দশম শ্রেণি। ইতিহাস। প্রথম অভিক্ষা - ২০২৪
History Frist Unit Test 2024
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণ-মান - ৪০
বিভাগ -ক
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০
১.১ 'হিস্টোরিয়া' কথার অর্থ হল? -ক) অনুসন্ধান খ) জ্ঞান
গ) বিজ্ঞান ঘ) অতীতের কাহিনি।
১.২) সাধারণ মানুষের কথা জানা যায় -
ক) নিম্নবর্গের ইতিহাস থেকে, খ) খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে,
গ) খেলার ইতিহাস থেকে, ঘ) জাতিয়তাবাদী ইতিহাস থেকে।
১.৩) 'নর্মদা বাঁচাও আন্দোলন' কোন ইতিহাসের অন্তর্গত? -
ক) নারীর ইতিহাস, খ) শিল্পচর্চার ইতিহাস,
গ) পরিবেশের ইতিহাস, ঘ) শহরের ইতিহাস।
১.৪) 'হুতুম প্যাঁচার নক্সা'র বিষয়বস্তু ছিল -
ক) নীল চাষিদের জীবন জীবিকা, খ) কলকাতার ভন্ড স্মাজপতিদের জীবনযাত্রা,
গ) গ্রামীণ কৃষিজীবী মানুষের সমস্যা , ঘ) নারী সমাজের সমস্যা
১.৫) ড্রিঙ্কওয়াটার বেথুন কীজন্য বিখ্যাত?
ক) সমাজ সংস্কারের জন্য, খ) চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য
গ) শিক্ষা সংস্কারের জন্য, ঘ) স্ত্রীশিক্ষার প্রসারের জন্য।
১.৬) ‘নব্যবঙ্গ’ আন্দোলনের লক্ষ্য ছিল -
ক) হিন্দুধর্মের বিরুদ্ধে প্রচার, খ) যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতার প্রচার,
গ) খ্রিষ্টান ধর্মের প্রচার, ঘ) এর কোনোটাই নয়।
১.৭) 'বিপ্লব' কথার অর্থ হল -
ক) বিদ্রোহ, খ) অভ্যুত্থান,
গ) আমূল পরিবর্তন, ঘ) বিশৃঙ্খলা।
১.৮) কোল বিদ্রোহের নেতা -
ক) জোয়া ভগত, খ) দুর্জন সিংহ
গ) কানহু, ঘ) যাত্রা ওরাও।
১.৯) 'তিন কাঠিয়া' প্রথা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক) অরণ্য আইন সংক্রান্ত, খ) ভুমিরাজস্ব সংক্রান্ত বিষয়ের সঙ্গে,
গ) বেগার খাটা সংক্রান্ত, ঘ) নীল চাষের সঙ্গে।
১.১০) ক্ষুদি মোল্লা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন -
ক) পাবনা বিদ্রোহ, খ) নীল বিদ্রোহ,
গ) কোল বিদ্রোহ, ঘ) বারাসাত বিদ্রোহ।
বিভাগ -খ
২) যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। ১x ৬ = ৬
২.১) একটি বাক্যে উত্তর দাও। ১X ২ = ২
২.১.১) 'পাক-প্রণালী' কার লেখা?
২.১.২) বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) কাঙাল হরিনাথ 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশ করেন।
২.২.২) রামমোহন একজন প্রাচ্যবাদী বুদ্ধিজীবী ।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২.
২.৩.১) বিবৃতি : জঙ্গলমহল জেলা গঠন করা হয় -
ব্যাখ্যা - ১ : সাওতালদের খুশি করার জন্য।
ব্যাখ্যা - ২ : কোলদের খুশি করার জন্য।
ব্যাখ্যা - ৩ : চুয়াড়দের খুশি করার জন্য।
২.৩.২) বিবৃতি : আদিবাসিদের বিদ্রোহের মূল কারণ ছিল-
ব্যাখ্যা - ১ : বহিরাগত জমিদারদের শোষণ।
ব্যাখ্যা - ২ : নতুন ভুমিরাজস্ব ব্যবস্থার ফলে অরণ্য ভুমির ওপর থেকে অধিকার কেড়ে নেওয়া।
ব্যাখ্যা - ৩ : আদিবাসিদের জোর করে খ্রিষ্টান ধর্মে দিক্ষা দেওয়া।
২.১.১) 'পাক-প্রণালী' কার লেখা?
২.১.২) বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী?
২.২.) ঠিক বা ভুল নির্ণয় কর। ১X ২ = ২
২.২.১) কাঙাল হরিনাথ 'গ্রামবার্তাপ্রকাশিকা' প্রকাশ করেন।
২.২.২) রামমোহন একজন প্রাচ্যবাদী বুদ্ধিজীবী ।
২.৩) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর। ১X ২ = ২.
২.৩.১) বিবৃতি : জঙ্গলমহল জেলা গঠন করা হয় -
ব্যাখ্যা - ১ : সাওতালদের খুশি করার জন্য।
ব্যাখ্যা - ২ : কোলদের খুশি করার জন্য।
ব্যাখ্যা - ৩ : চুয়াড়দের খুশি করার জন্য।
২.৩.২) বিবৃতি : আদিবাসিদের বিদ্রোহের মূল কারণ ছিল-
ব্যাখ্যা - ১ : বহিরাগত জমিদারদের শোষণ।
ব্যাখ্যা - ২ : নতুন ভুমিরাজস্ব ব্যবস্থার ফলে অরণ্য ভুমির ওপর থেকে অধিকার কেড়ে নেওয়া।
ব্যাখ্যা - ৩ : আদিবাসিদের জোর করে খ্রিষ্টান ধর্মে দিক্ষা দেওয়া।
বিভাগ -গ
৩) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। ( চারটি ) ২X ৪ = ৮
৩.১) 'নারীর ইতিহাস' বলতে কী বোঝ? উদাহরণ দাও।
৩.২) কাকে, কেন 'সংস্কৃতির শহর' বলা হয়?
৩.৩) তিন আইন কী?
৩.৪) বাংলার নবজাগরণের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
৩.৫) কোল বিদ্রোহের কারণ কী ছিল?
৩.২) কাকে, কেন 'সংস্কৃতির শহর' বলা হয়?
৩.৩) তিন আইন কী?
৩.৪) বাংলার নবজাগরণের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
৩.৫) কোল বিদ্রোহের কারণ কী ছিল?
বিভাগ - ঘ
৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ( দুটি ) : ৪X ২ = ৮
৪.১) 'নব্যবঙ্গ' কাদের বলা হয়? এদের উদ্দেশ্য কী ছিল?।
৪.২) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে দেখাও।
৪.৩) চুয়াড় বিদ্রোহের ফলাফল বিশ্লেষণ করো।
৪.২) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে দেখাও।
৪.৩) চুয়াড় বিদ্রোহের ফলাফল বিশ্লেষণ করো।
বিভাগ -ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে উত্তর দাও। ( একটি ) : ৮X ১ = ৮
৫.১) ইতিহাসের উপাদান হিসাবে ইন্দিরা গান্ধিকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুরুত্বপূর্ণ কেন? ৮
৫.২) জনশিক্ষা কমিটি কী? ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে এর গুরুত্ব কতটা? ৩+৫
৫.৩) নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ৪ + ৪ = ৮
৫.২) জনশিক্ষা কমিটি কী? ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে এর গুরুত্ব কতটা? ৩+৫
৫.৩) নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ৪ + ৪ = ৮
-----------------xx-------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন