উচ্চমাধ্যমিক ইতিহাস নির্বাচনী পরীক্ষা - ২০২৪
উচ্চমাধ্যমিক ইতিহাস নির্বাচনী পরীক্ষা - ২০২৪ |
HS History Question - 2024
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো।
(i) ‘জনশ্রুতি’ কয় প্রকার? (প্রথম অধ্যায়)(a) তিন প্রকার b) পাঁচ প্রকার
(c) চার প্রকার (d) ছয় প্রকার।
(ii) ‘হারকিউলিস’ কী ধরনের চরিত্র? (প্রথম অধ্যায়)
(a) পৌরাণিক চরিত্র (b) লোককথার চরিত্র
(c) কিংবদন্তি চরিত্র (d) মৌখিক ঐতিহ্যের চরিত্র।
(iii) ভাস্কোদাগামা কোন্ দেশের নাবিক? (দ্বিতীয় অধ্যায়)
a) পর্তুগিজ (b) ইংরেজ নাবিক
(c) ওলন্দাজ নাবিক (d) ফরাসি নাবিক।
(iv) “পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম” - কে বলেছেন?
(a) লেনিন (b) হবসন
(c) অ্যাডাম স্মিথ (d) লড এক্টন।
(v) ইংরেজ ইস্টইন্ডিয়া কোম্পানিকে ‘দস্তক’ প্রদান করেছিলেন কে? (তৃতীয় অধ্যায়)
(a) নবাব আলীবর্দী খাঁ (b) নবাব মুর্শিদকুলি খাঁ
(c) মীর জাফর আলী খাঁ d) সম্রাট ফারুকশিয়ার।
vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ ২
(i) অন্ধকূপ হত্যা (A) মারাঠা মেকিয়াভেলি
(ii) ১৭৬০ সালের বিপ্লব (B) হল ওয়েল
(iii) রেগুলেটিং আক্ট (C) মীর কাসিম
(iv) নানা ফড়নবীশ (D) ১৭৭৩ সাল
বিকল্প সমূহ:
(a) (i)-(A), (ii)-(C), (iii)-(D), (iv)-(B)
(b (i)-(B), (ii)-(D), (iii)-(C), (iv)-(A)
(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(d) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A).
(vii) ‘কাও তাও’ হল সম্রাটের সামনে মাথা নত করার প্রথা
(a) ফ্রান্সের প্রচলিত প্রথা (b) ভারতে প্রচলিত প্রথা
(c) চীন দেশের প্রচলিত প্রথা (d) ইংল্যান্ডে প্রচলিত প্রথা।
(viii) ‘চুইয়ে পড়া নীতি’র প্রবক্তা হলেন (চতুর্থ অধ্যায়)
(a) জোনাথন ডানকান (b) ডেভিড ড্রামন্ড
(c) টমাস ব্যাবিংটন মেকলে (d) চার্লস উড।
(ix) ‘মুসলমান সমাজের রামমোহন’ বলা হয় -
(a) স্যার সৈয়দ আহমেদ খান (b) নবাব সলিমুল্লাহ
(c) মৌলানা শিবলী নোমানী (d) খোদাবক্স।
(x) চীনে ১৯১৩ ‘দ্বিতীয় বিপ্লবে’র ডাক দেন
(a) চিয়াং কাই-শেক (b) সান ইয়াৎ-সেন
(c) ইউয়ান শিকাই (d) মাও সে-তুং।
(xi) ‘পুনা চুক্তি’(১৯৩২)-তে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় (পঞ্চম অধ্যায়)
(a) মুসলিমদের জন্য (b) শিখদের জন্যে
(c) খ্রিস্টানদের জন্য d) তপশিলীদের জন্য
(a) স্যার সৈয়দ আহমেদ খান (b) নবাব সলিমুল্লাহ
(c) মৌলানা শিবলী নোমানী (d) খোদাবক্স।
(x) চীনে ১৯১৩ ‘দ্বিতীয় বিপ্লবে’র ডাক দেন
(a) চিয়াং কাই-শেক (b) সান ইয়াৎ-সেন
(c) ইউয়ান শিকাই (d) মাও সে-তুং।
(xi) ‘পুনা চুক্তি’(১৯৩২)-তে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় (পঞ্চম অধ্যায়)
(a) মুসলিমদের জন্য (b) শিখদের জন্যে
(c) খ্রিস্টানদের জন্য d) তপশিলীদের জন্য
(xii) ‘মিরাট ষড়যন্ত্র মামলা’য় অভিযুক্তের সংখ্যা ছিল
(a) ৩২ জন b) ৩৩ জন
(c) ৩৪ জন (d) ৩৬ জন।
(xiii) ‘পঞ্চাশের মন্বন্তর’ ঘটেছিল -
a) ১৯৪৩ সালে (b) ১৯৪৫ সালে
(c) ১৯৪৬ সালে (d) ১৯৪৭ সালে।
(a) ৩২ জন b) ৩৩ জন
(c) ৩৪ জন (d) ৩৬ জন।
(xiii) ‘পঞ্চাশের মন্বন্তর’ ঘটেছিল -
a) ১৯৪৩ সালে (b) ১৯৪৫ সালে
(c) ১৯৪৬ সালে (d) ১৯৪৭ সালে।
(xiv) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম ‘শহীদ’ ও ‘স্বরাজ’ রেখেছিলেন- (ষষ্ঠ অধ্যায়)
(a) জহরলাল নেহেরু (b) নেতাজি সুভাষচন্দ্র বসু
(c) মহাত্মা গান্ধী (d) মোহন সিং
(xv) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ - দাবি তুলেছিল -
(a) ইন্দোনেশিয়া (b) ভিয়েতনাম
(c) চীন d) জাপান
(a) জহরলাল নেহেরু (b) নেতাজি সুভাষচন্দ্র বসু
(c) মহাত্মা গান্ধী (d) মোহন সিং
(xv) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ - দাবি তুলেছিল -
(a) ইন্দোনেশিয়া (b) ভিয়েতনাম
(c) চীন d) জাপান
(xvi) ‘দিয়েন-বিয়েন-ফু’র যুদ্ধ হয়েছিল ভিয়েতনামের সঙ্গে
(a) বৃটেনের (b) আমেরিকার
(c) জাপানের (d) ফ্রান্সের।
(a) বৃটেনের (b) আমেরিকার
(c) জাপানের (d) ফ্রান্সের।
(xvii) ‘ফ্যালটন বক্তৃতায়’ কোন্ বিষয়ে আমেরিকাকে সতর্ক করা হয়েছিল (সপ্তম অধ্যায়)
(a) জাপানি আগ্রাসন (b) রুশ আগ্রাসন
(c) জার্মান আগ্রাসন (d) ইতালির আগ্রাসন।
(a) জাপানি আগ্রাসন (b) রুশ আগ্রাসন
(c) জার্মান আগ্রাসন (d) ইতালির আগ্রাসন।
(xviii) মুক্ত-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ -১ স্তম্ভ ২
(A) হো-চি-মিন (i) কিউবা
(B) গামাল আবদেল নাসের (ii) ভিয়েতনাম
(C) ফিদেল কাস্ত্রো (iii) ভারত
(D) জহরলাল নেহেরু (iv) মিশর
বিকল্প সমূহ:
(a) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)
(c) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
(d) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D).
(xix) ‘সিয়াটো’ গঠিত হয় —
(a) ১৯৪৭ সালে (b) ১৯৪৮ সালে
(c) ১৯৫৪ সালে (d) ১৯৫৫ সালে।
(xx) ব্যালফুর ঘোষণার ফলে যে সংকট তৈরি হয়েছিল তার নাম —
(a) আরব ইসরাইল সংকট (b) কোরিয়া সংকট
(c) ভিয়েতনাম সংকট (d) কিউবা সংকট।
স্তম্ভ -১ স্তম্ভ ২
(A) হো-চি-মিন (i) কিউবা
(B) গামাল আবদেল নাসের (ii) ভিয়েতনাম
(C) ফিদেল কাস্ত্রো (iii) ভারত
(D) জহরলাল নেহেরু (iv) মিশর
বিকল্প সমূহ:
(a) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)
(c) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
(d) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D).
(xix) ‘সিয়াটো’ গঠিত হয় —
(a) ১৯৪৭ সালে (b) ১৯৪৮ সালে
(c) ১৯৫৪ সালে (d) ১৯৫৫ সালে।
(xx) ব্যালফুর ঘোষণার ফলে যে সংকট তৈরি হয়েছিল তার নাম —
(a) আরব ইসরাইল সংকট (b) কোরিয়া সংকট
(c) ভিয়েতনাম সংকট (d) কিউবা সংকট।
(xxi) শেখ মুজিবুর রহমান কে ছিলেন? (অষ্টম অধ্যায়)
(a) আলজেরিয়ার নেতা b) বাংলাদেশের প্রধানমন্ত্রী
(c) নাইজেরিয়ার নেতা (d) ঘানার প্রধানমন্ত্রী।
(a) আলজেরিয়ার নেতা b) বাংলাদেশের প্রধানমন্ত্রী
(c) নাইজেরিয়ার নেতা (d) ঘানার প্রধানমন্ত্রী।
(xxii) আলজেরিয়ায় ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’-এর প্রতিষ্ঠাতা ছিলেন
(a) ইয়াইয়া খাঁ (b) জুলফিকার আলি ভুট্টো
(c) ফজলুল হক d) বেন বেল্লা।
(xxiii) ভারতের প্রকৃত শাসক হলেন —
(a) রাষ্ট্রপতি b) স্বরাষ্ট্রমন্ত্রী
(c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।
xxiv) ‘সার্ক’ প্রতিষ্ঠায় সর্বপ্রথম উদ্যোগ নেন?
(a) ইন্দিরা গান্ধী (b) জিয়াউর রহমান
(c) শ্রীমাভো বন্দরনায়েক (d) মামুন আব্দুল গাইয়ুম।
(ii) ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ নীতির মুখ্য প্রবক্তা কে?
(iii) ‘উপনিবেশিক আধুনিকীকরণ’ বলতে কী বোঝো?
অথবা,
‘সাদা চামড়ার দায়বদ্ধতা’র কথা বলেছেন কে?
(iv) নবাব সিরাজউদ্দৌলা কলকাতা শহরের কী নাম রেখেছিলেন? (তৃতীয় অধ্যায়)
(v) ‘পাঁচসালা বন্দোবস্ত’ কোন্ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল?
অথবা,
(a) ইয়াইয়া খাঁ (b) জুলফিকার আলি ভুট্টো
(c) ফজলুল হক d) বেন বেল্লা।
(xxiii) ভারতের প্রকৃত শাসক হলেন —
(a) রাষ্ট্রপতি b) স্বরাষ্ট্রমন্ত্রী
(c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।
xxiv) ‘সার্ক’ প্রতিষ্ঠায় সর্বপ্রথম উদ্যোগ নেন?
(a) ইন্দিরা গান্ধী (b) জিয়াউর রহমান
(c) শ্রীমাভো বন্দরনায়েক (d) মামুন আব্দুল গাইয়ুম।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) ‘ভৌমিক সাম্রাজ্যবাদ’ কী? ( দ্বিতীয় অধ্যায়)(ii) ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ নীতির মুখ্য প্রবক্তা কে?
(iii) ‘উপনিবেশিক আধুনিকীকরণ’ বলতে কী বোঝো?
অথবা,
‘সাদা চামড়ার দায়বদ্ধতা’র কথা বলেছেন কে?
(iv) নবাব সিরাজউদ্দৌলা কলকাতা শহরের কী নাম রেখেছিলেন? (তৃতীয় অধ্যায়)
(v) ‘পাঁচসালা বন্দোবস্ত’ কোন্ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল?
অথবা,
‘এজেন্সি প্রথা’ কী?
(vi) ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলা হয় কাকে? (চতুর্থ অধ্যায়)
অথবা,
ডিরোজিও কে ছিলেন?
(vii) কে কাকে ‘ভারতের উন্মাদ আশ্রম’ বলেছিলেন?
(viii) চীনে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন এমন একজন বুদ্ধিজীবীর নাম লেখো।
(vi) ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলা হয় কাকে? (চতুর্থ অধ্যায়)
অথবা,
ডিরোজিও কে ছিলেন?
(vii) কে কাকে ‘ভারতের উন্মাদ আশ্রম’ বলেছিলেন?
(viii) চীনে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন এমন একজন বুদ্ধিজীবীর নাম লেখো।
অথবা,
‘তিয়েন-আন-মেন স্কোয়ার’ কী জন্য বিখ্যাত?
(ix) ঐতিহাসিক বিপানচন্দ্র কোন্ আইনকে ‘একটি ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেছেন? (পঞ্চম অধ্যায়)
অথবা,
‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড’ কোন্ ঘটনার প্রেক্ষাপটে ঘটেছিল?
(x) ‘মাহাদ মার্চ’ কী?
(xi) কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? (ষষ্ঠ অধ্যায়)
(xii) ‘মারকোপোলো ব্রিজ’ কী?
অথবা
‘হো-চি-মিন সিটি’র পূর্ব নাম কী ছিল?
xiii) ‘মার্শাল পরিকল্পনা’ কী? (সপ্তম অধ্যায়)
অথবা
স্ট্যালিন কে ছিলেন?
(xiv) ‘সুয়েজ সংকটে’র সঙ্গে জড়িত একজন আরব নেতার নাম লেখো?
(xv) ‘অব উপনিবেশীকরণ’ বলতে কী বোঝো? (অষ্টম অধ্যায়)
অথবা
‘ভারতীয় পরিকল্পনা কমিশন’ কী?
(xvi) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
অথবা,
লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব আলোচনা করো।
(ii) ‘সাম্রাজ্যবাদ’ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো।
(iii) সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের কারণগুলি আলোচনা করো।
(iv) ‘নব্যবঙ্গ আন্দোলনে’র বিবরণ দাও। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
(vi) ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি লেখো। এই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো।
অথবা,
স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।
(vii) কীভাবে ভিয়েতনাম সংকটের সৃষ্টি হয়েছিল? ভিয়েতনাম যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও?
(viii) ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলনে ডঃ সুকর্ণ-এর ভূমিকা আলোচনা করো।
‘তিয়েন-আন-মেন স্কোয়ার’ কী জন্য বিখ্যাত?
(ix) ঐতিহাসিক বিপানচন্দ্র কোন্ আইনকে ‘একটি ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেছেন? (পঞ্চম অধ্যায়)
অথবা,
‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড’ কোন্ ঘটনার প্রেক্ষাপটে ঘটেছিল?
(x) ‘মাহাদ মার্চ’ কী?
(xi) কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? (ষষ্ঠ অধ্যায়)
(xii) ‘মারকোপোলো ব্রিজ’ কী?
অথবা
‘হো-চি-মিন সিটি’র পূর্ব নাম কী ছিল?
xiii) ‘মার্শাল পরিকল্পনা’ কী? (সপ্তম অধ্যায়)
অথবা
স্ট্যালিন কে ছিলেন?
(xiv) ‘সুয়েজ সংকটে’র সঙ্গে জড়িত একজন আরব নেতার নাম লেখো?
(xv) ‘অব উপনিবেশীকরণ’ বলতে কী বোঝো? (অষ্টম অধ্যায়)
অথবা
‘ভারতীয় পরিকল্পনা কমিশন’ কী?
(xvi) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)
3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8x5-40
বিভাগ-ক
(i) ‘মিথ’ ও ‘পৌরাণিক কাহিনী’ বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে এদের ভূমিকা কী?অথবা,
লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব আলোচনা করো।
(ii) ‘সাম্রাজ্যবাদ’ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো।
(iii) সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের কারণগুলি আলোচনা করো।
(iv) ‘নব্যবঙ্গ আন্দোলনে’র বিবরণ দাও। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
বিভাগ – খ
(v) ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল? কীভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল?(vi) ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি লেখো। এই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো।
অথবা,
স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।
(vii) কীভাবে ভিয়েতনাম সংকটের সৃষ্টি হয়েছিল? ভিয়েতনাম যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও?
(viii) ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলনে ডঃ সুকর্ণ-এর ভূমিকা আলোচনা করো।
------------xx------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন