সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র

 উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র (দ্বিতীয় সেট)

Higher Secondary History Third Semester Sample Question Paper

Higher-Secondary-History-Third-Semester-Sample-Question-Paper

নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর। (প্রতিটি প্রশ্নের মান - ১)

১) মুতফিলি বন্দর অবস্থিত ছিল —

a) গুজরাটে b) মালাবারে 
c) সিংহলে d) বরঙ্গলে

২) ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন —

a) সুলতান মাহমুদ, b) মোহাম্মদ ঘোরি 
c) ইলতুৎমিস d) কুতুবউদ্দিন আইবক 

৩) সাগ্গি ভারতের যে রাজ্যের স্বর্নমুদ্রা ছিল —

a) প্রতিহার b) পান্ড্য 
c) রাষ্ট্রকুট d) কেরালা

৪) সিন্দাবুর যে বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল —

a) কেরালা b) বিজয়নগর 
c) বাহমনি d) গোয়া

৫) ‘গরিব নওয়াজ’ বলা হত —

a) আবু ইসাক স্বামী b) বখতিয়ার কাকি
c) মইনউদ্দিন চিস্তি d) নিজামউদ্দিন আউলিয়া

৬) শঙ্করদেব রচিত বরগীত-এর অপর নাম ‘হাজারী ঘোষা’, কারণ — 

a) এতে রয়েছে হাজার কাহিনি b) এতে রয়েছে বিভিন্ন দেবদেবীর হাজার নাম
c) এতে রয়েছে হাজারটি গান d) এতে রয়েছে হাজার জন শিষ্যের নাম

৭) ‘দাতা গঞ্জ বক্স’ নামে পরিচিত ছিলেন —

a) ওয়াসিল ইবনে আতা b) অল-হুজভিরি
c) অল-গাজালি d) ইবন আরবি

৮) সুফি সাধক বাবা ফরিদের দরগাকে বলা হয় —

a) বাহিশতি দরওয়াজা b) বুলন্দ দরওয়াজা
c) দরওয়াজা ই হিন্দ d) জান্নাত ই দরওয়াজা

৯) ‘হিন্দুরায় সুরতরানা’ উপাধি ব্যবহার করতেন —

a) বাহমণি রাজ্যের রাজারা b) বিজয় নগর রাজ্যের রাজারা
c) বিজাপুর রাজ্যের রাজারা d) গোলকোন্ডা রাজ্যের রাজারা

১০) বিজয়নগরে ভগবান শিব কী নামে পরিচিত ছিলেন —

a) নটরাজ b) মহাদেব
c) বিরূপাক্ষ d) শ্রীভদ্র

১১) হপ্ত গম্বুজ নির্মাণ করেন —

a) বিজয়নগর রাজ্যের শাসকগণ b) বাহমনি রাজ্যের শাসকগণ
c) ইলিয়াস শাহি বংশের শাসকগণ d) নিজামশাহি বংশের শাসকগণ

১২) ‘দক্ষিণ ভারতের আগ্রা’ বলা হয় —

a) বিজাপুরকে b) গোলকোন্ডাকে 
c) আহমেদনগরকে d) বিদরকে

১৩) ‘The Lion of the Seas’ নামে পরিচিত ছিলেন —

a) ভাস্কো-দা-গামা b) আলবুকার্ক
c) কেব্রাল d) ডিসুজা

১৪) চিনবাসী যাদের সামুদ্রিক দানব বলত —

a) জলদস্যুদের b) চিনা সাম্রাজ্যের বাইরের বিদেশিদের
c) ইংরেজ বণিকদের d) লাওসের বণিকদের

১৫) নিম্নলিখিত যেটি চুক্তি বন্দরের অন্তর্গত নয় —

a) ক্যান্টন b) সাংহাই
c) নিংপো d) হোয়ামপোয়া

১৬) ব্ক্সার প্রোটোকল ঘোষিত হয় —

a) ১৯০০ সালে b) ১৯০১ সালে 
c) ১৯০২ সালে d) ১৯০৩ সালে

১৭) ‘Imperialism: A Study’ গ্রন্থটি রচনা করেন —

a) অ্যাডাম স্মিথ b) জে এ হবসন
c) ভি আই লেনিন d) কার্ল মার্কস

১৮) ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’ উক্তিটি করেছেন —

a) কার্ল মার্কস b) লেনিন
c) হবসন d) কোয়ামে নক্রুমা

১৯) ‘Neo-Colonialism’ কথাটি প্রথম ব্যবহার করেন —

a) লেনিন b) কার্ল মার্কস 
c) জ্যাঁ পল সার্ত্রে d) হবসন

সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। (প্রতিটি প্রশ্নের মান - ১)

২০) ভারতবর্ষে আদি মধ্যযুগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল প্রায় ____ বছর।

a) ১০০ b) ১৫০ c) ২০০ d) ২৫০

২১) রাজা প্রতাপ রুদ্রদের ছিলেন ________-র রাজা।

a) উড়িষ্যা b) বাংলা c) বিজয়নগর d) বাহমনি

২২) পর্তুগিজরা 'ব্ল্যাক গোল্ড' বলতো _______-কে।

a) লবঙ্গ b)  গোলমরিচ c)  কালোজিরা d)  ধনে

২৩)  স্বাধীন হায়দারাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয় _______ সালে।

a) ১৭২৩ b) ১৭২৪ c)  ১৭২৫ d)  ১৭২৬

বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন। (প্রতিটি প্রশ্নের মান- ১)

(নিচের প্রশ্নগুলিতে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্যগুলো পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।)

২৪) সঠিক বিকল্প নির্বাচন করো :

বিবৃতি : (A) রাষ্ট্রকূটদের বৈদেশিক বাণিজ্যের উন্নতি হয়েছিল। 

কারণ : (R) রাষ্ট্রকূট রাজারা মুসলিম বণিকদের তাঁদের রাজ্যে বসবাস করার অনুমতি দিতেন।

বিকল্পসমুহ :
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(b) A এর R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।

২৫) সঠিক উত্তরটি নির্বাচন করো :

বিবৃতি : (A) রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয় বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। 

কারণ : (R) রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর রাজ্য শান্তি ও সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিল 

বিকল্পসমূহ :
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(b) A এবং R উভয় সঠিক কিন্তু R,A এর সঠিক কারণ নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।

২৬) বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি : (A) বাংলার নবাব তার প্রাপ্য বাণিজ্য শিল্প থেকে বঞ্চিত হন। 

কারণ : (R) ১৭১৭ সালে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ৩০০০ টাকার বিনিময়ে বাংলায় বিনাশুলকে বাণিজ্য করার ফরমান লাভ করে। 

বিকল্পসমূহ :
a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ। 
b) A এবং R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
c) A সঠিক কিন্তু R ভুল।
d) A ভুল কিন্তু R সঠিক।

২৭) বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

বিবৃতি : (A) ১৮৭১ থেকে ১৯১৪ পর্যন্ত সময়কালকে বলা হয় ‘ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ’।

কারণ : (R) এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করেছিল। 

বিকল্পসমূহ :
a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
c) A সঠিক R ভুল।
d) A ভুল কিন্তু R সঠিক।

নিচের বাক্যগুলো কালানুক্রমে সাজাও।

২৮) i) মার্কোপোলো মুতফিলি বন্দরে গিয়েছিলেন।ii) মার্কোপোলো কৈলম দেশটিতে গিয়েছিলেন। iii) মার্কোপোলো পকপ্রণালী অতিক্রম করে পান্ড্য রাজ্যে গিয়েছিলেন। iv) মার্কোপোলো চিন থেকে জাহাজে চড়ে সিংহলে পৌঁছান।

বিকল্পসমূহ :
a) (i), (iii), (ii) এবং (iv)
b) (iv), (iii), (I) এবং (ii)
c) (iii), (i), (ii) এবং (iv)
d) (ii), (i), (iv) এবং (iii)

২৯) (i) সাইফুদ্দিন হামজা শাহ, ii) গিয়াসউদ্দিন আজম শাহ iii) সিকান্দার শাহ, iv) শামসুদ্দিন ইলিয়াস শাহ 

বিকল্পসমূহ :
a) (iv), (iii), (ii) এবং (i)
b) (i), (ii), (iii) এবং (iv)
c) (ii), (iv), (I) এবং (iii)
d) (i), (iii), (iv) এবং (ii)

৩০) (i) অ্যাজটেক সভ্যতার পতন,(ii) আলভারেজ কেবলের ব্রাজিল অবতরণ, (iii) ইনকা সভ্যতার পতন, (iv) আমেরিকায় নেভিগেশন অ্যাক্ট বলবৎ। 

বিকল্পসমূহ :
a) (iv), (iii), (ii) এবং (i)
b) (ii), (iii), (iv) এবং (i)
c) (ii), (i), (iii) এবং (iv)
d) (iii), (I), (iv) এবং (ii)

৩১) (i) পিটের ভারত শাসন আইন, (ii) রেগুলেটিং অ্যাক্ট (iii) রায়তওয়ারী বন্দোবস্ত, (iv) বেঙ্গল রেজিমেন্ট।

বিকল্পসমূহ :
a) (iv), (ii), (i) এবং (iii)
b) (iii), (I), (ii) এবং (iv)
c) (iii), (iv), (ii) এবং (i)
d) (I), (ii), (iii) এবং (iv)

স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্পসমূহ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।

৩২) স্তম্ভ - A
স্তম্ভ - B
(i) শিবির নগর A পায়ে হেঁটে ডাক পাঠানোর ব্যবস্থা
(ii) লক্কনা দন্নায়ক  B মুঘল শাসনাধীন নগর
(iii) তারাবাদ C বিজয়নগরের ভূতপূর্ব দেওয়ান
(iv) দাওয়া D সুলতানি যুগের বাজার

বিকল্পসমূহ :

a) (i) ➞C, (ii) ➞D, (iii) ➞A, (iv) ➞B
b) (i) ➞B, (ii) ➞C, (iii) ➞D, (iv) ➞A
c) (i) ➞A, (ii) ➞B, (iii) ➞C, (iv) ➞D
d) (i) ➞D, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞C

৩৩) স্তম্ভ - A
স্তম্ভ - B
(i) হরিভিলাসমু A শ্রীনাথ
(ii) গাথা সপ্তশতী B চারামসা
(iii) মনুচরিত্রমু C হাল
(iv) প্রভুলিঙ্গ লীলা D পোদ্দন

বিকল্পসমূহ :

a) (i) ➞C, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞D
b) (i) ➞D, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞C
c) (i) ➞A, (ii) ➞C, (iii) ➞D, (iv) ➞B
d) (i) ➞A, (ii) ➞B, (iii) ➞C, (iv) ➞D

৩৪) স্তম্ভ - A
স্তম্ভ - B
(i) চিরস্থায়ী বন্দোবস্ত A লর্ড উইলিয়াম বেন্টিং
(ii) পাঁচশালা বন্দোবস্ত B হোল্ট ম্যাকেঞ্জি
(iii) মহলওয়ারী বন্দোবস্ত C লর্ড কর্নওয়ালিশ
(iv) ভারতীয় ল কমিশন D ওয়ারেন হেস্টিংস

বিকল্পসমূহ :

a) (i) ➞A, (ii) ➞D, (iii) ➞B, (iv) ➞C
b) (i) ➞C, (ii) ➞D, (iii) ➞B, (iv) ➞A
c) (i) ➞C, (ii) ➞A, (iii) ➞D, (iv) ➞B
d) (i) ➞B, (ii) ➞C, (iii) ➞A, (iv) ➞D

ঠিক ভুল নির্ণয় কর : প্রতিটি প্রশ্নের মান - ১

৩৫) ইবন বতুতার বর্ণনা থেকে ভারতে যে দু ধরনের ডাক ব্যবস্থা সম্পর্কে জানা যায় - (i) জাঙ্ক (ii) দাওআ (iii) উলাক (iv) ধাও

বিকল্পসমূহ :

(a) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(b) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(c) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল
(d) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল

৩৬)  চিশতি সম্প্রদায়ের উল্লেখযোগ্য সন্ত ছিলেন - (i) খাজা মইনুদ্দিন চিশতি, (ii) বখতিয়ার কাকি, (iii) বাহারউদ্দিন জাকারিয়া, (iv) নাসিরুদ্দিন চিরাগ

বিকল্পসমূহ :

a) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
b) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
c) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
d) (i) ঠিক এবং (ii), (iii), (iv) ভুল

কেস ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান - ১

মুহাম্মদ বিন তুঘলক ১৩২৬ থেকে ১৩২৭ খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এবং দেবগিরির নতুন নামকরণ করেন দৌলতাবাদ।  ইবন বতুতা বলেছেন দিল্লির নাগরিকরা নানা কুরুচিপূর্ণ পত্র লিখে রাতে সেগুলিকে সুলতানের দরবারে ফেলে দিত।  তাই তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সুলতান তাদের  ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে।  কিন্তু ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেছেন যে, ১৩২৭ খ্রিস্টাব্দে রাজধানী পরিবর্তনের সময় ইব্ন বতুতা ভারতে ছিলেন না। তিনি দিল্লিতে এসেছিলেন ১৩৩৩ খ্রিস্টাব্দে। তিনি গুজবের উপর ভিত্তি করে এই বক্তব্য রেখেছেন।  তাই তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয়।
ইবন বতুতার লেখা থেকে সমকালীন দিল্লি শহরের বর্ণনা পাওয়া যায়। তাঁর মতে, শহরটি শুধু ভারতের সবথেকে বড় শহরে নয়, পূর্ব দিকের যেকোনো মুসলমান শহরের থেকে বড়। তিনি কায়রো, বাগদাদ, দামাস্কাস, মক্কা, মদিনা সব দেখেছিলেন, দিল্লির সঙ্গে কারোর তুলনা হয় না।ইবন বধূ তা জানিয়েছিলেন যে, দিল্লি শহর আশপাশের চারটি শহরকে ঘিরে তৈরি হয়েছে।  একটি দিল্লি, যেটি হিন্দুদের পুরনো শহর ছিল, পরে মুসলমানরা অধিকার করে। দ্বিতীয়টি সিড়ি, যাকে 'দার উল খলিফা' বলা হত। তৃতীয়টি তুঘলকাবাদ ও চতুর্থটি জাহানপনাহ। শেষেরটি মোহাম্মদ বিন তুঘলকের থাকার জন্য তৈরি।

৩৭) কে? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন?

a) ইবন বতুতা, b) গিয়াস উদ্দিন তুঘলক,
c) আলাউদ্দিন খলজি, d) মোহাম্মদ বিন তুঘলক

৩৮) ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতানের সিংহাসনে ছিলেন -

a) আলাউদ্দিন খলজি, b) মোহাম্মদ বিন তুঘলক, 
c)  ফিরোজশাহ তুঘলক, d) এঁদের কেউ নন

৩৯) মোহাম্মদ বিন তুঘলক এর থাকার জন্য তৈরি শহরটি ছিল - 

(a) সিরি, (b) তুঘলকাবাদ,
(c) জাহানপনাহ (d) ফিরোজাবাদ।

চিত্র দেখে ও বুঝে সঠিক উত্তরটি নির্বাচন করো

ইতিহাস দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্ন, উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্ন, দ্বাদশ শ্রেণীর ইতিহাস নমুনা প্রশ্ন,

? চিহ্নিত স্থানটিতে যে শব্দটি বসবে

৪০) ? চিহ্নিত স্থানটিতে যে শব্দটি বসবে তা হল - 

a) মার্কসীয় অর্থনীতি, b) মার্কেন্টাইল অর্থনীতি, 
c) ধনতান্ত্রিক অর্থনীতি, d) বিশ্বায়ন
----------xx---------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...