দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২০
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০১.১ অ্যানাল গোষ্ঠীর যে ধরণের ইতিহাস চর্চা করে তা হল - ক) সাবল্টার্ন খ) টোটাল হিস্ট্রি গ) হিস্ট্রি অব বিলো ঘ) নারী ইতিহাস
১.২) বিপিনচন্দ্র পাল লিখেছেন - ক) সত্তর বছর, খ) জীবনস্মৃতি, গ) এ নেশন ইন মেকিং, ঘ) আনন্দমঠ।
১.৩) হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন - ক) হরিশচন্দ্র বন্দোপাধ্যায়, খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, গ) হরিশচন্দ্র গঙ্গপাধ্যায়, ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১.৪) কলকাতা মাদ্রাসা (১৭৮১) প্রতিষ্ঠা করেন - ক) লর্ড ক্লাইভ, খ) লর্ড কর্নওয়ালিস, গ) লর্ড ওয়ারেন হেস্টিংস, ঘ) লর্ড ওয়েলেসলি
১.৫) পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল- ক) হেয়ার স্কুল, খ) বেথুন স্কুল, গ) কলেজিয়েট স্কুল, ঘ) হিন্দু স্কুল।
১.৬) ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি লিখেছেন - ক) লালন ফকির, খ) কাঙাল হরিনাথ, গ) স্বামী বিবেকানন্দ, ঘ) বসন্তকুমার পাল
১.৭) সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হল - ক) জগন্নাথ সিংহ, খ) নুরুল উদ্দিন, গ) ভবানী পাঠক, ঘ) বীর সিং।
১.৮) ভারতে ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা - ক) আব্দুল ওয়াহাব, খ) শাহ ওয়ালিউল্লাহ গ) আজিজ, ঘ) হাজি শরীয়ত উল্লাহ।
১.৯) ভারতে নীলচাষের সূচনা হয় - ক) ১৭৭৩ সালে, খ) ১৮৩০ সালে, গ) ১৮৫৯ সালে, ঘ) ১৮৬০ সালে।
১.১০) বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন - ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়, খ) কুমুদরঞ্জন মল্লিক, গ) দেবেন্দ্রনাথ ঠাকুর, ঘ) রামরতন মল্লিক।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬২.১) শূন্যস্থান পূরণ করো। ১X ২ = ২
২.১.১) 'রাজা হরিশচন্দ্র' সিনেমাটির পরিচালক ছিলেন -------------।
২.১.২) 'বঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয় ------------।
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১)নীলচাষিদের ওপর শোষণের প্রতিকারের চিন্তা করে কাঙাল হরিনাথ 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশ করেন।
২.২.২) বাংলার নবজাগরণ শুধুমাত্র হিন্দু সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল।
২.২.১)নীলচাষিদের ওপর শোষণের প্রতিকারের চিন্তা করে কাঙাল হরিনাথ 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশ করেন।
২.২.২) বাংলার নবজাগরণ শুধুমাত্র হিন্দু সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২২.
৩.১) বিবৃতি : সাঁওতাল বিদ্রোহ শেষপর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা - ১ : ব্রিটিশ সেনা নির্মম দমন নীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে।
ব্যাখ্যা - ২ : বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা - ৩ : বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলেন না।
২.৩.২) বিবৃতি : তিতুমির নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন।
ব্যাখ্যা - ১ : বাঁশের কেল্লায় বিদ্রোহীদের সুরক্ষিত রাখার জন্য।
ব্যাখ্যা - ২ : নিজের শাসন প্রতিষ্ঠা করে বাঁশের কেল্লায় নিজের দপ্তর প্রতিষ্ঠা করার জন্য।
ব্যাখ্যা - ৩ : দরিদ্র মুসলিমদের বাঁশের কেল্লায় আশ্রয় দেওয়ার জন্য।
বিভাগ -গ
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮
৩.১) নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ?
৩.২) প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী?
৩.৩ ) উডের ডেচপ্যাচ কী?
৩.৪) চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?।
৩.৫) পাগলাপন্থী বিদ্রোহের কারণ লেখো।
৪.১) আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো।
৪.২) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে দেখাও।
৪.৩) নীল বিদ্রোহের বিদ্রোহের গুরুত্ব নির্ণয় কর।
৩.১) নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ?
৩.২) প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী?
৩.৩ ) উডের ডেচপ্যাচ কী?
৩.৪) চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল?।
৩.৫) পাগলাপন্থী বিদ্রোহের কারণ লেখো।
বিভাগ - ঘ
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮৪.১) আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো।
৪.২) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে দেখাও।
৪.৩) নীল বিদ্রোহের বিদ্রোহের গুরুত্ব নির্ণয় কর।
বিভাগ -ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮৫.১) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ কেন?
৫.২) মুসলিম সমাজের উন্নয়নে হাজি মহম্মদ মহসীনের ভূমিকা আলোচনা করো।
৫.৩) কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
------------------------------------
------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন