দশম শ্রেণি। ইতিহাস। দ্বিতীয় অভিক্ষা - ২০২৪
বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল
ইতিহাস / দশম শ্রেণি / দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন / ২০২৪
পূর্ণমান - ৪০
১. সঠিক উত্তর নির্বাচন করো। ১ x ১০ = ১০
১.১. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে মহামারীর মত ভীতিকর মনে করতেন কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) বীর সভারকারগ) কালীপ্রসন্ন সিংহ ঘ) কবি মির্জা গালিব
১.২. ‘সভা সমিতির যুগ’ শব্দবন্ধটি কে ব্যবহার করেছিলেন?
ক) দাদাভাই নওরোজি খ) ডক্টর অনিল শীলগ) গোপাল হরি দেশমুখ ঘ) রাজনারায়ণ বসু
১.৩. ‘একদিন ভারতে গণজাগরণ ঘটবে, যখন ভারতীয় শূদ্ররাই শাসন করবেন।’ কে বলেছেন?
ক) স্বামী বিবেকানন্দ খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) নবগোপাল মিত্র
১.৪. ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয় কাকে? -
ক) ইয়োহানেস গুটেনবার্গ খ) চার্লস উইলকিনসগ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ঘ) পঞ্চানন কর্মকার
১.৫. আধুনিক বাংলা মুদ্রণ প্রকাশনার সূচনা হয় কত সালে? -
ক) ১৯৩৫ খ) ১৮৪৭গ) ১৮৩৯ ঘ) ১৮৫৫
১.৬. ‘টাটা আয়রন এন্ড স্টিল কম্পানি’ (TISCO) প্রতিষ্ঠা করেন কে? -
ক) শিবচন্দ্র নন্দি। খ) জামশেদজি টাটাগ) তারকনাথ পালিত। ঘ) মহেন্দ্রলাল সরকার
১.৭. ‘শান্তিনিকেতন ইজ ইন্ডিয়া’ - কে বলেছেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জগদীশচন্দ্র বসুগ) রাজা সুবোধচন্দ্র মল্লিক। ঘ) মহাত্মা গান্ধী
১.৮. ‘তিন কাঠিয়া প্রথা’ সরকার কত সালে তুলে দেন?
ক) ১৮৫৫ খ) ১৮৫৭গ) ১৯১৮ ঘ) ১৯২০
১.৯. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে একজন শ্রমিক নেতা হলেন?
ক) মুজাফফর আহমেদ খ) ফজলুল হকগ) লিয়াকাত হোসেন ঘ) এস এ ডাঙ্গে
১.১০. ‘ক্রিপস প্রস্তাব’কে সমর্থন করেছিলেন -
ক) জাতীয় কংগ্রেস খ) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াগ) মুসলিম লীগ ঘ) হিন্দুস্থান শ্রমিক কৃষক দল
খ বিভাগ
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬
উপবিভাগ - ২.১
২.১. একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ভারতের প্রথম ভাইসরয়য় কে ছিলেন?২.১.২. ‘শ্বেতাঙ্গ বিদ্রোহ’ কী?
উপবিভাগ - ২.২
২.২ সত্য মিথ্যা নির্নয় করো :
২.২.১. আধুনিক বাংলা বই ব্যবসায় প্রথম পথপ্রদর্শক হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।২.২.২. ‘মাতৃমঙ্গল সমিতি’ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উপবিভাগ - ২.৩
২.৩. নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৩.১ বামপন্থীরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে সংযোগ রক্ষা এবং কৃষক আন্দোলনকে গোপনে সমর্থন করেছিলেন - কারণ,ব্যাখ্যা - ১ : জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য।
ব্যাখ্যা - ২ : জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য।
ব্যাখ্যা - ৩ : বামপন্থীরা কংগ্রেসের মধ্যে থেকে বামপন্থী সংগঠনকে শক্তিশালী করার জন্য।
২.৩.২ বিবৃৃতি : ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থীরা যোগ না দেওয়ার কারণ,
ব্যাখ্যা - ১ : দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি ও ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী হওয়ার সম্ভাবনার কারণে।
ব্যাখ্যা - ২ : বামপন্থীরা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন।
ব্যাখ্যা - ৩ : গান্ধীজীর সঙ্গে বামপন্থীদের মতাদর্শ গত বিরোধ ছিল।
গ বিভাগ
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ( ৪ টি) ২ x ৪ = ৮
৩.১. ‘জমিদার সভা’র দুটি উদ্দেশ্য লেখো?৩.২. কলকাতার প্রথম বেসরকারি মুদ্রণ যন্ত্র কে প্রতিষ্ঠা করেন? এই মুদ্রণ যন্ত্র থেকে ছাপা প্রথম সংবাদপত্রের নাম কী ছিল?
৩.৩. রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার দুটি দিক ছিল। একটি তাত্ত্বিক, অন্যটি ব্যবহারিক। ব্যবহারিক দিক বাস্তবায়িত করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেনতা দু চার কথায় লেখো।
৩.৪. বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল?
৩.৫. ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনে কমিউনিস্টরা যোগ দিতে চাননি কেন?
ঘ বিভাগ
৪. সাত-আট বাক্যে উত্তর দাও : ( ২ টি) ৪ x ২ = ৮
৪.১. ‘হিন্দু মেলা’র চারটি উদ্দেশ্য ও চারটি সীমাবদ্ধতা লেখো।৪.২. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ কে কী উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন?
৪.২. কে কত সালে ‘কৃষক প্রজা পার্টি’ গড়ে তোলেন? এই দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?।
ঙ বিভাগ
৫. পনের ষোল বাক্যে উত্তর দাও : ( ১ টি) ৮ x ১ = ৮
৫.১. ভারতে জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ গ্রন্থের গুরুত্ব কতটা?৫.২. রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছিলেন কেন?
৫.৩. ভারতে বামপন্থী আন্দোলন গড়ে ওঠার গুরুত্ব ব্যাখ্যা করো।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন