দশম শ্রেণি। প্রথম অভিক্ষা। ২০১৯
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০১.১ ইতিহাসের জনক বলা হয় - ক) হেরোডেটাসকে খ) থুকিডিডিসকে গ) ট্যাসিটাসকে
১.২) ভারতের প্রথম লিখিত ঐতিহাসিক গ্রন্থ হল - ক) অর্থশাস্ত্র, খ) ইন্ডিকা, গ) রাজতরঙ্গিনী, ঘ) রামচরিত।
১.৩) ভারতের প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকাটি হল - ক) সোমপ্ৰকাশ, খ) বঙ্গদর্শন, গ) হিন্দু প্যাট্রিয়ট, ঘ) অমৃতবাজার।
১.৪) হুতুম প্যাঁচা ছদ্মনামটি গ্ৰহণ করছিলেন - ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ) অক্ষয়কুমার দত্ত, গ) দীনবন্ধু মিত্র, ঘ) কালীপ্রসন্ন সিংহ
১.৫) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় - ক) ১৮১৫ সালে, খ) ১৮১৭ সালে, গ) ১৮১৮ সালে, ঘ) ১৮৩৫ সালে।
১.৬) ‘সতীদাহ প্রথা’ রদ হয় - ক) ১৮২৮ সালে, খ) ১৮২৯ সালে, গ) ১৮৩০ সালে, ঘ) ১৮৫৬ সালে।
১.৭) চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম হল - ক) জগন্নাথ সিংহ, খ) নুরুল উদ্দিন, গ) ভবানী পাঠক, ঘ) বীর সিং।
১.৮) ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা - ক) আব্দুল ওয়াহাব, খ) শাহ ওয়ালিউল্লাহ গ) আজিজ, ঘ) সৈয়দ আহমেদ।
১.৯) ভারতে নীলচাষের সূচনা হয় - ক) ১৭৭৩ সালে, খ) ১৮৩০ সালে, গ) ১৮৫৯ সালে, ঘ) ১৮৬০ সালে।
১.১০) সাঁওতালি ভাষায় বিদ্রোহ কথাটি যে নামে পরিচিত - ক) উলগুলান, খ) হুল, গ) দিকু, ঘ) দামিন-ই-কোহ।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬২.১) একটি বাক্যে উত্তর দাও। ১X ২ = ২
২.১.১) জীবনস্মৃতি কার লেখা?
২.১.২) HISTORIOGRAPHY কথার অর্থ কী?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) নীল দর্পণ একটি উপন্যাস।
২.২.২) বাংলার নবজাগরণ শুধুমাত্র হিন্দু সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল।
২.২.১) নীল দর্পণ একটি উপন্যাস।
২.২.২) বাংলার নবজাগরণ শুধুমাত্র হিন্দু সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২২.
৩.১) বিবৃতি : ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল।
ব্যাখ্যা - ১ : উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহ করতে ভালোবাসত।
ব্যাখ্যা - ২ : উপজাতি সম্প্রদায়ের মানুষদের তীরধনুক ছিল।
ব্যাখ্যা - ৩ : উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২.৩.২) বিবৃতি : তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
ব্যাখ্যা - ১ : এই বিদ্রোহের নেতা তিতুমির বারাসাতের বাসিন্দা ছিলেন।
ব্যাখ্যা - ২ : এই বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলবেড়িয়া।
ব্যাখ্যা - ৩ : শুধুমাত্র বারাসাতের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল।
বিভাগ -গ
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮
৩.১) নতুন সামাজিক ইতিহাস কী?
৩.২) মেকলে মিনিট বলতে কী বোঝো?
৩.৩ ) নব্যবঙ্গ কাদের বলা হয়?
৩.৪) চুয়াড় বিদ্রোহের দুটি কারণ উল্লেখ কর।
৩.৫) তিতুমির স্মরণীয় কেন?
৪.১) ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব ব্যাখ্যা প্রসঙ্গে ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির তাৎপর্য বিশ্লেষণ কর।
৪.২) বাংলার নবজাগরণকে সত্যিই নবজাগরণ বলা যায় কিনা বিশ্লেষণ করে দেখাও।
৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণ নির্ণয় কর।
৩.১) নতুন সামাজিক ইতিহাস কী?
৩.২) মেকলে মিনিট বলতে কী বোঝো?
৩.৩ ) নব্যবঙ্গ কাদের বলা হয়?
৩.৪) চুয়াড় বিদ্রোহের দুটি কারণ উল্লেখ কর।
৩.৫) তিতুমির স্মরণীয় কেন?
বিভাগ - ঘ
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮৪.১) ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব ব্যাখ্যা প্রসঙ্গে ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির তাৎপর্য বিশ্লেষণ কর।
৪.২) বাংলার নবজাগরণকে সত্যিই নবজাগরণ বলা যায় কিনা বিশ্লেষণ করে দেখাও।
৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণ নির্ণয় কর।
বিভাগ -ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮৫.১) শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা ব্যাখ্যা কর।
৫.২) বাংলার ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ঠ্য বর্ণনা কর।
৫.৩) বিপিনচন্দ্র পাল ও রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ কেন?
------------------------------------
এটা খুব ভালো
উত্তরমুছুনউত্তর করে দেন
উত্তরমুছুন