সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইতিহাস। এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫

 ইতিহাস  এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫

ইতিহাস এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫,স্কুল সার্ভিস কমিশন, ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০২৫, SSC History Examination XI-XII - 2025
ইতিহাস। এসএলএসটি (SLST XI-XII) - ২০২৫

স্কুল সার্ভিস কমিশন, ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০২৫

SSC History Examination XI-XII - 2025

১) মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয়? ৪ ৩ 

A) ১৮১৭ খ্রিস্টাব্দে, B) ১৮৬৪ খ্রিস্টাব্দে 
C) ১৮৬৫ খ্রিস্টাব্দে, D) ১৮৭৫ খ্রিস্টাব্দে। 

২) মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল? ৩ ৩ 

A) বিজয় কথা, B) বৃহৎ কথা 
C) জয়সংহিতা, D) বৃহৎসংহিতা।

৩) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ৮ 

A) জলন্ধর, B) রাজগীর, 
C) পাটলিপুত্র, D) বৈশালী। 

৪) ‘ভারত ছাড়ো’ আন্দোলনের পরে কোন্ মিশন / কমিশন ভারতে এসেছিল? ৯ 

A) ক্রিপস মিশন, B) মন্ত্রী (ক্যাবিনেট) মিশন
C) সাইমন কমিশন, D) হান্টার কমিশন। 

৫) প্যারিস শান্তি সম্মেলন (১৯১৯)-এ কতগুলি দেশ যোগ দিয়েছিল? ২ ৫ 

A) ১৮ টি, B) ২০ টি,
C) ২৬ টি, D) ৩২ টি। 

৬) শশাঙ্কের রাজধানীর নাম কী? ১ ৬ 

A) সমতট, B) কর্ণসুবর্ণ
C) লক্ষণাবতী, D) দিনাজপুর। 

৭) কোন্ উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? ৪ ৪ 

A) গোরা, B) পথের দাবী, 
C) দুর্গেশনন্দিনী, D) আনন্দমঠ। 

৮) নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের (লালকেল্লার) বিচারের সম্মুখীন হননি? ৫ ৬ 

A) গুরুদয়াল সিং, B) প্রেম সেহগল 
C) মোহন সিং, D) শাহনওয়াজ খান।

৯) গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? ২ ৯ 

A) চালুক্য, B) পল্লব, 
C) গ্রীক, D) হুন। 

১০) ১৭৫৭ সালে সিরাজ-উদ-দ্দৌলা কোন্ ব্রিটিশ বাণিজ্যকুঠি আক্রমণ করেছিলেন? ৫ ০ 

A) ঢাকা, B) কলকাতা, 
C) কাশিমবাজার, D) মুর্শিদাবাদ। 

১১) শাহজাহান তাঁর কোন ছেলেকে ‘শাহ ইকবাল’ উপাধি দেন? ৫ ৯ 

A) দারা শিকোহ, B) শাহ সুজা 
C) ঔরাঙ্গজেব, D) মুরাদ।

১২) খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? ৪ ৫ 

A) ১৫২৫ খ্রিস্টাব্দে, B) ১৫২৬ খ্রিস্টাব্দে, 
C) ১৫২৭ খ্রিস্টাব্দে, D) ১৫২৮ খ্রিস্টাব্দে। 

১৩) বিজয় নগরের কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? ৬ ০ 

A) হালুয়া, B) তুলুভা, 
C) সঙ্গম, D) অরবিডু। 

১৪) গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ৫ ৭ 

A) ১৮৬৩ খ্রিস্টাব্দে, B) ১৮৬৪ খ্রিস্টাব্দে, 
C) ১৮৬৫ খ্রিস্টাব্দে, D) ১৮৬৬ খ্রিস্টাব্দে। 

১৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটি হল — ২ ১ 

A) জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য
B) ইতালির হস্তক্ষেপ, 
C) সুয়েজ সংকট, 
D) উপরের কোনোটিই নয়। 

১৬) কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? ২ ৮ 

A) ১৮৯১ খ্রিস্টাব্দে, B) ১৮৯৩ খ্রিস্টাব্দে
C) ১৮৯৫ খ্রিস্টাব্দে, D) ১৮৯৬ খ্রিস্টাব্দে। 

১৭) কোন্ কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই দৌত্য করেন? ৪ ০ 

A) আবুল কালাম আজাদ, B) জহরলাল নেহেরু, 
C) জে বি কৃপালনী, D) সি রাজাগোপালাচারি।

১৮) সুখী সাধক নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? ২ ২ 

A) জালালউদ্দিন খলজি, B) গিয়াসুদ্দিন তুঘলক
C) ফিরোজ শাহ তুঘলক, D) মোহাম্মদ বিন তুঘলক।

১৯) দিল্লির কোন্ সুলতান দেবগিরিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন? ৪ ২ 

A) আলাউদ্দিন খিলজী, B) ইব্রাহিম লোদী, 
C) মোহাম্মদ বিন তুঘলক, D) কুতুবুদ্দিন আইবক।

২০) ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? ২ ৪ 

A) নেপোলিয়ন বোনাপার্ট, B) লুই ফিলিপ,
C) দশম চার্লস, D) লই নেপোলিয়ন। 

২১) দি ইন্ডিয়ান মুসলমান্স (The Indian Musalmans) গ্রন্থটির লেখক কে? ৫ ৮ 

A) রমেশচন্দ্র মজুমদার, B) উইলিয়াম উইলসেন হান্টার
C) সৈয়দ আহমেদ খান, D) ইরফান হাবিব। 

২২) মেটারনিক কে ছিলেন? ১ ৭ 

A) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (চ্যান্সেলর), B) ফ্রান্সের প্রধানমন্ত্রী, 
C) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, D) রাশিয়ার যুবরাজ। 

২৩) নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায়  পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়? ২ ৭ 

A) ধোলাভিরা, B) কালিবঙ্গান, 
C) লোথাল, D) হরপ্পা। 

২৪) মহাবীরের প্রতীক কী? ৩ ৪ 

A) গাভী, B) ব্যাঘ্র,
C) সিংহ, D) হস্তি। 

২৫) সুলতানি যুগে কোন্ জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? ৫ ৪ 

A) আয়ুর্বেদ, B) অ্যালোপ্যাথি, 
C) হোমিওপ্যাথি, D) ইউনানি

২৬) দিল্লি সুলতানের ‘প্রকৃত স্থাপয়িতা’ কাকে মনে করা হয়? ৩ ০ 

A) কুতুবউদ্দিন আইবক, B) বলবন, 
C) রাজিয়া, D) ইলতুৎমিস। 

২৭) ‘আ নেশন ইন মেকিং’ গ্রন্থটি কার লেখা? ১ ১ 

A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি, B) সুরেন্দ্রনাথ সেন
C) সুরেন্দ্রনাথ ঠাকুর, D) এদের কেউই নন।

২৮) ‘মাজমা উল বাহরেন’ গ্রন্থটির লেখক কে? ১ ০ 

A) দারা শিকোহ, B) ইবন বতুতা, 
C) জিয়াউদ্দিন বারনি, D) গুলবদন বেগম। 

২৯) নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফাতেহাবাদে একটি মসজিদ আছে? ১ ৪ 

A) আকবর, B) বাবর,
C) হুমায়ুন, D) জাহাঙ্গির।

৩০) কোন বছর ‘সারা ভারত মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়? ৫ ১ 

A) ১৯০৬ সালে, B) ১৯০৮ সালে, 
C) ১৯১২ সালে, D) ১৯১৩ সালে। 

৩১) বাহমনি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়? ৪ ৯ 

A) গুলবার্গা থেকে বিদার, B) বিদার থেকে গুলবর্গা, 
C) এটি সর্বদা গোলকোন্ডাতেই ছিল D) উপরের কোনোটিই নয়। 

৩২) ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন্ শিয়া রাজ্য অধিকার করেন? ৪ ৮ 

A) জৌনপুর, B) কাঞ্চী,
C) বিজাপুর, D) দৌলতাবাদ। 

৩৩) নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? ১ ৮ 

A) সভা, B) সমিতি, 
C) উল, D) নগরম। 

৩৪) জার্মানির ঐক্যসাধনে বিসমার্কের কৌশলকে কী বলা হয়? ২ ০ 

A) কুলটুর ক্যাম্ফ, B) রিয়েলপলিটিক,
C) লেবেনস্রাউম, D) ব্লিৎসক্রিগ।

৩৫) ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল? ৬ 

A) তামিলনাড়ু, B) অন্ধ্রপ্রদেশ,
C) গুজরাট, D) রাজস্থান। 

৩৬) তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দের অর্থ কী?৩ ৬ 

A) ধ্বংসকারী, B) সাম্রাজ্যের পালনকর্তা
C) সৈন্য, D) দাস সুলতান। 

৩৭) মধ্যযুগে বাংলার কোন্ কবি ‘গুনরাজ খান’ উপাধি পান? ১ ৫ 

A) আবুল ফজল, B) মালাধর বসু
C) বৈদিক, D) ইবন বতুতা। 

৩৮) নিম্নলিখিতদের মধ্যে কে ‘সোমপ্রকাশ’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ১ 

A)  দয়া নন্দ সরস্বতী, B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) রাজা রামমোহন রায়, D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 

৩৯) নেপোলিয়ন কার সঙ্গে ‘কনকর্ডাট’ স্বাক্ষর করেন? ৫ 

A) যার প্রথম আলেকজান্ডার, B) অষ্টাদশ লুই, 
C) জোসেফ বোনাপার্ট, D) পোপ সপ্তম পায়াস

৪০) ১৭৯২ খ্রিস্টাব্দে কাদের মধ্যে ‘শ্রীরঙ্গপত্তনমের চুক্তি’ স্বাক্ষরিত হয়? ৩ ৭ 

A) বালাজি বাজিরাও এবং ব্রিটিশ, B) টিপু সুলতান এবং ব্রিটিশ,
C) হায়দার আলী এবং ব্রিটিশ, D) রানি লক্ষ্মীবাঈ এবং ব্রিটিশ। 

৪১) নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন (উপবাস) পালন করা হয়েছিল? ৪ ৭ 

A) ১৫ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে, 
B) ১৮ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে, 
C) ১৬ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে
D) ২০ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে।

৪২) ১৯৩৬ খ্রিস্টাব্দে কে ‘ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি’ প্রতিষ্ঠা করেন? ৩ 

A) এম. এ. জিন্নাহ, B) এম. কে. গান্ধী, 
C) বি. আর. আম্বেদকর, D) এম. এন. রায়। 

৪৩) রানা প্রতাপের পিতার নাম কী? ৩ ৮ 

A) সংগ্রাম সিংহ, B) রতন সিংহ, 
C) জয় সিংহ, D) উদয় সিংহ। 

৪৪) ১৯১১ খ্রিস্টাব্দের কোন্ চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল? ৩ ১ 

A) লুসানের চুক্তি, B) মিলানের চুক্তি, 
C) রোমের চুক্তি, D) আঙ্কারার চুক্তি।

৪৫) নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণসেনের সমসাময়িক ছিলেন না? ৫ ৩ 

A) ধোয়ী, B) জয়দেব, 
C) হলায়ুধ মিশ্র, D) কৃত্তিবাস ওঝা। 

৪৬) ‘দ্যা সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটি লেখক কে? ৩ ৯ 

A) জে. জে. রুশো, B) টমাস মোর, 
C) ভলতেয়ার, D) মন্তেস্কু।

৪৭) কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচীস্তূপ নির্মিত হয়েছিল? ১ ৩ 

A) চন্দ্রগুপ্ত মৌর্য, B) বিন্দুসার, 
C) অশোক, D) বৃহদ্রথ। 

৪৮) নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? ৫ ৫ 

A) শংকরাচার্য, B) অ্যানি বেসান্ত, 
C) স্বামী বিবেকানন্দ, D) বাল গঙ্গাধর তিলক

৪৯) নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো সীলে উৎকীর্ণ হয়নি? ৪ ১ 

A) বৃষ, B) হস্তি,
C) অশ্ব, D) মেষ।

৫০) ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? ৪ 

A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, B) আজাদ হিন্দ ফৌজ, 
C) রিভেলিউশনারি পার্টি, D) ফরওয়ার্ড ব্লক। 

৫১) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ১ ৯ 

A) দন্তিদুর্গ, B) অবন্তীবর্মন, 
C) প্রথম কৃষ্ণ, D) রুদ্রদামন।

৫২) ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন? ৩ ২ 

A) আব্বাস তৈয়বজি, B) খান আব্দুল গফফার খান
C) সি রাজাগোপালাচারী, D) মীরা বেসন।

৫৩) ১৮০০ খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ২ 

A) ইম্পেরিয়াল ট্রেজারি, B) ব্যাঙ্ক দা ফ্রান্স
C) প্যারিস ক্রেডিট ব্যুরো, D) ন্যাশনাল রিজার্ভ ব্যাংক। 

৫৪) ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি’ (Servent of India Society) কে প্রতিষ্ঠা করেন? ২ ৩ 

A) সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, B) লালা লাজপত রায়, 
C) গোপালকৃষ্ণ গোখলে, D) রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫৫) নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? ৩ ৫ 

A) মোতিলাল নেহেরু, B) সি. আর. দাস, 
C) এন. সি. কেলকার, D) রাজেন্দ্র প্রসাদ

৫৬) ১৮৩০ খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? ৭ 

A) তৃতীয় নেপোলিয়ন, B) অষ্টাদশ লুই, 
C) লুই ফিলিপ, D) মেটারনিখ।

৫৭) কোন্ লেখ থেকে আমরা কোলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? ১ ২ 

A) আইহোল, B) নাসিক,
C) হাতিগুম্ফা, D) এলাহাবাদ।

৫৮) হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল? ৪ ৬ 

A) হরপ্পা, B) মহেঞ্জোদারো
C) লোথাল, D) কালিবঙ্গান। 

৫৯) কোন্ বছর আকবার প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? ৫ ২ 

A) ১৫৬৪ খ্রিস্টাব্দে, B) ১৫৬৫ খ্রিস্টাব্দে, 
C) ১৫৬৬ খ্রিস্টাব্দে, D) ১৫৬৭ খ্রিস্টাব্দে। 

৬০) কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল? ২ ৬

A) ১৮২৯ এর রেগুলেশন XVII, B) ১৮৩৩-এর XX,
C) ১৮৫৬ এর অ্যাক্ট XV, D) উপরের কোনোটিই নয়। 
------------xx-----------
প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও : (SSC এর দেওয়া উত্তর)
প্রশ্ন ৫  ৬  ৭  ৮  ৯  ১০  
উত্তর  C  D   B C D C
প্রশ্ন ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০ 
উত্তর A  C  B   C A B A B C D
প্রশ্ন ২১  ২২  ২৩  ২৪  ২৫  ২৬  ২৭  ২৮  ২৯  ৩০ 
উত্তর B  A   C   C D D A A C A
প্রশ্ন ৩১  ৩২  ৩৩  ৩৪  ৩৫  ৩৬  ৩৭ ৩৮ ৩৯ ৪০
উত্তর A  C  D B B B B D B
প্রশ্ন ৪১  ৪২  ৪৩  ৪৪  ৪৫  ৪৬  ৪৭ ৪৮ ৪৯ ৫০
উত্তর C  C  D A D A C D C D
প্রশ্ন ৫১  ৫২  ৫৩  ৫৪  ৫৫  ৫৬  ৫৭ ৫৮ ৫৯ ৬০
উত্তর A  B  B C C C B A A

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...