নবম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০২০
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০
১.১ ‘আমার পরেই আসবে প্লাবন’ - একথা বলতেন - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই।
১.২) ফ্রান্সে শ্রমকরকে কী বলা হত - ক) করভি, খ) তেরাজ, গ) টাইদ, ঘ) গ্যাবেলা।
১.৩) ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর - বলেছেন - ক) মন্তেস্কু, খ) ভলতেয়ার, গ) অ্যাডাম স্মিথ, ঘ) কুয়েসনে।
১.৪) "আমি যা ইচ্ছা করি তা-ই আইন" কার উক্তি - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই।
১.৫) ফ্রান্সে ভাগচাষিদের বলা হত- ক) পিজ্যান্ট, খ) সার্ফ, গ) মেতায়ের, ঘ) ভ্যাসল।
১.৬) ‘ফরাসি সমাজের বাইবেল' নামে পরিচিত ছিলেন - ক) শার্লামেন, খ) মেটারনিক, গ) নেপোলিয়ান, ঘ) চার্লস মৰ্টেল।
১.৭) 'কোর্ড নেপোলিয়ন'-এ কয়টি ভাগ আছে - ক) ৬, খ) ৭, গ) ৮, ঘ) ৩।
১.৮) ফরাসি বিপ্লব হয়েছিল - ক) ১৬৭৯, খ) ১৮৭৯ গ) ১৭৮৯, ঘ) ১৯৮৯ সালে।
১.৯) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে।
১.১০) 'ইউরোপের মুক্তিদাতা' বলা হয় - ক) ষোড়শ লুইকে, খ) নেপোলিয়নকে, গ) রুশোকে, ঘ) দ্বিতীয় আলেকজান্ডারকে।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬
২.১) শূন্যস্থান পূরণ করো। ১X ২ = ২
২.১.১) -------- ফ্রান্সকে 'রাজনৈতিক কারাগার' বলেছেন।
২.১.২) নেপোলিয়ন ফ্রান্সে যে ব্যাংক প্রতিষ্ঠা করেন তার নাম -----------?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) ভলতেয়ার লিখছিলেন কাঁদিদ।
২.২.২) লাইপজিগের যুদ্ধকে (১৮১৩) 'জাতিসমূহের যুদ্ধ' বলে।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২
২.৩.১) বিবৃতি : । ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল।
ব্যাখ্যা - ১ : ফ্রান্সের পুরাতনতন্ত্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটেছিল বলে।
ব্যাখ্যা - ২ : ফরাসি জনগণ ফরাসি সম্রাটকে পদত্যাগের দাবি করেছিল বলে।
ব্যাখ্যা - ৩ : অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল বলে।
২.৩.২) বিবৃতি : নেপোলিয়ন সিভিল কোর্ড জালু করেছিলেন।
ব্যাখ্যা - ১ : ফরাসিদের শায়েস্তা করার জন্য।
ব্যাখ্যা - ২ : সম্রাট হিসাবে নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য।
ব্যাখ্যা - ৩ : ফ্রান্সে আইনি সমতা প্রতিষ্ঠা করার জন্য।
গ বিভাগ
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮
৩.১) 'প্যারি কমিউন' কী? ৩.২) রোবস্পিয়ার কে ছিলেন? ৩.৩ ) ধর্ম মীমাংসা চুক্তি কী ? ৩.৪) 'মহাদেশীয় ব্যবস্থা' বলতে কী বোঝো? ৩.৫) নেপোলিয়নের পতনের দুটি কারণ লেখো।
ঘ বিভাগ
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮
৪.১) ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। ৪.২) নেপোলিয়নের শিক্ষা সংস্কার - টিকা লেখো। ৪.৩) রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের পতনের কারণ কী?
ঙ বিভাগ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮
৫.১) ফরাসি বিল্পবে দার্শনিকদের অবদান ব্যাখ্যা কর। ৫.২) নেপনিয়নকে ‘বিপ্লবের সন্তান’ বলা হয় - কারণ ব্যাখ্যা কর ।
৫.৩) নেপলিয়নের মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন?
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮
৪.১) ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। ৪.২) নেপোলিয়নের শিক্ষা সংস্কার - টিকা লেখো। ৪.৩) রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের পতনের কারণ কী?
ঙ বিভাগ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮
৫.১) ফরাসি বিল্পবে দার্শনিকদের অবদান ব্যাখ্যা কর। ৫.২) নেপনিয়নকে ‘বিপ্লবের সন্তান’ বলা হয় - কারণ ব্যাখ্যা কর ।
৫.৩) নেপলিয়নের মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন?
-------------------------------------
Too good .... I want more subjects....
উত্তরমুছুন1.10 ভুল
উত্তরমুছুন