ইতিহাস এসএলএসটি(SLST) নবম-দশম - ২০২৫
![]() |
| ইতিহাস। এসএলএসটি (SLST IX-X) - ২০২৫ |
স্কুল সার্ভিস কমিশন, ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০২৫
SSC History Examination IX-X - 2025
১) রাজবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? C-53,
A) মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, B) রবীন্দ্রনাথ ঠাকুর,
C) রাজবিহারী ঘোষ, D) পি. এন. টেগর।
২) সুরাট অধিবেশনে (১৯০৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? C-5
A) বালুগঙ্গাধর তিলক, B) লালা লাজপত রায়,
C) রাসবিহারী ঘোষ, D) চিত্তরঞ্জন দাশ
৩) মুক্তিদাতা যার কাকে বলা হয়? C-22
A) দ্বিতীয় নিকোলাস, B) দ্বিতীয় আলেকজান্ডার,
C) ক্যাথারিন দি গ্রেট, D) প্রথম আলেকজান্ডার।
৪) বিক্রমশিলা বিহার এর প্রতিষ্ঠাতা কে? C-29
A) গোপাল, B) ধর্মপাল,
C) দেবপাল, D) রামপাল।
৫) ভারতে কবে রেলপথের সূচনা হয়? C-49,
A) ১৮৫৩ খ্রিস্টাব্দে, B) ১৮৬২ খ্রিস্টাব্দে,
C) ১৮৭২ খ্রিস্টাব্দে, D) ১৮৮১ খ্রিস্টাব্দে।
৬) কোন রাজার শাসনকালে বার্ষিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? C-60,
A) দেবরায়, B) কৃষ্ণদেব রায়,
C) দ্বিতীয় দেবরায়, D) বীর বিজয়।
৭) টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? C-47,
A) ১৮০২ খ্রিস্টাব্দে, B) ১৮০৪ খ্রিস্টাব্দে,
C) ১৮০৭ খ্রিস্টাব্দে, D) ১৮১২ খ্রিস্টাব্দে।
৮) বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? A-6, C-57,
A) পরবর্তী বৈদিক যুগ, B) মৌর্য যুগ,
C) গুপ্ত পরবর্তী যুগ, D) সুলতানি আমল।
৯) কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? C-15,
A) ইলতুৎমিস, B) রাজিয়া,
C) ফিরোজ তুঘলক, D) মোহাম্মদ বিন তুঘলক।
১০) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? C-36,
A) লর্ড মেয়ো, B) লর্ড রিপন,
C) লর্ড ডাফরিন, D) লর্ড ল্যান্সডাউন।
১১) সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? C-35,
A) প্রাশিয়া, B) অস্ট্রিয়া,
C) রাশিয়া, D) ফ্রান্স।
১২) প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল?A-5,C-2,
A) আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা,
B) লেনিনের কারাদণ্ড,
C) আলফ্রেন্ড নোবেলের ডায়নামাইট আবিষ্কার,
D) লয়েড জর্জের আকস্মিক মৃত্যু।
১৩) ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রিষ্টাব্দ) সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? C-4
A) চতুর্দশ লুই, B) ষোড়শ লই,
C) নেপোলিয়ন, D) দশম চার্লস।
১৪) আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? C-31
A) সিকান্দার লোদি, B) বাহুলুল লোদি,
C) ইব্রাহিম লোদি, D) আকবর।
১৫) তানসেনের প্রকৃত নাম কী ছিল? A-1, C-34,
A) রাজ বাহাদুর, B) রামতনু পান্ডে,
C) এনায়েত খান, D) মকরন্দ পান্ডে।
১৬) হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? C-21,
A) তামা, B) ব্রোঞ্জ,
C) সোনা, D) লোহা।
১৭) কবে রুশ-ফরাসি দ্বৈতচুক্তি স্বাক্ষরিত হয়েছিল? C-3
A) ১৮৯৪ খ্রিস্টাব্দে, B) ১৮৯৫ খ্রিস্টাব্দে,
C) ১৮৯৬ খ্রিস্টাব্দে, D) ১৮৯৯ খ্রিস্টাব্দ।
১৮) কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? C-55,
A) আহমেদাবাদ সুতিকল ধর্মঘট, B) রাওলাট সত্যাগ্রহ,
C) অসহযোগ আন্দোলন, D) বরদৌলি সত্যাগ্রহ।
১৯) ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? C-8
A) সরদার প্যাটেল, B) জহরলাল নেহেরু,
C) আচার্য কৃপালনি, D) পট্টভি সীতারামাইয়া।
২০) নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণে জমি দান করেছিলেন? C-45,
A) বাবর, B) হুমায়ুন,
C) আকবর, D) ঔরাঙ্গজেব।
২১) হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? C-6
A) ১৮১৭ খ্রিস্টাব্দে, B) ১৮১৯ খ্রিস্টাব্দে,
C) ১৮৫১ খ্রিস্টাব্দে, D) ১৮৫৩ খ্রিস্টাব্দে।
২২) নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন? C-46,
A) গজনীর মাহমুদ, B) চেঙ্গিস খান,
C) নাদির শাহ, D) আহমদ শাহ আবদালি।
২৩) কোন্ বেদে গায়ত্রী মন্ত্র-এর প্রথম উল্লেখ পাওয়া যায়? A-3 C-9
A) ঋগ্বেদ, B) সামবেদ,
C) যজুর্বেদ, D) অথর্ববেদ।
২৪) ‘জিন্দাপীর’ কাকে বলা হত? C-37,
A) আকবর, B) শাহজাহান,
C) জাহাঙ্গীর, D) ঔরঙ্গজেব।
২৫) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? A-2, C-44,
A) অ্যানি বেসান্ত, B) রবীন্দ্রনাথ ঠাকুর,
C) সরদার বল্লভভাই প্যাটেল, D) মদনমোহন মালব্য।
২৬) কে ‘মহামল্ল’ উপাধি গ্রহণ করেন? C-39,
A) মহেন্দ্র বর্মন, B) অমোঘবর্মন,
C) রাজেন্দ্র বর্মন, D) প্রথম নরসিংহ বর্মন।
২৭) নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? C-18
A) ইয়ং ইন্ডিয়া, B) ইয়ং বেঙ্গল,
C) নিউ ইন্ডিয়া, D) নতুনপত্র।
২৮) ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? C-56,
A) পাল, B) প্রতিহার,
C) রাষ্ট্রকূট, D) চোল।
২৯) কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া (বিশ্বকোষ) সংকলন করেন? A-4, C-43,
A) ভলতেয়ার, B) রুশো,
C) মন্টেস্কু, D) দিদেরো।
৩০) ‘স্পেনীয় ক্ষত’ কোন যুদ্ধকে বলা হয়? C-33
A) ওয়াটারলুর যুদ্ধ, B) পেনিনসুলার যুদ্ধ,
C) ট্রাফালগারের যুদ্ধ, D) উপরের কোনোটিই নয়।
৩১) গাথা সপ্তশতীর লেখক কে? C-20,
A) হাল, B) বরাহমিহির,
C) সন্ধ্যাকর নন্দী, D) ব্রহ্মগুপ্ত।
৩২) নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লীগে যোগদান করেন? C-19
A) মোহাম্মদ ইকবাল, B) মোহাম্মদ আলী জিন্নাহ,
C) সৈয়দ আহমেদ খান, D) আবুল কালাম আজাদ।
৩৩) দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? C-31,
A) কুতুব উদ্দিন আইবক, B) ইলতুৎমিস,
C) নাসির উদ্দিন মাহমুদ, D) গিয়াস উদ্দিন বলবন।
৩৪) কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করে? C-58,
A) ১৬৪৯ খ্রিস্টাব্দে, B) ১৬৫০ খ্রিস্টাব্দে,
C) ১৬৫১ খ্রিস্টাব্দে, D) ১৬৫২ খ্রিস্টাব্দে।
৩৫) গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? C-54,
A) সারনাথ, B) শ্রাবস্তী,
C) পাটলিপুত্র, D) গয়া।
৩৬) কোন কোন বছরে পানিপথের তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল? C-7
A) ১৫২৬, ১৫৬২ ও ১৬৬১ খ্রিস্টাব্দে,
B) ১৫২৬, ১৫৬৫ ও ১৭১৬ খ্রিস্টাব্দে,
C) ১৫২৬, ১৫৫৬, ও ১৭৬১ খ্রিস্টাব্দে
D) ১৫২৬, ১৫৫৬, ও ১৫৭৫ খ্রিস্টাব্দে
৩৭) দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? C-12
A) বলবন, B) রাজিয়া,
C) কুতুব উদ্দিন আইবক, D) আলাউদ্দিন খলজি।
৩৮) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? C-42,
A) জার্মানি, B) অস্ট্রিয়া,
C) ইতালি, D) রাশিয়া।
৩৯) নিম্নলিখিতদের মধ্যে কে ‘ক্যাবিনেট মিশন’-এর সদস্য ছিলেন না? C-25,
A) স্টাফোর্ড ক্রিপস, B) এ ভি আলেকজান্ডার,
C) সিরিল র্যাডক্লিফ, D) পেথিক লরেন্স।
৪০) বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? C-24
A) হর্ষঙ্ক, B) শিশুনাগ,
C) মৌর্য, D) কলচুরি।
৪১) মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন? C-1,
A) আগ্রা B) দৌলতাবাদ,
C) ঢোলপুর D) হিংসার।
৪২) আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? C-59,
A) ১৯৪২ খ্রিস্টাব্দে, B) ১৯৪৪ খ্রিস্টাব্দে,
C) ১৯৪৫ খ্রিস্টাব্দে, D) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৪৩) দিব্য (দিব্যোক)কোন বিদ্রোহের নেতা ছিলেন? C-52,
A) কায়স্থ, B) কৈবর্ত,
C) সন্ন্যাসী, D) হুন।
৪৪) সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? C-26,
A) রোবসপিয়র, B) জাঁ পল মারা,
C) হিবার্ট, D) দাঁতঁ।
৪৫) থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? C-23
A) বালো গঙ্গাধর তিলক, B) অ্যানি বেসান্ত,
C) মহাত্মা গান্ধী, D) বিপিনচন্দ্র পাল।
৪৬) হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? C-40,
A) নাসিক, B) পৈঠান,
C) গোয়ালিয়র, D) প্রয়াগ
৪৭) ভারতীয় সংগীতের উৎস কোন বেদ কে বলা হয়? C-50,
A) ঋগ্বেদ, B) সামবেদ,
C) যজুর্বেদ, D) অথর্ববেদ।
৪৮) কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? C-16
A) ১৭৭০ খ্রিস্টাব্দে, B) ১৭৭৪ খ্রিস্টাব্দে,
C) ১৭৭৬ খ্রিস্টাব্দে, D) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৪৯) উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? C-13
A) ১৮৫৪ খ্রিস্টাব্দে, B) ১৮৫৫ খ্রিস্টাব্দে,
C) ১৮৫৭ খ্রিস্টাব্দে, D) ১৮৫৮ খ্রিস্টাব্দে।
৫০) জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? C-27,
A) ১৫, B) ১৮,
C) ২৫, D) ৩০।
৫১) হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির নাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছে? C-41,
A) মহেঞ্জোদারো, B) বানাওয়ালি,
C) কালিবঙ্গান, D) লোথাল।
৫২) কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? C-10
A) আলাউদ্দিন খলজি, B) শামসুদ্দিন ইলিয়াস শাহ,
C) আকবর, D) জাহাঙ্গীর।
৫৩) মালিক কাফুর কে ছিলেন? C-17,
A) আলাউদ্দিন খলজির সমর অধিনায়ক,
B) উড়িষ্যার শাসক,
C) ঔরঙ্গজেবের মন্ত্রী,
D) উপরের কোনোটিই নয়।
৫৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? C-48,
A) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে
B) সংস্কৃত কলেজ, কলকাতা
C) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
D) র্যাভেনশা’ কলেজ, কটক।
৫৫) কালিবঙ্গান কোন নদী তীরে অবস্থিত? C-30,
A) ঝিলাম, B) ঘর্ঘরা,
C) রাভি, D) শতদ্রু।
৫৬) কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? C-51,
A) আলাউদ্দিন খলজি, B) গিয়াসউদ্দিন তুঘলক,
C) মোহাম্মদ বিন তুঘলক, D) ফিরোজ শাহ তুঘলক।
৫৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? C-11
A) কস্তুরবা গান্ধী, B) সরোজিনী নাইডু,
C) অ্যানি বেসান্ত, D) অরুনা আসফ আলি।
৫৮) নিম্নোক্তদের মধ্যে কে ‘প্রেসের মুক্তিদাতা’ রূপে পরিচিত? C-14
A) উইলিয়াম জোন্স, B) লর্ড ওয়েলেসলি,
C) চার্লস মেটকাফ, D) লর্ড মিন্টো।
৫৯) বাংলার কোন নবাব তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে মুংগেরে স্থানান্তরিত করেছিলেন? C-28,
A) মির কাসিম, B) মিরজাফর,
C);সিরাজউদ্দৌলা, D) সুজাউদ্দিন।
৬০) পাট্টা ও কবুলিয়াত কে প্রবর্তন করেছিলেন? C-38,
A) আলাউদ্দিন খলজি, B) মোহাম্মদ বিন তুঘলক,
C) শের শাহ, D) আকবার।
----------xx---------
| প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| উত্তর | D | C | B | B | A | C | C | A | C | C |
| প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| উত্তর | D | A | B | A | B | D | A | A | B | C |
| প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| উত্তর | D | C | A | D | D | D | C | D | D | B |
| প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
| উত্তর | A | B | B | C | D | C | D | D | C | A |
| প্রশ্ন | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ | ৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ |
| উত্তর | B | B | B | A | B | D | B | B | A | B |
| প্রশ্ন | ৫১ | ৫২ | ৫৩ | ৫৪ | ৫৫ | ৫৬ | ৫৭ | ৫৮ | ৫৯ | ৬০ |
| উত্তর | B | D | A | A | B | D | B | C | A | C |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন