HIGHER SECONDARY EXAMINATION-2024
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
একাদশ শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষা - ২০২৪
Time: 3 hours 15 minutes
Group-A
Full Marks - ৮০
১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
(i) 'ইন্ডিকার' লেখক হলেন -
(a) মেগাস্থিনিস, (b) কৌটিল্য,(c) কালিদাস, (d) সন্ধ্যাকর নন্দী।
(ii) 'প্রায় ইতিহাস' শব্দটির অর্থ হল-
(a) ইতিহাসের আগের যুগ (b) ইতিহাসের পরের যুগ,(c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, (d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।
(iii) আবুল ফজল রচিত গ্রন্থটির নাম হল-
(১) তারিখ-ই-ফিরোজশাহি, (b) কিরান-উস-সাদাইন,(c) আকবরনামা, (d) বাদশাহনামা।
( iv) 'অরিজিন অব স্পিসিজ' রচনা করেন
(a) কার্ল মার্কস, (b) মর্গান,(c) ডারউইন d) তুর্নাল
(v) মিশরের সব থেকে বড়ো পিরামিড হল-
(a) খুফুর, (b) নেফরার,(c) মেনকুরার, (d) রামেসিস-এর।
(i) প্রাচীন গ্রিসের সমাজ বিভক্ত ছিল
(১) দুটি স্তরে, (চ) তিনটি স্তরে,(c) চারটি স্তরে, (d) পাঁচটি স্তরে।
(vi) জনপদগুলির উত্থান হয়-
(১) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, (b) খ্রিস্টপূর্ব ষষ্ঠদশ শতকে,(c) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, (d) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে।
(৩) 'দি রিপাবলিক' গ্রন্থের লেখক হলেন
(a) প্লেটো, (b) সক্রেটিস,(c) অ্যারিস্টটল, (d) সিসেরো।
(ix) শূন্যস্থান পূরণ করো: পাটলিপুত্র ছিল, _______রাজধানী।
(১) অবন্তীর, (b) কোশলের,(c) মগধের, (৫) বৃজির।
(x) প্লেটো ছিলেন
(a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ,(b) অ্যারিস্টন্সের একজন ছাত্র,
(c) একজন গ্রিক রাজনীতিবিদ,
(d) একজন রোমান বিচারক।
(খ) 'সুল-ই-কুল' নীতির প্রবর্তক হলেন
(১) ইলতুৎমিস, (b) রাজিয়া,(c) বলবন, (d) আকবর।
(xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন
(১) বুশো, (b) মন্তেস্কু,(c) ভলতেয়ার, (d) ডিকেন্স।
(xii) প্রদত্ত কোন প্রাচীন সভ্যতায় চতুর্বর্ণ প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে?
(a) হরপ্পা, (b) ব্যাবিলন,(c) সুমের, (d) বৈদিক।
(xiv) কোন্ লাতিন শব্দ থেকে ইংরেজি 'ফিউডালিজম' শব্দটির উৎপত্তি হয়েছে।-
(a) ফিউডাল, (b) ফেডালিতে,(c) ফিওডালিস, (d) ফিউডালাৎ।
(xv) শূন্যস্থান পূরণ করো। স্পার্টার সবচেয়ে নির্যাতিত শ্রেণি ________ নামে পরিচিত ছিল।
(a) হেলট, (b) ভিলেন,(c) বেইলিফ, (d) স্টুয়ার্ড।
( xvi) 'অর্থশাস্ত্রে' কত প্রকার বিবাহরীতির উল্লেখ আছে?
(a) 4 প্রকার, (b) 5 প্রকার,(c) ৪ প্রকার, (d) 10 প্রকার।
(xvi) প্রাচীন মিশরীয় রানি ক্লিয়পেট্রা ছিলেন-
(a) ফ্যারাও খুফুর স্ত্রী, (b) ফ্যারাও আখেনাটেনের স্ত্রী,(c) ফ্যারাও টুটেনখামেনের স্ত্রী, (d) দ্বাদশ টলেমির কন্যা।
(xviii) স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল-
(a) হেলট, (b) পেরিওসি,(c) স্পার্টান, (d) মেটিক।
(ix) 'দীন-ই-ইলাহি' প্রবর্তিত হয়-
(a) 1582 খ্রিস্টাব্দে, (b) 1578 খ্রিস্টাব্দে,(c) 1580 খ্রিস্টাব্দে, (d) 1579 খ্রিস্টাব্দে।
(xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল
(a) 1096-1099 খ্রিস্টাব্দে, (b) 1189-1192 খ্রিস্টাব্দে,(c) 1144-1187 খ্রিস্টাব্দে, (d) 1195-1198 খ্রিস্টাব্দে।
(xxi) জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের উদ্যোগ নেন-
a) সপ্তম হেনরি b) মার্টিন লুথারc) মেরি স্টুয়ার্ট d) প্রথম এলিজাবেথ।
xxii) আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন -
a) টলেমি b) টাইকো ব্রাহেc) কোপার্নিকাস d) নিউটন
(xxiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন?-
(a) স্পেন, (৮) ইংল্যান্ড,
(c) পোর্তুগাল, (d) ফ্রান্স-এর।
(xxiv) বেতার যন্ত্র আবিষ্কারক হলেন-
(a) গ্রাহাম বেল, (b) কেপলার,
(c) জেমস লঙ, (d) মার্কনি।
(ii) প্রায় ইতিহাস বলতে কী বোঝো। অথবা, আমির খসরু কে ছিলেন।
(iii) হোমো হাবিলিস কাদের বলা হয়?
(iv) অ্যাক্রোপলিস কী? অথবা, দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখো।
(iv) মোগল কারা?
(v) অ্যাক্ট অব সুপ্রিমেসি কী? অথবা, 'হিন্দুস্তানের তোতাপাখি' কাকে বলা হয় ও কেন?
(vi) গৌরবময় বিপ্লব বলতে কী বোঝো?
(vii) ম্যান্ডারিন কাদের বলে? অথবা, সপ্তাঙ্গ তত্ত্ব কী?
(ix) মধ্যযুগের ইউরোপে নাইট কাদের বলা হয়। অথবা, স্পার্টাকাস কে ছিলেন?
(x) নিগম কাকে বলে ?
(খ) ম্যানর বলতে কী বোঝো? অথবা, মনসব বলতে কী বোঝো?
xii) শক কারা? ভারতের প্রথম শক রাজা কে? অথবা, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন?
( (xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হয়?
(xiv) আধুনিক মুদ্রণ শিল্পে আরবদের অবদান? অথবা, বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল।
(xv) কোপার্নিকাস কে ছিলেন? অথবা, পার্চমেন্ট কী?
(xvi) ভাস্কো-দা-গামা কেন বিখ্যাত। অথবা, প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন?
অথবা, প্রাচীন সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও।
(b) পলিস গড়ে ওঠা ও পতনের কারণ আলোচনা করো।
অথবা, পারস্যের 'ক্ষত্রপ' ও চিনের 'ম্যান্ডারিন'-দের তুলনা করো।
(c) মুঘল ও অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।
অথবা, সামন্ততন্ত্র বলতে কী বোঝো? ভারতের সামন্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো।
Group-B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(1) ইতিহাস কী?(ii) প্রায় ইতিহাস বলতে কী বোঝো। অথবা, আমির খসরু কে ছিলেন।
(iii) হোমো হাবিলিস কাদের বলা হয়?
(iv) অ্যাক্রোপলিস কী? অথবা, দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখো।
(iv) মোগল কারা?
(v) অ্যাক্ট অব সুপ্রিমেসি কী? অথবা, 'হিন্দুস্তানের তোতাপাখি' কাকে বলা হয় ও কেন?
(vi) গৌরবময় বিপ্লব বলতে কী বোঝো?
(vii) ম্যান্ডারিন কাদের বলে? অথবা, সপ্তাঙ্গ তত্ত্ব কী?
(ix) মধ্যযুগের ইউরোপে নাইট কাদের বলা হয়। অথবা, স্পার্টাকাস কে ছিলেন?
(x) নিগম কাকে বলে ?
(খ) ম্যানর বলতে কী বোঝো? অথবা, মনসব বলতে কী বোঝো?
xii) শক কারা? ভারতের প্রথম শক রাজা কে? অথবা, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন?
( (xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হয়?
(xiv) আধুনিক মুদ্রণ শিল্পে আরবদের অবদান? অথবা, বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল।
(xv) কোপার্নিকাস কে ছিলেন? অথবা, পার্চমেন্ট কী?
(xvi) ভাস্কো-দা-গামা কেন বিখ্যাত। অথবা, প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন?
Group-C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(১) হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়?অথবা, প্রাচীন সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও।
(b) পলিস গড়ে ওঠা ও পতনের কারণ আলোচনা করো।
অথবা, পারস্যের 'ক্ষত্রপ' ও চিনের 'ম্যান্ডারিন'-দের তুলনা করো।
(c) মুঘল ও অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।
অথবা, সামন্ততন্ত্র বলতে কী বোঝো? ভারতের সামন্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো।
(d) প্রাচীন ভারতে ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে বিশদভাবে আলোচনা করো।
অথবা, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো।
(e) ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো।
অথবা, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো।
(e) ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো।
------------xx--------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন