মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস (নবম শ্রেণি)
মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র : ইতিহাস |
বিভাগ-ক
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১ x ১০ = ১০
(i) 'আমিই রাষ্ট্র'-ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উদ্ভিটিতে ফুটে ওঠে-(a) গণতন্ত্রের ধারণা, (b) স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা,
(c) প্রজাতন্ত্রের ধারণা, (d) সামন্ততন্ত্রের ধারণা।
(ii) ফ্রান্সকে 'আন্ত অর্থনীতির জাদুঘর' বলে মন্তব্য করেছিলেন
(ii) ফ্রান্সকে 'আন্ত অর্থনীতির জাদুঘর' বলে মন্তব্য করেছিলেন
(a) ভলতেয়ার, (b) নেকার,
(c) ষোড়শ লুই, (d) অ্যাডাম স্মিথ।
(iii) থার্ড এস্টেটের প্রতিনিধিয়া দাবি করেছিল
(iii) থার্ড এস্টেটের প্রতিনিধিয়া দাবি করেছিল
(a) সাঁকুলোৎদের ভোটাধিকার, (b) সমস্ত জনগণের ভোটাধিকার, (c) গার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার, (d) নারীদের ভোটাধিকার।
(iv) বাজিল দুর্গের পতন হয়েছিল
(iv) বাজিল দুর্গের পতন হয়েছিল
(a) ১৪ জুলাই, ১৭৮৯, (b) ২০ জুন, ১৭৮৯,
(c) ৫ মে,১৭৮৯, (d) ২৬ জুলাই, ১৭৯৪।
(v) ফরাসি চার্চ আদায় করত
(a) গ্যাবেল, (b) টেইলি,
(c) করভি, (d) টাইল।
(vi) ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন-
(vi) ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন-
(a) ষোড়শ লুই, (b) রোধসপিয়র,
(c) নেপোলিয়ন বোনাপার্ট, (d) লাফায়েৎ।
(vii) ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন
(a) নেপোলিয়ন বোনাপার্ট, (b) তুর্গোঁ,
(c) মিরাবো, (d) আবে সিয়েস।
(viii) টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল-
(a) ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, (b) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে,
(viii) টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল-
(a) ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, (b) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে,
(c) ফ্রান্স ও স্পেনের মধ্যে, (d) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।।
(ix) কনফেডারেশন অফ না রাইন গড়ে উঠেছিল-
(ix) কনফেডারেশন অফ না রাইন গড়ে উঠেছিল-
(a) ১৮০৬ খ্রিস্টাব্দে, (b) ১৮০৮ খ্রিস্টাব্দে,
(c) ১৮০৯ খ্রিস্টাব্দে, (d) ১৮০৭ খ্রিস্টাব্দে
(x) নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল
(x) নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল
(a) রাশিয়া, (b) আইবেরীয় উপদ্বীপ,
(c) প্রাশিয়া, (d) ইংল্যান্ড।
বিভাগ খ
2.A. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও:
বাম স্তম্ভ ডান স্তম্ভ(i) দ্য পার্সিয়ান লেটারস (a) ফরাসি সংবিধান সভা
(ii) মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা (b) নেপোলিয়ন বোনাপার্ট
(i) ফন্টেনব্ল্যুর সন্ধি (c) মন্তেস্কু।
2.B. প্রদস্ত মানচিতে স্থানগুলি চিহ্নিত করো:
(i) প্যারিস, (ii) কর্সিকা (iii) মস্কো।
বিভাগ গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্তো উত্তর দাও : (যে-কোনো চারটি)
(i) দৈব রাজতন্ত্র বলতে কী বোকো?(ii) জেকোবিন শাসন কী ছিল।
(iii) কোড নেপোলিয়ন কী?
(iv) কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল।
(v) নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল।
বিভাগ ঘ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাজো উত্তর দাও (যে-কোনো দুটি) 4x2 = 8
(i) বিপ্লব-পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল।(ii) ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টাকা লেখো।
(iii) মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল।
বিভাগ ঙ
5. পনেরো-ষোলোটি বাকো যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 8x1 = 8
(i) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো।(ii) কোড নেপোলিয়ন বিষয়ে একটি টাকা লেখো। শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো?
------------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন