নবম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা। ২০২৫
![]() |
নবম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা। ২০২৫ |
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
প্রথম পার্বিক পরীক্ষা : ২০২৫
নবম শ্রেণি,
বিষয় : ইতিহাস । পূর্ণমান ৪০
বিভাগ ক
১) সঠিক উত্তরটি নির্বাচন করো।
১.১) ‘রেনেসাঁস’ কথাটির আভিধানিক বা আক্ষরিক অর্থ হল -
ক ) পুনরুত্থান খ) পুনর্জন্ম
গ) নতুন জীবন ঘ) নতুন করে জেগে ওঠা
১.২) ‘মোনালিসা’ চিত্রশিল্পটি কার দ্বারা নির্মিত হয়েছিল —
ক) অ্যাঞ্জেলো খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
গ) গ্যালিলিও ঘ) ব্রোনির
১.৩) ‘প্রজাপতি রাজা’ বলা হত —
ক) চতুর্দশ লুই খ) পঞ্চদশ লুই
গ) ষোড়শ লুই ঘ) ত্রয়োদশ লুই
১.৪ ) বিপ্লব-পূর্ব ফরাসি রাজতন্ত্রকে ‘রাজনৈতিক কারাগার’ বলেছেন —
ক রুশো খ ভলতেয়ার
গ আদম স্মিথ ঘ মন্তেস্ক
১.৫) ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন —
ক ) তুর্গকে খ মীরাবোকে
গ ) নেপোলিয়ানকে ঘ রোবস্পিয়ারকে
১.৬ ) ফ্রান্সের সাধারণ মানুষ চার্চকে দিত —
ক ) গ্যাবেলা খ ) টাইদ
গ ) করভি ঘ ) ক্যাপিটেশন
১.৭) ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূত্রপাত হয়েছিল —
ক ) ১৭৯৯ সালে খ ১৭৯১ সালে
গ ১৭৯৩ সালে ঘ ১৭৯৫ সালে
১.৮ ) নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় —
ক ) বোলানা গির্জায় খ ) সেন্ট পিটার্স গির্জায়
গ ) স্যালার্ন গির্জায় ঘ ) নতরদাম গির্জায়
১.৯) দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন —
ক ) নেপোলিয়ন খ ) বিসমার্ক
গ ) মেটারনিক ঘ ) হিটলার
১.১০) ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত ছিলেন —
ক ) চারলা ম্যান খ ) মেটারনিক
গ ) নেপোলিয়ন ঘ ) চার্লস মৰ্টেল
বিভাগ খ
২ ) একটি বাক্যে উত্তর দাও।
২.১) মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন?
২.২) কাকে পৃথিবীর প্রথম প্রদক্ষিণ কারী বলা হয়?
২.৩) ফ্রান্সের আইনসভার নাম কী?
২.৪) সোশ্যাল কনট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
২.৫) হোয়াট ইস দা থার্ড স্টেট পুস্তিকার রচয়িতা কে?
২.৬) নেপোলিয়ন কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন?
বিভাগ গ
৩) যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৬
৩.১) বুর্জোয়া কারা?
৩.২) দুজন ফিজিওক্রাফট গোষ্ঠীর নাম লেখ?
৩.৩) ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ ও কি কি?
৩.৪) লিজিয়ান অফ অনার বলতে কী বোঝো?
৩.৫) টিলসিটের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল?
৩.৬) লিপজিগের যুদ্ধকে ব্যক্তি সমূহের যুদ্ধ বলা হয় কেন?
বিভাগ ঘ
৪) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৮
৪.১) টীকা লেখো : টেনিস কোর্টের শপথ।
৪.২) বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো।
বিভাগ ঙ
৫) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮ x ১ = ৮
৫.২) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও।
৫.৩) নেপোলিয়নের স্পেন দখলের কারণ কী ছিল?
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন