দশম শ্রেণি। ইতিহাস। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০১.১ রামচন্দ্র গুহ কীজন্য খ্যাতিলাভ করেছেন? -
ক) খেলার ইতিহাসের জন্য খ) খাদ্যাভ্যাসের ইতিহাসের জন্য গ) শিল্পচর্চার ইতিহাসের জন্য ঘ) নারী ইতিহাসের জন্য।
১.২) কাওয়ালির জনক হলেন -
ক) আমির খসরু, খ) মিঞা গোলাম নবি, গ) রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ) হরিশ ভিমানি।
১.৩) হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) হরিশচন্দ্র বন্দোপাধ্যায়, খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, গ) হরিশচন্দ্র গঙ্গপাধ্যায়, ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১.৪) 'চুঁইয়ে পড়া নীতি'র প্রবর্তক -
ক) এইচ টি প্রিন্সেপ, খ) কোলব্রুক, গ) টমাস ব্যাবিংটন মেকলে , ঘ) উইলসন
১.৫) নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা হলেন -
ক) রামমোহন, খ) ডিরজিও, গ) বিদ্যাসাগর, ঘ) রামতনু লাহিড়ী।
১.৬) ‘যত মত তত পথ’ কথাটি বলেছেন -
ক) লালন ফকির, খ) শ্রীরামকৃষ্ণ, গ) স্বামী বিবেকানন্দ, ঘ) বসন্তকুমার পাল
১.৭) বিপ্লব কথার অর্থ হল -
ক) বিদ্রোহ, খ) অভ্যুত্থান, গ) আমূল পরিবর্তন, ঘ) বিশৃঙ্খলা।
১.৮) ভারতে ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা -
ক) আব্দুল ওয়াহাব, খ) শাহ ওয়ালিউল্লাহ গ) আজিজ, ঘ) হাজি শরীয়ত উল্লাহ।
১.৯) প্রথম অরণ্য আইন পাস হয় -
ক) ১৭৭৩ সালে, খ) ১৮৩০ সালে, গ) ১৮৬৫ সালে, ঘ) ১৮৭৮ সালে।
১.১০) কাদের মোল্লা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন -
ক) পাবনা বিদ্রোহ, খ) নীল বিদ্রোহ, গ) কোল বিদ্রোহ, ঘ) বারাসাত বিদ্রোহ।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬২.১) একটি বাক্যে উত্তর দাও। ১X ২ = ২
২.১.১) এরোপ্লেন আবিষ্কার করেন কারা?
২.১.২) বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) নীলচাষিদের ওপর শোষণের প্রতিকারের চিন্তা করে কাঙাল হরিনাথ 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশ করেন।
২.২.২) ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ প্রথম নাটকের নাম হল 'নীলদর্পণ' ।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২.
২.৩.১) বিবৃতি : সাঁওতাল বিদ্রোহ শেষপর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা - ১ : ব্রিটিশ সেনা নির্মম দমন নীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে।
ব্যাখ্যা - ২ : বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা - ৩ : বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলেন না।
২.৩.২) বিবৃতি : ফরাজি আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন মুসলিম।
ব্যাখ্যা - ১ : কারণ, এই আন্দোলনের প্রথমিক উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের সংস্কার করা।
ব্যাখ্যা - ২ : কারণ, এই আন্দোলনের সূচনা করেছিলে একজন মুসলিম।
ব্যাখ্যা - ৩ : কারণ, বাংলার অধিকাংশ দরিদ্র কৃষক ছিলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত।
বিভাগ -গ
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮৩.১) স্থানীয় ইতিহাস বলতে কী বোঝ? উদাহরণ দাও।
৩.২) কাকে, কেন 'পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ম্যাগনা কার্টা' বলা হয়?
৩.৩ কে, কেন নববিধান ঘোষণা করেন?
৩.৪ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল?।
৩.৫ পাবনা বিদ্রোহের কারণ লেখো।
বিভাগ - ঘ
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮৪.১) ইতিহাসের তথ্যসংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
৪.২) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে দেখাও।
৪.৩) মুন্ডা বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
বিভাগ -ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮৫.১) সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য দেখাও। ইতিহাসের উপাদান হিসাবে সাময়িকপত্র গুরুত্বপূর্ণ কেন? ৩ + ৫ = ৮
৫.২) ‘ইয়ং বেঙ্গল’ কাদের বলা হয়? সমাজ সংস্কারে এদের ভূমিকা আলোচনা করো। ২ + ৬ = ৮
৫.৩) ওয়াহাবি আন্দোলনের কারণ ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮
------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন