একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫ একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম সেমিস্টার - ২০২৫ বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) বিষয় : ইতিহাস সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০ ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৬ = ৮ ১) ইতিহাসের জনক বলা হয় — ১/১ A) ইবন বতুতাকে, B) থুকিডিডিসকে C) লিওপোল্ড ভন ব্যাঙ্কেকে D) হেরোডোটাস । ২) হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? ২/১ A) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে, B) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে C) ৪২৩ খ্রিস্টপূর্বাব্দে D) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে। ৩) ভারতবর্ষে ‘দাস’ বলতে কাদের বোঝানো হত? ২/২ A) ব্রাহ্মণদের, B) ক্ষত্রিয়দের, C) বৈশ্যদের, D) শূদ্রদের ৪) প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটে? ৩/১ (’২০) A) পাকিস্তানে, B) গ্রিসে , C) রাশিয়ায়, D) পারস্যে আজকে। ৫) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে ক-টি গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো —৩/২ (’১৭) A) মগধ, B) মল্ল। C) গান্ধার, D) অবন্তী। ৬) রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হত— ৩/৩ (’১৫) A) প্লেবিয়ান, B) প্যাট্রিশিয়ান C) ক্রীতদা...
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি