একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার -২০২৫
![]() |
একাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। প্রথম সেমিস্টার - ২০২৫ |
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
বিষয় : ইতিহাস
সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০
প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও।
ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৬ = ৮
১) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় — ১/১
A) ইবন বততাকে, B) থুকিডিডিসকে C) লিওপোল্ড ভন ব্যাঙ্কেকে D) কলহানকে।
২) জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রীক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ২/১
A) স্লাভিক গোষ্ঠী,
B) উরালিক গোষ্ঠী
C) ইন্দো-ইউরোপীয় গোষ্ঠী
D) না-ডেনে গোষ্ঠী।
৩) ‘পেলোপনেসীয় যুদ্ধ’ গ্রন্থটি কার লেখা? ২/১৩
A) অ্যারিস্টোটল, B) থুকিডিডিস,
C) নিরো, D) প্লেটো
৪) ‘হেলেনীয় সভ্যতা’ বলা হয় কোন সভ্যতাকে? ৩/১
A) মিশরীয় সভ্যতাকে, B) সুমেরীয় সভ্যতাকে,
C) গ্রিক সভ্যতাকে, D) মেসোপটেমিয়া সভ্যতাকে।
৫) জনপদ বলতে বোঝায় —৩/২
A) কোন উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা।
B) ছোট ছোট জায়গায় থাকা অনেক জনতা।
C) অনেক পরিবার একসাথে যখন থাকে।
D) জনসংখ্যা যেখানে অনেক বেশি হয়।
৬) মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? ৩/৩
A) ২০ টি, B) ২৫ টি
C) ৩০ টি, D) ৩৫ টি
৭) দুটি অরাজনৈতিক মহাজনপদের নাম হল --
A) কাশী ও কোশল B) বৎস ও মৎস্য
C) কুরু ও পঞ্চাল D) বৃজি ও মল্ল
৮) কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেন?
A) আকবর B) কাফি খাঁ
C) শাহজাহান D) বাণভট্ট।
খ) শূন্যস্থান পূরণ কর। ১×৮ = ৮
৯) স্পার্টার ম্যাজিস্ট্রেটদের বলা হত________। ১/২
A) ইফর,B) একলেজিয়া C) অ্যাগোরা D) অ্যাপেলা।
৮) আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন_______যুদ্ধে। ২/২
A) চেরোনিয়ার, B) হিদাসপিসের, C) কার্থেজ, D) পিউনিক।
১০) রোমান সমাজ অভিজাতক শ্রেণি,________, দাস শ্রেণি—এই তিনটি ভাগে বিভক্ত ছিল। ২/৩
A) কারিগর শ্রেণি,
B) সাধারণ স্বাধীন নাগরিক,
C) কৃষক শ্রেণি,
D) বণিক শ্রেণি।
১১) খ্রিস্টপূর্ব ২৭ অব্দে________যুগের অবসান হয়। ২/১৪
A) প্রজাতন্ত্র, B) অভিজাতন্ত্র,
C) রাজতন্ত্র, D) একনায়কতন্ত্র।
১২) খ্রিস্টীয় দশম শতকে সেলজুক তুর্কিরা এসেছিলেন______থেকে। ২/১৫
A) রোম, B) মিশর,
C) আফ্রিকা, D) মধ্য এশিয়া ও দক্ষিণপূর্ব রাশিয়া।
১৩) ‘পলিস’ শব্দটি_________নামেও পরিচিত। ৩/৪
A) সিটি, B) স্টেট,
C) সিটি স্টেট, D) প্রভিন্স।
১৪) বৌদ্ধ ধর্মের ‘কনস্ট্যান্ট আইন’ বলা হয়________কে? ৩/৫
A) সম্রাট অশোক, B) সম্রাট বিম্বিসার
C) অজাত শত্রু, D) গৌতম বুদ্ধ।
১৫) অটোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম ছিল_______। ৩/৬
A) শিন্টো ধর্ম, B) বৌদ্ধ ধর্ম,
C) খ্রিস্টান ধর্ম, D) ইসলাম ধর্ম।
গ) সত্য মিথ্যা নির্ণয় কর। ১×৪ = ৪
১৬) সুমেরীয়রা প্রথম উদ্ভাবন করেছিল — ১/৩
ক) লিখন পদ্ধতি, খ) মুদ্রা অর্থনীতি, গ) পাটিগণিত ও জ্যামিতি, ঘ) নগর ও সাম্রাজ্য।
বিকল্পসমূহ :
A) খ,ই,ঘ সত্য ক মিথ্যা
B) ই, ঘ সত্য এবং ক, খ মিথ্যা
C) ক, খ সঠিক এবং গ ঘ মিথ্যা
D) সবকটি সঠিক।
১৭) অগাস্টাস যে সকল নামে পরিচিত ছিলেন — ২/৪
i) অক্টাভিয়ান
ii) দ্বিতীয় কনসাল
iii) সম্রাট তন্ত্রের অনুরূপ
iv) প্রিন্সেপস
বিকল্পসমূহ :
A) i, iv সত্য, এবং ii, iii মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, iii সত্য এবং ii, iv মিথ্যা
D) iv সত্য, এবং i, ii, iii মিথ্যা
১৮) বাবর যে যুদ্ধগুলিতে জয়লাভ করেছিলেন সেগুলি হল — ৩/৭
i) পানিপথের প্রথম যুদ্ধ,
ii) পানিপথের তৃতীয় যুদ্ধ,
iii) ঘর্ঘরার যুদ্ধ,
iv) খানুয়ার যুদ্ধ
বিকল্পসমূহ :
A) i, ii সঠিক এবং ii, iv ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) i, iii, iv সঠিক এবং ii ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।
১৯) স্পার্টার সমাজে ছিল — ৩/৮
i) হেলট, ii) পেরিওকয়,
iii) পেট্রিশিয়ান, iv) স্পার্টান।
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল ।
D) i, ii, iv সঠিক এবং iii ভুল।
ঘ) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১×২ = ২
২০) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(1) | হাত কুঠার ও চেরা কুঠার | i) | নব্য প্রস্তর যুগ |
(2) | কৃষির অগ্রগতি | ii) | প্রাচীন প্রস্তর যুগ |
(3) | ব্রোঞ্জ ও টিনের হাতিয়ার | iii) | মধ্য প্রস্তর যুগ |
(4) | ক্ষুদ্রাশ্মীয় ও মিশ্র আয়ুধ | iv) | কাম্র প্রস্তর যুগ |
A) 1 - ii, 2 - i, 3 - iv 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - ii, 3 - i, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
২১) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(1) | সূর্য দেবতা | i) | জুটার্না |
(2) | জলের দেবী | ii) | মিনার্ভা |
(3) | শিক্ষা ও জ্ঞানের দেবী | iii) | স্যাটার্ন |
(4) | কৃষির দেবতা | iv) | জুপিটার |
A) 1 - ii, 2 - i, 3 - iv 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - i, 3 - ii, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
ঙ) ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ১×৩ = ৩
২২) পর্যায়ক্রমে ইতিহাসের যুগ গুলি হল — ১/৫
A) লৌহ যুগ - তাম্র প্রস্তর যুগ - নব্য প্রস্তর যুগ
B) কামরূপ প্রস্তর যুগ - নব্য প্রস্তর যুগ - লৌহ যুগ
C) নব্য প্রস্তর যুগ - তাম্র প্রস্তর যুগ - লৌহ যুগ
D) লৌহ যুগ - নব্য প্রস্তর যুগ - তাম্র প্রস্তর যুগ।
২৩) পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও। ২/৬
i) আলেকজান্ডার ভারত অভিমুখে অগ্রসর হন।
ii) হেদাস্পিসের যুদ্ধে আলেকজান্ডার-এর কাছে পুরো পরাজিত হন।
iii) দ্বিতীয় ফিলিম দুর্বল গ্রীক নগর রাষ্ট্রগুলিকে বশীভূত করেন।
iv) আই-গাইকে রাজধানী করে মেসিডন রাজ্যের সূচনা হয়।
বিকল্পসমূহ :
A) i - ii - iii - iv
B) iii - i - ii - iv
C) iv - iii - i - ii
D) iii - iv - i - ii
২৪) নিচের ঐতিহাসিক ঘটনাবলীর ঘটনাক্রম হলো —৩/৯
ক) আর্যরা ভারতে প্রবেশ করে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি গড়ে তোলে।
খ) চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন।
গ) জনপদ থেকে মহাজনপদের উত্থান ঘটে।
ঘ) সিরিয়ার রাজা প্রথম অ্যান্টি কাপ মগধের রাজসভায় ডাইমাকাস নামে একজন দূত প্রেরণ করেন।
A) ক - খ - গ - ঘ
B) ক - গ - খ - ঘ
C) গ - খ - ক - ঘ
D) ঘ - ক - খ - গ
চ) নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও। ১×২ = ২
২৫) প্রাচীন যুগের বিভাজন : ১/৬
A) তাম্রাশ্মীয় যুগের ইতিহাস, c ইতিহাসের যুগ
B) প্রাক ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ
C) ঐতিহাসিক যুগ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ
D) লৌহ যুগ প্রাক ঐতিহাসিক যুগ
২৬) নিচের বক্তব্যগুলি কোন্ শাসকের রাজত্বকালকে নির্দেশ করছে? ২/৭
A) জুলিয়াস সিজার B) অগাষ্টস সিজার
C) ক্যালিগুলা D) ক্লাদিয়াস
২৭) নিচের কোন ডায়াগ্রাম থেকে মৌর্য শাসনব্যবস্থার কাঠামো সঠিকভাবে জানা যাচ্ছে? ৩/১৫
C) C ডায়াগ্রাম থেকে, D) D ডায়াগ্রাম থেকে
ছ) বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর। ১×২ = ২
২৮) বিবৃতি : প্রাগৈতিহাসিক যুগকে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগে বিভাজিত করা হয়েছে। ১/৭
ব্যাখ্যা (A) হাতিয়ারের ভিত্তিতে বিভাজন করা হয়।
ব্যাখ্যা (B) ধাতুর ভিত্তিতে বিভাজন করা হয়।
ব্যাখ্যা (C) লিপির ভিত্তিতে বিভাজন করা হয়।
ব্যাখ্যা (D) গুহাচিত্রের ভিত্তিতে বিভাজন করা হয়।
২৯) বিবৃতি : সম্রাট কনস্টান্টাইন খ্যাত হন ‘কনস্ট্যানটাইন দ্য গ্রেট’ নামে। ২/৮
ব্যাখ্যা (A) : কনস্টান্টাইন প্রশাসনকে নতুনভাবে সাজান।
ব্যাখ্যা (B) : কনস্টান্টাইন পানোনিয়ার যুদ্ধ ও অ্যাড্রিয়ানোপলের যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করে পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্যকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং বিচ্ছিন্ন সাম্রাজ্যকে পুনরায় ঐক্যবদ্ধ করেন।
ব্যাখ্যা (C) : নিরাপদ স্থানে নতুন রাজধানী স্থানান্তর করেন।
ব্যাখ্যা (D) : কনস্টান্টাইন খ্রিস্টান ধর্মের দীক্ষিত হয়েছিলেন।
জ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। ১×৩ = ৩
৩০) ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। এই উদ্দেশ্যে ইউরোপীয় রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা শুরু করে। জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ইন্সেন্ট স্মিথ এজাতীয় ইতিহাস চর্চায় ব্রতী হন। ১/৮
প্রশ্ন : এখানে কোন ধরনের ইতিহাস চর্চার কথা বলা হয়েছে?
বিকল্পসমূহ :
A) মার্কসবাদী ইতিহাস চর্চা,
B) জাতীয়তাবাদী ইতিহাস চর্চা,
C) নিম্নবর্গীয় ইতিহাস চর্চা,
D) সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা।
৩১) ইনি ছিলেন প্রেসের মাইদি উপজাতিভুক্ত মানুষ। তিনি প্রাথমিক জীবনে রোমান সেনাবাহিনীতে যুক্ত থাকলেও পরে যুদ্ধবন্দী হয়ে গ্লাডিয়েটর হিসেবে বিক্রি হয়ে যান। তার নেতৃত্বেই ৭৩ খ্রিস্টপূর্বাব্দে রোমের তৃতীয় দেশ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ২/৯
প্রশ্ন : এখানে কোন ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে?
A) স্পার্টাকাস, B) ইউনাস
C) ট্রাইফন, D) ব্যাসিলিয়াস।
৩২) মুঘল সম্রাট আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম এই ব্যক্তি ছিলেন উত্তর ভারতের উচ্চাঙ্গ সংগীতের গুরুত্বপূর্ণ মহারথী। তার পূর্ব নাম সম্ভবত রামতনু মিশ্র বা রামতনু পান্ডে। এই কালজয়ী সংগীতজ্ঞ জন্ম দিয়েছিলেন বহু বিখ্যাত রাগ রাগিনী।
প্রশ্ন : এই মহান সংগীতজ্ঞের নাম কী? ৩/১০
A) মান সিংহ, B) ফৈজি
C) মানসিংহ, D) তানসেন।
ঝ) বেমানান শব্দটি নির্বাচন করো। ১×৪ = ৪
৩৩) নিম্নবর্গের ইতিহাস নিয়ে কে গবেষণা করেননি? ১/৯
A) ডক্টর রনজিত গুহ
B) গৌতম ভদ্র
C) রজনীপাম দত্ত
D) জ্ঞানেন্দ্র পান্ডে।
৩৪) নিম্নলিখিত সম্রাটদের মধ্যে স্লেবিয়ান বংশের শাসক ছিলেন না — ২/১০
A) ট্রাজান, B) টাইটাস,
C) ডোমিসিয়ান, D) ভেসপাসিয়ান
৩৫) নীচের কোনটি চল আমলের গ্রাম সমিতি বা পরিষদের মধ্যে পড়ে না — ৩/১১
A) ঊর, B) সভা,
C) নগরম্, D) মন্ডলম।
৩৬) মহাজনপদগুলির মধ্যে কোনটি বেমানান — ৩/১২
A) কাশী, B) কোশল,
C) বৃজি, D) অঙ্গ।
ঞ) বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ১×৬ = ৫
৩৭) বিবৃতি -১ : এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিষেণ।
বিবৃতি - ২ : হরিষেণ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন।১/১০
বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী।
B) বিবৃতি ১ হল বিবৃতি ২ সঠিক কারণ।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ — একে অপরের থেকে আলাদা।
৩৮) বিবৃতি ১ : রোমান সম্রাট অগাস্টাসের আমলকে বলা হয় ‘প্যাক্স রোমানা’।
বিবৃতি ২ : অগাস্টাস এর রাজত্বকালে রোমে রাজনৈতিক স্থিতি ও আর্থিক সমৃদ্ধি বজায় ছিল। ২/১১
বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী।
B) বিবৃতি ২ হল বিবৃতি ১ সঠিক কারণ।
C) বিবৃতি এক সঠিক, কিন্তু বিবৃতি দুই ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ — একে অপরের থেকে আলাদা।
৩৯) বিবৃতি ১ : খ্রিস্টান ধর্ম কালক্রমে রোমের ‘রাষ্ট্রীয় ধর্ম’ হিসেবে স্বীকৃতি পায়।
বিবৃতি ২ : সম্রাট জাস্টিনিয়ান খ্রিস্ট ধর্মকে ‘রাষ্ট্রীয় ধর্মে’র স্বীকৃতি প্রদান করেছিলেন। ২/১২
বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী।
B) বিবৃতি ২ হলো বিবৃতি ১-এর সঠিক কারণ।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ পরস্পর আলাদা।
৪০) বিবৃতি ১ : সম্রাট শাহজাহানকে স্থাপত্যের রাজকুমার বলা হয়।
বিবৃতি ২ : সম্রাট শাহজাহান স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন তাজমহল। ৩/১৩
বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হলো বিবৃতি ১-এর বিরোধী।
B) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২-এর মধ্যে কোন সম্পর্ক নেই।
--------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন