উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র ২০২৫
![]() |
উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্নপত্র ২০২৫ |
উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র ২০২৫
নিচের প্রশ্নগুলির বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
১) দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন?
ক) ইতালি খ) পারস্য
গ) জাপান ঘ) পর্তুগাল
২) পারস্যের পর্যটকের নাম হল —
ক) পায়েজ খ) নুনিজ
গ) আব্দুর রাজ্জাক ঘ) নিকোলো কন্টি
৩) নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন?
ক) জাপান খ) ইতালি
গ) পারস্য ঘ) পোর্তুগাল
৪) মানচিত্রে চিহ্নিত জায়গাটির নাম হল —
ক) বিজয়নগর খ) বাহমনি
গ) দ্বার সমুদ্র ঘ) দিল্লি
৫) বাহমনী রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত —
ক) বাঙালি খ) ভোজপুরি
গ) দক্ষিণী মুসলমান ঘ) গুজরাটি
৬) বানিহাটির যুদ্ধে (১৫৬৫) একটা পক্ষের নাম —
ক) ইতালি খ) পোর্তুগাল
গ) বঙ্গদেশ ঘ) বিজয়নগর
৭) কবীর শিষ্য ছিলেন —
ক) নানক দেবের খ) চৈতন্যদেবের
গ) মীরাবাঈয়ের ঘ) রামানন্দের
৮) দোঁহা রচনা করেন —
ক) কবীর খ) আকবর
গ) মীরাবাঈ ঘ) রামানন্দ
৯) সুফিরা ‘হঠযোগ’ শিখেছিল —
ক) ব্রাহ্মণদের কাছে খ) চিশতিদের কাছে
গ) নাথপন্থীদের কাছে ঘ) বৈষ্ণবদের কাছে
১০) সুখীবাদে শিষ্যকে কী বলা হত?
ক) দরগা খ) পির
গ) শরা ঘ) মুরিদ
১১) ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন?
ক) মঈন উদ্দিন চিশতি খ) কুরুভিল্লা জাকারিয়া
গ) কবীর ঘ) নানক দেব
১২) ‘বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত —
ক) কলকাতাকে খ) বীরভূমকে
গ) নবদ্বীপকে ঘ) কোচবিহারকে
১৩) ‘চৈতন্য চরিতামৃত’ গ্রন্থটি রচনা করেন —
ক) কৃষ্ণদাস কবিরাজ খ) বৃন্দাবন দাস
গ) জয়দেব ঘ) নানক দেব
১৪) মাহমুদ গাওয়ান কোন্ শাসকের মন্ত্রী ছিলেন?
ক) তিরুমল খ) দ্বিতীয় ভেঙ্কট
গ) বাহমন শাহ ঘ) তৃতীয় মোহাম্মদ শাহ
১৫) বানিহাটির যুদ্ধ হয়েছিল —
ক) ১৫৩৫ সালে খ) ১৫৪৫ সালে
গ) ১৫৫৫ সালে ঘ) ১৫৬৫ সালে
১৬) বাহমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
ক) তাজউদ্দিন ফিরোজ শাহ খ) মহম্মদ শাহ
গ) আদিল শাহ ঘ) নাদির শাহ
১৭) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন —
ক) দ্বিতীয় বিরুপাক্ষ খ) নরসিংহ
গ) বীরসিংহ ঘ) কৃষ্ণদেব রায়
১৮) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় —
ক) ১৩৩৬ সালে খ) ১৩৪৬ সালে
গ) ১৩৫৬ সালে ঘ) ১৩৬৬ সালে
১৯) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা হল —
ক) বাংলা খ) মারাঠি
গ) সংস্কৃত ঘ) তেলুগু
২০) দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন —
ক) মোহাম্মদ বিন তুঘলক খ) মহম্মদ শাহ
গ) ফিরোজ শাহ ঘ) হাসান গঙ্গু
২১) ইনকা সভ্যতা ধ্বংস করেন —
ক) কলম্বাস খ) কোর্টেস
গ) ফ্রান্সিসকো পিজারো ঘ) আমেরিকা ভেসপুচি
২২) ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
ক) ইংল্যান্ড খ) ফ্রান্স
গ) স্পেন ঘ) হল্যান্ড
২৩) পর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলতো —
ক) কয়লাকে খ) লবণকে
গ) গোলমরিচকে ঘ) দারুচিনিকে
২৪) পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম—
ক) সিঙ্গাপুর খ) কম্বোডিয়া
গ) মায়ানমার ঘ) ইন্দোনেশিয়া
২৫) ‘নতুন বিশ্ব’ নামকরণ করেন —
ক) ওয়াল্টার র্যালে খ) আমেরিগো ভেসপুচি
গ) গিলবার্ট ঘ) কেবল কেব্রাল
২৬) ‘অবাধ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন —
ক) কোলবার্ট খ) অ্যাডাম স্মিথ
গ) চতুর্দশ লুই ঘ) নেপোলিয়ন বোনাপার্ট
২৭) ম্যাকাও বন্দর অবস্থিত —
ক) চিনে খ) জাপানে
গ) ইংল্যান্ডে ঘ) ফ্রান্সে
২৮) ‘Imperialism : A study’ গ্রন্থটি লেখেন —
ক) জে এ হাবসন খ) অ্যাডাম স্মিথ
গ) চার্হলস হগ ঘ) নক্রমা
২৯) টিউটনিক জাতির অংশ হল —
ক) ব্রিটিশরা খ) ফরাসিরা
গ) ভারতীয়রা ঘ) জার্মানরা
৩০) গণ্ডামাকের সন্ধি হয়েছিল —
ক) ১৮৪০ সালে খ) ১৮৪৯ সালে
গ) ১৮৭৯ সালে ঘ) ১৮৮৯ সালে
৩১) ‘মনরো নীতি’ প্রণয়ন করে —
ক) ইংল্যান্ড খ) চিন
গ) মার্কিন যুক্তরাষ্ট্র ঘ) জাপান
৩২) ‘কঙ্গো ফ্রী স্টেট’ গঠনের প্রবক্তা ছিল —
ক) ব্রিটেন খ) ফ্রান্স
গ) জাপান ঘ) বেলজিয়াম
৩৩) ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল —
ক) ১৮২৬ সালে খ) ১৮৫৭ সালে
গ) ১৮১৬ সালে ঘ) ১৮৭৯ সালে
৩৪) মানচিত্রে চিহ্নিত জায়গা দুটির নাম হল—
ক) আফ্রিকা ও জাপান খ) আমেরিকা ও চিন
গ) এশিয়া ও রাশিয়া ঘ) চিন ও জাপান
৩৫) প্রথম ভারতীয় আইসিএস এর নাম হল—
ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর খ) জগদীশচন্দ্র বসু
গ) লোকমান্য তিলক ঘ) মহাদেব গোবিন্দ রাণাডে
৩৬) ‘জুডিশিয়াল মার্ডার’-এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম—
ক) শাসন বিভাগ খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ ঘ) সেনা বিভাগ
৩৭) ১৭৭৩ সালের রেগুলেটিং আইন তৈরি হয় —
ক) ওয়ারেন হেস্টিংস এর আমলে খ) কর্নওয়ালিসের আমলে
গ) নর্থ ব্রুকের আমলে ঘ) ক্যানিংয়ের আমলে
৩৮) বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন —
ক) লর্ড নর্থব্রুক খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড ক্যানিং ঘ) ওয়ারেন হেস্টিংস
৩৯) এলিজা ইম্পে ছিলেন—
ক) সেনানায়ক খ) সমাজ সেবক
গ) দারোগা ঘ) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি
৪০) আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন—
ক) ওয়ারেন হেস্টিংস খ) কর্নওয়ালিস
গ) ক্যানিং ঘ) চার্লস মেটকাফ
-------------xx-------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন