Sample OMR SHEET for Class XI
ওরিজিনাল OMR SHEET ডাউনলোড করতে NOTIFICATION এর নিচে👇যান
Sample OMR SHEET for Class XI |
Sample OMR SHEET for Class XI,WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION
VIDYASAGAR BHAVAN9/2, BLOCK-DJ, SECTOR-II, SALTLAKE
KOLKATA - 700091
No.: L/PR/302/2024 Dated: 05/08/2024
NOTIFICATION
দৃষ্টি আকর্ষণ করুন: পরিষদের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীরা
প্রতিষ্ঠানের প্রধানের সাথে "সেমিস্টার সিস্টেমের বাস্তবায়ন" বিষয়ে সংবেদনশীল বৈঠকের আলোচনা অনুসারে, নিম্নস্বাক্ষরকারী ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ব্যবহার করার জন্য OMR-এর নমুনা আপলোড করতে পেরে খুশি।
সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদেরকে অনুরোধ করা হচ্ছে, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় কোনো সমস্যায় না পড়ে সেজন্য সেপ্টেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিতব্য প্রথম সেমিস্টার পরীক্ষার সময় থেকেই তাঁরা যেন OMR SHEET ব্যবহারের ব্যবস্থা করেন, যাতে তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা OMR SHEET এবং সেই সংক্রান্ত নির্দেশাবলী ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারে।
সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদেরকে অনুরোধ করা হচ্ছে, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় কোনো সমস্যায় না পড়ে সেজন্য সেপ্টেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিতব্য প্রথম সেমিস্টার পরীক্ষার সময় থেকেই তাঁরা যেন OMR SHEET ব্যবহারের ব্যবস্থা করেন, যাতে তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা OMR SHEET এবং সেই সংক্রান্ত নির্দেশাবলী ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারে।
বি ০৫/০৮/২০২৪
প্রফেসর (ড.) চিরঞ্জীব ভট্টাচার্য
রাষ্ট্রপতি
W.B. কাউন্সিল অফ এইচ.এস. শিক্ষা
Attention: All the Head of Institutions and students under the purview of the Council
As per the discussion in the Sensitisation Meeting on "Implementation of Semester System" with the Head of the Institutions, the undersigned is pleased to upload the sample of OMR to be used in Semester III examination in September, 2025.All the Head of the Institutions are requested to go through the sample OMR & instructions to acclimatize their students in using the OMR from the very beginning of Semester I examination to be held in September, 2024, so that they do not face any trouble in their Semester III examination.
B 05/08/2024
Prof. (Dr.) Chiranjib Bhattacharjee
President
W.B. Council of H.S. Education
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন