সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রয়াস মক টেস্ট — ১, মাধ্যমিক ২০২৬

প্রয়াস মক টেস্ট-১, মাধ্যমিক ২০২৬

প্রয়াস মক টেস্ট, প্রয়াস মক টেস্ট—১ মাধ্যমিক ২০২৬,Prayas Mock Test — 1, Madhyamik 2026
প্রয়াস মক টেস্ট — ১, মাধ্যমিক ২০২৬

বিভাগ-ক

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

১.১ চিপকো আন্দোলন মূলত-

(ক) সামরিক ইতিহাস্যতার বিষয়, খ) পরিবেশের ইতিহাস চর্চার বিষয়
(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসতার বিষম, ঘ) শহরের ইতিহাস চর্চার বিষয়।

১.২ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন-

(ক) খেলার ইতিহাসের সঙ্গে (খ) স্থানীয় ইতিহাসের সঙ্গে
(গ) নারী ইতিহাসতার সঙ্গে ঘ) চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে

১.৩ 'ক্রমনিম্ন পরিগৃত নীতি' সম্পর্কিত ছিল-

(ক) মেকলে মিনিটস-এর সঙ্গে (খ) উডের ডেসপাচ-এর সঙ্গে
(ঘ) ১৮১৩ সনদ আইন-এর সঙ্গে (ঘ) চালসি গ্রান্ট-এর প্রস্তাবের সঙ্গে

১.৪ 'হাতাম প্যাঁচার নকশা' একটি-

ক) ব্যঙ্গাত্মক রচনা (খ) জীবনীমূলক প্রনা
(গ) আত্মজীবনীমূলক রচনা (ঘ) জাতীয়তাবোগমূলক রাজনা

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(ক) এইচ এইচ গুডিভ, (খ) এন ওয়ালিশ
(গ) জে গ্রান্ট (ঘ) এম জে ব্রামলি।

১.৬ 'উলগুলান' শব্দটি নির্দেশ করে—

(ক) কোল বিদ্রোহকে (খ) সাঁওতাল বিদ্রোহকে
গ) মুন্ডা বিদ্রোয়কে (ঘ) শাগলপন্থী বিদ্রোহকে

১.৭ ওয়াহাবি আন্দোলনে যুক্ত জনগণের বড়ো অংশ ছিলেন-

(ক) কৃষক (খ) শ্রমিক,
(গ) দলিত, (ঘ) আদিবাসী।

১.৮ এইটটিন ফিফটি সেভেন' (1857) গ্রন্থটি রচনা করেন-

(ক) সুরেন্দ্রনাথ সেন, (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(গ) রমেশচন্দ্র মজুমলার, (ঘ) সুশোভন সরকার

১.৯ 'দেশীয় ভাষা সংবাদপত্র আইন' (১৮৭৮) পাশ হয়-

(ক) লর্ড লিটনের সময়কালে, (খ) লর্ড রিপনের সময়কালে,
(গ) লর্ড কার্জনের সময়কালে, (ঘ) লর্ড ক্যানিং-এর সময়কালে

১.১০ স্বামী বিবেকানন্দের 'বর্তমান ভারত' শীর্ষক রচনা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়-

(ক) প্রবাসী পত্রিকায়, খ) উদ্বোধন পত্রিকায়
(গ) সোমপ্রকাশ পত্রিকায়, (ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

১.১১ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল-

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

১.১২ ক্রেসকোগ্রাফ যন্ত্র নির্মাণ করেন—

(ক) প্রফুল্লচন্দ্র রায়, (খ) জগদীশচন্দ্র বসু
(গ) মেঘনাদ সাহা, (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

১.১৩ 'লাঙল যার, জমি তার' স্লোগানটি যুক্ত ছিল-

(ক) নীল বিদ্রোহের সঙ্গে, (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সঙ্গে
গ) তেভাগা আন্দোলনের সঙ্গে, (ঘ) ওয়াহাবি আন্দোলনের সঙ্গে

১.১৪ মোপলা বিদ্রোহ (১৯২১ খ্রিস্টাব্দে) হয়েছিল—

(ক) মালাবার উপকূলে, (খ) করমণ্ডল উপকূলে
(গ) গোদাবরী উপত্যকায়, (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে

১.১৫ ভারতে প্রথম 'মে দিবস' পালিত হয়—

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে, (খ) ১৯২১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২২ খ্রিস্টাব্দে, (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে

১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন—

(ক) কল্পনা দত্ত, (খ) সুনীতি চৌধুরী
(গ) বীণা দাস, (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার

১.১৭ কালাইল সার্কুলারের উদ্দেশ্য ছিল—

(ক) স্বদেশি পণ্য বিক্রি করা, (খ) প্রাচ্যবাদী শিক্ষার প্রসার ঘটানো
(গ) পাশ্চাত্যবাদী শিক্ষার প্রসার ঘটানো, (ঘ) ছাত্র আন্দোলন দমন করা

১.১৮ বঙ্গডল, বিরোধী স্বদেশি আন্দোলনে 'স্বঘোষিত প্রচারক' রূপে আত্মপ্রকাশ করে-

(ক) ছাত্র সমাজ, (খ) কৃষক সমাজ
(গ) শ্রমিক সমাজ, (ঘ) শিক্ষক সমাজ

১.১৯ ভাষার ভিড়িতে গঠিত প্রথম রাজ্য-

(ক) অন্ধ্রপ্রদেশ, (খ) কাশ্মীর
(গ) তামিলনাড়ু, (ঘ) জুনাগড়

১.২০ ১৯৫০ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু ও লিয়াকত আলি খানের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছিল-

(ক) কাশ্মীর সমস্যা সমাধানের জন্য, (খ) শরণার্থী সমস্যা সমাধানের জন্য
(গ) জুনাগড়কে ভারতভুক্ত করার জন্য, (ঘ) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য।

বিভাগ- খ

২. যে কোনো যোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):

উপবিভাগ: ২.১

২.১ একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ কোন গভর্নর জেনারেলের আমলে বিধবাবিবাহ আইন (১৮৫৬) পাশ হয়?
২.১.২ বিন্দু মেলার মূল উদ্দেশ্য কী ছিল।
২.১.৩ সূর্য সেন কেন স্মরণীয়।
২.১.৪ কোন প্রেক্ষাপটে ভারতমাতা ছবিটি আঁকা হয়েছিল।

উপবিভাগ: ২.২

২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:

২.২.১ সোমপ্রকাশ একটি মাসিক পত্রিকা।
২.২.২. জমিদার সভার সভাপতি ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।।
২.২.৩ বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুরচন্দ্র রায়।
২.২.৪ ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই পাশ হয়েছিল।

উপবিভাগ: ২.৩

২.৩ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও:

২.৩) স্তম্ভ - A
স্তম্ভ - B
২.৩.১  বঙ্গদর্শন i ফরাজি আন্দোলন
২.৩.২ হাফটোন পদ্ধতি ii বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.৩ দুদুমিঞা iii  বিদ্যাসাগর
২.৩.৪ মেট্রোপলিটন ইন্সটিটিউশন iv উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপবিভাগ: ২.৪

২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো: ১×৪-৪

২.৪.১ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র : বারাসাত
২.৪.২ নীল বিদ্রোহের (১৮৬০) কেন্দ্র : নদিয়া
২.৪.৩ ১৮৫৭-র বিদ্রোহের একটি কেন্দ্র : কানপুর
২.৪.৪ দেশীয় রাজ্য : জুনাগড়

উপবিভাগ ২.৫

২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর ‘গোরা’ উপন্যাসটি লিখেছিলেন।

ব্যাখ্যা ১: ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলোকে তুলে ধরতে।
ব্যাখ্যা ২: সংকীর্ণ মানসিকতা ত্যাগ করে ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্‌বুদ্ধ করতে
ব্যাখ্যা ৩: ভারতবাসীকে দেশের অতীত গৌরব সম্পর্কে সচেতন করতে।

২.৫.২ বিবৃতি ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাশ করে।

ব্যাখ্যা ১: অরণ্য সম্পদের ওপর একচেটিয়া আধিপত্য স্থাপন করা
ব্যাখ্যা ২: অরণ্যের মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়া।
ব্যাখ্যা ৩: পরিবেশ রক্ষার্থে অরণ্য সম্পদের যথাযথ ব্যবহার করা।

২.৫.৩ বিবৃতি: গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র গুলো মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয়।

ব্যাখ্যা ১: উপনিবেশিক ব্রিটিশ শাসনের সমালোচনার উদ্দেশ্যে গগনেন্দ্রনাথ ব্যঙ্গচিত্র আঁকেন
ব্যাখ্যা ২: পাশ্চাত্য ঘরানার চিত্রশিল্পের সমান্তরালে দেশীয় চিত্রশিল্পের প্রসার ঘটাতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩: বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যঙ্গচিত্রকে বেছে নিয়েছিলেন।

২৫.৪ বিবৃতি: ফজল আলির সভাপতিত্বে ১৯৫৩ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়।

ব্যাখ্যা ১: উদ্‌দ্বান্ত সমস্যা সমাধান করতে এই কমিশন সচেষ্ট হয়েছিল।
ব্যাখ্যা ২: দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি সংক্রান্ত আলোচনা ছিল এই কমিশনের উদ্দেশ্য।
ব্যাখ্যা ৩: ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করাই ছিল এই কমিশনের অন্যতম লক্ষ্য

বিভাগ-গ

৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি)।

৩.১ স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো।
৩.২ সরকারি নথিপত্র ইতিহাস নির্মাণে কীভাবে সাহায্য করে?
৩.৩ 'বামাবোধিনী' কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল।
৩.৪ ডেভিড হেয়ার কেন স্মরণীয়।
৩.৫ চুয়াড় বিদ্রোহের দুটি কারণ লেখো।
৩.৬ বারাসাত বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল।
৩.৭ 'সভা-সমিতির যুগ' বলতে কী বোঝো? 
৩.৮ অ্যান্টি-সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.৯ ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
৩.১০ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো। 
৩.১১ খেদা সত্যাগ্রহ (১৯১৮ খ্রি.) কেন শুরু হয়েছিল।
৩.১২. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১৩ তাগুলিপ্ত জাতীয় সরকার কোন প্রেক্ষাপটে গড়ে উঠেছিল।
৩.১৪ অনুশীলন সমিতির ভূমিকা সংক্ষেপে লেখো।
৩.১৫ দেশভাগ পরবর্তী করুণ কাহিনি ফুটে উঠেছে এমন দুটি স্মৃতিকথার উল্লেখ করো।
৩১৬ পড়ি শ্রীরামালু কে ছিলেন।

বিভাগ-ঘ

৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোই ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ: ঘ.১

৪.১ নারীশিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেব-এর ভূমিকার মূল্যায়ন করো।
৪.২ শিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো।

উপবিভাগ: ঘ.২

৪.৩ ওয়াহাবি আন্দোলনকে কী শুধুমাত্র ধর্মীয় আন্দোলন হিসেবে চিহ্নিত করা যায়। ব্যাখ্যা করো।
৪.৪. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

উপবিভাগ: ঘ.৩

৪.৫. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় কৃষক শ্রেণির ভূমিকা কেমন ছিল?
৪.৬ বিশ শতকের ভারতে ব্রিটিশ-বিরোধী আন্দোলনে বামপন্থীদের অংশগ্রহণের চণ্ডীর আলোচনা করো।

উপবিভাগ: ঘ.৪

৪.৭ ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল।
৪.৮ দেশভাগ পরবর্তী উদ্‌দ্বাস্তু সমস্যা সমাধানে কী কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছিল?

বিভাগ- ঘ.৫

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ ব্রাহ্ম আন্দোলনের বিভাজন ও বিবর্তন আলোচনা করো।
৫.২ ১৮৫৭-র বিদ্রোহ 'গণবিদ্রোহ' না 'সিপাহি বিদ্রোহ- যুক্তিসহ লেখো। মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) কী ভারতীয়দের দাবি পূরণ করতে পেরেছিল।
৫.৩ দলিত অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। বাংলায় নমঃশূদ্র আন্দোলনের বিবর্তনে হরিচাদ ও গুরুটাদ ঠাকুরের ভূমিকা মূল্যায়ন করো।

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ)-র উত্তর :

প্রশ্ন -১ ৫  ৬  ৭  ৮  ৯  ১০  
উত্তর  ঘ  ক গ 
প্রশ্ন -১ ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০ 
উত্তর গ   খ   গ    ক ঘ 

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...