ইতিহাস এসএলএসটি(SLST) নবম দশম - ২০২৫
স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পরীক্ষার প্রশ্ন - ২০২৫
SSC History Examination 2025
১) রাজবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন?
A) মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, B) রবীন্দ্রনাথ ঠাকুর,
C) রাজবিহারী ঘোষ, D) টি এন্ড টেগর।
২) সুরাট অধিবেশনে (১৯০৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
A) বালুগঙ্গাধর তিলক, B) লালা লাজপত রায়,
C) রাসবিহারী ঘোষ, D) চিত্তরঞ্জন দাশ
৩) মুক্তিদাতা যার কাকে বলা হয়?
A) দ্বিতীয় নিকোলাস, B) দ্বিতীয় আলেকজান্ডার,
C) ক্যাথারিন দি গ্রেট, D) প্রথম আলেকজান্ডার।
৪) বিক্রমশিলা বিহার এর প্রতিষ্ঠাতা কে?
A) গোপাল, B) ধর্মপাল,
C) দেবপাল, D) রামপাল।
৫) ভারতে কবে রেলপথের সূচনা হয়?
A) ১৮৫৩ খ্রিস্টাব্দে, B) ১৮৬২ খ্রিস্টাব্দে,
C) ১৮৭২ খ্রিস্টাব্দে, D) ১৮৮১ খ্রিস্টাব্দে।
৬) কোন রাজার শাসনকালে বার্ষিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন?
A) দেবরায়, B) কৃষ্ণদেব রায়,
C) দ্বিতীয় দেবরায়, D) বীর বিজয়।
৭) টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
A) ১৮০২ খ্রিস্টাব্দে, B) ১৮০৪ খ্রিস্টাব্দে,
C) ১৮০৭ খ্রিস্টাব্দে, D) ১৮১২ খ্রিস্টাব্দে।
৮) বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়?
A) পরবর্তী বৈদিক যুগ, B) মৌর্য যুগ,
C) গুপ্ত পরবর্তী যুগ, D) সুলতানি আমল।
৯) কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন?
A) ইলতুৎমিস, B) রাজিয়া,
C) ফিরোজ তুঘলক, D) মোহাম্মদ বিন তুঘলক।
১০) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
A) লর্ড মেয়ো, B) লর্ড রিপন,
C) লর্ড ডাফরিন, D) লর্ড ল্যান্সডাউন।
১১) সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়?
A) প্রাশিয়া, B) অস্ট্রিয়া,
C) রাশিয়া, D) ফ্রান্স।
১২) প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল?
A) আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা,
B) লেনিনের কারাদণ্ড,
C) আলফ্রেন্ড নোবেলের ডায়নামাইট আবিষ্কার,
D) লয়েড জর্জের আকস্মিক মৃত্যু।
১৩) ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রিষ্টাব্দ) সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
A) চতুর্দশ লুই, B) ষোড়শ লই,
C) নেপোলিয়ন, D) দশম চার্লস।
১৪) আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন?
A) সিকান্দার লোদি, B) বাহুলুল লোদি,
C) ইব্রাহিম লোদি, D) আকবর।
১৫) তানসেনের প্রকৃত নাম কী ছিল?
A) রাজ বাহাদুর, B) রামতনু পান্ডে,
C) এনায়েত খান, D) মকরন্দ পান্ডে।
১৬) হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল?
A) তামা, B) ব্রোঞ্জ,
C) সোনা, D) লোহা।
১৭) কবে রুশ-ফরাসি দ্বৈতচুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৮৯৪ খ্রিস্টাব্দে, B) ১৮৯৫ খ্রিস্টাব্দে,
C) ১৮৯৬ খ্রিস্টাব্দে, D) ১৮৯৯ খ্রিস্টাব্দ।
১৮) কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন?
A) আহমেদাবাদ সুতিকল ধর্মঘট, B) রাওলাট সত্যাগ্রহ,
C) অসহযোগ আন্দোলন, D) বরদৌলি সত্যাগ্রহ।
১৯) ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন?
A) সরদার প্যাটেল, B) জহরলাল নেহেরু,
C) আচার্য কৃপালনি, D) পট্টভি সীতারামাইয়া।
২০) নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণে জমি দান করেছিলেন?
A) বাবর, B) হুমায়ুন,
C) আকবর, D) ঔরাঙ্গজেব।
২১) হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়?
A) ১৮১৭ খ্রিস্টাব্দে, B) ১৮১৯ খ্রিস্টাব্দে,
C) ১৮৫১ খ্রিস্টাব্দে, D) ১৮৫৩ খ্রিস্টাব্দে।
২২) নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন?
A) গজনীর মাহমুদ, B) চেঙ্গিস খান,
C) নাদির শাহ, D) আহমদ শাহ আবদালি।
২৩) কোন্ বেদে গায়ত্রী মন্ত্র-এর প্রথম উল্লেখ পাওয়া যায়?
A) ঋগ্বেদ, B) সামবেদ,
C) যজুর্বেদ, D) অথর্ববেদ।
২৪) ‘জিন্দাপীর’ কাকে বলা হত?
A) আকবর, B) শাহজাহান,
C) জাহাঙ্গীর, D) ঔরঙ্গজেব।
২৫) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
A) অ্যানি বেসান্ত, B) রবীন্দ্রনাথ ঠাকুর,
C) সরদার বল্লভভাই প্যাটেল, D) মদনমোহন মালব্য।
২৬) কে ‘মহামল্ল’ উপাধি গ্রহণ করেন?
A) মহেন্দ্র বর্মন, B) অমোঘবর্মন,
C) রাজেন্দ্র বর্মন, D) প্রথম নরসিংহ বর্মন।
২৭) নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন?
A) ইয়ং ইন্ডিয়া, B) ইয়ং বেঙ্গল,
C) নিউ ইন্ডিয়া, D) নতুনপত্র।
২৮) ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না?
A) পাল, B) প্রতিহার,
C) রাষ্ট্রকূট, D) চোল।
২৯) কোন জ্ঞান দীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া (বিশ্বকোষ) সংকলন করেন?
A) ভলতেয়ার, B) রুশো,
C) মন্টেস্কু, D) দিদেরো।
৩০) ‘স্পেনীয় ক্ষত’ কোন যুদ্ধকে বলা হয়?
A) ওয়াটারলুর যুদ্ধ, B) পেনিনসুলার যুদ্ধ,
C) ট্রাফালগারের যুদ্ধ, D) উপরের কোনোটিই নয়।
৩১) গাথা সপ্তশতীর লেখক কে?
A) হাল, B) বরাহমিহির,
C) সন্ধ্যাকর নন্দী, D) ব্রহ্মগুপ্ত।
৩২) নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লীগে যোগদান করেন?
A) মোহাম্মদ ইকবাল, B) মোহাম্মদ আলী জিন্নাহ,
C) সৈয়দ আহমেদ খান, D) আবুল কালাম আজাদ।
৩৩) দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন?
A) কুতুব উদ্দিন আইবক, B)ইলতুৎমিস,
C) নাসির উদ্দিন মাহমুদ, D) গিয়াস উদ্দিন বলবন।
৩৪) কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করে?
A) ১৬৪৯ খ্রিস্টাব্দে, B) ১৬৫০ খ্রিস্টাব্দে,
C) ১৬৫১ খ্রিস্টাব্দে, D) ১৬৫২ খ্রিস্টাব্দে।
৩৫) গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন?
A) সারনাথ, B) শ্রাবস্তী,
C) পাটলিপুত্র, D) গয়া।
৩৬) কোন কোন বছরে পানিপথের তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল?
A) ১৫২৬, ১৫৬২ ও ১৬৬১ খ্রিস্টাব্দে,
B) ১৫২৬, ১৫৬৫ ও ১৭১৬ খ্রিস্টাব্দে,
C) ১৫২৬, ১৫৫৬, ও ১৭৬১ খ্রিস্টাব্দে
D) ১৫২৬, ১৫৫৬, ও ১৫৭৫ খ্রিস্টাব্দে
৩৭) দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন?
A) বলবন, B) রাজিয়া,
C) কুতুব উদ্দিন আইবক, D) আলাউদ্দিন খলজি।
৩৮) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না?
A) জার্মানি, B) অস্ট্রিয়া,
C) ইতালি, D) রাশিয়া।
৩৯) নিম্নলিখিতদের মধ্যে কে ‘ক্যাবিনেট মিশন’-এর সদস্য ছিলেন না?
A) স্টাফোর্ড ক্রিপস, B) এ ভি আলেকজান্ডার,
C) সিরিল র্যাডক্লিফ, D) পেথিক লরেন্স।
৪০) বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন?
A) হর্ষঙ্ক, B) শিশুনাগ,
C) মৌর্য, D) কলচুরি।
৪১) মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
A) আগ্রা B) দৌলতাবাদ,
C) ঢোলপুর D) হিংসার।
৪২) আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল?
A) ১৯৪২ খ্রিস্টাব্দে, B) ১৯৪৪ খ্রিস্টাব্দে,
C) ১৯৪৫ খ্রিস্টাব্দে, D) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৪৩) দিব্য (দিব্যোক)কোন বিদ্রোহের নেতা ছিলেন?
A) কায়স্থ, B) কৈবর্ত,
C) সন্ন্যাসী, D) হুন।
৪৪) সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন?
A) রোবসপিয়র, B) জাঁ পল মারা,
C) হিবার্ট, D) দাঁতঁ।
৪৫) থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) বালো গঙ্গাধর তিলক, B) অ্যানি বেসান্ত,
C) মহাত্মা গান্ধী, D) বিপিনচন্দ্র পাল।
৪৬) হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন?
A) নাসিক, B) পৈঠান,
C) গোয়ালিয়র, D) প্রয়াগ
৪৭) ভারতীয় সংগীতের উৎস কোন বেদ কে বলা হয়?
A) ঋগ্বেদ, B) সামবেদ,
C) যজুর্বেদ, D) অথর্ববেদ।
৪৮) কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল?
A) ১৭৭০ খ্রিস্টাব্দে, B) ১৭৭৪ খ্রিস্টাব্দে,
C) ১৭৭৬ খ্রিস্টাব্দে, D) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৪৯) উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়?
A) ১৮৫৪ খ্রিস্টাব্দে, B) ১৮৫৫ খ্রিস্টাব্দে,
C) ১৮৫৭ খ্রিস্টাব্দে, D) ১৮৫৮ খ্রিস্টাব্দে।
৫০) জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে?
A) ১৫, B) ১৮,
C) ২৫, D) ৩০।
৫১) হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির নাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছে?
A) মহেঞ্জোদারো, B) বানাওয়ালি,
C) কালিবঙ্গান, D) লোথাল।
৫২) কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন?
A) আলাউদ্দিন খলজি, B) শামসুদ্দিন ইলিয়াস শাহ,
C) আকবর, D) জাহাঙ্গীর।
৫৩) মালিক কাফুর কে ছিলেন?
A) আলাউদ্দিন খলজির সমর অধিনায়ক,
B) উড়িষ্যার শাসক,
C) ঔরঙ্গজেবের মন্ত্রী,
D) উপরের কোনোটিই নয়।
৫৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
A) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে
B) সংস্কৃত কলেজ, কলকাতা
C) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
D) র্যাভেনশা’ কলেজ, কটক।
৫৫) কালিবঙ্গান কোন নদী তীরে অবস্থিত?
A) ঝিলাম, B) ঘর্ঘরা,
C) রাভি, D) শতদ্রু।
৫৬) কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন?
A) আলাউদ্দিন খলজি, B) গিয়াসউদ্দিন তুঘলক,
C) মোহাম্মদ বিন তুঘলক, D) ফিরোজ শাহ তুঘলক।
৫৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
A) কস্তুরবা গান্ধী, B) সরোজিনী নাইডু,
C) অ্যানি বেসান্ত, D) অরুনা আসফ আলি।
৫৮) নিম্নোক্তদের মধ্যে কে ‘প্রেসের মুক্তিদাতা’ রূপে পরিচিত?
A) উইলিয়াম জোন্স, B) লর্ড ওয়েলেসলি,
C) চার্লস মেটকাফ, D) লর্ড মিন্টো।
৫৯) বাংলার কোন নবাব তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে মুংগেরে স্থানান্তরিত করেছিলেন?
A) মির কাসিম, B) মিরজাফর,
C);সিরাজউদ্দৌলা, D) সুজাউদ্দিন।
৬০) পাট্টা ও কবুলিয়াত কে প্রবর্তন করেছিলেন?
আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক, শের শাহ, আকবার।
----------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন