ইতিহাস এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫
![]() |
ইতিহাস। এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫ |
স্কুল সার্ভিস কমিশন, ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০২৫
SSC History Examination XI-XII - 2025
১) মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয়? ৪ ৩
A) ১৮১৭ খ্রিস্টাব্দে, B) ১৮৬৪ খ্রিস্টাব্দে
C) ১৮৬৫ খ্রিস্টাব্দে, D) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
২) মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল? ৩ ৩
A) বিজয় কথা, B) বৃহৎ কথা
C) জয়সংহিতা, D) বৃহৎসংহিতা।
৩) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ৮
A) জলন্ধর, B) রাজগীর,
C) পাটলিপুত্র, D) বৈশালী।
৪) ‘ভারত ছাড়ো’ আন্দোলনের পরে কোন্ মিশন / কমিশন ভারতে এসেছিল? ৯
A) ক্রিপস মিশন, B) মন্ত্রী (ক্যাবিনেট) মিশন
C) সাইমন কমিশন, D) হান্টার কমিশন।
৫) প্যারিস শান্তি সম্মেলন (১৯১৯)-এ কতগুলি দেশ যোগ দিয়েছিল? ২ ৫
A) ১৮ টি, B) ২০ টি,
C) ২৬ টি, D) ৩২ টি।
৬) শশাঙ্কের রাজধানীর নাম কী? ১ ৬
A) সমতট, B) কর্ণসুবর্ণ,
C) লক্ষণাবতী, D) দিনাজপুর।
৭) কোন্ উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? ৪ ৪
A) গোরা, B) পথের দাবী,
C) দুর্গেশনন্দিনী, D) আনন্দমঠ।
৮) নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের (লালকেল্লার) বিচারের সম্মুখীন হননি? ৫ ৬
A) গুরুদয়াল সিং, B) প্রেম সেহগল
C) মোহন সিং, D) শাহনওয়াজ খান।
৯) গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? ২ ৯
A) চালুক্য, B) পল্লব,
C) গ্রীক, D) হুন।
১০) ১৭৫৭ সালে সিরাজ-উদ-দ্দৌলা কোন্ ব্রিটিশ বাণিজ্যকুঠি আক্রমণ করেছিলেন? ৫ ০
A) ঢাকা, B) কলকাতা,
C) কাশিমবাজার, D) মুর্শিদাবাদ।
১১) শাহজাহান তাঁর কোন ছেলেকে ‘শাহ ইকবাল’ উপাধি দেন? ৫ ৯
A) দারা শিকোহ, B) শাহ সুজা
C) ঔরাঙ্গজেব, D) মুরাদ।
১২) খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? ৪ ৫
A) ১৫২৫ খ্রিস্টাব্দে, B) ১৫২৬ খ্রিস্টাব্দে,
C) ১৫২৭ খ্রিস্টাব্দে, D) ১৫২৮ খ্রিস্টাব্দে।
১৩) বিজয় নগরের কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? ৬ ০
A) হালুয়া, B) তুলুভা,
C) সঙ্গম, D) অরবিডু।
১৪) গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ৫ ৭
A) ১৮৬৩ খ্রিস্টাব্দে, B) ১৮৬৪ খ্রিস্টাব্দে,
C) ১৮৬৫ খ্রিস্টাব্দে, D) ১৮৬৬ খ্রিস্টাব্দে।
১৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটি হল — ২ ১
A) জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য,
B) ইতালির হস্তক্ষেপ,
C) সুয়েজ সংকট,
D) উপরের কোনোটিই নয়।
১৬) কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? ২ ৮
A) ১৮৯১ খ্রিস্টাব্দে, B) ১৮৯৩ খ্রিস্টাব্দে,
C) ১৮৯৫ খ্রিস্টাব্দে, D) ১৮৯৬ খ্রিস্টাব্দে।
১৭) কোন্ কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই দৌত্য করেন? ৪ ০
A) আবুল কালাম আজাদ, B) জহরলাল নেহেরু,
C) জে বি কৃপালনী, D) সি রাজাগোপালাচারি।
১৮) সুখী সাধক নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? ২ ২
A) জালালউদ্দিন খলজি, B) গিয়াসুদ্দিন তুঘলক,
C) ফিরোজ শাহ তুঘলক, D) মোহাম্মদ বিন তুঘলক।
১৯) দিল্লির কোন্ সুলতান দেবগিরিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন? ৪ ২
A) আলাউদ্দিন খিলজী, B) ইব্রাহিম লোদী,
C) মোহাম্মদ বিন তুঘলক, D) কুতুবুদ্দিন আইবক।
২০) ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? ২ ৪
A) নেপোলিয়ন বোনাপার্ট, B) লুই ফিলিপ,
C) দশম চার্লস, D) লই নেপোলিয়ন।
২১) দি ইন্ডিয়ান মুসলমান্স (The Indian Musalmans) গ্রন্থটির লেখক কে? ৫ ৮
A) রমেশচন্দ্র মজুমদার, B) উইলিয়াম উইলসেন হান্টার,
C) সৈয়দ আহমেদ খান, D) ইরফান হাবিব।
২২) মেটারনিক কে ছিলেন? ১ ৭
A) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (চ্যান্সেলর), B) ফ্রান্সের প্রধানমন্ত্রী,
C) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, D) রাশিয়ার যুবরাজ।
২৩) নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়? ২ ৭
A) ধোলাভিরা, B) কালিবঙ্গান,
C) লোথাল, D) হরপ্পা।
২৪) মহাবীরের প্রতীক কী? ৩ ৪
A) গাভী, B) ব্যাঘ্র,
C) সিংহ, D) হস্তি।
২৫) সুলতানি যুগে কোন্ জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? ৫ ৪
A) আয়ুর্বেদ, B) অ্যালোপ্যাথি,
C) হোমিওপ্যাথি, D) ইউনানি।
২৬) দিল্লি সুলতানের ‘প্রকৃত স্থাপয়িতা’ কাকে মনে করা হয়? ৩ ০
A) কুতুবউদ্দিন আইবক, B) বলবন,
C) রাজিয়া, D) ইলতুৎমিস।
২৭) ‘আ নেশন ইন মেকিং’ গ্রন্থটি কার লেখা? ১ ১
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি, B) সুরেন্দ্রনাথ সেন
C) সুরেন্দ্রনাথ ঠাকুর, D) এদের কেউই নন।
২৮) ‘মাজমা উল বাহরেন’ গ্রন্থটির লেখক কে? ১ ০
A) দারা শিকোহ, B) ইবন বতুতা,
C) জিয়াউদ্দিন বারনি, D) গুলবদন বেগম।
২৯) নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফাতেহাবাদে একটি মসজিদ আছে? ১ ৪
A) আকবর, B) বাবর,
C) হুমায়ুন, D) জাহাঙ্গির।
৩০) কোন বছর ‘সারা ভারত মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়? ৫ ১
A) ১৯০৬ সালে, B) ১৯০৮ সালে,
C) ১৯১২ সালে, D) ১৯১৩ সালে।
৩১) বাহমনি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়? ৪ ৯
A) গুলবার্গা থেকে বিদার, B) বিদার থেকে গুলবর্গা,
C) এটি সর্বদা গোলকোন্ডাতেই ছিল D) উপরের কোনোটিই নয়।
৩২) ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন্ শিয়া রাজ্য অধিকার করেন? ৪ ৮
A) জৌনপুর, B) কাঞ্চী,
C) বিজাপুর, D) দৌলতাবাদ।
৩৩) নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? ১ ৮
A) সভা, B) সমিতি,
C) উল, D) নগরম।
৩৪) জার্মানির ঐক্যসাধনে বিসমার্কের কৌশলকে কী বলা হয়? ২ ০
A) কুলটুর ক্যাম্ফ, B) রিয়েলপলিটিক,
C) লেবেনস্রাউম, D) ব্লিৎসক্রিগ।
৩৫) ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল? ৬
A) তামিলনাড়ু, B) অন্ধ্রপ্রদেশ,
C) গুজরাট, D) রাজস্থান।
৩৬) তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দের অর্থ কী?৩ ৬
A) ধ্বংসকারী, B) সাম্রাজ্যের পালনকর্তা,
C) সৈন্য, D) দাস সুলতান।
৩৭) মধ্যযুগে বাংলার কোন্ কবি ‘গুনরাজ খান’ উপাধি পান? ১ ৫
A) আবুল ফজল, B) মালাধর বসু,
C) বৈদিক, D) ইবন বতুতা।
৩৮) নিম্নলিখিতদের মধ্যে কে ‘সোমপ্রকাশ’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ১
A) দয়া নন্দ সরস্বতী, B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
C) রাজা রামমোহন রায়, D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
৩৯) নেপোলিয়ন কার সঙ্গে ‘কনকর্ডাট’ স্বাক্ষর করেন? ৫
A) যার প্রথম আলেকজান্ডার, B) অষ্টাদশ লুই,
C) জোসেফ বোনাপার্ট, D) পোপ সপ্তম পায়াস।
৪০) ১৭৯২ খ্রিস্টাব্দে কাদের মধ্যে ‘শ্রীরঙ্গপত্তনমের চুক্তি’ স্বাক্ষরিত হয়? ৩ ৭
A) বালাজি বাজিরাও এবং ব্রিটিশ, B) টিপু সুলতান এবং ব্রিটিশ,
C) হায়দার আলী এবং ব্রিটিশ, D) রানি লক্ষ্মীবাঈ এবং ব্রিটিশ।
৪১) নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন (উপবাস) পালন করা হয়েছিল? ৪ ৭
A) ১৫ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে,
B) ১৮ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে,
C) ১৬ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে,
D) ২০ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে।
৪২) ১৯৩৬ খ্রিস্টাব্দে কে ‘ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি’ প্রতিষ্ঠা করেন? ৩
A) এম. এ. জিন্নাহ, B) এম. কে. গান্ধী,
C) বি. আর. আম্বেদকর, D) এম. এন. রায়।
৪৩) রানা প্রতাপের পিতার নাম কী? ৩ ৮
A) সংগ্রাম সিংহ, B) রতন সিংহ,
C) জয় সিংহ, D) উদয় সিংহ।
৪৪) ১৯১১ খ্রিস্টাব্দের কোন্ চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল? ৩ ১
A) লুসানের চুক্তি, B) মিলানের চুক্তি,
C) রোমের চুক্তি, D) আঙ্কারার চুক্তি।
৪৫) নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণসেনের সমসাময়িক ছিলেন না? ৫ ৩
A) ধোয়ী, B) জয়দেব,
C) হলায়ুধ মিশ্র, D) কৃত্তিবাস ওঝা।
৪৬) ‘দ্যা সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটি লেখক কে? ৩ ৯
A) জে. জে. রুশো, B) টমাস মোর,
C) ভলতেয়ার, D) মন্তেস্কু।
৪৭) কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচীস্তূপ নির্মিত হয়েছিল? ১ ৩
A) চন্দ্রগুপ্ত মৌর্য, B) বিন্দুসার,
C) অশোক, D) বৃহদ্রথ।
৪৮) নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? ৫ ৫
A) শংকরাচার্য, B) অ্যানি বেসান্ত,
C) স্বামী বিবেকানন্দ, D) বাল গঙ্গাধর তিলক।
৪৯) নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো সীলে উৎকীর্ণ হয়নি? ৪ ১
A) বৃষ, B) হস্তি,
C) অশ্ব, D) মেষ।
৫০) ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? ৪
A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, B) আজাদ হিন্দ ফৌজ,
C) রিভেলিউশনারি পার্টি, D) ফরওয়ার্ড ব্লক।
৫১) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ১ ৯
A) দন্তিদুর্গ, B) অবন্তীবর্মন,
C) প্রথম কৃষ্ণ, D) রুদ্রদামন।
৫২) ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন? ৩ ২
A) আব্বাস তৈয়বজি, B) খান আব্দুল গফফার খান,
C) সি রাজাগোপালাচারী, D) মীরা বেসন।
৫৩) ১৮০০ খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ২
A) ইম্পেরিয়াল ট্রেজারি, B) ব্যাঙ্ক দা ফ্রান্স,
C) প্যারিস ক্রেডিট ব্যুরো, D) ন্যাশনাল রিজার্ভ ব্যাংক।
৫৪) ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি’ (Servent of India Society) কে প্রতিষ্ঠা করেন? ২ ৩
A) সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, B) লালা লাজপত রায়,
C) গোপালকৃষ্ণ গোখলে, D) রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৫) নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? ৩ ৫
A) মোতিলাল নেহেরু, B) সি. আর. দাস,
C) এন. সি. কেলকার, D) রাজেন্দ্র প্রসাদ।
৫৬) ১৮৩০ খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? ৭
A) তৃতীয় নেপোলিয়ন, B) অষ্টাদশ লুই,
C) লুই ফিলিপ, D) মেটারনিখ।
৫৭) কোন্ লেখ থেকে আমরা কোলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? ১ ২
A) আইহোল, B) নাসিক,
C) হাতিগুম্ফা, D) এলাহাবাদ।
৫৮) হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল? ৪ ৬
A) হরপ্পা, B) মহেঞ্জোদারো,
C) লোথাল, D) কালিবঙ্গান।
৫৯) কোন্ বছর আকবার প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? ৫ ২
A) ১৫৬৪ খ্রিস্টাব্দে, B) ১৫৬৫ খ্রিস্টাব্দে,
C) ১৫৬৬ খ্রিস্টাব্দে, D) ১৫৬৭ খ্রিস্টাব্দে।
৬০) কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল? ২ ৬
A) ১৮২৯ এর রেগুলেশন XVII, B) ১৮৩৩-এর XX,
C) ১৮৫৬ এর অ্যাক্ট XV, D) উপরের কোনোটিই নয়।
------------xx-----------
প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও : (SSC এর দেওয়া উত্তর)
প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উত্তর | D | C | D | B | D | B | D | C | D | C |
প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
উত্তর | A | C | B | C | A | B | A | B | C | D |
প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উত্তর | B | A | C | C | D | D | A | A | C | A |
প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
উত্তর | A | C | D | B | B | B | B | B | D | B |
প্রশ্ন | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ | ৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ |
উত্তর | C | C | D | A | D | A | C | D | C | D |
প্রশ্ন | ৫১ | ৫২ | ৫৩ | ৫৪ | ৫৫ | ৫৬ | ৫৭ | ৫৮ | ৫৯ | ৬০ |
উত্তর | A | B | B | C | D | C | C | B | A | A |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন