উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র (দ্বিতীয় সেট)
Higher Secondary History Third Semester Sample Question Paper
Higher-Secondary-History-Third-Semester-Sample-Question-Paper
নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর। (প্রতিটি প্রশ্নের মান - ১)
১) মুতফিলি বন্দর অবস্থিত ছিল —
a) গুজরাটে b) মালাবারে
c) সিংহলে d) বরঙ্গলে
২) ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন —
a) সুলতান মাহমুদ, b) মোহাম্মদ ঘোরি
c) ইলতুৎমিস d) কুতুবউদ্দিন আইবক
৩) সাগ্গি ভারতের যে রাজ্যের স্বর্নমুদ্রা ছিল —
a) প্রতিহার b) পান্ড্য
c) রাষ্ট্রকুট d) কেরালা
৪) সিন্দাবুর যে বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল —
a) কেরালা b) বিজয়নগর
c) বাহমনি d) গোয়া
৫) ‘গরিব নওয়াজ’ বলা হত —
a) আবু ইসাক স্বামী b) বখতিয়ার কাকি
c) মইনউদ্দিন চিস্তি d) নিজামউদ্দিন আউলিয়া
৬) শঙ্করদেব রচিত বরগীত-এর অপর নাম ‘হাজারী ঘোষা’, কারণ —
a) এতে রয়েছে হাজার কাহিনি b) এতে রয়েছে বিভিন্ন দেবদেবীর হাজার নাম
c) এতে রয়েছে হাজারটি গান d) এতে রয়েছে হাজার জন শিষ্যের নাম
৭) ‘দাতা গঞ্জ বক্স’ নামে পরিচিত ছিলেন —
a) ওয়াসিল ইবনে আতা b) অল-হুজভিরি
c) অল-গাজালি d) ইবন আরবি
৮) সুফি সাধক বাবা ফরিদের দরগাকে বলা হয় —
a) বাহিশতি দরওয়াজা b) বুলন্দ দরওয়াজা
c) দরওয়াজা ই হিন্দ d) জান্নাত ই দরওয়াজা
৯) ‘হিন্দুরায় সুরতরানা’ উপাধি ব্যবহার করতেন —
a) বাহমণি রাজ্যের রাজারা b) বিজয় নগর রাজ্যের রাজারা
c) বিজাপুর রাজ্যের রাজারা d) গোলকোন্ডা রাজ্যের রাজারা
১০) বিজয়নগরে ভগবান শিব কী নামে পরিচিত ছিলেন —
a) নটরাজ b) মহাদেব
c) বিরূপাক্ষ d) শ্রীভদ্র
১১) হপ্ত গম্বুজ নির্মাণ করেন —
a) বিজয়নগর রাজ্যের শাসকগণ b) বাহমনি রাজ্যের শাসকগণ
c) ইলিয়াস শাহি বংশের শাসকগণ d) নিজামশাহি বংশের শাসকগণ
১২) ‘দক্ষিণ ভারতের আগ্রা’ বলা হয় —
a) বিজাপুরকে b) গোলকোন্ডাকে
c) আহমেদনগরকে d) বিদরকে
১৩) ‘The Lion of the Seas’ নামে পরিচিত ছিলেন —
a) ভাস্কো-দা-গামা b) আলবুকার্ক
c) কেব্রাল d) ডিসুজা
১৪) চিনবাসী যাদের সামুদ্রিক দানব বলত —
a) জলদস্যুদের b) চিনা সাম্রাজ্যের বাইরের বিদেশিদের
c) ইংরেজ বণিকদের d) লাওসের বণিকদের
১৫) নিম্নলিখিত যেটি চুক্তি বন্দরের অন্তর্গত নয় —
a) ক্যান্টন b) সাংহাই
c) নিংপো d) হোয়ামপোয়া
১৬) ব্ক্সার প্রোটোকল ঘোষিত হয় —
a) ১৯০০ সালে b) ১৯০১ সালে
c) ১৯০২ সালে d) ১৯০৩ সালে
১৭) ‘Imperialism: A Study’ গ্রন্থটি রচনা করেন —
a) অ্যাডাম স্মিথ b) জে এ হবসন
c) ভি আই লেনিন d) কার্ল মার্কস
১৮) ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’ উক্তিটি করেছেন —
a) কার্ল মার্কস b) লেনিন
c) হবসন d) কোয়ামে নক্রুমা
১৯) ‘Neo-Colonialism’ কথাটি প্রথম ব্যবহার করেন —
a) লেনিন b) কার্ল মার্কস
c) জ্যাঁ পল সার্ত্রে d) হবসন
সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। (প্রতিটি প্রশ্নের মান - ১)
২০) ভারতবর্ষে আদি মধ্যযুগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল প্রায় ____ বছর।
a) ১০০ b) ১৫০ c) ২০০ d) ২৫০
২১) রাজা প্রতাপ রুদ্রদের ছিলেন ________-র রাজা।
a) উড়িষ্যা b) বাংলা c) বিজয়নগর d) বাহমনি
২২) পর্তুগিজরা 'ব্ল্যাক গোল্ড' বলতো _______-কে।
a) লবঙ্গ b) গোলমরিচ c) কালোজিরা d) ধনে
২৩) স্বাধীন হায়দারাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয় _______ সালে।
a) ১৭২৩ b) ১৭২৪ c) ১৭২৫ d) ১৭২৬
বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন। (প্রতিটি প্রশ্নের মান- ১)
(নিচের প্রশ্নগুলিতে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্যগুলো পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।)
২৪) সঠিক বিকল্প নির্বাচন করো :
বিবৃতি : (A) রাষ্ট্রকূটদের বৈদেশিক বাণিজ্যের উন্নতি হয়েছিল।
কারণ : (R) রাষ্ট্রকূট রাজারা মুসলিম বণিকদের তাঁদের রাজ্যে বসবাস করার অনুমতি দিতেন।
বিকল্পসমুহ :
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(b) A এর R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
২৫) সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি : (A) রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয় বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা।
কারণ : (R) রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর রাজ্য শান্তি ও সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিল
বিকল্পসমূহ :
(a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(b) A এবং R উভয় সঠিক কিন্তু R,A এর সঠিক কারণ নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
২৬) বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি : (A) বাংলার নবাব তার প্রাপ্য বাণিজ্য শিল্প থেকে বঞ্চিত হন।
কারণ : (R) ১৭১৭ সালে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ৩০০০ টাকার বিনিময়ে বাংলায় বিনাশুলকে বাণিজ্য করার ফরমান লাভ করে।
বিকল্পসমূহ :
a) A এবং R উভয় সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
b) A এবং R উভয় সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
c) A সঠিক কিন্তু R ভুল।
d) A ভুল কিন্তু R সঠিক।
২৭) বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি : (A) ১৮৭১ থেকে ১৯১৪ পর্যন্ত সময়কালকে বলা হয় ‘ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ’।
কারণ : (R) এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করেছিল।
বিকল্পসমূহ :
a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
c) A সঠিক R ভুল।
d) A ভুল কিন্তু R সঠিক।
নিচের বাক্যগুলো কালানুক্রমে সাজাও।
২৮) i) মার্কোপোলো মুতফিলি বন্দরে গিয়েছিলেন।ii) মার্কোপোলো কৈলম দেশটিতে গিয়েছিলেন। iii) মার্কোপোলো পকপ্রণালী অতিক্রম করে পান্ড্য রাজ্যে গিয়েছিলেন। iv) মার্কোপোলো চিন থেকে জাহাজে চড়ে সিংহলে পৌঁছান।
বিকল্পসমূহ :
a) (i), (iii), (ii) এবং (iv)
b) (iv), (iii), (I) এবং (ii)
c) (iii), (i), (ii) এবং (iv)
d) (ii), (i), (iv) এবং (iii)
২৯) (i) সাইফুদ্দিন হামজা শাহ, ii) গিয়াসউদ্দিন আজম শাহ iii) সিকান্দার শাহ, iv) শামসুদ্দিন ইলিয়াস শাহ
বিকল্পসমূহ :
a) (iv), (iii), (ii) এবং (i)
b) (i), (ii), (iii) এবং (iv)
c) (ii), (iv), (I) এবং (iii)
d) (i), (iii), (iv) এবং (ii)
৩০) (i) অ্যাজটেক সভ্যতার পতন,(ii) আলভারেজ কেবলের ব্রাজিল অবতরণ, (iii) ইনকা সভ্যতার পতন, (iv) আমেরিকায় নেভিগেশন অ্যাক্ট বলবৎ।
বিকল্পসমূহ :
a) (iv), (iii), (ii) এবং (i)
b) (ii), (iii), (iv) এবং (i)
c) (ii), (i), (iii) এবং (iv)
d) (iii), (I), (iv) এবং (ii)
৩১) (i) পিটের ভারত শাসন আইন, (ii) রেগুলেটিং অ্যাক্ট (iii) রায়তওয়ারী বন্দোবস্ত, (iv) বেঙ্গল রেজিমেন্ট।
বিকল্পসমূহ :
a) (iv), (ii), (i) এবং (iii)
b) (iii), (I), (ii) এবং (iv)
c) (iii), (iv), (ii) এবং (i)
d) (I), (ii), (iii) এবং (iv)
স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্পসমূহ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।
৩২) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(i) | শিবির নগর | A | পায়ে হেঁটে ডাক পাঠানোর ব্যবস্থা |
(ii) | লক্কনা দন্নায়ক | B | মুঘল শাসনাধীন নগর |
(iii) | তারাবাদ | C | বিজয়নগরের ভূতপূর্ব দেওয়ান |
(iv) | দাওয়া | D | সুলতানি যুগের বাজার |
বিকল্পসমূহ :
a) (i) ➞C, (ii) ➞D, (iii) ➞A, (iv) ➞B
b) (i) ➞B, (ii) ➞C, (iii) ➞D, (iv) ➞A
c) (i) ➞A, (ii) ➞B, (iii) ➞C, (iv) ➞D
d) (i) ➞D, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞C
৩৩) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(i) | হরিভিলাসমু | A | শ্রীনাথ |
(ii) | গাথা সপ্তশতী | B | চারামসা |
(iii) | মনুচরিত্রমু | C | হাল |
(iv) | প্রভুলিঙ্গ লীলা | D | পোদ্দন |
বিকল্পসমূহ :
a) (i) ➞C, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞D
b) (i) ➞D, (ii) ➞A, (iii) ➞B, (iv) ➞C
c) (i) ➞A, (ii) ➞C, (iii) ➞D, (iv) ➞B
d) (i) ➞A, (ii) ➞B, (iii) ➞C, (iv) ➞D
৩৪) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(i) | চিরস্থায়ী বন্দোবস্ত | A | লর্ড উইলিয়াম বেন্টিং |
(ii) | পাঁচশালা বন্দোবস্ত | B | হোল্ট ম্যাকেঞ্জি |
(iii) | মহলওয়ারী বন্দোবস্ত | C | লর্ড কর্নওয়ালিশ |
(iv) | ভারতীয় ল কমিশন | D | ওয়ারেন হেস্টিংস |
বিকল্পসমূহ :
a) (i) ➞A, (ii) ➞D, (iii) ➞B, (iv) ➞C
b) (i) ➞C, (ii) ➞D, (iii) ➞B, (iv) ➞A
c) (i) ➞C, (ii) ➞A, (iii) ➞D, (iv) ➞B
d) (i) ➞B, (ii) ➞C, (iii) ➞A, (iv) ➞D
ঠিক ভুল নির্ণয় কর : প্রতিটি প্রশ্নের মান - ১
৩৫) ইবন বতুতার বর্ণনা থেকে ভারতে যে দু ধরনের ডাক ব্যবস্থা সম্পর্কে জানা যায় - (i) জাঙ্ক (ii) দাওআ (iii) উলাক (iv) ধাও
বিকল্পসমূহ :
(a) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(b) (ii), (iii) ঠিক এবং (i), (iv) ভুল
(c) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল
(d) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল
৩৬) চিশতি সম্প্রদায়ের উল্লেখযোগ্য সন্ত ছিলেন - (i) খাজা মইনুদ্দিন চিশতি, (ii) বখতিয়ার কাকি, (iii) বাহারউদ্দিন জাকারিয়া, (iv) নাসিরুদ্দিন চিরাগ
বিকল্পসমূহ :
a) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
b) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
c) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
d) (i) ঠিক এবং (ii), (iii), (iv) ভুল
কেস ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান - ১
মুহাম্মদ বিন তুঘলক ১৩২৬ থেকে ১৩২৭ খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এবং দেবগিরির নতুন নামকরণ করেন দৌলতাবাদ। ইবন বতুতা বলেছেন দিল্লির নাগরিকরা নানা কুরুচিপূর্ণ পত্র লিখে রাতে সেগুলিকে সুলতানের দরবারে ফেলে দিত। তাই তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সুলতান তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। কিন্তু ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেছেন যে, ১৩২৭ খ্রিস্টাব্দে রাজধানী পরিবর্তনের সময় ইব্ন বতুতা ভারতে ছিলেন না। তিনি দিল্লিতে এসেছিলেন ১৩৩৩ খ্রিস্টাব্দে। তিনি গুজবের উপর ভিত্তি করে এই বক্তব্য রেখেছেন। তাই তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয়।
ইবন বতুতার লেখা থেকে সমকালীন দিল্লি শহরের বর্ণনা পাওয়া যায়। তাঁর মতে, শহরটি শুধু ভারতের সবথেকে বড় শহরে নয়, পূর্ব দিকের যেকোনো মুসলমান শহরের থেকে বড়। তিনি কায়রো, বাগদাদ, দামাস্কাস, মক্কা, মদিনা সব দেখেছিলেন, দিল্লির সঙ্গে কারোর তুলনা হয় না।ইবন বধূ তা জানিয়েছিলেন যে, দিল্লি শহর আশপাশের চারটি শহরকে ঘিরে তৈরি হয়েছে। একটি দিল্লি, যেটি হিন্দুদের পুরনো শহর ছিল, পরে মুসলমানরা অধিকার করে। দ্বিতীয়টি সিড়ি, যাকে 'দার উল খলিফা' বলা হত। তৃতীয়টি তুঘলকাবাদ ও চতুর্থটি জাহানপনাহ। শেষেরটি মোহাম্মদ বিন তুঘলকের থাকার জন্য তৈরি।
৩৭) কে? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন?
a) ইবন বতুতা, b) গিয়াস উদ্দিন তুঘলক,
c) আলাউদ্দিন খলজি, d) মোহাম্মদ বিন তুঘলক
৩৮) ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতানের সিংহাসনে ছিলেন -
a) আলাউদ্দিন খলজি, b) মোহাম্মদ বিন তুঘলক,
c) ফিরোজশাহ তুঘলক, d) এঁদের কেউ নন
৩৯) মোহাম্মদ বিন তুঘলক এর থাকার জন্য তৈরি শহরটি ছিল -
(a) সিরি, (b) তুঘলকাবাদ,
(c) জাহানপনাহ (d) ফিরোজাবাদ।
চিত্র দেখে ও বুঝে সঠিক উত্তরটি নির্বাচন করো
![]() |
? চিহ্নিত স্থানটিতে যে শব্দটি বসবে |
৪০) ? চিহ্নিত স্থানটিতে যে শব্দটি বসবে তা হল -
a) মার্কসীয় অর্থনীতি, b) মার্কেন্টাইল অর্থনীতি,
c) ধনতান্ত্রিক অর্থনীতি, d) বিশ্বায়ন
----------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন