সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫

Class 11 History Questions First Semester - 2025,একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫
একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)

বিষয় : ইতিহাস

সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০

ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৬ = ৮

১) ইতিহাসের জনক বলা হয় — ১/১

A) ইবন বতুতাকে, B) থুকিডিডিসকে C) লিওপোল্ড ভন ব্যাঙ্কেকে D) হেরোডোটাস

২) হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? ২/১

A) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে,
B) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে
C) ৪২৩ খ্রিস্টপূর্বাব্দে
D) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে।

৩) ভারতবর্ষে ‘দাস’ বলতে কাদের বোঝানো হত? ২/২

A) ব্রাহ্মণদের, B) ক্ষত্রিয়দের,
C) বৈশ্যদের, D) শূদ্রদের

৪) প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটে? ৩/১ (’২০)

A) পাকিস্তানে, B) গ্রিসে,
C) রাশিয়ায়, D)  পারস্যে আজকে।

৫) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে ক-টি গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো —৩/২ (’১৭)

A) মগধ, B) মল্ল।
C) গান্ধার, D) অবন্তী।

৬)  রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হত— ৩/৩ (’১৫)

A) প্লেবিয়ান, B) প্যাট্রিশিয়ান
C) ক্রীতদাস, D) অ্যাট্রিসিয়ান

৭)  সুলতান মাহমুদের সভাকবি ছিলেন -- ১/২ (

A) এনায়েত খান B) সুজন রাই ক্ষত্রি
C) কবি ফেরদৌসি D) বাদায়ুনি

৮) কোন মুঘল সম্রাটকে স্থাপত্যের রাজকুমার বলা হয়? ৩/৪

A) আকবর B) জাহাঙ্গীরকে
C) শাহজাহানকে D) হুমায়ুনকে

খ) শূন্যস্থান পূরণ কর। ১×৮ = ৮

৯)  কুমরের চাকার ব্যবহার শুরু হয়________যুগে। ১/৩

A) নব্য প্রস্তর,B) মধ্যপ্রস্তর C) প্রাচীন প্রস্তর D) তাম্র প্রস্তর।

১০) আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন_______যুদ্ধে। ২/৩

A) চেরোনিয়ার, B) হিদাসপিসের, C) কার্থেজ, D) পিউনিক।

১১)  ৪৭৬ খ্রিস্টাব্দে________সাম্রাজ্যের পতন ঘটেছিল। ২/৪

A) দক্ষিণ রোমান, B)  পশ্চিম রোমান,
C) পূর্ব রোমান, D) উত্তর রোমান।

১২)  প্রথম দাস বিদ্রোহ __________ শুরু হয়। ২/৫

A) ১৩৫ খ্রিস্টপূর্বাব্দে, B) ১৪২ খ্রিষ্টপূর্বাব্দে,
C) ১২৭ খ্রিস্টপূর্বাব্দে, D) ১২২ খ্রিস্টপূর্বাব্দে।

১৩)  ‘বেদুইন’ নামে পরিচিত ছিল______। ২/৬

A) ইহুদিরা, B) আরবরা,
C) মিশরীয়রা, D) রোমানরা।

১৪) মহাজনপদের শাসকরা কৃষকদের কাছ থেকে_________নামে পর আদায় করতেন। ৩/৫

A) বলি, B) ভাগ,
C) করহ, D) পাণি।

১৫)  ভারতীয়________সাম্রাজ্যের অর্থনীতিতে ‘পোতিন’ নামক ধাতব মুদ্রার উল্লেখ পাওয়া যায়। ৩/৬

A) সাতবাহন, B) গুপ্ত
C) মৌর্য, D) কুষাণ।

১৬) অটোমান  প্রদেশে ইয়ালেত (Eyalet)-এর শাসনকর্তা বেলারবের অর্থ হল_______। ৩/৭

A) প্রভুদের প্রভু, B) খলিফাদের প্রধান,
C) উলেমাদের প্রভু, D) জগতের প্রভু।

গ) সত্য মিথ্যা নির্ণয় কর। ১×৪ = ৪

১৭)  ভারতীয় বিদ্যার বিশ্বকোষ (Encyclopedia) নামে পরিচিত কোরআন হল — ১/৪

ক) বায়ুপুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ,
খ) বিষ্ণুপুরাণ, 
গ) ভাগবত পুরান ও ব্রহ্মবৈবর্ত পুরাণ, 
ঘ) অগ্নিপুরাণ।
বিকল্পসমূহ :
A) ক, গ, সত্য খ, ঘ মিথ্যা 
B) ক, খ সত্য এবং গ, ঘ মিথ্যা
C) ক সঠিক এবং খ, গ, ঘ মিথ্যা 
D) ঘ সঠিক এবং ক,খ, গ মিথ্যা

১৮) টিউটনরা অন্তর্ভুক্ত ছিল যেসকল গোষ্ঠীতে তা পরিচিত ছিল — ২/৭

i) গথ, ii) ভ্যান্ডাল
iii) স্যাক্সন, iv) লোম্বার্ড
বিকল্পসমূহ :
A) i, ii, iii সত্য, এবং iv মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, ii সত্য এবং iii, iv মিথ্যা
D) সবকটি সঠিক

১৯)  প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল — ৩/৮ (’১৪)

i) মগধ সাম্রাজ্যের উত্থান,
ii)  রামায়ণ ও মহাভারতের রচনা,
iii) জনপদের উত্থান,
iv) মহাজনপদের উত্থান।
বিকল্পসমূহ :
A) i, iv সঠিক এবং ii, iii ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) ii, iii, iv সঠিক এবং i ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।

২০) চোল রাজাদের রাজধানী ছিল — ৩/৯

i) তাঞ্জোর, ii) কাঞ্চীপুরম,
iii) গঙ্গাইকোন্ড চোলপুরম, iv) পাটলীপুত্র।
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল
D) iv সঠিক এবং i, ii, iii ভুল।

ঘ) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১×২ = ২ 

২১) স্তম্ভ - A
স্তম্ভ - B
(1)  ইউনাস i) দ্বিতীয় দাস বিদ্রোহ
(2) স্পার্টাকাস ii) প্রথম দাস বিদ্রোহ
(3) ভার্নি iii)  জন্মসূত্রে ক্রীতদাস
(4) ট্রাইফন iv) তৃতীয় দাস বিদ্রোহ
বিকল্পসমূহ : ২/৮
A) 1 - i, 2 - ii, 3 - iii 4 - iv
B) 1 - iii, 2 - i, 3 - iv, 4 ii
C) 1 - ii, 2 - iv, 3 - iii, 4 - i
D) 1 - iv, 2 - ii, 3 - iii, 4 - i
২২) স্তম্ভ - A
স্তম্ভ - B
(1) লালকেল্লা i) দ্বিতীয় সেলিম
(2)কাবুলবাগ মসজিদ ii) আকবর
(3) সেলিমীয় মসজিদ iii) শাহজাহান
(4) ইবাদতখানা iv) বাবর
বিকল্পসমূহ : ৩/১০
A) 1 - iii, 2 - ii, 3 - iv 4 - i
B) 1 - ii, 2 - iii, 3 - i, 4 iv
C) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
D) 1 - iii, 2 - iv, 3 - i, 4 - ii

ঙ) ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ১×৩ = ৩

২৩)  ঐতিহাসিক গ্রন্থগুলো সাজাও — ১/৫

১) আবুল ফজল ‘আকবরনামা’ গ্রন্থটি রচনা করেন। 
২) ‘তবাকৎ-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা মিনহাজ উস সিরাজ। ৩) মহম্মদ ইসামি পারসিক ভাষায় রচনা করেন ‘ফুতুহ উস সারাদিন’।
৪) ‘তারিখ-ই-ফিরোজশাহী’র রচয়িতা জিয়াউদ্দিন বরনি।
বিকল্পসমূহ :
A) ১ - ২ - ৩ - ৪
B) ৩ - ৪ - ১ - ২
C) ২ - ৩ - ৪ - ১
D) ২ - ৩ - ১ - ৪

২৪) পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও। ২/৯

i)  খৃষ্টপূর্ব ৪৭ অব্দে সিজার রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন।
ii)  খ্রিস্টপূর্ব ৪৮ অব্দে রোমে সিজারের একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়।
iii) ব্রুটাস এবং ক্যাসিয়াসের ষড়যন্ত্রে সিজার মারা যান।
iv) জুলিয়াস সিজার পো নদীর উপত্যকায় অবস্থিত গল দেশ রোমান সাম্রাজ্যভুক্ত করেন।
বিকল্পসমূহ :
A) i - ii - ii - iii
B) i - iv - ii - iii
C) iv - ii - i - iii
D) i - ii- iii - iv

২৫) নিচের ঐতিহাসিক ঘটনাবলীর ঘটনাক্রম হলো —৩/১১

ক) পানিপথের প্রথম যুদ্ধ - পানিপথের দ্বিতীয় যুদ্ধ -খানুয়ার যুদ্ধ - হলদিঘাটের যুদ্ধ।
খ)  পানিপথের প্রথম যুদ্ধ - হলদিঘাটের যুদ্ধ - পানিপথের দ্বিতীয় যুদ্ধ - খানুয়ার যুদ্ধ।
গ)  পানিপথের প্রথম যুদ্ধ - খানুয়ার যুদ্ধ - পানিপথের দ্বিতীয় যুদ্ধ - হলদিঘাটের যুদ্ধ।
ঘ)  খানুয়ার যুদ্ধ - পানিপথের প্রথম যুদ্ধ - হলদিঘাটের যুদ্ধ - পানিপথের দ্বিতীয় যুদ্ধ।
সঠিক ক্রম হল :
A) ক,  B) খ C) D) ঘ

চ) নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও। ১×২ = ২

২৬) সঠিক ভেনচিত্রটি নির্ণয় করো : ১/৬

বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ, নামালিঙ্গানুশাসন :
বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ নামালিঙ্গানুশাসন
বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ নামালিঙ্গানুশাসন
বিকল্পসমূহ :
A) সঠিক, B) সঠিক
C) সঠিক, D) সঠিক

২৭) দাস বিদ্রোহের নেতা ? ২/১০

Class 11 History Questions First Semester - 2025,একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫
দাস বিদ্রোহের নেতা
বিকল্পসমূহ :
A) ক - ক্রাসাস, খ - ইউনাস
B) ক - ইউনাস, খ - স্পার্টাকাস
C) ক - সেনেকা খ - থিওফ্রেসটাস 
D) ডায়োক্লেসিয়ান খ - ক্রাসাস

২৮) নিচের ডায়াগ্রাম থেকে আকবরের রাজসভার নবরত্নকে খুঁজে বার করো  ৩/১২

Class 11 History Questions First Semester - 2025,একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫
আকবরের রাজসভার নবরত্ন
বিকল্পসমূহ :
A) আবুল ফজল, B) ইবন বতুতা
C) বৈরাম খান, D) বদায়ুনি

ছ) বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর। ১×২ = ২

২৯) বিবৃতি :  নব্য প্রস্তর যুগকে ‘বিপ্লব’ বলা হয়। ১/৭

ব্যাখ্যা (A) কারণ, কাঠের লাঙ্গলে তামার ফলা ব্যবহার করা হয়েছিল।
ব্যাখ্যা (B)  কারণ, কৃষিকাজ, পশু পালন, স্থায়ী বসতির সূচনা হয়েছিল
ব্যাখ্যা (C)  কারণ, প্লেস গাড়ির ব্যবহার শুরু হয়েছিল।
ব্যাখ্যা (D)  কারণ, মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল।

৩০) বিবৃতি : অভিজাত ভূস্বামীরা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ২/১১

ব্যাখ্যা (A) : সিজার ভূমিসংস্কারের মাধ্যমে ভূমিহীন শ্রেণীর স্বার্থ রক্ষায় উদ্যোগী হন
ব্যাখ্যা (B) : সিজার প্রজাতন্ত্রের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা (C) :  সিজার গৃহযুদ্ধে জয়লাভ করেছিলেন।
ব্যাখ্যা (D) :  সিজার গন্ধের দখল করতে ব্যর্থ হয়েছিলেন।

জ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। ১×৩ = ৩

৩১) ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা ঘটে এই বিশিষ্ট ব্যক্তির হাত ধরে। ১৯৮২ সালে সাব অল্টন স্টাডিজের প্রথম খন্ড প্রকাশিত ছিল তার খ্যাতির মূল ভিত্তি। পরবর্তীকালে তার পদচিহ্ন অনুসরণ করে পরবর্তীকালে বহু ইতিহাসবিদ নিম্নবর্গের ইতিহাস চর্চায় নিমগ্ন হন। 

প্রশ্ন : এই ব্যক্তির নাম কী ১/৮

A) সুশোভন সরকার
B) ফার্নান্দো ব্রদেল
C) যদুনাথ সরকার
D) রনজিৎ গুহ

৩২) প্রাচীন এই শহরটির নাম কনস্টান্টিনোপল। এটা ‘নতুন রোম’ নামেও পরিচিত। কারণ, ৩০০ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন এবং রাজধানী বলে ঘোষণা করেন। 

প্রশ্ন : এই ঐতিহাসিক শহরটির বর্তমান নাম কী। ২/১২

A) ইতালি, B) ইস্তাম্বুল
C) রোম, D) সিসিলি।

৩৩) ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক। ইনি রুপি নামক রোব্য মুদ্রা ও দাম নামে তাম্র মুদ্রার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়াত ব্যবস্থার তিনিই প্রবর্তক।

প্রশ্ন : এই মহান শাসকের নাম কী? ৩/১৩

A) আকবর, B) ঔরঙ্গজেব 
C) আলাউদ্দিন খলজি, D) শেরশাহ

ঝ) বেমানান শব্দটি নির্বাচন করো। ১×৪ = ৪

৩৪) নিম্নবর্গের ইতিহাস নিয়ে কে গবেষণা করেননি? ১/৯

A) ডক্টর রনজিত গুহ
B) গৌতম ভদ্র
C) রজনীপাম দত্ত
D) জ্ঞানেন্দ্র পান্ডে।

৩৫)  নিম্নলিখিত পোশাকের মধ্যে রোমানরা ব্যবহার করতেন না — ২/১৩

A) জুব্বা, B) টোগা,
C) টিউনিক, D) প্যানুলা।

৩৬) নীচের কোনটি চল আমলের গ্রাম সমিতি বা পরিষদের মধ্যে পড়ে না — ৩/১৪

A) ঊর, B) সভা,
C) নগরম্, D) মন্ডলম

৩৭)  কোন নামটি বেমানান — ৩/১৫

A) বাবর, B) হুমায়ুন,
C) শেরশাহ, D) আকবর।

ঞ) বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ১×৬ = ৫

৩৮) বিবৃতি -১ :  বেদের অপর নাম স্মৃতি।

বিবৃতি - ২ :  মনে করা হয় যে, বেদ প্রথমে লিখিত ছিল না। গুরুশিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হত।১/১০

বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী।
B) বিবৃতি ২ হল বিবৃতি ১ সঠিক কারণ
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ — একে অপরের থেকে আলাদা।

৩৯) বিবৃতি ১ :  অ্যারিস্টোটলের মতে, সন্তান জন্মের সময়ে নির্দিষ্ট হয়ে যায় কে দাসত্ব করবে, আর কে শাসন করবে।

বিবৃতি ২ :  এপিকিউরিয়নদের মতে, কোন মানুষের দাস হওয়া একটা অঘটনমাত্র; তার জন্মের বা প্রকৃতির অলম্ভনীয় পরিণতি নয়। ২/১৪

বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী
B) বিবৃতি ২ হল বিবৃতি ১ সঠিক কারণ।
C) বিবৃতি এক সঠিক, কিন্তু বিবৃতি দুই ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ — একে অপরের থেকে আলাদা।

৪০) বিবৃতি ১ : স্পার্টার পতন অনিবার্য হয়ে পড়ে। 
বিবৃতি ২ : ৭৩-৭১ খ্রিস্টপূর্বে হেলট বিদ্রোহের জন্য। ২/১৫

বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী।
B) বিবৃতি ২ হলো বিবৃতি ১-এর সঠিক কারণ।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ পরস্পর আলাদা।
--------xx-------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...