একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৪
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
সেট - ১, সেট - ২, সেট - ৩, সেট - ৪, সেট - ৫, সেট - ৬, সেট - ৭, সেট - ৮, সেট - ৯, সেট -১০
বিষয় : ইতিহাস
সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০
👉 প্রশ্নগুলোর উত্তর ও তার ব্যাখ্যা দেখো এখানে
A) সঠিক উত্তর বেছে নাও : ১ x ৪ = ৪
১) ইতিহাস হল দর্শনের এক শাখা - বলেছেন,
A) হেরোডেটাস B) এরিস্টটল C) থুকিডিডিস D) হেনরি পিরেন।
২) আসিরীয় সাম্রাজ্যের সূচনা হয়েছিল -
A) আফ্রিকায় B) এশিয়ায় C) উত্তর আমেরিকায় D) ইউরোপে
৩) পশ্চিম রোমান সাম্রাজ্যের প্রধান ধর্মের নাম ছিল -
A) পেগান ধর্ম B) খ্রিষ্টান ধর্ম C) ইসলাম ধর্ম D) বৌদ্ধ ধর্ম
৪) গ্রিসে যে রাজনৈতিক সংগঠনকে 'নগররাষ্ট্র' বলা হত, ভারতে তাকে কী নামে অবিহিত করা হত -
A) জনপদ B) মহাজনপদ C) রাজ্য D) সাম্রাজ্য
B) শূন্যস্থান পূরণ কর : ১ x ৪ = ৪
৫) প্রাগৈতিহাসিক সংস্কৃতির শেষ পর্যায়কে বলা হয় -----------.
A) নব্য প্রস্তর যুগ, B) মধ্যে প্রস্তর যুগ, C) তাম্র প্রস্তর যুগ D) আম্র ব্রঞ্জ যুগ।
৬) রোমানদের রৌপ্যমুদ্রার নাম ছিল __________
A) আস B) দিনারি C) অরি D) দিনারিয়া।
৭) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ______ নামে একটি স্বাধীন রাজ্য সৃষ্টি হয়েছিল।
A) মগধ B) অবন্তী C) বৎস D) কোশল
৮) রোমের একজন সাহিত্য অনুরাগী সম্রাটের নাম হল মার্কাস অরেলিয়াস। _________এমনি একজন সাহিত্যানুরাগী ভারতীয় সম্রাট।
A) সমুদ্র গুপ্ত, B) প্রথম চন্দ্রগুপ্ত, C) সম্রাট অশোক, D) প্রথম কুমার গুপ্ত
C) স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
[৯] ক - স্তম্ভ খ - স্তম্ভ
৩.১.১) বৈদিক যুগের স্বর্ণমুদ্রা ---------- ক) জুপিটার
৩.১.২) সূর্যের দেবতা -------------------- খ) রোমান অভিজাত শ্রেণি
৩.১.৩) পেট্রিশিয়ান ---------------------- গ) বারাণসী
৩.১.৪) কাশী ------------------------------- ঘ) নিস্ক
বিকল্প সমূহ :
A) ৩.১.১ - ঘ, ৩.১.২ - খ, ৩.১.৩ - গ, ৩.১.৪ - ক
B) ৩.১.১ - ঘ, ৩.১.২ - ক, ৩.১.৩ - খ, ৩.১.৪ - গ
C) ৩.১.১ - খ, ৩.১.২ - ক, ৩.১.৩ - গ, ৩.১.৪ - ঘ
D) ৩.১.১ - গ, ৩.১.২ - ঘ, ৩.১.৩ - ক, ৩.১.৪ - খ
[১০] ক - স্তম্ভ খ - স্তম্ভ
৩.২.১) আল বিরুনি ---------- ক) রসায়ন শাস্ত্রের জনক
৩.২.২) আল ইস্তাখবি ----------খ) মাসালিক আল মাসালিক
৩.২.৩) হুনায়েন বিন ইসহাক - গ) সর্বশ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী
৩.২.৪) জাবির-বিন-হাইয়ান -- ঘ) চিকিৎসা বিদ্যার খ্যাতনামা অনুবাদক
বিকল্প সমূহ :
A) ৩.২.১ - ঘ, ৩.২.২ - ক , ৩.২.৩ - খ, ৩.২.৪ - গ
B) ৩.২.১ - গ, ৩.২.২ - খ, ৩.২.৩ - ঘ, ৩.২.৪ - ক
C) ৩.২.১ - খ, ৩.২.২ - ঘ, ৩.২.৩ - ক, ৩.২.৪ - গ
D) ৩.২.১ - ক, ৩.২.২ - খ, ৩.২.৩ - ঘ, ৩.২.৪ - গ
[১১] ক - স্তম্ভ খ - স্তম্ভ
৩.৩.১) বাইজান্টাইন সাম্রাজ্যের পতন -- ক) ৪৭৬ খ্রিস্টাব্দ
৩.৩.২) পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন - খ) ১৪৫৩ খ্রিস্টাব্দ
৩.৩.৩) পেলোপনেসিয় যুদ্ধ ---------------- গ) ৩২৬ খ্রিস্টাব্দ
৩.৩.৪) হিদাস্পিসের যুদ্ধ ------------------- ঘ) ৪৩১ - ৪০৪ খ্রিস্টপূর্বাব্দ
বিকল্প সমূহ :
A) ৩.৩.১ - ক, ৩.৩.২ - খ , ৩.৩.৩ - গ , ৩.৩.৪ - ঘ
B) ৩.৩.১ - গ, ৩.৩.২ - খ, ৩.৩.৩ - ঘ, ৩.৩.৪ - ক
C) ৩.৩.১ - খ, ৩.৩.২ - ঘ, ৩.৩.৩ - ক, ৩.৩.৪ - গ
D) ৩.৩.১ - খ, ৩.৩.২ - ক, ৩.৩.৩ - ঘ, ৩.৩.৪ - গ
[১২] ক - স্তম্ভ খ - স্তম্ভ
৩.৪.১) গান্ধার ---------------ক) পাটলিপুত্র
৩.৪.২) কোশল ---------------খ) শ্রাবস্তী
৩.৪.৩) অঙ্গ ------------------ গ) চ্ম্পা
৩.৪.৪) মগধ ----------------- ঘ) তক্ষশীলা
বিকল্প সমূহ :
A) ৩.৪.১ - ক, ৩.৪.২ - খ , ৩.৪.৩ - গ , ৩.৪.৪ - ঘ
B) ৩.৪.১ - গ, ৩.৪.২ - খ, ৩.৪.৩ - ঘ, ৩.৪.৪ - ক
C) ৩.৪.১ - খ, ৩.৪.২ - ঘ, ৩.৪.৩ - ক, ৩.৪.৪ - গ
D) ৩.৪.১ - ঘ, ৩.৪.২ - খ, ৩.৪.৩ - গ, ৩.৪.৪ - ক
D) ঘটনাক্রম অনুযায়ী সাজাও : ১ x ৪ = ৪
১৩) পর্যায়ক্রমে যুগগুলি হল :
A) ত্রেতা যুগ -- দ্বাপর যুগ -- সত্য যুগ -- কলিযুগ
B) দ্বাপর যুগ -- সত্য যুগ -- ত্রেতা যুগ -- কলিযুগ
C) সত্যযুগ -- ত্রেতা যুগ -- দ্বাপর যুগ -- কলিযুগ
D) কলিযুগ -- সত্যযুগ -- ত্রেতা যুগ -- দ্বাপর যুগ
১৪) ঘটনাক্রম অনুসারে সাজাও :
৪.২.১) খ্রিস্টপূর্ব ৪৭ অব্দে সিজার রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন।
৪.২.২) খ্রিস্টপূর্ব ৪৮ অব্দে রোমে সিজারের একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়।
৪.২.৩) ব্রুটাস এবং ক্যাসিয়াসের ষড়যন্ত্রে সিজার মারা যান
৪.২.৪) জুলিয়াস সিজার পো নদীর উপত্যকায় অবস্থিত গল দেশ রোমান সাম্রাজ্যভুক্ত করেন।
বিকল্পসমূহ :
A) ৪.২.১ -- ৪.২.২ -- ৪.২.৪ -- ৪.২.৩
B) ৪.২.১ -- ৪.২.৪ -- ৪.২.২ -- ৪.২.৩
C) ৪.২.৪ -- ৪.২.২ -- ৪.২.১ -- ৪.২.৩
D) ৪.২.১ -- ৪.২.২ -- ৪.২.৩ -- ৪.২.৪
১৫) কালানুক্রমে সাজাও :
৪.৩.১) জাস্টিনিয়ান উত্তর আফ্রিকা অবরোধ করেন।
৪.৩.২) জাস্টিনিয়ান স্পেনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
৪.৩.৩) জাস্টিনিয়ান নিকেতে বিদ্রোহ দমন করেন।
৪.৩.৪) জাস্টিনিয়ান সর্বপ্রথম নেপলস অধিকার করেন।
বিকল্পসমূহ :
A) ৪.৩.২ -- ৪.৩.৩ -- ৪.৩.১ -- ৪.৩.৪
B) ৪.৩.৪ -- ৪.৩.২ -- ৪.৩.৩ -- ৪.৩.১
C) ৪.৩.৩ -- ৪.৩.১ -- ৪.৩.৪ -- ৪.৩.২
D) ৪.৩.১ -- ৪.৩.২ -- ৪.৩.৩ -- ৪.৩.৪
১৬) সঠিক ক্রমে সাজাও :
A) পানিপথের প্রথম যুদ্ধ -- পানিপথের দ্বিতীয় যুদ্ধ -- খানুয়ার যুদ্ধ -- হলদিঘাটের যুদ্ধ।
B) পানিপথের প্রথম যুদ্ধ -- হলদিঘাটের যুদ্ধ -- পানিপথের দ্বিতীয় যুদ্ধ -- খানুয়ার যুদ্ধ।
C) পানিপথের প্রথম যুদ্ধ -- খানুয়ার যুদ্ধ -- পানিপথের দ্বিতীয় যুদ্ধ -- হলদিঘাটের যুদ্ধ।
D) খানুয়ার যুদ্ধ -- পানিপথের প্রথম যুদ্ধ -- হলদিঘাটের যুদ্ধ -- পানিপথের দ্বিতীয় যুদ্ধ।
E) চিত্র / চার্ট / ডায়াগ্রাম দেখে উত্তর দাও : ১ x ৪ = ৪
১৭) নিচের ডায়াগ্রামটি ভালো করে দেখো এবং জিজ্ঞাসা (?) চিহ্নের জায়গায় কোন বিকল্পটি উপযুক্ত বিবেচিত হবে তা খুঁজে বার করো।
বিকল্পসমূহ :
A) A তাম্র ব্ৰঞ্জীয় যুগ, C ঐতিহাসিক যুগ
B) A প্রাক ঐতিহাসিক যুগ , C ঐতিহাসিক যুগ
C) A লৌহ যুগ, C প্রাক ঐতিহাসিক যুগ
D) A ঐতিহাসিক যুগ C প্রাচীন প্রস্তর যুগ
১৮) নিম্নে প্রদত্ত কোন ভেনচিত্র থেকে লেখমালা, ব্রাহ্মীলিপি এবং অশোকের রুম্মিনদেই স্তম্ভলেখ-এর মধ্যেকার সঠিক সম্পর্কটি নির্ধারিত হচ্ছে।
বিকল্প সমূহ :
A) A সঠিক B C D সঠিক নয়
B) C সঠিক A B D সঠিক নয়
C) B সঠিক A C D সঠিক নয়
D) D সঠিক A B C সঠিক নয়
১৯) নীচের চিত্র দেখো ও সেই সম্পর্কিত বক্তব্যগুলো পড়ো। এরপর এটি কীসের ছবি নীচের বিকল্পগুলো থেকে খুঁজে বের করো.
বিকল্পসমূহ :
A) প্যান্থিয়ান B) পার্থেনন
C) কলোসিয়াম D) অগার পাবলিকাস
২০) মানচিত্র দেখে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিকল্পসমূহ :
A) কামরূপ ( সমতট )
B) দাবাক ( জজাকভুক্তি )
C) অশ্মক ( পৌডন্য )
D) হরিকেল ( বঙ্গ )
F) অনুচ্ছেদ পড়ো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও : ১ x ৪ = ৪
প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্যায় হল নব্য প্রস্তর যুগ। এই যুগে মানুষ যেসকল পাথরের হাতিয়ার নির্মাণ করেছিল সেগুলি ছিল আগের থেকে অনেক বেশি মসৃণ, ধারালো এবং ব্যবহারের উপযোগী। খাদ্য সংগ্রাহক মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল। জীবনধারার এই অভূতপূর্ব পরিবর্তনকে লক্ষ্য করেই ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই যুগকে Neolithic Revolution বলে উল্লেখ করেছেন। পশুপালন ব্যাপক আকার ধারণ করলে পণ্য পরিবহণ ও যানবাহনের কাজে এই সকল পশুকে কাজে লাগানো হত। মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে। গড়ে ওঠে গোষ্ঠিভিত্তিক সমাজ। নব্যপ্রস্তর যুগে কুমোরের চাকার আবিষ্কার জীবনশৈলীতে এক ব্যাপক পরিবর্তন এনেছিল। এই যুগের মানুষ তামা ও টিন মিশিয়ে এক নতুন ধাতুর ব্যবহার শেখে, ফলে মানব সভ্যতার দ্রুত অগ্রগতি পরিলক্ষিত হয়।
২১) নব্যপ্রস্তর যুগের অন্যতম যানবাহন ছিল -
A) ডুলি B) পালকি
C) কুকুরের টানা গাড়ি D) পিটু
২২) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল -
A) যাযাবর জীবন B) স্থায়ী বসতি নির্মাণ
C) মাতৃতান্ত্রিক সভ্যতা D) লোহার ব্যবহার
২৩) নব্যপ্রস্তর যুগের পাত্রগুলো ছিল মূলত -
A) মৃৎপাত্র B) পাথরের পাত্র
C) বেতের পাত্র D) লোহার পাত্র
২৪) এই যুগের মানুষ যে নতুন ধরণের ধাতুর ব্যবহার শিখেছিল তা হল -
A) দস্তা B) ব্রোঞ্জ
C) কাঁসা D) সিসা
G) ঠিক ভুল নির্নয় করো : ১ x ৪ = ৪
২৫) মুঘল যুগের রচিত ঐতিহাসিক গ্রন্থ হল :
ক) রাজতরঙ্গিনী খ) তারিখ-ই-ফিরোজশাহী
গ) বাবরনামা ঘ) আকবরনামা।
বিকল্পসমূহ :
A) ক, খ ঠিক এবং গ, ঘ ভুল
B) গ, ঘ ঠিক এবং ক, খ ভুল
C) ক, ঘ ঠিক এবং খ, গ ভুল
D) ক, গ ঠিক এবং খ ঘ ভুল
২৬) ক্রীতদাস প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো -
ক) আগোরা খ) ম্যানুমিসিও গ) লিবারটাস ঘ) সতুরনালিয়া।
A) ক, খ, গ সঠিক এবং ঘ ভুল
B) খ, গ, ঘ সঠিক এবং ক ভুল
C) ক, খ, ঘ সঠিক এবং গ ভুল
D) খ, ঘ সঠিক এবং ক, গ ভুল
২৭) গান্ধারশিল্পের বৈশিষ্ট্য গুলি হল -
ক) গ্রীক, রোমান ও চৈনিক শিল্পের সংমিশ্রণ খ) বৌদ্ধ ধর্ম তথা ভগবান বুদ্ধের মূর্তি গ) মূর্তি নির্মাণে চুন, বালি, প্লাস্টার অব প্যারিস, পোড়ামাটি ও পাথর ব্যবহার ঘ) মূর্তি নির্মাণে সোনালী রঙের ব্যবহার।
বিকল্পসমূহ :
A) ক, খ, ঘ ঠিক এবং গ ভুল
B) ক, গ, ঘ ঠিক এবং খ ভুল
C) খ, গ, ঘ ঠিক এবং ক ভুল
D) ক, খ, গ ঠিক এবং ঘ ভুল
২৮) গ্রিসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল -
ক) অক্টোপলিস খ) নেক্রোপলিস গ) পার্সেপোলিস
A) ক, ঘ সঠিক এবং খ, গ ভুল
B) ক, খ, ঘ সঠিক এবং গ ভুল
C) ক, গ, ঘ সঠিক এবং খ ভুল
D) ক, খ সঠিক এবং গ, ঘ ভুল
H) বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক (বিবৃতি ও কারণ) নির্নয় করো : ১ x ৪ = ৪
২৯) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি - A : বেদের অপর নাম শ্রুতি।
বিবৃতি - R : মনে করা হয় যে, বেদ প্রথমে লিখিত ছিল না। গুরু-শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হতো।
বিকল্পসমূহ :
A) বিবৃতি - R হল বিবৃতি - A এর বিরোধী।
B) বিবৃতি - R হল বিবৃতি - A এর সঠিক কারণ।
C) বিবৃতি - A সঠিক কিন্তু বিবৃতি - R ভুল।
D) বিবৃতি - A এবং বিবৃতি - R একে অপরের থেকে আলাদা।
৩০) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি - A : খ্রিস্টান ধর্ম কালক্রমে রোমের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি পায়।
বিবৃতি - R : সম্রাট জাস্টিনিয়ান খ্রিস্টধর্মকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি প্রদান করেছিলেন।
বিকল্প সমূহ :
A) বিবৃতি - R হল বিবৃতি - A এর বিরোধী
B) বিবৃতি - R হলো বিবৃতি - A এর সঠিক কারণ।
C) বিবৃতি - A সঠিক কিন্তু বিবৃতি - R ভুল।
D) বিবৃতি - A এবং বিবৃতি - R একে অপরের থেকে আলাদা।
৩১) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি - A : মৌর্য যুগে অনেক বিদেশি পন্ডিত এবং বিশিষ্ট ব্যক্তিরা ভারতে এসেছিলেন।
বিবৃতি - R : মেগাস্থিনিস একজন দূত ছিলেন যাকে গ্রিক শাসক সেলুকাস চন্দ্রগুপ্তের দরবারে প্রেরণ করেছিলেন।
বিকল্পসমূহ :
A) A এবং R উভয়ই সঠিক এবং R হল A -এর সঠিক কারণ।
B) A এবং R উভয়েই সঠিক কিন্তু R, A -এর সঠিক কারণ নয়।
C) A সঠিক কিন্তু R ভুল।
B) A ভুল কিন্তু R সঠিক।
৩২) নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি - A : সম্রাট শাহজাহানকে 'স্থাপত্যের রাজকুমার' বলা হয়।
বিবৃতি - R : সম্রাট শাহজাহান স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন তাজমহল।
বিকল্পসমূহ :
A) বিবৃতি R হল বিবৃতি A -এর বিরোধী।
B) বিবৃতি R হল বিবৃতি A -এর কারণ।
C) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি R ভুল
D) বিবৃতি A এবং বিবৃতি R একে অপরের থেকে আলাদা।
I) বিবৃতিগুলোর মানানসই ব্যাখ্যা খুঁজে বের করো : ১ x ৪ = ৪
৩৩) বিবৃতি : নব্যপ্রস্তর যুগকে বিপ্লবের যুগ বলা হয়।
ব্যাখ্যা - ১ : কারণ, কাঠের লাঙলে তামার ফলা ব্যবহার করা হয়েছিল।
ব্যাখ্যা - ২ : কারণ, কৃষিকাজ, পশুপালন, স্থায়ী বসতির সূচনা হয়েছিল।
ব্যাখ্যা - ৩ : কারণ, স্লেজ গাড়ির ব্যবহার শুরু হয়েছিল।
ব্যাখ্যা - ৪ : কারণ, মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল।
৩৪) বিবৃতি : অভিজাত ভূস্বামীরা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।
ব্যাখ্যা - ১ : কারণ, সিজার ভূমিসংস্কারের মাধ্যমে ভূমিহীন শ্রেণির স্বার্থ রক্ষায় উদ্যোগী হন।
ব্যাখ্যা - ২ : সিজার প্রজাতন্ত্রের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা - ৩ : সিজার গৃহযুদ্ধে জয়লাভ করেছিলেন।
ব্যাখ্যা - ৪ : সিজার গল দেশ দখল করতে ব্যর্থ হয়েছিলেন।
৩৫) বিবৃতি : সম্রাট কনস্টান্টাইন খ্যাত হন 'কনস্ট্যান্ট দ্য গ্রেট' নামে।
ব্যাখ্যা - ১ : কারণ, সম্রাট কনস্টান্টাইন প্রশাসনকে নতুনভাবে সাজান।
ব্যাখ্যা - ২ : কনস্টান্টাইন পানোনিয়ার যুদ্ধ ও অ্যাড্রিয়ানোপলের যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করে পূর্ব ও পশ্চিম রোমকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং বিচ্ছিন্ন সাম্রাজ্যকে পুনরায় ঐক্যবদ্ধ করেন।
ব্যাখ্যা - ৩ : নিরাপদ স্থানে নতুন রাজধানী স্থানান্তর করেন।
ব্যাখ্যা - ৪ : কনস্টান্টাইন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন।
৩৬) ভারত ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় খানুয়ার যুদ্ধ ছিল অধিক তাৎপর্যপূর্ণ।
ব্যাখ্যা - ১ : খানুয়ার যুদ্ধে হতাহতের সংখ্যা ছিল পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি।
ব্যাখ্যা - ২ : খানুয়ার যুদ্ধে রাজপুত ও আফগান জোটশক্তির মোকাবিলায় বাবর সমর্থ হলে মুঘল সাম্রাজ্যের পথ প্রশস্ত হয়।
ব্যাখ্যা - ৩ : বেশিরভাগ ঐতিহাসিক খানুয়ার যুদ্ধকেই বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।
ব্যাখ্যা - ৪ : পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাস্ত হয়েছিলেন।
J) বেমানান শব্দটি নির্বাচন করো : ১ x ৪ = ৪
৩৭) নিম্নবর্গের ইতিহাস নিয়ে কে গবেষণা করেননি?
A) ড. রনজিৎ গুহ B) গৌতম ভদ্র
C) রজনীপাম দত্ত D) জ্ঞানেন্দ্র পান্ডে।
৩৮) নিম্নলিখিত পোশাকের মধ্যে রোমানরা ব্যবহার করতেন না -
A) টিউনিক B) টোগা
C) জুব্বা D) প্যানুলা
৩৯) মহাজনপদগুলির মধ্যে কোনটি বেমানান?
A) কাশী B) কোশল
C) বৃজি D) অঙ্গ
৪০) কোনটি চোল আমলের গ্রাম সমিতি বা পরিষদের মধ্যে পড়ে না?
A) ঊর B) সভা
C) নগরম D) মণ্ডলম
-------------xx---------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন