সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২,

Class XI sample question paper given by WBCHSE,উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন,একাদশ শ্রেণির সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র,
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস নমুনা প্রশ্ন - ২

সংসদ নমুনা প্রশ্নপত্র

Class XI sample question paper given by WBCHSE,

সংসদের নমুনা প্রশ্নগুলোর উত্তর পেতে 👉 এখানে দেখো

Full Marks-40

📕 নীচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান - ১

১) হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন-

(a) রোলিনসন (b) শাঁ পোলিয়েঁ 
(c) কানিংহাম (d) পিয়ারসন

২) হেরোডোটাসকে বলা হয় 'ইতিহাসচর্চার জনক', কারণ- 

(a) তিনিই প্রথম যথার্থ ইতিহাসচর্চা শুরু করেছিলেন 
(b) হেরোডোটাসের পরবর্তী সময়ে ইতিহাসচর্চার কোনো ইঙ্গিত পাওয়া যায় না
(c) তিনিই প্রথম আধুনিক পদ্ধতিতে ইতিহাসচর্চা শুরু করেছিলেন।
(d) (a) ও (b) দুটিই ঠিক

৩) পোতিন ছিল সাতবাহন রাজাদের মুদ্রা। এই মুদ্রাটি যে ধাতুর মিশ্রণে তৈরি হত তা হল- 

(a) সোনা ও রুপো (b) রূপো ও তামা 
(c) সিসা ও ব্রোঞ্জ (d) সিসা ও তামা

৪) রোজেটা প্রস্তর আবিষ্কৃত হয়- 

(a) ১৭৯৯ খ্রিস্টাব্দে (b) ১৮৯৯ খ্রিস্টাব্দে 
(c) ১৭৮৮ খ্রিস্টাব্দে (d) ১৭৯০ খ্রিস্টাব্দে

৫. আলতামিরা গুহার দেয়ালে একটি বাইসনের চিত্র আবিষ্কৃত হয়েছে, এই গৃহা অবস্থিত -

(a) পূর্ব স্পেনে (b) পশ্চিম স্পেনে 
(c) উত্তর স্পেনে (d) দক্ষিন স্পেনে

৬) ক্যালডীয়দের শেষ শাসক ছিলেন-

(a) নবোপলোসার (b) নেবুচাদনেজার 
(c) তৃতীয় রামেসিস (d) নবনিদাস

৭) রোমে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে -

(a) ৪৫৩ খ্রিস্টপূর্বাব্দে (b) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে 
(c) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে (d) ৯২০ খ্রিস্টপূর্বাঙ্গে

৮) রোমান ভাষায় 'প্যাটার ফ্যামিলিয়াস' বলা হত-

(a) পরিবারের সকল পুরুষদের (b) পরিবারের বয়োবৃদ্ধ পুরুষকে 
(c) পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষকে (d) পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাকে

৯) রোমানরা কাদের শিক্ষাব্যবস্থা বরণ করে নিয়েছিল -

(a) গ্রিক  (b) পারসিক 
(c) মিশরীয় (d) সুমেরীয়

১০) কিউরিয়ার প্রধানকে বলা হত -

(a) কিউরি (b) কিউরেক 
(c) কিউবেক (d) কিউরিয়ান 

১১) রোমের প্রথম ক্রীতদাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন-

(a) ক্লিয়ন (b) স্পার্টাকাস 
(c) ইউনুস (d) ক্র্যাসাস

১২) 'ন্যাচারাল হিস্ট্রি' গ্রন্থটির লেখক-

(a) প্লিনি (b) স্ট্র্যাবো 
(c) টলেমি (d) ফ্যান-ই

১৩) গ্রিসে অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল -

(a) স্পার্টা (b) আরগস 
(c) এথেন্স (d) সিরাকিউজ

১৪) 'কালি দিয়ে নয়, রক্তের অক্ষরে লেখা' - কথাটি যে আইনে বলা হয় -

(a) ড্রাকনাইন (b) সোলন-এর আইন 
(c) পেরিক্লিসের আইন (d) ক্লিসথেনিসের আইন

১৫) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, সেটি হল-

(a) বৃজি (b) কম্বোজ
(c) অস্মক (d) শূরসেন

১৬) আলেকজান্ডারের সকল যুদ্ধে তাঁর ঘোড়া সর্বদা সঙ্গে থাকত, এমনকি ভারত অভিযানের সময়ও ছিল। আলেকজান্ডারের এই ঘোড়ার নাম হল-

(a) মারেঙ্গ (b) চেতক 
(c) রভর (d) বুকিফেলাস

১৭) বাররের প্রকৃত নাম জহিরউদ্দিন মোহম্মদ বাবর। 'বাবর' কথার অর্থ হল -

(a) বাঘ (b) ষাঁড় 
(c) সিংহ (d) সাপ

১৮) গ্র্যান্ড ভিজিয়ার কোথাকার মন্ত্রী পরিষদ ছিল? 

(a) ফরাসি সাম্রাজ্য (b) ব্রিটিশ সাম্রাজ্য 
(c) অটোমান সাম্রাজ্য (d) রোমান সাম্রাজ্য

১৯) গ্রাম ও শহরের কর্মচারীদের পারিশ্রমিকের অংশ হিসেবে বরাদ্দ করা হত চুঙ্গিকর। চুঙ্গিকর যে যুগে প্রচলিত ছিল 

(a) মৌর্য (b) গুপ্ত 
(c) সাতবাহন (d) কুষাণ

২০) "ইতিহাসের পাতায় হাজার হাজার নৃপতিদের মধ্যে অশোক ধ্রুবতারার মতো একমাত্র উজ্জ্বল তারকা "-উক্তিটি কোন ঐতিহাসিকের।

(a) ভিনসেন্ট স্মিথ (b) এইচ জি ওয়েলস 
(c) রোমিলা থাপার (d) রমেশচন্দ্র মজুমদার

📕 সঠিক বিকল্পটি নির্বাচন করে নীচের বিবৃতিগুলির শূন্যস্থান পুরণ করো     প্রতিটি প্রশ্নের মান - ১

২১) খুব সম্ভবত _______নামক জন্তুটির সঙ্গে সিন্ধুবাসীদের কোনো সম্পর্ক ছিল না -

(a) উট (b) ঘোড়া 
(c) হাতি (d) বাঘ

২২) _________ ছিলেন আল-মুয়াত্তা গ্রন্থের লেখক। 

(a) আবু হানিফা (b) আজ-জাওহারি 
(c) মালিক-বিন-আনাস (d) আবু-তাম্মান

২৩) হুন নেতা _____________কে বলা হত 'বিধাতার অভিশাপ'। 

(৫) কোরমান (b) মিহিরকুল 
(c) এ্যাটিলা (d) চেঙ্গিজ খান 

📕 বিবৃতি-কারণ সংক্রান্তে প্রশ্ন      প্রতিটি প্রশ্নের মান - ১

২৪) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি: (A) মানবজাতির ক্রমবিবর্তনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল জীবাশ্ম।
        কারণ : (R) প্রাক-ঐতিহাসিক যুগের এরূপ অনেক জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

২৫) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি : (A) প্রাচীন রোমের কৃষি অর্থনীতি প্রায় সমস্তটাই দাস-শ্রমের ওপর নির্ভরশীল ছিল।
        কারণ : (R) দাসদের অধিকাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

২৬) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।

        বিবৃতি: (A) সম্রাট অশোক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর সঙ্গে পিতৃতান্ত্রিক রাষ্ট্রীয় আদর্শ যুক্ত করে, শাসক ও শাসিতের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক স্থাপন করেন।
        কারণ: (R) তিনি তাঁর প্রজাদের উদ্দেশ্যে বলতেন, 'সব প্রজাই আমার সন্তান'।
বিকল্পসমূহ: 
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক কারণ 
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R,  A-এর সঠিক কারণ নয় 
(c) A সঠিক কিন্তু R ভুল 
(d) A ভুল কিন্তু R সঠিক

📕 নীচের বাক্যগুলিকে কালানুক্রমে সাজাও

২৭) (i) মোহম্মদ ঘোরি (ii) সুলতান মামুদ 
       (iii) ইলতুতমিস (iv) কুতুবউদ্দিন আইবক

বিকল্পসমূহ: 
(a) (i), (iii), (iv), (ii)
(b) (iii), (ii), (i), (iv)
(c) (iv), (ii), (iii), (i)
(d) (ii), (i), (iv), (iii)

২৮) (i) জুলিয়াস সিজারের হত্যা, 
       (ii) রোমের গৃহযুদ্ধ
       (iii) রোমান প্রজাতন্ত্রের অবসান 
       (iv) 'দ্বিতীয় ট্রায়ামভিরেট' বা 'দ্বিতীয় ত্রয়ীর শাসন'

বিকল্পসমূহ: 
(a) (ii), (i), (iv), (iii)
(b) (iii), (ii), (i), (iv) 
(c) (iv), (i), (ii), (iii)
(d) (i), (ii), (iv), (iii)

২৯) (i) প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণকালকে স্মরণীয় করে রাখার জন্য 'গুপ্তাব্দ' প্রবর্তন করেন।
       (ii) স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেন।
       (iii) ৩৩৫ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন।
       (iv) প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেন।

বিকল্পসমূহ: 
(a) (ii), (i), (iv), (iii)
(b) (i), (ii), (iii), (iv)
(c) (i), (iii), (iv), (ii)
(d) (iv), (iii), (ii), (i) 

📕 নীচের বিবৃতিগুলি ঠিক/  ভুল নির্বাচন করে সঠিক বিকল্পটি নির্বাচন করো     প্রতিটি প্রশ্নের মান - ১

৩০) হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ছিল - 

        (i) লুসি (ii) নিয়ানডারথাল 
        (iii) পিকিং মানব (iv) জাভা মানব
বিকল্পসমূহ: 
(a) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(b) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(c) (i), (iv), ঠিক এবং (ii), (iii) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল

৩১) প্রাচীন গ্রিক ও রোমানরা ইরিথ্রিয়ান সাগর বলতে বোঝাত যে সাগরকে বা সাগরগুলিকে, তা হল-

        (i) ভারত মহাসাগর (ii) লোহিত সাগর 
        (iii) পারস্য উপসাগর (iv) আরব সাগর
বিকল্পসমূহ:
(a) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(b) (iv) ঠিক এবং (i), (ii), (iii) ভুল
(c) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(d) (iii) ঠিক এবং (i), (ii), (iv) ভুল

৩২) জ্যোতির্বিদ বরাহমিহির রচিত গ্রন্থ হল- 

        (i) বৃহৎসংহিতা (ii) পঞ্চসিদ্ধান্তিকা 
        (iii) সূর্যসিদ্ধান্ত (iv) ব্রহ্মসিদ্ধান্ত
বিকল্পসমূহ:
(a) (i), (iv) ঠিক এবং (ii), (iii) ভুল
(b) (i), (ii) ঠিক এবং (iii), (iv) ভুল
(c) (i), (iii) ঠিক এবং (ii), (iv) ভুল
(d) (iii), (iv) ঠিক এবং (i), (ii) ভুল

📕 স্তম্ভ দুটি মিলিয়ে বিকল্প সমূহ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো        প্রতিটি প্রশ্নের মান 1

৩৩)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) জীবাশ্ম A পাথর (a) (i) A, (ii) B, (iii) C, (iv) D
(ii) লিথোস B হরিসেণ (b) (i) D, (ii) A, (iii) B, (iv) C
(iii) এলাহাবাদ প্রশস্তি C ভারতীয় বিদ্যার বিশ্বকোশ (c) (i) C, (ii) D, (iii) B, (iv) A
(iv) অগ্নিপুরাণ D হিমযুগ (d) (i) B, (ii) C, (iii) D, (iv) A

৩৪)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) বেইলিফ A মিশরের ফ্যারাও (a) (i) A, (ii) B, (iii) C, (iv) D
(ii) ভিলিকাস B বড়ো খামার (b) (i) D, (ii) C, (iii) B, (iv) A
(iii) কোয়েস্টর C কৃষি তত্ত্বাবধায়ক (c) (i) B (ii) C, (iii) D, (iv) A
(iv) তৃতীয় আমন D দাস ক্রয়-বিক্রয় সংক্রান্ত নথি যাদের হাতে থাকত (d) (i) A, (ii) D, (iii) B, (iv) C

৩৫)


A - স্তম্ভ B - স্তম্ভ বিকল্পসমূহ
(i) ওসমান A রাশিয়ার জার (a) (i) C, (ii) A, (iii) D, (iv) B
(ii) পিটার দ্য গ্রেট B ম্যাসিডন অধিপতি (b) (i) D, (ii) A, (iii) B, (iv) C
(iii)
আলেকজান্ডার দ্য গ্রেট
C রোমান সম্রাট (c) (i) D, (ii) C, (iii) B, (iv) A
(iv) জুলিয়াস সিজারD অটোমান সাম্রাজ্য (d) (i) B, (ii) A, (iii) D, (iv) C

📕 পাশের চিত্রটি লক্ষ্য করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

Class XI sample question paper given by WBCHSE
ভারতের রেখা মানচিত্র

৩৬) ভারতের রেখা মানচিত্রে (A) চিহ্নিত স্থানটি হল -

(a) পেশোয়ার (b) ফতেপুর সিক্রি 
(c) বিজাপুর (d) পাটনা

৩৭) ভারতের রেখা মানচিত্রে (B) চিহ্নিত স্থানটি হল -

(a) পলাশী (b) পানিপথ 
(c) বিজাপুর (d) কান্দাহার

📕 নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো :

প্রাচীন রোমের বড় বাজারকে বলা হত 'ফোরাম কুপ্পেডিনিস' (Forum Cuppedinis)। এখানে সব ধরনের পণ্য বিক্রি হত। এছাড়া অন্তত আরও চারটি বিশাল বিশাল বাজার ছিল যারা বিশেষ বিশেষ পণ্যের জন্য বিখ্যাত ছিল।  যথা - গবাদি পশু, মদ, মাছ, ভেষজ ও সবজি। স্বভাবতই এইসব বাজারগুলিতে যানবাহনের চলাচল খুবই বেশি ছিল। রোম নগরীর সর্ববৃহৎ বাজারটি 'ফোরাম রোমানাস' নামে পরিচিত ছিল। সমস্ত বাণিজ্যিক নগরগুলি ছিল স্থলপথ ও জলপথের সঙ্গে যুক্ত। স্থলপথের তুলনায় জলপথে রোমান বাণিজ্যের পরিমাণ ছিল অনেক বেশি। সমুদ্রপথের প্রধান রুটের অন্যতম ছিল ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর। সেসময় রোমানরা সড়ক পথের প্রভূত উন্নয়ন করেছিল।

৩৮) প্রাচীন রোমের বড় বাজারকে বলা হত -

a) ফোরাম কুপ্পেডিনিস b) ফোরাম রোমানাস
c) ফোরাম অ্যাডিয়াটিক d) মেনস্যারাই

৩৯) 'ফোরাম রোমানাস' হল -

a) ক্ষুদ্র বাজার b) সর্ববৃহৎ বাজার 
c) মাঝারি বাজার d) দাস বাজার

৪০) ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর প্রাচীন রোমের পরিবহন ব্যবস্থায় কী ভূমিকা পালন করেছিল?

a) সমুদ্রপথের প্রধান রুটের অন্যতম ছিল
b) স্থলপথের প্রধান রুটের অন্যতম ছিল
c) সমস্ত বাণিজ্যিক নগরগুলি এই পথে যুক্ত ছিল
d) a ও b উভয়ই সঠিক
-----------xx---------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...