বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা.)
![]() |
| মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২৫ |
মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২৪-২০২৫
বিষয় : ইতিহাস
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান - ৯০
(First 15 minutes for reading the question paper only)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for the spelling mistakes, untidiness and bad handwriting.
[Groups ‘A’ to ‘E’ are common for both Regular and External Candidates.
Group ‘F’ is meant only for External Candidates.]
(All questions of Group ‘A’ are compulsory. Candidates should follow the alternative questions as per directive in Group ‘B’. Others will attempt map pointing.)
বিভাগ - ক
১) সঠিক উত্তরটি বেছে নাও। ১ x ২০ = ২০
১.১) ‘ভারতীয় সংগীতের উৎস হল -
ক) সামবেদ খ) ঋগ্বেদগ) অথর্ববেদ ঘ) যজু বেদ
২.৫.২ ওয়াহাবি আন্দোলনের এলাকা।
২.৫.৩ বারদৌলি সত্যাগ্রহের এলাকা ।
২.৫.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
৩.২) কাকে কেন ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার বলা হয়?
৩.৩) কাকে কেন ভারতের ‘উচ্চশিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়?
৩.৪) কে কাকে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলেছিলেন?
৩.৫) ‘দামিন-ই-কোহ’ বলতে কী বোঝো?
৩.৬) ‘খুৎকাঠি প্রথা’ কী?
৩.৭) কারা কাকে ‘শাহেনশা-ই-হিন্দুস্তান’ বলে শ্রদ্ধা করতেন?
৩.৮) কে কাকে ‘ভারতের আধ্যাতিক জাতীয়তাবাদের জনক’ বলে অভিহিত করেছেন?
৩.৯) কাকে কেন ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয়?
৩.১০) ‘জাতীয় শিক্ষা পরিষদ’ কেন গঠন করা হয়?
৩.১১) মোপলা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.১২) ‘জুডিশিয়াল স্ক্যান্ডাল’ কী?
৩.১৩) কাকে কেন ‘ভারতের বুলবুল’ বলা হয়?
৩.১৪) ‘দিপালী সংঘ’ কী?
৩.১৫) ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝো?
৩.১৬) ‘নেফা’ (NEFA) কী?
৪.২ শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল?
৪.৪) মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?
৪.৬) ‘অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
৪.৮) আত্মজীবনী ও স্মৃতি কথায় উদ্বাস্তুদের জীবন-যন্ত্রনা কীভাবে ফুটে উঠেছে লেখ।
৫.২) আনন্দমঠ গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে জাতীয়তাবাদী মনোভাব ফুটিয়ে তুলেছেন।
৫.৩) বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো।
১.২) ‘বিশ্ব পরিবেশ দিবস’ নামে পরিচিত -
ক ) ২ জুন খ) ৩ জুনগ) ৫ জুন ঘ) ২১ জুলাই
১.৩) ‘হুতুম প্যাঁচার নকশা’ কার লেখা?
ক) কালীপ্রসন্ন সিংহ খ) সত্যজিৎ রায়গ) দীনবন্ধু মিত্র ঘ) কাঙাল হরিনাথ
১.৪) ‘যত মত তত পথ’ কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত? -
ক) রাজনীতি খ) শিক্ষা সংস্কারগ) ধর্ম সংস্কার ঘ) অর্থনীতি
১.৫) ‘রেনেসাঁ শব্দের অর্থ -
ক) নবজাগরণ খ) তমসাচ্ছন্ন যুগগ) মানবতাবাদ ঘ) যুগান্তর
১.৬) ‘ধরিত্রির পিতা’ নামে পরিচিত ছিলেন -
ক) বিরসা মুন্ডা খ) দিগম্বর বিশ্বাসগ) শ্রীহরি রায় ঘ) রফিক মন্ডল
১.৭) ওয়াহাবি কথার অর্থ -
ক) বিদ্রোহ খ) নবজাগরণগ) প্রবল বিক্ষোভ ঘ) বিপ্লব
১.৮) রাজনৈতিক ধাপ্পাবাজি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? -
ক) সাঁওতাল বিদ্রোহ খ) কোল বিদ্রোহগ) মহাবিদ্রোহ ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
১.৯) ইলবার্ট বিল এর সঙ্গে কোন ভারতীয়ের নাম যুক্ত ছিল -
ক) রাজা রামমোহন রায় খ) উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘ) নবগোপাল মিত্র
১.১০) ‘ভারতের মৃত্তিকা আমার স্বর্গ’ কথাটি কোন গ্রন্থের অন্তর্গত -
ক) ‘বর্তমান ভারত’ খ) ‘অনন্দমঠ’গ) ‘গোরা’ ঘ) ‘বিরূপ বস্ত্র’
১.১১) ‘বিজ্ঞান রহস্য’ প্রবন্ধেরলেখক কে?
ক) পঞ্চানন কর্মকারকে খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়গ) আচার্য জগদীশচন্দ্র বসু ঘ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
১.১২) বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
ক) রাসবিহারী ঘোষ খ) আশুতোষ মুখোপাধ্যায়গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) সত্যেন্দ্রনাথ বোস
১.১৩) ‘সরদার’ কোন কৃষক নেতার উপাধি?
ক) বল্লভভাই প্যাটেল খ) বীরেন্দ্রনাথ শাসমলগ) জয় প্রকাশ নারায়ণ ঘ) রাম মনোহর লোহিয়া
১.১৪) মুজাফফর আহমেদ সম্পাদিত যে পত্রিকায় শ্রমিকদের অর্থনৈতিক স্বাধীনতার কথা প্রচার করা হয় -
ক) লাঙল খ) গণবাণীগ) শ্রমিক ঘ) সোশ্যালিস্ট
১.১৫) উন্মাদ দেশপ্রেমিক কাদের আখ্যা দেয়া হয়?
গ) ভারতছাড়ো আন্দোলনকারীদের খ) আইন অমান্য আন্দোলনকারীদেরগ) অহিংস অসহযোগ আন্দোলনকারীদের ঘ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীদের
১.১৬) ভারতীয় মহিলা সমিতি গঠন করেন -
ক) প্রীতিলতা ওয়াদ্দেদার খ) সরোজিনী নাইডুগ) লীলা নাগ ঘ) কনকলতা বড়ুয়া
১.১৭) প্রীতিলতা ওয়াদ্দেদার কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?
ক) হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন খ) যুগান্তর দলগ) অনুশীলন সমিতি ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
১.১৮ সত্যশোধক সমাজ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? -
ক) দলিত খ) ছাত্রগ) কৃষক ঘ) শ্রমিক
১.১৯) ‘লৌহ মানব’ নামে পরিচিত -
ক) সর্দার বল্লভভাই প্যাটেল খ) জওহরলাল নেহেরুগ) আবুল কালাম আজাদ ঘ) মহাত্মা গান্ধি
১.২০) নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয় -
ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালেগ) ১৯৫০ সালে ঘ) ১৯৫৬ সালে
২.১.২) ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি অনুবাদ করেন কে?
২.১.৩) বিদেশী ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটকের নাম কি?
২.১.৪) বেথুন স্কুল যা বর্তমানে বেতন কলেজ নামে পরিচিত তা তৈরিতে বেথুনকে সাহায্য করেছিলেন কে?
২.২.২) অরন্ধন উৎসব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ ছিল।
২.২.৩) নমঃশূদ্র আন্দোলনের জনক বলা হয় হরিচাঁদ ঠাকুরকে।
২.২.৪) নীল বিদ্রোহ আসলে বাংলার প্রথম বিপ্লব ।
ব্যাখ্যা - ২ : এই বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল।
ব্যাখ্যা - ৩ : এই বিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শাসকদের অধীনে।
ব্যাখ্যা - ২ : রাজনৈতিক প্রয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা - ৩ : ভারতবর্ষকে স্বাধীন করা ।
ব্যাখ্যা - ২ : এই বিদ্রোহ শ্বেতাঙ্গ সমাজের (ইউরোপীয়) মানুষ তাদের স্বার্থ রক্ষার জন্য সংগঠিত করেছিল।
ব্যাখ্যা - ৩ : এই আন্দোলন ভারতীয়দের দ্বারা শ্বেতাঙ্গদের স্বার্থ রক্ষায় সংগঠিত হয়েছিল।
ব্যাখ্যা - ২ : ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটতে।
ব্যাখ্যা - ৩ : স্বদেশী ইতিহাস চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে।
২.৪.২ স্বদেশ বান্ধব সমিতি. ডক্টর জ্ঞানেন্দ্র পান্ডে
২.৪.৩ ভারতে প্রথম মে দিবস পালন কলকাতা বিশ্ববিদ্যালয়
২.৪.৪ গান্ধী ক্যারিশমা অশ্বিনী কুমার দত্ত
খ - বিভাগ
২) যেকোন ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে) : ১ x ১৬ = ১৬
উপবিভাগ - ২.১.২.
২.১) একটি বাক্যে উত্তর দাও :
২.১.১) ‘ইকোফেমিনিজম’ কী?২.১.২) ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি অনুবাদ করেন কে?
২.১.৩) বিদেশী ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটকের নাম কি?
২.১.৪) বেথুন স্কুল যা বর্তমানে বেতন কলেজ নামে পরিচিত তা তৈরিতে বেথুনকে সাহায্য করেছিলেন কে?
উপবিভাগ - ২.২২.
২.২) সত্য-মিথ্যা নির্ণয় করো :
২.২.১) কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয় ১৮৩৫ সালে ।২.২.২) অরন্ধন উৎসব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ ছিল।
২.২.৩) নমঃশূদ্র আন্দোলনের জনক বলা হয় হরিচাঁদ ঠাকুরকে।
২.২.৪) নীল বিদ্রোহ আসলে বাংলার প্রথম বিপ্লব ।
উপবিভাগ - ২.৩.২.
২.৩) বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৩.১) বিবৃতি : ১৮৫৭ সালের বিদ্রোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলা যায় না - কারণ :
ব্যাখ্যা - ১ : এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না।ব্যাখ্যা - ২ : এই বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল।
ব্যাখ্যা - ৩ : এই বিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শাসকদের অধীনে।
২.৩.২) বিবৃতি : ভারত সভা গড়ে তোলার প্রধানতম উদ্দেশ্য ছিল -
ব্যাখ্যা - ১ : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘বাংলার প্রথম মুকুটহীন রাজা’ হয়ে ওঠা ।ব্যাখ্যা - ২ : রাজনৈতিক প্রয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা - ৩ : ভারতবর্ষকে স্বাধীন করা ।
২.৩.৩) বিবৃতি : ইলবার্ট বিল বিরোধী আন্দোলনকে শ্বেতাঙ্গ বিদ্রোহ বলা হত - কারণ,
ব্যাখ্যা - ১ : এই বিদ্রোহ শ্বেতাঙ্গ সমাজের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল।ব্যাখ্যা - ২ : এই বিদ্রোহ শ্বেতাঙ্গ সমাজের (ইউরোপীয়) মানুষ তাদের স্বার্থ রক্ষার জন্য সংগঠিত করেছিল।
ব্যাখ্যা - ৩ : এই আন্দোলন ভারতীয়দের দ্বারা শ্বেতাঙ্গদের স্বার্থ রক্ষায় সংগঠিত হয়েছিল।
২.৩.৪) বিবৃতি : কলকাতায় ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল -
ব্যাখ্যা - ১ : খ্রিস্টান ধর্মের প্রচার করার লক্ষ্য নিয়ে।ব্যাখ্যা - ২ : ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটতে।
ব্যাখ্যা - ৩ : স্বদেশী ইতিহাস চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে।
উপবিভাগ - ২.৪
২.৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
২.৪.১ গোলদিঘির গোলামখানা । সিঙ্গাভেল্লু২.৪.২ স্বদেশ বান্ধব সমিতি. ডক্টর জ্ঞানেন্দ্র পান্ডে
২.৪.৩ ভারতে প্রথম মে দিবস পালন কলকাতা বিশ্ববিদ্যালয়
২.৪.৪ গান্ধী ক্যারিশমা অশ্বিনী কুমার দত্ত
উপবিভাগ - ২.৫
২.৫. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো :
২.৫.১ কোল বিদ্রোহের এলাকা ।২.৫.২ ওয়াহাবি আন্দোলনের এলাকা।
২.৫.৩ বারদৌলি সত্যাগ্রহের এলাকা ।
২.৫.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
গ - বিভাগ
৩) দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও : (যে-কোন ১১ টি) ২ x ১১ = ২২
৩.১) ‘জীবনস্মৃতি’ গ্রন্থের বিষয়বস্তু কী?৩.২) কাকে কেন ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার বলা হয়?
৩.৩) কাকে কেন ভারতের ‘উচ্চশিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়?
৩.৪) কে কাকে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলেছিলেন?
৩.৫) ‘দামিন-ই-কোহ’ বলতে কী বোঝো?
৩.৬) ‘খুৎকাঠি প্রথা’ কী?
৩.৭) কারা কাকে ‘শাহেনশা-ই-হিন্দুস্তান’ বলে শ্রদ্ধা করতেন?
৩.৮) কে কাকে ‘ভারতের আধ্যাতিক জাতীয়তাবাদের জনক’ বলে অভিহিত করেছেন?
৩.৯) কাকে কেন ‘আধুনিক ছাপাখানার জনক’ বলা হয়?
৩.১০) ‘জাতীয় শিক্ষা পরিষদ’ কেন গঠন করা হয়?
৩.১১) মোপলা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.১২) ‘জুডিশিয়াল স্ক্যান্ডাল’ কী?
৩.১৩) কাকে কেন ‘ভারতের বুলবুল’ বলা হয়?
৩.১৪) ‘দিপালী সংঘ’ কী?
৩.১৫) ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝো?
৩.১৬) ‘নেফা’ (NEFA) কী?
বিভাগ - ঘ
৪) সাত-আটটি বাক্যে যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ৬ = ২৪
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে)
উপবিভাগ - ঘ. ১
৪.১) ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহরুৎ চিঠি গুলির ঐতিহাসিক গুরুত্ব লেখ।৪.২ শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল?
উপবিভাগ - ঘ. ২
৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণ সংক্ষেপে আলোচনা করো।৪.৪) মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?
উপবিভাগ - ঘ. ৩
৪.৫) জাতীয় শিক্ষা পরিষদ কী? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল?৪.৬) ‘অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ - ঘ. ৪
৪.৭) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের কারণ কী ছিল?৪.৮) আত্মজীবনী ও স্মৃতি কথায় উদ্বাস্তুদের জীবন-যন্ত্রনা কীভাবে ফুটে উঠেছে লেখ।
বিভাগ - ঙ
৫) পনেরো বা ষোলো বাক্যে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮
৫.১) নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।৫.২) আনন্দমঠ গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে জাতীয়তাবাদী মনোভাব ফুটিয়ে তুলেছেন।
৫.৩) বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো।
—----------x—---------

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন