নবম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০১৯
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০
১.১ ‘আমিই রাষ্ট্র’ - একথা বলতেন - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই।
১.২) ফ্রান্সে ধর্মকরকে বলা হত - ক) করভি, খ) তেরাজ, গ) টাইদ, ঘ) গ্যাবেলা।
১.৩) ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর - বলেছেন - ক) মন্তেস্কু, খ) ভলতেয়ার, গ) অ্যাডাম স্মিথ, ঘ) কুয়েসনে।
১.৪) ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল ১৭৯৩ সালের - ক) ২১ শে জানুয়ারি, খ) ৩০ শে জানুয়ারি, গ) ১৪ই জুলাই, ঘ) ২১ শে ফেব্রুয়ারি।
১.৫) নেপোলিয়নের মৃত্যু হয় - ক) কিউবায়, খ) সেন্ট পিটার্সবার্গে, গ) এলবা দ্বীপে, ঘ) সেন্ট হেলেনা দ্বীপে।
১.৬) ‘ওয়ার অ্যান্ড পিস’ গ্রন্থটির রচয়িতা হলেন - ক) জন লক, খ) লিও টলস্টয়, গ) লেফেভর, ঘ) অ্যাডাম স্মিথ।
১.৭) ১৮০৭ সালে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সঙ্গে - ক) ইংল্যান্ডের, খ) অস্ট্রিয়ার, গ) রাশিয়ার, ঘ) প্রাশিয়ার।
১.৮) ফরাসি বিপ্লব হয়েছিল - ক) ১৬৭৯, খ) ১৮৭৯ গ) ১৭৮৯, ঘ) ১৯৮৯ সালে।
১.৯) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে।
১.১০) মেটারনিককে বলা হয় - ক) কূটনীতির রাজপুত্র, খ) মেটারনিক যুগ, গ) মেটারনিক পদ্ধতি, ঘ) বিল্পবের সন্তান।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬
২.১) একটি বাক্যে উত্তর দাও। ১X ২ = ২
২.১.১) কাকে পৃথিবীর প্রথম প্রদক্ষিণকারী বলা হয়?
২.১.২) কোনসময়কালকে বিপ্লবের শতক বলা?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) ফরাসিবিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্র ও স্বাধীনতা।
২.২.২) ইয়ংইতালির মূল আদর্শ হল ঐক্যবদ্ধইতালি।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২
২.৩.১) বিবৃতি : । ফ্রান্সের তৃতীয় শ্রেণির ওপর বিপুল করের বোঝা চেপেছিল।
ব্যাখ্যা - ১ : যাজক ও অভিজাত সম্প্রদায় সরকারকে কোনো কর দিত না।
ব্যাখ্যা - ২ : যাজক ও অভিজাতদের করগুলি তৃতীয় শ্রেণির করের চেয়ে পৃথক ছিল।
ব্যাখ্যা - ৩ : সেনাদের বেতন বৃদ্ধির ফলে করের পরিমাণ বেড়ে গিয়েছিল।
২.৩.২) বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের সন্তান ছিলেন।
ব্যাখ্যা - ১ : নেপোলিয়ন বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন।
ব্যাখ্যা - ২ : নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন।
ব্যাখ্যা - ৩ : নেপোলিয়ন বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ বাস্তবায়িত করেছিলেন।
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮
৩.১) আধুনিক যুগের বৈশিষ্ট্য লেখো? ৩.২) বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী? ৩.৩ ) লাল সন্ত্রাস কী ? ৩.৪) কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? ৩.৫) ভিয়েনা সম্মেলনের মূল তিনটি নীতির নাম লেখো।
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮
৪.১) টেনিস কোর্টের শপথ কী? এর গুরুত্ব লেখো। ৪.২) টীকা লেখো : ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। ৪.৩) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? নেপনিয়ন কেন এই ব্যবস্থা ঘোষণা করেছিলেন?
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮
৫.১) ফরাসি বিল্পবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর। ৫.২) নেপনিয়নকে ‘বিপ্লবের সন্তান’ বলা হয় - কারণ ব্যাখ্যা কর ।
৫.৩) ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি ও তাঁর ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা উল্লেখ কর।
-------------------------------------
টীকা লেখ মেটারনিক ব্যবস্থা।
উত্তরমুছুনণজ
মুছুন