয়ায়
রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় – অ) বলশেভিক দল, আ) মেনশেভিক দল, ই) নাৎসি দল, ঈ) ইয়ং
ইতালি দল।
১.১০ ভার্সাই
সম্মেলন বসে ইটালির রাজধানী প্যারিস শহরে – সত্য না মিথ্যা লেখ।
২. অতি
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও।
১ x ৬ = ৬
২.১ ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কারা প্রকাশ
করেন? ২.২ রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে? ২.৩ কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
২.৪ কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন? ২. ৫ ‘এপ্রিল থিসিস’ কে
রচনা করেন? ২.৬ লেনিনের পুরো নাম কী?
৩. সংক্ষিপ্ত
প্রশ্নগুলির উত্তর দাও।
২ x ৪ = ৮
৩.১ জাতি বলতে
কী বোঝ? অথবা, ‘ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কী ছিল? ৩.২ ‘শিল্পবিপ্লব’ কাকে বলে?
অথবা, আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন’ দেশ বলা হয় কেন? ৩.৩ টীকা : ‘চোদ্দো
দফা নীতি’। অথবা,
লেনিনের ‘এপ্রিল থিসিস’ বলতে কী বোঝ? ৩.৪ ন্যাৎসিবাদের মূল কথা লেখ?
৪.
বিশ্লেষণদ্গর্মী প্রশ্নগুলির উত্তর দাও।
৪ x ২ = ৮
৪.১ রুশ
বিপ্লবের সামাজিক কারণ বিশ্লেষণ কর। অথবা, জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা কর?
৪.২ ইংল্যান্ডে
শিল্পবিপ্লবের কারণ বিশ্লেষণ কর। অথবা, ভার্সাই
চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ কর।
৫.
ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। (১ টি)
৮ x ১ = ৮
৫.১ মেটারনিক
ব্যবস্থার পরিচয় দাও। শিল্পবিপ্লবের প্রভাব লেখ
৪+৪
৫.২ জুলাই বিপ্লবের পটভূমি আলোচনা কর।
৫.৩ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা
ব্যখ্যা কর।
গুরুত্বপূর্ণ প্রশ্ন দাও
উত্তরমুছুন৫ এর ১ টা
উত্তরমুছুন